"The Dominator" খ্যাত Lashley 'কে প্রায় সকলেই চিনে! সে আগে থেকেই একজন "WWE Superstar" ছিলেন, কিন্তু মাঝেই সে WWE 'ছেড়ে দেয় এবং পুনরায় "RAW After Mania" তে সারপ্রাইজ রিটার্ন করে 😇। আজ আপনাদের সাথে আলোচনা করব "Bobby Lashley" 'র কিছু অজানা ফ্যাক্টস নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক :- 

• WWE 'তে জয়েন করার পুর্বে "Bobby Lashley" প্রতিনিয়তই ট্রেনিং করতো "Olympics Training Centre" এ। তার ইচ্ছা ছিলো সে অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে, কিন্তু তা হয় নি! এমনকি তার Idol 'ও হলো "Olympic Gold Medalist Kurt Angle"। পাশাপাশি একটি রিপোর্টে জানা যায়, এবার যে সে (Lashley) WWE 'তে আসে এর পিছনে সবথেকে বড় হাত হলো Kurt Angle 'এর! 😊

• "Bobby Lashley" এখন পর্যন্ত WWE 'তে কিছু অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি করেছে! যার মাঝে আছে "Master Lock" থেকে ছুটে আসা 😮 উল্লেখ্য যে, তখনকার সময়ে "Master Lock" ছিলো সবথেকে মারাত্মক সাবমিশন মুভ! তাছাড়াও Steel Cage Break। এখন যদি একটি প্রশ্ন করি যে, বলুন তো কে WWE 'তে গাড়ি উল্টিয়েছে? সবাই উত্তর দিবে Braun Strowman। 

কিন্তু আপনি কি জানেন..? Braun 'ছাড়াও একজন WWE 'তে গাড়ি উল্টিয়েছে 😮। সে হচ্ছে, The Dominator। উল্লেখ্য, WrestleMania 22 'তে সে এই মুহূর্তটি সবাইকে উপহার দেয়! 😉

• "Bobby Lashley" এখন পর্যন্ত মোট ২ বার "ECW Championship" জিতেছে! ১ম বার সে জিতেছিলো Extreme Elimination Chamber Match। পরেরবারে সে এই টাইটেল জিতেছিলো একটি 3 On 1 Handicap Match 'এ 😮😮। কিন্তু তার রেইন বেশিদিন ছিলো না, কারণ টাইটেলটি জেতার পরের ১ সপ্তাহের মধ্যেই সে টাইটেলটি Vacant 'করে! 😑

• 2007 'সালে WWE থেকে লিভ নেয়ার পরে Lashley 'যুক্ত হয়েছিলো MMA (Marshal Mixed Art) 'এর সাথে। যেখানে সে প্রথম ম্যাচে জয় পেয়েছিলো মাত্র ৪১ সেকেন্ডে 😱😱। তাছাড়াও মোট ম্যাচের ৫টি ম্যাচে সে জয় পায় (KO) নিয়ে! 😇

• "Bobby Lashley" রিটার্ন করার পরে ম্যাচে জয় পেয়েছিলো ১৭ এপ্রিলের RAW Episode 'এ! প্রায় ৩,৯৩৪ দিন পরে সে এই জয়টি ছিনিয়ে নিয়েছিলো WWE 'রিং এর মাঝে! 😎


তো এই ছিলো আজ পর্যন্ত! উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না 😊, The Dominator 'খ্যাত Bobby Lashley 'র কোন ফ্যাক্টস টি আপনার বেশি ভালো লেগেছে তা আমাদের জানিয়ে দিন কমেন্টবারে এবং সবসময় আমাদের সাথেই থাকুন..! 😇

ALWAYS STAY CONNECTED :-)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎ 

Bobby Lashley এর ব্যাপারে ৫ টি অজানা তথ্য


"The Dominator" খ্যাত Lashley 'কে প্রায় সকলেই চিনে! সে আগে থেকেই একজন "WWE Superstar" ছিলেন, কিন্তু মাঝেই সে WWE 'ছেড়ে দেয় এবং পুনরায় "RAW After Mania" তে সারপ্রাইজ রিটার্ন করে 😇। আজ আপনাদের সাথে আলোচনা করব "Bobby Lashley" 'র কিছু অজানা ফ্যাক্টস নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক :- 

• WWE 'তে জয়েন করার পুর্বে "Bobby Lashley" প্রতিনিয়তই ট্রেনিং করতো "Olympics Training Centre" এ। তার ইচ্ছা ছিলো সে অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে, কিন্তু তা হয় নি! এমনকি তার Idol 'ও হলো "Olympic Gold Medalist Kurt Angle"। পাশাপাশি একটি রিপোর্টে জানা যায়, এবার যে সে (Lashley) WWE 'তে আসে এর পিছনে সবথেকে বড় হাত হলো Kurt Angle 'এর! 😊

• "Bobby Lashley" এখন পর্যন্ত WWE 'তে কিছু অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি করেছে! যার মাঝে আছে "Master Lock" থেকে ছুটে আসা 😮 উল্লেখ্য যে, তখনকার সময়ে "Master Lock" ছিলো সবথেকে মারাত্মক সাবমিশন মুভ! তাছাড়াও Steel Cage Break। এখন যদি একটি প্রশ্ন করি যে, বলুন তো কে WWE 'তে গাড়ি উল্টিয়েছে? সবাই উত্তর দিবে Braun Strowman। 

কিন্তু আপনি কি জানেন..? Braun 'ছাড়াও একজন WWE 'তে গাড়ি উল্টিয়েছে 😮। সে হচ্ছে, The Dominator। উল্লেখ্য, WrestleMania 22 'তে সে এই মুহূর্তটি সবাইকে উপহার দেয়! 😉

• "Bobby Lashley" এখন পর্যন্ত মোট ২ বার "ECW Championship" জিতেছে! ১ম বার সে জিতেছিলো Extreme Elimination Chamber Match। পরেরবারে সে এই টাইটেল জিতেছিলো একটি 3 On 1 Handicap Match 'এ 😮😮। কিন্তু তার রেইন বেশিদিন ছিলো না, কারণ টাইটেলটি জেতার পরের ১ সপ্তাহের মধ্যেই সে টাইটেলটি Vacant 'করে! 😑

• 2007 'সালে WWE থেকে লিভ নেয়ার পরে Lashley 'যুক্ত হয়েছিলো MMA (Marshal Mixed Art) 'এর সাথে। যেখানে সে প্রথম ম্যাচে জয় পেয়েছিলো মাত্র ৪১ সেকেন্ডে 😱😱। তাছাড়াও মোট ম্যাচের ৫টি ম্যাচে সে জয় পায় (KO) নিয়ে! 😇

• "Bobby Lashley" রিটার্ন করার পরে ম্যাচে জয় পেয়েছিলো ১৭ এপ্রিলের RAW Episode 'এ! প্রায় ৩,৯৩৪ দিন পরে সে এই জয়টি ছিনিয়ে নিয়েছিলো WWE 'রিং এর মাঝে! 😎


তো এই ছিলো আজ পর্যন্ত! উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না 😊, The Dominator 'খ্যাত Bobby Lashley 'র কোন ফ্যাক্টস টি আপনার বেশি ভালো লেগেছে তা আমাদের জানিয়ে দিন কমেন্টবারে এবং সবসময় আমাদের সাথেই থাকুন..! 😇

ALWAYS STAY CONNECTED :-)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎