♠ Stardust and Goldust (c) vs. The Usos 

•এই ম্যাচটা ছিল স্টিল কেইজ ম্যাচ, যেটা খুবই ভালো ম্যাচ হয়েছিল এবং এটা ছিল একটা ফান ম্যাচ। স্টারডাস্ট একজন উসোকে পিন করে জিতে যায় এবং তাদের চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winners : Stardust and Goldust

◘ এরপর কেইন একটা প্রোমো কাটে। সে বলে যে অরটোনের সাথে আগের রাতে যা হয়েছে সেটা ছিল অথরিটির করা একটা অন্যতম কঠিন সিদ্ধান্ত। সে আরও বলে, অথরিটির প্রতি অরটনের লয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই তারা তাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছিল। সে বলে যে যুদ্ধরেখাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন এটা রেস্লারদের দায়িত্ব যে তারা ঠিকমতো তাদের সাইট বেছে নিবে। 

◘ এবার কেইন বলে যে জিগ্লার ভেবেছে যে অথরিটীকে সামলে নিতে পারবে, যদিও আজকে দেখা যাবে যে সে কেইনকে সামলাতে পারে কিনা !  কেইন এবার এমন ভাব করে যেন অরটোনের বদলে অথরিটির নিউ মেম্বারকে ইন্ট্রোডিউস করছে...এরপর সিজারোর মিউজিক হিট করে। সে বলে সিনাকে আমি র‍্যাগডলের মতো সুইং করতে পারবো। কেইন বলে যে তার মনে সিজারো ছিল না যদিও সিজারো পরের ম্যাচ জিততে পারে তাহলে সে ওই জায়গাতে চলে যাবে...তার পরের ম্যাচ হবে দ্য বিগ গাই এর সঙ্গে। 

♠ Ryback vs. Cesaro

•ভালো ম্যাচ হয়, শেষে শেল শকের মাধ্যমে রাইব্যাক জিতে যায়। 

♥ Winner : Ryback

◘ ম্যাচের পরে কেইন আসে, কিন্তু রাইব্যাক তাকে কোন আগ্রহ দেখাই না...অর্থাৎ রাইব্যাক হবে টিম সিনার শেষ সদস্য। 

♠ Adam Rose vs. R-Truth

•আজকের ম্যাচটাতে দারুন দৃশ্য দেখা যায়। সম্ভবত ভুল করে বানি অ্যাডামকেই ডিস্ট্রাক্ট করে দেয় যার ফলে রোল-আপের মাধ্যমে জয়লাভ করে আর-ট্রুথ। 

♥ Winner : R-Truth

◘ ম্যাচের পরে রোস, বানিকে অ্যাটাক করে এবং রোসবাডরা বানি ছাড়ায় পালিয়ে যায়। অর্থাৎ তাদের বানি এবার মুক্ত। 

◘ এরপরে বহু প্রতীক্ষিত ক্রিশ্চিয়ান রিটার্ন করে এবং তার পিপ শো নামক সেগমেন্টএর আয়োজন করে। এই সেগমেন্ট -এর স্পেশাল গেস্ট ছিল- ডিন আম্ব্রোস। কিন্তু ব্রে ওয়াট তাকে ইন্টারাপ্ট করে এবং তাদের মধ্যে ফাইট লেগে যায়। এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ Natalya vs. Summer Rae

•এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল, Natalya-এর স্বামী টাইসন কিড। ম্যাচ চলাকালীন হঠাৎ করে টাইসন সেখান থেকে চলে যায় এবং এরফলে Natalya ডিস্ট্রাক্টেড হয় এবং এই সুযোগে সামার রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner : Natalya

◘ এরপরে Soldier Socks নামক অ্যামেরিকান সংস্থার একটা সেগমেন্ট দেখানো হয়, সঙ্গে ছিল প্রাক্তন মিলিটারি Dan Rose। আসলে WWE অনেক ভালো কাজ করে, এটা তাদের মধ্যে একটা, WWE, Soldier Socks-এর সাথে হাত মিলিয়েছে যারা বিকলাঙ্গ অ্যামেরিকান সোলজারদের সাহায্য করে।

♠ Kane vs. Dolph Ziggler 

•এই মাচটাও ছিল স্টিল কেইজ ম্যাচ। ভালো ম্যাচ হয়, শেষ পর্যন্ত জিগ্লার কেজের দরজার উপরে ঝুলছিল, কেইন তাকে ধরতে গেলে সে দরজাটাকে কেইন এর উপর স্লাম করে এবং কেইন ফ্লোরে পরে যায় ও জিগ্লার সেল থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয় এবং জয়ী হিসাবে ঘোষিত হয়। 

♥ Winner : Dolph Ziggler 

◘ এইভাবেই জিগ্লারের জয়ে আজকের স্মাকডাউন সমাপ্ত হয়। 


☻টিভিতে দেখানোর টাইম জানতে এখানে ক্লিক করুন। 

☻WWE SmackDown স্পইলারস, ৫ নভেম্বর ২০১৪

♠ Stardust and Goldust (c) vs. The Usos 

•এই ম্যাচটা ছিল স্টিল কেইজ ম্যাচ, যেটা খুবই ভালো ম্যাচ হয়েছিল এবং এটা ছিল একটা ফান ম্যাচ। স্টারডাস্ট একজন উসোকে পিন করে জিতে যায় এবং তাদের চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। 

♥ Winners : Stardust and Goldust

◘ এরপর কেইন একটা প্রোমো কাটে। সে বলে যে অরটোনের সাথে আগের রাতে যা হয়েছে সেটা ছিল অথরিটির করা একটা অন্যতম কঠিন সিদ্ধান্ত। সে আরও বলে, অথরিটির প্রতি অরটনের লয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই তারা তাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছিল। সে বলে যে যুদ্ধরেখাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন এটা রেস্লারদের দায়িত্ব যে তারা ঠিকমতো তাদের সাইট বেছে নিবে। 

◘ এবার কেইন বলে যে জিগ্লার ভেবেছে যে অথরিটীকে সামলে নিতে পারবে, যদিও আজকে দেখা যাবে যে সে কেইনকে সামলাতে পারে কিনা !  কেইন এবার এমন ভাব করে যেন অরটোনের বদলে অথরিটির নিউ মেম্বারকে ইন্ট্রোডিউস করছে...এরপর সিজারোর মিউজিক হিট করে। সে বলে সিনাকে আমি র‍্যাগডলের মতো সুইং করতে পারবো। কেইন বলে যে তার মনে সিজারো ছিল না যদিও সিজারো পরের ম্যাচ জিততে পারে তাহলে সে ওই জায়গাতে চলে যাবে...তার পরের ম্যাচ হবে দ্য বিগ গাই এর সঙ্গে। 

♠ Ryback vs. Cesaro

•ভালো ম্যাচ হয়, শেষে শেল শকের মাধ্যমে রাইব্যাক জিতে যায়। 

♥ Winner : Ryback

◘ ম্যাচের পরে কেইন আসে, কিন্তু রাইব্যাক তাকে কোন আগ্রহ দেখাই না...অর্থাৎ রাইব্যাক হবে টিম সিনার শেষ সদস্য। 

♠ Adam Rose vs. R-Truth

•আজকের ম্যাচটাতে দারুন দৃশ্য দেখা যায়। সম্ভবত ভুল করে বানি অ্যাডামকেই ডিস্ট্রাক্ট করে দেয় যার ফলে রোল-আপের মাধ্যমে জয়লাভ করে আর-ট্রুথ। 

♥ Winner : R-Truth

◘ ম্যাচের পরে রোস, বানিকে অ্যাটাক করে এবং রোসবাডরা বানি ছাড়ায় পালিয়ে যায়। অর্থাৎ তাদের বানি এবার মুক্ত। 

◘ এরপরে বহু প্রতীক্ষিত ক্রিশ্চিয়ান রিটার্ন করে এবং তার পিপ শো নামক সেগমেন্টএর আয়োজন করে। এই সেগমেন্ট -এর স্পেশাল গেস্ট ছিল- ডিন আম্ব্রোস। কিন্তু ব্রে ওয়াট তাকে ইন্টারাপ্ট করে এবং তাদের মধ্যে ফাইট লেগে যায়। এইভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। 

♠ Natalya vs. Summer Rae

•এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল, Natalya-এর স্বামী টাইসন কিড। ম্যাচ চলাকালীন হঠাৎ করে টাইসন সেখান থেকে চলে যায় এবং এরফলে Natalya ডিস্ট্রাক্টেড হয় এবং এই সুযোগে সামার রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner : Natalya

◘ এরপরে Soldier Socks নামক অ্যামেরিকান সংস্থার একটা সেগমেন্ট দেখানো হয়, সঙ্গে ছিল প্রাক্তন মিলিটারি Dan Rose। আসলে WWE অনেক ভালো কাজ করে, এটা তাদের মধ্যে একটা, WWE, Soldier Socks-এর সাথে হাত মিলিয়েছে যারা বিকলাঙ্গ অ্যামেরিকান সোলজারদের সাহায্য করে।

♠ Kane vs. Dolph Ziggler 

•এই মাচটাও ছিল স্টিল কেইজ ম্যাচ। ভালো ম্যাচ হয়, শেষ পর্যন্ত জিগ্লার কেজের দরজার উপরে ঝুলছিল, কেইন তাকে ধরতে গেলে সে দরজাটাকে কেইন এর উপর স্লাম করে এবং কেইন ফ্লোরে পরে যায় ও জিগ্লার সেল থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয় এবং জয়ী হিসাবে ঘোষিত হয়। 

♥ Winner : Dolph Ziggler 

◘ এইভাবেই জিগ্লারের জয়ে আজকের স্মাকডাউন সমাপ্ত হয়। 


☻টিভিতে দেখানোর টাইম জানতে এখানে ক্লিক করুন।