<<ব্রেকিং নিউজ>>

◘ আগেই বলেছিলাম যে, WWE এখন রেসলার ও স্টাফদের রিলিজ করতে ব্যস্ত হয়ে পরেছে, তারা বর্তমান কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রথম শিকার ছিল ডেল রিও -এর রিং আনাউন্সার রিকার্ডো...সবাইকে অবাক করে দিয়ে তাদের পরের শিকার হল আলবারটো ডেল রিও নিজেই। আগের দিনের Raw -তেও সে ডিন আম্ব্রোসের সঙ্গে খেলেছিল। আর তারপরে WWE.com -এ জানিয়ে দেওয়া হয় যে তাকে রিলিজ করা হয়েছে এবং কারন হিসাবে বলা হয়েছে অপেশাদারি কাজ এবং এবং একজন কর্মীর সঙ্গে খারাপ ব্যাবহার-
 "due to unprofessional conduct and an altercation with an employee."।
◘ আপনারা চাইলে WWE.com এর সেই পোস্টটা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। 

◘ যদিও, রিওকে রিলিজ করার আসল কারন এখনও জানা যায়নি, তবে তার কয়েকটি কারন আছে বলে মনে কার হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকেই এটা শোনা যাচ্ছিল যে ডেল রিও WWE -এর কাজে খুশি নয়। সে তার নিজের রোলটাকে মোটেও ভালো দৃষ্টিতে দেখছে না। এরপর অবশ্য অনেক রকমের পুশ দিয়ে দেখা হয় কিন্তু কোম্পানি তাতে কাঙ্ক্ষিত ফল পায়নি। এরপর শোনা যায় যে, রিও -এর কন্ট্রাক্ট  কিছুদিনের মধ্যেই শেষ হবে এবং তার কন্ট্রাক্ট শেষ হবার পরে সে  আর কন্ট্রাক্ট সাইন করবে না। এরপরে WWE নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলে! হয়তো WWE তার বদলে অন্য রেসলারকে সাইন করেছে এবং সেজন্যই তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

◘ আসলে কোনদিনও ভাবতে পারিনি যে ফানডানগো, ক্সেভিয়ার উডস, হিথ স্লেটার...এরা থেকে যাবে আর Mexico's Greatest Export -কে চলে যেতে হবে। ডেল রিও এতটাই ভালো হিল রোল প্লে করতো যে আমিও তাকে হেট করতাম...কিন্তু তার চলে যাওয়াটা এখন মেনে নিতে পারছি না...। ভাবতেই অবাক লাগছে যে সে আর ফিরে আসবে না...আমরা ক্রস আর্ম ব্রেকার আর কোনদিনও দেখতে পাবো না। আশা করি যে তাকে ভবিষ্যতে TNA তে দেখতে পাবো, যেটা WWE -এর চেয়ে এইদিক থেকে  অনেকভালো শো কারন WWE তাদের কোন রেসলারকে রেসপেক্ট করতে পারে না!! কাজ হয়ে গেলেই অর্থাৎ পয়সা কামানো হয়ে গেলেই তাকে দিয়ে বাকিদেরকে পুশ করাই এবং রিলিজ করে দেয়...এবং এটা চলতেই থাকে। 

◘ যাই হোক আমরা এই ৪ বারের ওয়ার্ড চ্যাম্পিয়ন (WWE-2, WHC-2) এবং ২০১১ সালের Royal Rumble এবং  Money in the Bank বিজয়ীকে কোনদিনও ভুলবো না...শেষবারের মতো স্যালুট বস।
তার ব্যাপারে আরও জানার জন্য এখানে ক্লিক করুন


◘ তাছাড়া WWE -এর অভিজ্ঞ টাইম কিপার Mark Yeaton কেও রিলিজ করা হয়েছে । তিনি প্রায় ২৫ বছরেরও অধিক সময় যাবৎ এই কোম্পানির সাথে যুক্ত আছেন। এছারাও স্টিভ অস্টিনের প্রত্তেকটা শো শেষে তাকে বিয়ার ছুরে মারতেন Mark Yeaton। এতো পুরোনো একজন স্টাফকে রিলিজ করার কারনে অন্যান্য স্টাফদের মনেও ভয় ঢুকে গেছে।

ব্রেকিং নিউজ: রিলিজ করা হল ডেল রিও এবং একজন টাইম কিপারকে।

<<ব্রেকিং নিউজ>>

◘ আগেই বলেছিলাম যে, WWE এখন রেসলার ও স্টাফদের রিলিজ করতে ব্যস্ত হয়ে পরেছে, তারা বর্তমান কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রথম শিকার ছিল ডেল রিও -এর রিং আনাউন্সার রিকার্ডো...সবাইকে অবাক করে দিয়ে তাদের পরের শিকার হল আলবারটো ডেল রিও নিজেই। আগের দিনের Raw -তেও সে ডিন আম্ব্রোসের সঙ্গে খেলেছিল। আর তারপরে WWE.com -এ জানিয়ে দেওয়া হয় যে তাকে রিলিজ করা হয়েছে এবং কারন হিসাবে বলা হয়েছে অপেশাদারি কাজ এবং এবং একজন কর্মীর সঙ্গে খারাপ ব্যাবহার-
 "due to unprofessional conduct and an altercation with an employee."।
◘ আপনারা চাইলে WWE.com এর সেই পোস্টটা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। 

◘ যদিও, রিওকে রিলিজ করার আসল কারন এখনও জানা যায়নি, তবে তার কয়েকটি কারন আছে বলে মনে কার হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকেই এটা শোনা যাচ্ছিল যে ডেল রিও WWE -এর কাজে খুশি নয়। সে তার নিজের রোলটাকে মোটেও ভালো দৃষ্টিতে দেখছে না। এরপর অবশ্য অনেক রকমের পুশ দিয়ে দেখা হয় কিন্তু কোম্পানি তাতে কাঙ্ক্ষিত ফল পায়নি। এরপর শোনা যায় যে, রিও -এর কন্ট্রাক্ট  কিছুদিনের মধ্যেই শেষ হবে এবং তার কন্ট্রাক্ট শেষ হবার পরে সে  আর কন্ট্রাক্ট সাইন করবে না। এরপরে WWE নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলে! হয়তো WWE তার বদলে অন্য রেসলারকে সাইন করেছে এবং সেজন্যই তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

◘ আসলে কোনদিনও ভাবতে পারিনি যে ফানডানগো, ক্সেভিয়ার উডস, হিথ স্লেটার...এরা থেকে যাবে আর Mexico's Greatest Export -কে চলে যেতে হবে। ডেল রিও এতটাই ভালো হিল রোল প্লে করতো যে আমিও তাকে হেট করতাম...কিন্তু তার চলে যাওয়াটা এখন মেনে নিতে পারছি না...। ভাবতেই অবাক লাগছে যে সে আর ফিরে আসবে না...আমরা ক্রস আর্ম ব্রেকার আর কোনদিনও দেখতে পাবো না। আশা করি যে তাকে ভবিষ্যতে TNA তে দেখতে পাবো, যেটা WWE -এর চেয়ে এইদিক থেকে  অনেকভালো শো কারন WWE তাদের কোন রেসলারকে রেসপেক্ট করতে পারে না!! কাজ হয়ে গেলেই অর্থাৎ পয়সা কামানো হয়ে গেলেই তাকে দিয়ে বাকিদেরকে পুশ করাই এবং রিলিজ করে দেয়...এবং এটা চলতেই থাকে। 

◘ যাই হোক আমরা এই ৪ বারের ওয়ার্ড চ্যাম্পিয়ন (WWE-2, WHC-2) এবং ২০১১ সালের Royal Rumble এবং  Money in the Bank বিজয়ীকে কোনদিনও ভুলবো না...শেষবারের মতো স্যালুট বস।
তার ব্যাপারে আরও জানার জন্য এখানে ক্লিক করুন


◘ তাছাড়া WWE -এর অভিজ্ঞ টাইম কিপার Mark Yeaton কেও রিলিজ করা হয়েছে । তিনি প্রায় ২৫ বছরেরও অধিক সময় যাবৎ এই কোম্পানির সাথে যুক্ত আছেন। এছারাও স্টিভ অস্টিনের প্রত্তেকটা শো শেষে তাকে বিয়ার ছুরে মারতেন Mark Yeaton। এতো পুরোনো একজন স্টাফকে রিলিজ করার কারনে অন্যান্য স্টাফদের মনেও ভয় ঢুকে গেছে।