Stone Cold Steve Austin, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন লেজেন্ডের প্রতিচ্ছবি। যেই লেজেন্ড গোটা পৃথিবীর রেসলিং প্রেমিদের কাছে আলাদা একটা গিমিক। তার মতো না কোন লেজেন্ড আছে, না কোন লেজেন্ড ছিলো, না কোন লেজেন্ড থাকবে। যদিও তিনি তার লেজেন্ডারি ক্যারিয়ার সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তবুও তিনি তার অসম্পূর্ণ ক্যারিয়ারে প্রো-রেসলিংকে যা দিয়ে গেছেন তা সত্যিকার অর্থেই অসামান্য।

তার ক্যারিয়ারের সকল অর্জন অথবা প্রাপ্তি নিয়ে লিখতে গেলে প্রয়োজন হবে অগণিত লেখক আর অক্লান্ত পরিশ্রমের! তবে আমার টপিক ভিন্ন! আজকে আমি গায়ে হিম ধরানো Austin এর নামটিকে নিয়ে একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে কি, Austin এর নামটাই অনেকটা তার গিমিকের পরিচয় দেয়। তার এই নামটার ভেতরেই একটা আলাদা ব্যাপার আছে। শুধু ব্যাপারই না আলাদা একটি ইতিহাসও আছে! ইতিহাসটি বলবো কিন্তু তার আগে আরেকটু বকর বকর করতে চাই!

আসলে নাম জিনিসটা কিন্তু খুবই matter করে। বিশেষ করে প্রো-রেসলিং এর বেলায়। কারন প্রো-রেসলারদের থাকে হরেক রকমের গিমিক, আর তাদের এই গিমিকের অনেকটা পরিচয় তাদের নামের ভেতর পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি Undertaker এর নাম হতো Jinder Mahal! বা Sting এর নাম হতো Fandango ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের গিমিকটা অনেকটাই মারা পরতো আর গিমিকটা হার্ড হিটিং টাইপেরও হতো না। হলেও তা মানাতো না। ঠিক সেরকমই Austin এর নামও যদি Stone Cold না হয়ে যদি অন্য ধরনের রাখা হতো তাহলে হয়তো তার এই careless badass বা hitman টাইপের গিমিকটা ততটা ফুটে উঠতো না।

নামের বিষয়টাতো ক্লিয়ার করলাম! এবার আসি Steve Austin এর নামের পেছনের ইতিহাস নিয়ে! আসলে Steve Austin এর গিমিকটা একজন সিরিয়াল কিলারের এডিটিউট অনুযায়ী সাজানো হয়েছিলো আর তার নামটা অনেকটা সেই সিরিয়াল কিলারের নাম অনুসারেই রাখা হয়েছিলো। অনেকটা বলছি কারন এই নামের পেছনে Austin এর ওয়াইফেরও কিছুটা হাত রয়েছে! সম্পূর্ণ কাহিনিটা বলছি।

যখন WWE এর Attitude Era শুরু হবে ঠিক তখনকার কাহিনী। Steve একদিন তার wife এর সাথে টিভি দেখছিলেন। টিভিতে তারা একটি শো দেখছিলেন যার নাম ছিলো IceMan যার কাহিনী এমন একজন সিরিয়াল কিলারকে ঘিরে যে ভিক্টিমকে হত্যা করে ফ্রিজের ভেতর আটকে রাখতো! আবার বলছি, সে ভিক্টিমকে হত্যা করে ফ্রিজের ভেতর আটকে রাখতো।

দুইবার বলার কারন হচ্ছে ঠিক এই কাহিনীটাই Austin এর গিমিকে ইম্প্যাক্ট ফেলেছিলো। তো Austin এই সিরিয়াল কিলারের Attitude টা খুবই পছন্দ করেন। এবং বলেন ঠিক এই গিমিকটাই তার দরকার, এই গিমিকটাই তার প্রয়োজন! তারপর তিনি Vince কেও এই ব্যাপারে বলেন। Vince ও তার আইডিয়াটা পছন্দ করে ফেলেন। তারপর শুরু হয় তার গিমিকের জন্য নাম বাছাই করা! নাম বাছাই বলছি কারন তার এই গিমিকের জন্য বেশ অনেকগুলো নাম বাছাই করা হয়েছিলো যেমন, Ice Dagger, Chilly McFreeze, Fang McFrost কিন্তু কোনটাই তাকে স্যুট করেনি! এরফলে Austin অনেকটা হতাশ হয়ে পড়েন।

একপর্যায় Austin এর গিমিকের জন্য Fang McFrost নামটাই ঠিক করা হয়। এটা অনেকটা কনফার্ম হয়ে যায়! কিন্তু Austin এই নামটা ঠিক মেনে নিতে পারছিলেননা। যার কারনে তিনি আরো হতাশ হয়ে পরেন। একদিন তাকে খুব চিন্তিত ও অন্যমনস্ক দেখাচ্ছিল। তখন তার স্ত্রী তাকে তার চা পাথুরে বরফ হবার আগে পান করতে বললেন। এখানে একটু মনোযোগ দিন। কারন ঠিক এখানেই জন্ম নিয়েছিল Stone Cold!!!

কিভাবে তা বলছি, একটা সাক্ষাতকারে তার স্ত্রী এই বিষয়ে যা বলেন তা হলো, "One day he was just kind of pensive, a little bit worried-looking, and I just said, “Drink your tea before it gets stone cold” and I went, “There it is, Stone Cold” He got a big smile on his face, and he liked it, so that’s how it started, over that cup of tea” অর্থাৎ তার স্ত্রী যখন তাকে তার চা পাথুরে বরফ (Stone Cold) হবার আগে পান করতে বললেন ঠিক তখনই Austin তার গিমিকের জন্য নাম পেয়ে যান! আর তখনই তার নামের আগে বসে যায় Stone Cold আর আমরা পেয়ে যাই একজন careless bad ass টাইপের রেসলারকে যে পরবর্তীতে সম্ভবত সর্বকালের সেরা রেসলারদের একজন হয়ে ওঠেন!
• লেখক ঃ Anik Siddique

অস্টিনের নাম সিরিয়াল কিলারের থেকে নেওয়া!


Stone Cold Steve Austin, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন লেজেন্ডের প্রতিচ্ছবি। যেই লেজেন্ড গোটা পৃথিবীর রেসলিং প্রেমিদের কাছে আলাদা একটা গিমিক। তার মতো না কোন লেজেন্ড আছে, না কোন লেজেন্ড ছিলো, না কোন লেজেন্ড থাকবে। যদিও তিনি তার লেজেন্ডারি ক্যারিয়ার সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তবুও তিনি তার অসম্পূর্ণ ক্যারিয়ারে প্রো-রেসলিংকে যা দিয়ে গেছেন তা সত্যিকার অর্থেই অসামান্য।

তার ক্যারিয়ারের সকল অর্জন অথবা প্রাপ্তি নিয়ে লিখতে গেলে প্রয়োজন হবে অগণিত লেখক আর অক্লান্ত পরিশ্রমের! তবে আমার টপিক ভিন্ন! আজকে আমি গায়ে হিম ধরানো Austin এর নামটিকে নিয়ে একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে কি, Austin এর নামটাই অনেকটা তার গিমিকের পরিচয় দেয়। তার এই নামটার ভেতরেই একটা আলাদা ব্যাপার আছে। শুধু ব্যাপারই না আলাদা একটি ইতিহাসও আছে! ইতিহাসটি বলবো কিন্তু তার আগে আরেকটু বকর বকর করতে চাই!

আসলে নাম জিনিসটা কিন্তু খুবই matter করে। বিশেষ করে প্রো-রেসলিং এর বেলায়। কারন প্রো-রেসলারদের থাকে হরেক রকমের গিমিক, আর তাদের এই গিমিকের অনেকটা পরিচয় তাদের নামের ভেতর পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি Undertaker এর নাম হতো Jinder Mahal! বা Sting এর নাম হতো Fandango ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের গিমিকটা অনেকটাই মারা পরতো আর গিমিকটা হার্ড হিটিং টাইপেরও হতো না। হলেও তা মানাতো না। ঠিক সেরকমই Austin এর নামও যদি Stone Cold না হয়ে যদি অন্য ধরনের রাখা হতো তাহলে হয়তো তার এই careless badass বা hitman টাইপের গিমিকটা ততটা ফুটে উঠতো না।

নামের বিষয়টাতো ক্লিয়ার করলাম! এবার আসি Steve Austin এর নামের পেছনের ইতিহাস নিয়ে! আসলে Steve Austin এর গিমিকটা একজন সিরিয়াল কিলারের এডিটিউট অনুযায়ী সাজানো হয়েছিলো আর তার নামটা অনেকটা সেই সিরিয়াল কিলারের নাম অনুসারেই রাখা হয়েছিলো। অনেকটা বলছি কারন এই নামের পেছনে Austin এর ওয়াইফেরও কিছুটা হাত রয়েছে! সম্পূর্ণ কাহিনিটা বলছি।

যখন WWE এর Attitude Era শুরু হবে ঠিক তখনকার কাহিনী। Steve একদিন তার wife এর সাথে টিভি দেখছিলেন। টিভিতে তারা একটি শো দেখছিলেন যার নাম ছিলো IceMan যার কাহিনী এমন একজন সিরিয়াল কিলারকে ঘিরে যে ভিক্টিমকে হত্যা করে ফ্রিজের ভেতর আটকে রাখতো! আবার বলছি, সে ভিক্টিমকে হত্যা করে ফ্রিজের ভেতর আটকে রাখতো।

দুইবার বলার কারন হচ্ছে ঠিক এই কাহিনীটাই Austin এর গিমিকে ইম্প্যাক্ট ফেলেছিলো। তো Austin এই সিরিয়াল কিলারের Attitude টা খুবই পছন্দ করেন। এবং বলেন ঠিক এই গিমিকটাই তার দরকার, এই গিমিকটাই তার প্রয়োজন! তারপর তিনি Vince কেও এই ব্যাপারে বলেন। Vince ও তার আইডিয়াটা পছন্দ করে ফেলেন। তারপর শুরু হয় তার গিমিকের জন্য নাম বাছাই করা! নাম বাছাই বলছি কারন তার এই গিমিকের জন্য বেশ অনেকগুলো নাম বাছাই করা হয়েছিলো যেমন, Ice Dagger, Chilly McFreeze, Fang McFrost কিন্তু কোনটাই তাকে স্যুট করেনি! এরফলে Austin অনেকটা হতাশ হয়ে পড়েন।

একপর্যায় Austin এর গিমিকের জন্য Fang McFrost নামটাই ঠিক করা হয়। এটা অনেকটা কনফার্ম হয়ে যায়! কিন্তু Austin এই নামটা ঠিক মেনে নিতে পারছিলেননা। যার কারনে তিনি আরো হতাশ হয়ে পরেন। একদিন তাকে খুব চিন্তিত ও অন্যমনস্ক দেখাচ্ছিল। তখন তার স্ত্রী তাকে তার চা পাথুরে বরফ হবার আগে পান করতে বললেন। এখানে একটু মনোযোগ দিন। কারন ঠিক এখানেই জন্ম নিয়েছিল Stone Cold!!!

কিভাবে তা বলছি, একটা সাক্ষাতকারে তার স্ত্রী এই বিষয়ে যা বলেন তা হলো, "One day he was just kind of pensive, a little bit worried-looking, and I just said, “Drink your tea before it gets stone cold” and I went, “There it is, Stone Cold” He got a big smile on his face, and he liked it, so that’s how it started, over that cup of tea” অর্থাৎ তার স্ত্রী যখন তাকে তার চা পাথুরে বরফ (Stone Cold) হবার আগে পান করতে বললেন ঠিক তখনই Austin তার গিমিকের জন্য নাম পেয়ে যান! আর তখনই তার নামের আগে বসে যায় Stone Cold আর আমরা পেয়ে যাই একজন careless bad ass টাইপের রেসলারকে যে পরবর্তীতে সম্ভবত সর্বকালের সেরা রেসলারদের একজন হয়ে ওঠেন!
• লেখক ঃ Anik Siddique