Survivor Series এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে তখন মুখোমুখি Alberto Del Rio এবং CM Punk। মাসের পর মাস, পিপিভির পর পিপিভি, এভাবেই চলতে থাকা CM Punk এবং World Title ফিউড অবশেষে শেষ হলো। Del Rio কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে অবশেষে নিজের টাইটেল কে নিজের কাছে ফিরে ফেলেন Punk। আর শুরুটাও এখান থেকেই, ২০ নভেম্বর, ২০১১

এরপর একের পর এক পিপিভি আর প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে একের পর এক টাইটেল ডিফেন্ড। Royal Rumble ২০১২ থেকে Raw 1000, Dolph Ziggler থেকে শুরু করে Chris Jericho, Mark Henry, Daniel Bryan, John Cena, কেউই জিততে পারেনি, কেউই থামাতে পারেনি। আস্তে আস্তে করে দিনের সংখ্যাটা দীর্ঘ হতে হতে সেটা তখন ২৫০ দিনের কাছাকাছি চলে গেছে। Raw 1000 এ এসে Rock এর এনাউন্সমেন্ট, Royal Rumble 2013 পিপিভিতে তিনি অংশ হতে যাচ্ছেন World Championship ম্যাচের। এমন ঘোষণার প্রতিবাদ করতে পিছ পা হননি Punk। কিন্তু রাগে ক্ষোভে Punk এর ওইদিনের হিল টার্ন আর Rock কে এট্যাক করাটা ছিলো তারই রাজত্বের সমাপ্তির সূচনাপর্ব মাত্র। 

রেইনিংটা তখন Cena এর ৩৮০ দিনের রেকর্ডকে পিছে ফেলে ৩৮১ দিনে পৌঁছেছে। এটাই তখন বিগত ২৫ বছরের সবথেকে দীর্ঘ টাইটেল রেইনিং রেকর্ড। ততদিনে Punk, Cena, Ryback দের বিপক্ষে নিজের টাইটেল ডিফেন্ড করে চলেছেন আর পাশাপাশি ইঞ্জুরির বিপক্ষে ফাইট করা শুরু করেছেন। হ্যাঁ, ইঞ্জুরির বিপক্ষেই। এটা কোনো স্ক্রিপ্টেড কিংবা সাধারণ ইঞ্জুরি ছিলো না। যদিও অনস্ক্রিণে এটা স্ক্রিপ্টেডই মনে হয়েছিলো। ততদিনে WWE ইউনিভার্স The Shield কে চেনা শুরু করেছে। এমন Shield যা Punk কে প্রটেক্ট করে চলতো সবসময়। কিন্তু সেই Shield ও কাজে লাগেনি একটা সময়। 

দেখতে দেখতে Royal Rumble এর সময় হাজির হয়ে গেলো। Punk তার টাইটেল ডিফেন্ড করার জন্য প্রস্তুত The Rock এর বিপক্ষে। কিন্তু শর্ত মোতাবেক সেখানে The Shield ইন্টারফেয়ার করলে Punk তার টাইটেল হারাবেন। শর্ত এটাই ছিলো কিন্তু সেটা গ্রাহ্য করেনি The Shield। ইভেন্টের দিন ঠিকই এনাউন্স টেবিলের ওপর Triple Power bomb হিট করে The Rock কে। পিন করে Rock কে হারালেও Vince তখন তার শর্তকে স্মরণ করিয়ে দিলেন Punk কে। কিন্তু Rock সেটাকে না মেনে ম্যাচ রিস্টার্ট করার নির্দেশ দেন। আর ঠিক তারপরই Rock bottom কেড়ে নেয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ড। শেষপর্যন্ত!Rock এর সেলিব্রেশনের আড়ালে Punk এর সেদিনের আক্ষেপটা হয়তো ঢাকা পড়ে গিয়েছিলো। 

শেষ মানেই নতুন শুরু, কিন্তু Punk এর বেলায় এই শেষটাই যেনো তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিলো। তখন তার পিঠের ইঞ্জুরি ধরা পড়ে যদিও সেটাকে গুরুত্ব দেয়নি WWE। কিন্তু এটাই ছিলো তার ক্যারিয়ারের সবথেকে ভয়ানক বিষয়। যেটাতে তার প্রান নাশের আশংকাও ছিলো বলে দাবি করেছিলেন তার স্ত্রীর ডাক্টার। এভাবেই WWE এর সাথে তার মনমালিন্যের শুরুটা হয়। 

রেইনিংটা ৪৩৪ দিনের, সেখানে Punk ১২ টি পেইভারভিউ সহ ৭ বার Monday Night Raw কিংবা Smack Down এ তার টাইটেল ডিফেন্ড করেছেন। কিন্তু আজ ভাবতেই অবাক লাগে তার সাথে এমন মনমালিন্যের জের ধরে আজ WWE তাদের এই রেকর্ডটি ভাংতে চলেছে। তাও আবার এমন কাউকে দিয়ে যার টাইটেল রেইনিং আজ ৪০০ দিনের সীমা পার করলেও টাইটেল ডিফেন্ড করা ম্যাচ সংখ্যা দুই হাতের আঙুলের সমান হতে পারেনি। Cm Punk 434 দিনের ভেতরে ১৫০ টা ম্যাচ খেলেছেন 😊 লাইভ এভেন্ট, ডার্ক ম্যাচ, হাউজ শো দিয়ে। Brock 400+ দিনে ১৫ টি ম্যাচ খেলেছেন সব দিয়ে! কোনো Raw কিংবা SD ম্যাচ তো দূরে থাক সবমিলিয়ে মাত্র ৬ টি পিপিভিতে নিজের টাইটেল ডিফেন্ড করা এই লোকটি আর কিছুদিন বাদে ভাঙতে চলেছে মডার্ন এরার সবথেকে দীর্ঘ টাইটেল রেইন করার রেকর্ড। 

কার রেকর্ডটি ব্রেক হতে চলেছে সে নামটি হয়তো WWE কখনওই মুখে আনবে না। আর না আনা ছাড়াই তার সব স্মৃতিপটই মুছে দিবে তাদের ইতিহাস থেকে।

হ্যাঁ, ইতিহাস পালটে যাচ্ছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যেমন করে Undertaker এর স্ট্রিক ভেঙে গিয়েছিলো তেমন করেই এবার 434 সংখ্যাটা পরিবর্তন হতে চলেছে।

The End Is Near, But Still CM Punk Is The Best In The World
• লেখক ঃ ‎Anik Siddique

CM Punk এর ৪৩৪ দিন!


Survivor Series এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে তখন মুখোমুখি Alberto Del Rio এবং CM Punk। মাসের পর মাস, পিপিভির পর পিপিভি, এভাবেই চলতে থাকা CM Punk এবং World Title ফিউড অবশেষে শেষ হলো। Del Rio কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে অবশেষে নিজের টাইটেল কে নিজের কাছে ফিরে ফেলেন Punk। আর শুরুটাও এখান থেকেই, ২০ নভেম্বর, ২০১১

এরপর একের পর এক পিপিভি আর প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে একের পর এক টাইটেল ডিফেন্ড। Royal Rumble ২০১২ থেকে Raw 1000, Dolph Ziggler থেকে শুরু করে Chris Jericho, Mark Henry, Daniel Bryan, John Cena, কেউই জিততে পারেনি, কেউই থামাতে পারেনি। আস্তে আস্তে করে দিনের সংখ্যাটা দীর্ঘ হতে হতে সেটা তখন ২৫০ দিনের কাছাকাছি চলে গেছে। Raw 1000 এ এসে Rock এর এনাউন্সমেন্ট, Royal Rumble 2013 পিপিভিতে তিনি অংশ হতে যাচ্ছেন World Championship ম্যাচের। এমন ঘোষণার প্রতিবাদ করতে পিছ পা হননি Punk। কিন্তু রাগে ক্ষোভে Punk এর ওইদিনের হিল টার্ন আর Rock কে এট্যাক করাটা ছিলো তারই রাজত্বের সমাপ্তির সূচনাপর্ব মাত্র। 

রেইনিংটা তখন Cena এর ৩৮০ দিনের রেকর্ডকে পিছে ফেলে ৩৮১ দিনে পৌঁছেছে। এটাই তখন বিগত ২৫ বছরের সবথেকে দীর্ঘ টাইটেল রেইনিং রেকর্ড। ততদিনে Punk, Cena, Ryback দের বিপক্ষে নিজের টাইটেল ডিফেন্ড করে চলেছেন আর পাশাপাশি ইঞ্জুরির বিপক্ষে ফাইট করা শুরু করেছেন। হ্যাঁ, ইঞ্জুরির বিপক্ষেই। এটা কোনো স্ক্রিপ্টেড কিংবা সাধারণ ইঞ্জুরি ছিলো না। যদিও অনস্ক্রিণে এটা স্ক্রিপ্টেডই মনে হয়েছিলো। ততদিনে WWE ইউনিভার্স The Shield কে চেনা শুরু করেছে। এমন Shield যা Punk কে প্রটেক্ট করে চলতো সবসময়। কিন্তু সেই Shield ও কাজে লাগেনি একটা সময়। 

দেখতে দেখতে Royal Rumble এর সময় হাজির হয়ে গেলো। Punk তার টাইটেল ডিফেন্ড করার জন্য প্রস্তুত The Rock এর বিপক্ষে। কিন্তু শর্ত মোতাবেক সেখানে The Shield ইন্টারফেয়ার করলে Punk তার টাইটেল হারাবেন। শর্ত এটাই ছিলো কিন্তু সেটা গ্রাহ্য করেনি The Shield। ইভেন্টের দিন ঠিকই এনাউন্স টেবিলের ওপর Triple Power bomb হিট করে The Rock কে। পিন করে Rock কে হারালেও Vince তখন তার শর্তকে স্মরণ করিয়ে দিলেন Punk কে। কিন্তু Rock সেটাকে না মেনে ম্যাচ রিস্টার্ট করার নির্দেশ দেন। আর ঠিক তারপরই Rock bottom কেড়ে নেয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ড। শেষপর্যন্ত!Rock এর সেলিব্রেশনের আড়ালে Punk এর সেদিনের আক্ষেপটা হয়তো ঢাকা পড়ে গিয়েছিলো। 

শেষ মানেই নতুন শুরু, কিন্তু Punk এর বেলায় এই শেষটাই যেনো তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিলো। তখন তার পিঠের ইঞ্জুরি ধরা পড়ে যদিও সেটাকে গুরুত্ব দেয়নি WWE। কিন্তু এটাই ছিলো তার ক্যারিয়ারের সবথেকে ভয়ানক বিষয়। যেটাতে তার প্রান নাশের আশংকাও ছিলো বলে দাবি করেছিলেন তার স্ত্রীর ডাক্টার। এভাবেই WWE এর সাথে তার মনমালিন্যের শুরুটা হয়। 

রেইনিংটা ৪৩৪ দিনের, সেখানে Punk ১২ টি পেইভারভিউ সহ ৭ বার Monday Night Raw কিংবা Smack Down এ তার টাইটেল ডিফেন্ড করেছেন। কিন্তু আজ ভাবতেই অবাক লাগে তার সাথে এমন মনমালিন্যের জের ধরে আজ WWE তাদের এই রেকর্ডটি ভাংতে চলেছে। তাও আবার এমন কাউকে দিয়ে যার টাইটেল রেইনিং আজ ৪০০ দিনের সীমা পার করলেও টাইটেল ডিফেন্ড করা ম্যাচ সংখ্যা দুই হাতের আঙুলের সমান হতে পারেনি। Cm Punk 434 দিনের ভেতরে ১৫০ টা ম্যাচ খেলেছেন 😊 লাইভ এভেন্ট, ডার্ক ম্যাচ, হাউজ শো দিয়ে। Brock 400+ দিনে ১৫ টি ম্যাচ খেলেছেন সব দিয়ে! কোনো Raw কিংবা SD ম্যাচ তো দূরে থাক সবমিলিয়ে মাত্র ৬ টি পিপিভিতে নিজের টাইটেল ডিফেন্ড করা এই লোকটি আর কিছুদিন বাদে ভাঙতে চলেছে মডার্ন এরার সবথেকে দীর্ঘ টাইটেল রেইন করার রেকর্ড। 

কার রেকর্ডটি ব্রেক হতে চলেছে সে নামটি হয়তো WWE কখনওই মুখে আনবে না। আর না আনা ছাড়াই তার সব স্মৃতিপটই মুছে দিবে তাদের ইতিহাস থেকে।

হ্যাঁ, ইতিহাস পালটে যাচ্ছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যেমন করে Undertaker এর স্ট্রিক ভেঙে গিয়েছিলো তেমন করেই এবার 434 সংখ্যাটা পরিবর্তন হতে চলেছে।

The End Is Near, But Still CM Punk Is The Best In The World
• লেখক ঃ ‎Anik Siddique