WWE -এর ডীভাস চ্যাম্পিয়ন AJ Lee এখন হুইপলাশ ইঞ্জুরি নিয়ে ভুগছেন যেটা আগের দিনের স্মাকডাউনে ঘটেছিল যখন তাকে ফর্মার ডিভাস চ্যাম্পিয়ন Paige অ্যাটাক করে এবং তারপর তাকে স্ট্রেচারে করে নিয়ে জাওয়া হয়। 

এখন আপনারা ভাববেন হুইপলাশ (whiplash) ইঞ্জুরিটা কী জিনিস? 
আসলে 'whiplash' মানে হল 'কশা' কিন্তু হুইপলাশের ইঞ্জুরি বলতে সাধারনত ঘাড়ের চোট কে বোঝায় যার ফলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে।

AJ Lee -যে কিনা কিছুদিন আগেই WWE তে রিটার্ন করেছে এবং পেজের কাছ থেকে তার টাইটেল ফেরত নিয়েছে, সে আগের দিনের স্মাকডাউনে Rosa Mendes -এর সঙ্গে ম্যাচ জিতার পর তার জয় সেলিব্রেট করছিল। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন ফর্মার ডিভাস চ্যাম্প পেজ তাকে স্টেজ থেকে ছুড়ে ফেলে দেয়...


WWE -এর চিকিৎসক Dr. Chris Amann বলেছেন যে, "AJ was initially not responding when we got to her. As a precautionary measure, we put her in a neck brace, put her on a backboard and escorted her to a local medical facility for follow-up testing. There, she was diagnosed with a whiplash injury.”
এখন সামনেই সামারস্লাম এবং এই অবস্থায় ডিভাস চ্যাম্পিয়নের এরকম ইঞ্জুরি WWE -এর চিন্তার যথেষ্ট কারন হতে পারে কারন, এখন WWE ডিভাদের ফাইটের উপরে অনেক গুরুত্ব দিচ্ছে। তারা এখন ডিভাদেরকে নিয়ে একাধিক স্টোরিলাইন চালাচ্ছে, যেমন একদিকে স্টেফনির সঙ্গে ব্রি বেলা এবং অন্যদিকে এজে লি -এর সঙ্গে পেজের। যদিও এদের মধ্যে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে এজে-পেজ ম্যাচটাই। 

তাছাড়া, ডিভাদের মধ্যে এজে লি যেমন একদিকে বেস্ট মাইক স্কিল বিশিষ্ট রেসলার তেমনই, তার ফাইটের টেকনিকও অসাধারণ। অন্যদিকে, পেজ আস্তে আস্তে বেস্ট হবার দিকে এগোচ্ছে এবং এরজন্য তার সঙ্গে এজে -এর ফিউডটা অতিগুরুত্বপূর্ণ হবে এবং এর ফলেই WWE -এর ডিভাস ডিভিসনের ভবিষ্যৎ গড়ে উঠবে। 

যদিও, এখন ডিভাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়তো আছে কারন ডিভাস চ্যাম্পিয়ন নিজেই অসুস্থ...!! এখন দেখা যাক কত দিনে সে রিকভার করে। আশা করছি যে তার ইঞ্জুরিটা খুবি ছোট হবে এবং কিছুদিনের মধ্যেই বা সামনের সপ্তাহেই সে রিকভার করবে। 

ডীভাস চ্যাম্পিয়ন AJ Lee এখন হুইপলাশ ইঞ্জুরি নিয়ে ভুগছেন।


WWE -এর ডীভাস চ্যাম্পিয়ন AJ Lee এখন হুইপলাশ ইঞ্জুরি নিয়ে ভুগছেন যেটা আগের দিনের স্মাকডাউনে ঘটেছিল যখন তাকে ফর্মার ডিভাস চ্যাম্পিয়ন Paige অ্যাটাক করে এবং তারপর তাকে স্ট্রেচারে করে নিয়ে জাওয়া হয়। 

এখন আপনারা ভাববেন হুইপলাশ (whiplash) ইঞ্জুরিটা কী জিনিস? 
আসলে 'whiplash' মানে হল 'কশা' কিন্তু হুইপলাশের ইঞ্জুরি বলতে সাধারনত ঘাড়ের চোট কে বোঝায় যার ফলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে।

AJ Lee -যে কিনা কিছুদিন আগেই WWE তে রিটার্ন করেছে এবং পেজের কাছ থেকে তার টাইটেল ফেরত নিয়েছে, সে আগের দিনের স্মাকডাউনে Rosa Mendes -এর সঙ্গে ম্যাচ জিতার পর তার জয় সেলিব্রেট করছিল। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন ফর্মার ডিভাস চ্যাম্প পেজ তাকে স্টেজ থেকে ছুড়ে ফেলে দেয়...


WWE -এর চিকিৎসক Dr. Chris Amann বলেছেন যে, "AJ was initially not responding when we got to her. As a precautionary measure, we put her in a neck brace, put her on a backboard and escorted her to a local medical facility for follow-up testing. There, she was diagnosed with a whiplash injury.”
এখন সামনেই সামারস্লাম এবং এই অবস্থায় ডিভাস চ্যাম্পিয়নের এরকম ইঞ্জুরি WWE -এর চিন্তার যথেষ্ট কারন হতে পারে কারন, এখন WWE ডিভাদের ফাইটের উপরে অনেক গুরুত্ব দিচ্ছে। তারা এখন ডিভাদেরকে নিয়ে একাধিক স্টোরিলাইন চালাচ্ছে, যেমন একদিকে স্টেফনির সঙ্গে ব্রি বেলা এবং অন্যদিকে এজে লি -এর সঙ্গে পেজের। যদিও এদের মধ্যে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে এজে-পেজ ম্যাচটাই। 

তাছাড়া, ডিভাদের মধ্যে এজে লি যেমন একদিকে বেস্ট মাইক স্কিল বিশিষ্ট রেসলার তেমনই, তার ফাইটের টেকনিকও অসাধারণ। অন্যদিকে, পেজ আস্তে আস্তে বেস্ট হবার দিকে এগোচ্ছে এবং এরজন্য তার সঙ্গে এজে -এর ফিউডটা অতিগুরুত্বপূর্ণ হবে এবং এর ফলেই WWE -এর ডিভাস ডিভিসনের ভবিষ্যৎ গড়ে উঠবে। 

যদিও, এখন ডিভাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়তো আছে কারন ডিভাস চ্যাম্পিয়ন নিজেই অসুস্থ...!! এখন দেখা যাক কত দিনে সে রিকভার করে। আশা করছি যে তার ইঞ্জুরিটা খুবি ছোট হবে এবং কিছুদিনের মধ্যেই বা সামনের সপ্তাহেই সে রিকভার করবে।