•• এটা আজকের তৃতীয় এবং ফাইনাল বার্থডেই পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডেই বয় হলেনঃ স্পিয়ারের জনক নামে খ্যাত Bill Goldberg । 

১৯৬৬ সালের আজকের দিনে আমেরিকার ওকলাহোমার টুলসায় জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "The Man" খ্যাত রেসলার "Goldberg". আজ তার ৪৯তম জন্মদিন। তার আসল নাম William Scott Goldberg. 
.

.
• গোল্ডবার্গের স্ট্রিকঃ 

প্রফেশনাল রেসলিংয়ে দুইজন রেসলারের অন্যতম "Streak" আছে যেটা আর কারো নেই।একজন হলেন THE GOD OF PRO WRESTLING খ্যাত The Undertaker এবং অন্যজন হলেন THE UNDEFEATED খ্যাত Bill Goldberg। Undertaker এর Streak সম্পর্কে সবার জানা থাকলেও Goldberg এর Streak সম্পর্কে হয়তো অনেকের জানা নেই।এখন Goldberg এর Streak সম্পর্কে জানানো হল।

GOLDBERG এর WCW(WORLD CHAMPIONSHIP WRESTLING) তে Single Match এ টানা ১৭৩ টা জয়ের রেকর্ড আছে যেটা আর কারো নেই।তিনি টানা ১৭৩ টা ম্যাচ জিতেন বেশিরভাগ ডমিন্যান্ট করে।তার এই জয় শুরু হয় জুন ২৩,১৯৯৭ সালে WCW Monday Nitro তে ও শেষ হয় ডিসেম্বর ২৭,১৯৯৮ সালে WCW এর Starrcade PPV তে।
.
.

• গোল্ডবার্গের খেলার ধরন এবং কোম্পানি ত্যাগের কারনঃ

গোল্ডবার্গ হলেন কম্পানির ইতিহাসের অন্যতম হার্ড-হিটিং রেসলার। তিনি রেসলিং ম্যাচের মধ্যে তার অপোনেন্টদের অনেক মার মারতেন এবং মুভ গুলা খুব বেরহম ভাবে এক্সিকিউট করতেন। কম্পানি অনেকবারই তাকে বলেছিলেন তিনি যেনো তার মুভস গুলো ব্যবহারের ব্যাপারে সহনশীল হন। কিন্ত তিনি শুনতেন না। অবশেষে রেসলাররা তার সাথে ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়া শুরু করলো & তার সাথে ম্যাচ খেলতে নারাজ হয়ে গেল। তখন নাকি কম্পানি তাকে কি জানি বলেছিল যার জন্য তিনি এতোই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি কম্পানি লিভ করার সিদ্ধান্ত নেন। 

এছাড়া জেরিকোর সাথে তার রিয়েল লাইফের কিছু ঝামেলাও অনেকাংশে দায়ি তার কম্পানি লিভ করার জন্য। কিন্তু কম্পানিতে থাকতে হলে কথা তো শোনাই লাগবে,, সবাই শোনে। কিন্তু এই ব্যাপারের পরেই কম্পানি লিভ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যায় যে তার অহংকার ছিল খুব বেশি। 

অবশ্য তার WWE ছাড়ার আসল কারণ মুলত ছিল তার আর রেসলিং না করার ইচ্ছা.. তিনি তার পরবর্তী সকল সাক্ষাতকারেও এই কথাই বলেছেন। আমিও একমত। যদি রেসলিং করার ইচ্ছা থাকতো তাহলে WWE ছাড়ার পর অন্য কোন প্রো রেসলিং কম্পানির সাথে যুক্ত হতেন। কিন্তু তা হন নি। এ থেকেই বোঝা যায় যে রেসলিং এর ইচ্ছাই চলে গিয়েছিল। 
.
.

• WWE তে ফিরে না আসার কারণঃ 
.

কোম্পানি ত্যাগ করার পর তিনি ৯ বছর রাগবি খেলেছিলেন। ২০০৪ এ তিনি WWE কোম্পানি ছেড়েছিলেন। এতো বছরে তো তিনি আর ব্যাক করলেন না। তাহলে এখন আবার ব্যাক করার চ্যান্সও খুব কম। তাছাড়া এখন তার বয়স অনেক হয়ে গিয়েছে। তাই সে আবার ফিরে আসলেও আমরা আগের গোল্ডবার্গকে দেখতে পাবো নাহ। 

২০০৭ সালের দিকে ভিন্স একবার চেয়েছিলেন গোল্ডবার্গকে ব্যাক করাতে। কিন্তু তিনি নিয়মিত পারফর্মার হয়ে ব্যাক করতে নারাজ হন & চেয়েছিলেন শুধু PPV তে খেলার জন্য রিটার্ন করতে। অবশেষে কম্পানি তাতেই রাজি হয়েছিল। কিন্তু গোল্ডবার্গ নাকি প্রতিবার এমন সব টাকার পরিমাণ দাবি করতো তার পারিশ্রমিক হিসেবে যা কোম্পানির পক্ষে দেওয়া হত অসম্ভব। 

এবং মূলত এই কারনেই সে এখনও WWE তে রিটার্ন করতে পারেনি, কিন্তু বর্তমানে তার রিটার্নের রিউমর আবার দেখা দিচ্ছে। 
.
.
• বর্তমানে রিটার্নের সম্ভাবনাঃ
.
আগামী Wrestlemania 32 এই WWE তে রিটার্ন করতে পারেন দ্যা স্পিয়ার কিং Bill Goldberg....। 

সম্প্রতি WWE TV কে দেওয়া এক সাক্ষাতকারে গোল্ডবার্গ বলেছেন তিনি আগামী রেসেলমেনিয়াতে WWE তে ব্যাক করতে পারেন। সেই সাথে তিনি WM 32 এ শেষবারের মতো ব্রক লেসনারের সাথে একটি ম্যাচ খেলার ইচ্ছা পোষন করেছেন।

ব্রক এবং গোল্ডবার্গ লাস্ট মুখোমুখি হয়েছিলেন ২০০৪ সালের Wrestlemania 20 এ যেখানে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে ছিলেন Sone Cold Steve Austin, সেই ম্যাচে গোল্ডবার্গ ব্রকের বিরুদ্ধে জয় লাভ করেন।

তবে সত্যিই যদি গোল্ডবার্গ ব্যাক করেন তাহলে আমরা খুব শিঘ্রয় একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখতে চলেছি সেই ব্যাপারে আমি নিশ্চিত। 
.
.

আজকে তার জন্মদিন এবং তার  জন্মদিন আমাদের পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। 

গোল্ডবার্গের সম্পূর্ণ জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।

• ক্রেডিটঃ সায়েম স্টার্ক ও রেসলিং বাংলা। 

☻ গোল্ডবার্গের জন্মদিন এবং রিটার্ন নিউজ।


•• এটা আজকের তৃতীয় এবং ফাইনাল বার্থডেই পোস্ট এবং আজকের তৃতীয় বার্থডেই বয় হলেনঃ স্পিয়ারের জনক নামে খ্যাত Bill Goldberg । 

১৯৬৬ সালের আজকের দিনে আমেরিকার ওকলাহোমার টুলসায় জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "The Man" খ্যাত রেসলার "Goldberg". আজ তার ৪৯তম জন্মদিন। তার আসল নাম William Scott Goldberg. 
.

.
• গোল্ডবার্গের স্ট্রিকঃ 

প্রফেশনাল রেসলিংয়ে দুইজন রেসলারের অন্যতম "Streak" আছে যেটা আর কারো নেই।একজন হলেন THE GOD OF PRO WRESTLING খ্যাত The Undertaker এবং অন্যজন হলেন THE UNDEFEATED খ্যাত Bill Goldberg। Undertaker এর Streak সম্পর্কে সবার জানা থাকলেও Goldberg এর Streak সম্পর্কে হয়তো অনেকের জানা নেই।এখন Goldberg এর Streak সম্পর্কে জানানো হল।

GOLDBERG এর WCW(WORLD CHAMPIONSHIP WRESTLING) তে Single Match এ টানা ১৭৩ টা জয়ের রেকর্ড আছে যেটা আর কারো নেই।তিনি টানা ১৭৩ টা ম্যাচ জিতেন বেশিরভাগ ডমিন্যান্ট করে।তার এই জয় শুরু হয় জুন ২৩,১৯৯৭ সালে WCW Monday Nitro তে ও শেষ হয় ডিসেম্বর ২৭,১৯৯৮ সালে WCW এর Starrcade PPV তে।
.
.

• গোল্ডবার্গের খেলার ধরন এবং কোম্পানি ত্যাগের কারনঃ

গোল্ডবার্গ হলেন কম্পানির ইতিহাসের অন্যতম হার্ড-হিটিং রেসলার। তিনি রেসলিং ম্যাচের মধ্যে তার অপোনেন্টদের অনেক মার মারতেন এবং মুভ গুলা খুব বেরহম ভাবে এক্সিকিউট করতেন। কম্পানি অনেকবারই তাকে বলেছিলেন তিনি যেনো তার মুভস গুলো ব্যবহারের ব্যাপারে সহনশীল হন। কিন্ত তিনি শুনতেন না। অবশেষে রেসলাররা তার সাথে ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়া শুরু করলো & তার সাথে ম্যাচ খেলতে নারাজ হয়ে গেল। তখন নাকি কম্পানি তাকে কি জানি বলেছিল যার জন্য তিনি এতোই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি কম্পানি লিভ করার সিদ্ধান্ত নেন। 

এছাড়া জেরিকোর সাথে তার রিয়েল লাইফের কিছু ঝামেলাও অনেকাংশে দায়ি তার কম্পানি লিভ করার জন্য। কিন্তু কম্পানিতে থাকতে হলে কথা তো শোনাই লাগবে,, সবাই শোনে। কিন্তু এই ব্যাপারের পরেই কম্পানি লিভ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যায় যে তার অহংকার ছিল খুব বেশি। 

অবশ্য তার WWE ছাড়ার আসল কারণ মুলত ছিল তার আর রেসলিং না করার ইচ্ছা.. তিনি তার পরবর্তী সকল সাক্ষাতকারেও এই কথাই বলেছেন। আমিও একমত। যদি রেসলিং করার ইচ্ছা থাকতো তাহলে WWE ছাড়ার পর অন্য কোন প্রো রেসলিং কম্পানির সাথে যুক্ত হতেন। কিন্তু তা হন নি। এ থেকেই বোঝা যায় যে রেসলিং এর ইচ্ছাই চলে গিয়েছিল। 
.
.

• WWE তে ফিরে না আসার কারণঃ 
.

কোম্পানি ত্যাগ করার পর তিনি ৯ বছর রাগবি খেলেছিলেন। ২০০৪ এ তিনি WWE কোম্পানি ছেড়েছিলেন। এতো বছরে তো তিনি আর ব্যাক করলেন না। তাহলে এখন আবার ব্যাক করার চ্যান্সও খুব কম। তাছাড়া এখন তার বয়স অনেক হয়ে গিয়েছে। তাই সে আবার ফিরে আসলেও আমরা আগের গোল্ডবার্গকে দেখতে পাবো নাহ। 

২০০৭ সালের দিকে ভিন্স একবার চেয়েছিলেন গোল্ডবার্গকে ব্যাক করাতে। কিন্তু তিনি নিয়মিত পারফর্মার হয়ে ব্যাক করতে নারাজ হন & চেয়েছিলেন শুধু PPV তে খেলার জন্য রিটার্ন করতে। অবশেষে কম্পানি তাতেই রাজি হয়েছিল। কিন্তু গোল্ডবার্গ নাকি প্রতিবার এমন সব টাকার পরিমাণ দাবি করতো তার পারিশ্রমিক হিসেবে যা কোম্পানির পক্ষে দেওয়া হত অসম্ভব। 

এবং মূলত এই কারনেই সে এখনও WWE তে রিটার্ন করতে পারেনি, কিন্তু বর্তমানে তার রিটার্নের রিউমর আবার দেখা দিচ্ছে। 
.
.
• বর্তমানে রিটার্নের সম্ভাবনাঃ
.
আগামী Wrestlemania 32 এই WWE তে রিটার্ন করতে পারেন দ্যা স্পিয়ার কিং Bill Goldberg....। 

সম্প্রতি WWE TV কে দেওয়া এক সাক্ষাতকারে গোল্ডবার্গ বলেছেন তিনি আগামী রেসেলমেনিয়াতে WWE তে ব্যাক করতে পারেন। সেই সাথে তিনি WM 32 এ শেষবারের মতো ব্রক লেসনারের সাথে একটি ম্যাচ খেলার ইচ্ছা পোষন করেছেন।

ব্রক এবং গোল্ডবার্গ লাস্ট মুখোমুখি হয়েছিলেন ২০০৪ সালের Wrestlemania 20 এ যেখানে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে ছিলেন Sone Cold Steve Austin, সেই ম্যাচে গোল্ডবার্গ ব্রকের বিরুদ্ধে জয় লাভ করেন।

তবে সত্যিই যদি গোল্ডবার্গ ব্যাক করেন তাহলে আমরা খুব শিঘ্রয় একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখতে চলেছি সেই ব্যাপারে আমি নিশ্চিত। 
.
.

আজকে তার জন্মদিন এবং তার  জন্মদিন আমাদের পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। 

গোল্ডবার্গের সম্পূর্ণ জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।

• ক্রেডিটঃ সায়েম স্টার্ক ও রেসলিং বাংলা।