আগামী শুক্রবার ২৭ এ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে The Greatest Royal Rumble। এটি একটি বিশেষ ইভেন্ট। ইতিহাসের সবেচেয়ে বড় ৫০ জনের Royal Rumble ম্যাচ দেখা যাবে এই ইভেন্ট এ। এটা অনুষ্ঠিত হবে সৌদি আরব এর জেদ্দায়। King Abdullah Sports City Stadium এ। এই ইভেন্টটিতে Pyro ও ব্যাবহার করা হবে।

এই ইভেন্টটিতে ১ ঘণ্টার প্রি-শো এবং ৫ ঘন্টার মেইন-শো হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬ ঘণ্টা চলবে এই ইভেন্ট টি। এটির মূল-শো তে 50 Men Battle Royal সহ মোট ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল- শো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায় যা সরাসরি সম্প্রচার করবে Ten 1 এবং Ten 3। এবং রিপিট দেখানো হবে শনিবার দুপুর সাড়ে তিনটায়।

50 Men Battle Royal টি সাধারণ Royal Rumble PPV র CountDown Battle Royal এর মতই হবে। অর্থাৎ ২ জন সুপারস্টার শুরু করবেন। এবং পরে নির্দিষ্ট সময় পর পর একজন সুপারস্টার রিং এ আসবেন। যে সুপারস্টার টপ রোপ এর উপর দিয়ে মাটিতে পরবেন তিনি ম্যাচ থেকে বাদ পরবেন। এই ম্যাচের বিজেতা কোনো টাইটেল সট পাবেননা। তিনি পাবেন একটি ট্রফি। এই Rumble ম্যাচটি তে ৫০ জনের মধ্যে ৮ জন Wrestler থাকবেন সৌদি আরব থেকে। অর্থাৎ তারা ৮ জন রিং এ পারফর্ম করবেন Rumble টিতে।

এই ইভেন্টটিতে ৭টি টাইটেল অর্থাৎ প্রত্যেকটি টাইটেল ই ডিফেন্ড করা হবে (Female দুইটা বাদে) । এবং এটা টিভিতে সরাসরি সম্প্রচার হওয়ায় টাইটেল হাত বদলও হতে পারে। 

তো এখন আমি এই ইভেন্ট এর ম্যাচগুলার পসিবল রেজাল্ট নিয়ে প্রেডিকশন দেয়ার চেষ্টা করবো। তাই কথা না বলে চলুন শুরু করা যাক -


1) Cedric Alexander (C) Vs. Kalisto (Cruiserweight Championship Match) :- 

প্রায় ১০ সপ্তাহের একটি টুর্ণামেন্ট শেষে Wrestlemani 34-এ "Mustafa Ali"-কে হারিয়ে নতুন ক্রুশওয়্যাট চ্যাম্প হন "Cedric Alexander"। তাই মাত্র ২ সপ্তাহ যেতে না যেতেই চ্যাম্পিয়নশিপ হাতবদল হলে ব্যাপারটা খুব দৃষ্টিকটু দেখাবে। আর খুব সম্ভবত "Greatest Royal Rumble" ইভেন্ট এর প্রি-শোর একমাত্র ম্যাচ হতে যাচ্ছে ক্রুশওয়্যাট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি। আর এটা সবারই জানা যে, প্রি-শোতে কখনো চ্যাম্পিয়নশিপ হাতবদল হয় না। তাই সবকিছু হিসেব করলে, জয়ের পাল্লাটা বর্তমান চ্যাম্পিয়ন "Cedric Alexander" দিকেই বেশি।

• Winner :- "Cedric Alexander"


2) Seth Rollins (C) Vs. Finn Balor Vs. The Miz Vs. Samoa Joe (Intercontinental Championship Match) :- 

খুব সম্ভবত "Greatest Royal Rumble" ইভেন্ট কিক-অফ হবে এই "Fatal 4 Way" ল্যাডার ম্যাচ দিয়ে। আর নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ওই রাতের শো-স্টিলার ম্যাচ। ম্যাচ-এ "Sd Live" থেকে ২ জন আর "Raw" থেকে ২ জন সুপারস্টার প্রতিদ্বন্দ্বীতা করবে। সদ্য শেষ হওয়া "Wrrstlemani 34"-এ "The Miz" এবং "Finn Balor"-কে হারিয়ে নতুন "Intercontinental" চ্যাম্প হন "Seth Rollins"। আর তাছাড়া ইতিমধ্যে ২ সপ্তাহ পর হতে যাওয়া "Backlash" পিপিভিতে "Seth" Vs "Miz" ম্যাচটি সেট করা হয়েছে। তাই যদিও টাইটেল হাতবদল হয় সেটা "Backlash" এই হবে। সেক্ষেত্রে বলা যায়, এই ম্যাচ "Seth" রিটেইন করতে যাচ্ছে।

• Winner :- " Seth Rollins "


3) The Bludgeon Brothers (C) Vs. The Usos (Smackdown Tag Team Championship Match) :- 

গত বছর প্রায় পুরোটা সময়ই "Sd Live Tag Championship" "The Usos"-দের হাতেই ছিল। তারপর "Wrestlemania 34"-এ তারা "The Bludgeon Brothers"-এর কাছে চ্যাম্পিয়নশিপ ড্রপ করে। এদিকে স্টোরিলাইনে "Naomi" সংযুক্ত করা হয়। শেষ "Sd Live"-এ "Naomi"র কারণে "Rowan"-কে হারতে হয়েছে। কিন্তু সৌদিতে "Naomi" থাকবে না। সেক্ষেত্রে "Bludgeon Brothers''-কে এই ম্যাচে খুব ডমিনেট দেখানো হবে আর যার ফলে আমাদেরকে ১টি স্কোয়াশ ম্যাচ দেখতে হবে। সুতরাং এই ম্যাচ এর ফলাফল "Usos"র দিকে নেই বললেই চলে। সুতরাং "The Bludgeon Brothers" তাদের চ্যাম্পিয়নশিপ রিটেইন করবে।

• Winner :- "The Bludgeon Brothers"


4) Jeff Hardy (C) Vs. Jinder Mahal (United States Championship Match) :- 

"Wrestlemania 34"-এ "Fatal 4 Way" ম্যাচ-এ "Orton", "Rusev" আর "Roode" কে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয় "Jinder"। তারপর সুপারস্টার শেইকআপ-এ ড্রাফট হয়ে "Raw"-তে আসার সাথে সাথেই "Jeff Hardy"র কাছে চ্যাম্পিয়নশিপ ড্রপ করে। যেহেতু "Jeff"-ও ড্রাফট হয়ে "Sd Live"-এ চলে এসেছে আর "Ic Chamoionship'' "Seth" রিটেইন করার সম্ভাবনা রয়েছে তাই এই ম্যাচ "Jeff" রিটেইন করতে যাচ্ছে।

• Winner :- "Jeff Hardy"


5) Bray Wyatt & Matt Hardy Vs. The Bar (Raw Tag Team Championship Match) :- 

এই ম্যাচটা দেখতেই কেমন হাস্যকর। কারণ, ''The Bar" ইতিমধ্যে "Sd Live"-এ ড্রাফট হয়েছে কিন্তু তারা কিনা লড়বে "Raw Tag Team Championship"-এর জন্য। :-D যাইহোক আসি আসল কথায়। যেহেতু "The Bar" "Raw"-তেই নেই আর "Bray & Matt" দুইজন ফ্যান ফেভারিট রেসলার মাত্র টীম-আপ করেছে, সেই হিসেবে "Bray & Matt" যে "New Raw Tag Team Champion" হতে যাচ্ছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

• Winner :- "Bray Wyatt & Matt Hardy"


6) John Cena Vs. Triple H (Single Match) :- 

Hunter Vs. The Champ! এই সময়ে এসে এই দুই লিজেন্ড এর মধ্যকার ম্যাচ, ভাবা যায়? প্রায় ৮ বছর পর এই ২ লিজেন্ড একে অপরকে মোকাবেলা করবেন। কিন্তু তাদের দুজনেই এখন হারের বৃত্তের মধ্যে রয়েছে। "Triple H" আছে তার "Wrestlemania"র হার নিয়ে আর "John Cena" গত "Summerslam" এর পর আর কোন পিপিভি ম্যাচ জিতে নি। এখন এই ম্যাচটি দিয়ে ক্রিয়েটিভ প্যানেল কাকে হারের বৃত্ত থেকে বের করবে সেটা বলা মুশকিল। অপরদিকে, এই ম্যাচ এর কোন স্টোরিলাইন বা বিল্ড-আপ নেই। হুট করেই সেট করা হয়েছে। এক্ষেত্রে ম্যাচটাতে লাইভ ইভেন্ট এর ম্যাচ এর মতো ফলাফল আসতে পারে। লাইভ ইভেন্টে সচরাচর বেবিফেইসরাই জয়লাভ করে। তাই এই থিওরি অনুযায়ী এই ম্যাচে "John Cena"-কেই এগিয়ে রাখলাম।

• Winner :- "John Cena"


7) The Undertaker Vs. Rusev (Casket Match) :- 

এই ম্যাচের ফলাফল যে কেউই প্রেডিক্ট করতে পারবে। বর্তমানে "Undertaker" লম্বা সময়ের ম্যাচ খেলার জন্য ফিট নয়। তাই "Wrestlemania"-তে "John Cena"-কে স্কোয়াশ করার পর এখানেও যে "Rusev"-কে খুব অল্প সময়ে কফিনে পাঠাবেন "Deadman" তা খুব সহজেই আন্দাজ করা যায়। তাছাড়া ম্যাচটি ১টি গিমিক ম্যাচ যেটা থেকে খুব নিশ্চিতভাবেই বলা যায় "Deadman"ই এই ম্যাচ জিততে যাচ্ছেন।

• Winner :- "The Undertaker"


8) Aj Styles (C) Vs. Shinsuke Nakamura (WWE Championship Match) :- 

প্রথমেই বলে রাখছি "No Speak English"। :-D নাহলে কোন সময় 'নাকাবাবু' আইসা "Low Blow" মারে তার কোন ঠিকঠিকানা নেই। 

যাইহোক যেই হারে প্রতি সপ্তাহে "Aj" "Low Blow" খাইতেছে, সেটার প্রতিশোধটা কি তার নেয়া উচিত না? অবশ্যই নেয়া উচিত, আর তাই কেনো জানি মনে হচ্ছে এই ম্যাচ "Disqualification"-এর মাধ্যমে শেষ হবে। অর্থ্যাৎ এবার 'নাকাবাবু' তার নিজের অস্ত্র দ্বারা কুপোকাত হতে যাচ্ছেন। "Aj" 'নাকাবাবুকে' "Low Blow" মারবে আর "Disqualification"-এর মাধ্যমে নাকাবাবু জিতে যাবেন। পরবর্তীতে "Backlash"-এ পুনরায় ম্যাচ হবে এবং তখন 'নাকাবাবু' চ্যাম্পিয়নশিপ জিতবেন। :-D

• Winner :- "Shinsuke Nakamura'' Via Disqualification


9) Brock Lesnar (C) Vs. Roman Reigns (Universal Championship Match) :- 

The Beast Vs. The Big Dog! ২০১৫ থেকে হয়ে আসা ফিউড। খুব শকিং ভাবেই "Wrestlemania 34"-এ "Roman"-কে হারিয়ে "Brock" চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। কিন্তু এবার আর পারবে বলে মনে হচ্ছে না। কারণ, রুমর অনুযায়ী "Brock" খুব সম্ভবত অল্প সময়ের জন্য "WWE"-এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। ইতিমধ্যে UFC এর সাথে তার কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। আর তাছাড়া "Vince" কখনোই তার নিজের হাতে বানানো "Power House"-কে এতটা দুর্বল দেখাতে চাইবে না। আবার ম্যাচ হবে সৌদি আরবে। স্বভাবতই "Roman" ওখানে প্রচুরে চিয়ার্স পাবে। যেহেতু "Brock" এর "UFC"-তে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আর ম্যাচ হবে এশিয়াতে তাই এই লড়াই এবার "Big Dog" জিততে চলেছে। আর আমি নিজেও চাই "Roman" জিতুক। 🙊 এতে অন্তত প্রতি "Raw"-তে চ্যাম্পিয়নশিপ দেখতে পারবো।

• Winner :- "Roman Reigns"


10) Greatest Royal Rumble 50 Man Match :- 

"Royal Rumble" ম্যাচ, তাও আবার ৫০ জন এর। আহা! এই ম্যাচ প্রেডিক্ট করা আমার মতে অসম্ভব। যাইহোক, অন্তত কয়েকজনকে এই ম্যাচ জেতার ক্ষেত্রে এগিয়ে রাখা যায়। বিভিন্ন রুমর অনুযায়ী "Daniyel Brayan"-এর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার "Brawn Strawman"-কেও অনেকে এগিয়ে রাখছেন। আবার হয়তো কোন রিটার্নিং সুপারস্টার এই ম্যাচ জিততে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে "Batista" রিটার্ন করবে আর শেষ সুপারস্টার হিসেবে রিং-এ অবস্থান করবে।

• Possible Winners :- "D- Brayan", B-Stwaman" Or "D-Batista"
• লেখক ঃ WWE 360, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  ** ।

The Greatest Royal Rumble তথ্য ও প্রেডিকশন।


আগামী শুক্রবার ২৭ এ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে The Greatest Royal Rumble। এটি একটি বিশেষ ইভেন্ট। ইতিহাসের সবেচেয়ে বড় ৫০ জনের Royal Rumble ম্যাচ দেখা যাবে এই ইভেন্ট এ। এটা অনুষ্ঠিত হবে সৌদি আরব এর জেদ্দায়। King Abdullah Sports City Stadium এ। এই ইভেন্টটিতে Pyro ও ব্যাবহার করা হবে।

এই ইভেন্টটিতে ১ ঘণ্টার প্রি-শো এবং ৫ ঘন্টার মেইন-শো হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬ ঘণ্টা চলবে এই ইভেন্ট টি। এটির মূল-শো তে 50 Men Battle Royal সহ মোট ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল- শো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায় যা সরাসরি সম্প্রচার করবে Ten 1 এবং Ten 3। এবং রিপিট দেখানো হবে শনিবার দুপুর সাড়ে তিনটায়।

50 Men Battle Royal টি সাধারণ Royal Rumble PPV র CountDown Battle Royal এর মতই হবে। অর্থাৎ ২ জন সুপারস্টার শুরু করবেন। এবং পরে নির্দিষ্ট সময় পর পর একজন সুপারস্টার রিং এ আসবেন। যে সুপারস্টার টপ রোপ এর উপর দিয়ে মাটিতে পরবেন তিনি ম্যাচ থেকে বাদ পরবেন। এই ম্যাচের বিজেতা কোনো টাইটেল সট পাবেননা। তিনি পাবেন একটি ট্রফি। এই Rumble ম্যাচটি তে ৫০ জনের মধ্যে ৮ জন Wrestler থাকবেন সৌদি আরব থেকে। অর্থাৎ তারা ৮ জন রিং এ পারফর্ম করবেন Rumble টিতে।

এই ইভেন্টটিতে ৭টি টাইটেল অর্থাৎ প্রত্যেকটি টাইটেল ই ডিফেন্ড করা হবে (Female দুইটা বাদে) । এবং এটা টিভিতে সরাসরি সম্প্রচার হওয়ায় টাইটেল হাত বদলও হতে পারে। 

তো এখন আমি এই ইভেন্ট এর ম্যাচগুলার পসিবল রেজাল্ট নিয়ে প্রেডিকশন দেয়ার চেষ্টা করবো। তাই কথা না বলে চলুন শুরু করা যাক -


1) Cedric Alexander (C) Vs. Kalisto (Cruiserweight Championship Match) :- 

প্রায় ১০ সপ্তাহের একটি টুর্ণামেন্ট শেষে Wrestlemani 34-এ "Mustafa Ali"-কে হারিয়ে নতুন ক্রুশওয়্যাট চ্যাম্প হন "Cedric Alexander"। তাই মাত্র ২ সপ্তাহ যেতে না যেতেই চ্যাম্পিয়নশিপ হাতবদল হলে ব্যাপারটা খুব দৃষ্টিকটু দেখাবে। আর খুব সম্ভবত "Greatest Royal Rumble" ইভেন্ট এর প্রি-শোর একমাত্র ম্যাচ হতে যাচ্ছে ক্রুশওয়্যাট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি। আর এটা সবারই জানা যে, প্রি-শোতে কখনো চ্যাম্পিয়নশিপ হাতবদল হয় না। তাই সবকিছু হিসেব করলে, জয়ের পাল্লাটা বর্তমান চ্যাম্পিয়ন "Cedric Alexander" দিকেই বেশি।

• Winner :- "Cedric Alexander"


2) Seth Rollins (C) Vs. Finn Balor Vs. The Miz Vs. Samoa Joe (Intercontinental Championship Match) :- 

খুব সম্ভবত "Greatest Royal Rumble" ইভেন্ট কিক-অফ হবে এই "Fatal 4 Way" ল্যাডার ম্যাচ দিয়ে। আর নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ওই রাতের শো-স্টিলার ম্যাচ। ম্যাচ-এ "Sd Live" থেকে ২ জন আর "Raw" থেকে ২ জন সুপারস্টার প্রতিদ্বন্দ্বীতা করবে। সদ্য শেষ হওয়া "Wrrstlemani 34"-এ "The Miz" এবং "Finn Balor"-কে হারিয়ে নতুন "Intercontinental" চ্যাম্প হন "Seth Rollins"। আর তাছাড়া ইতিমধ্যে ২ সপ্তাহ পর হতে যাওয়া "Backlash" পিপিভিতে "Seth" Vs "Miz" ম্যাচটি সেট করা হয়েছে। তাই যদিও টাইটেল হাতবদল হয় সেটা "Backlash" এই হবে। সেক্ষেত্রে বলা যায়, এই ম্যাচ "Seth" রিটেইন করতে যাচ্ছে।

• Winner :- " Seth Rollins "


3) The Bludgeon Brothers (C) Vs. The Usos (Smackdown Tag Team Championship Match) :- 

গত বছর প্রায় পুরোটা সময়ই "Sd Live Tag Championship" "The Usos"-দের হাতেই ছিল। তারপর "Wrestlemania 34"-এ তারা "The Bludgeon Brothers"-এর কাছে চ্যাম্পিয়নশিপ ড্রপ করে। এদিকে স্টোরিলাইনে "Naomi" সংযুক্ত করা হয়। শেষ "Sd Live"-এ "Naomi"র কারণে "Rowan"-কে হারতে হয়েছে। কিন্তু সৌদিতে "Naomi" থাকবে না। সেক্ষেত্রে "Bludgeon Brothers''-কে এই ম্যাচে খুব ডমিনেট দেখানো হবে আর যার ফলে আমাদেরকে ১টি স্কোয়াশ ম্যাচ দেখতে হবে। সুতরাং এই ম্যাচ এর ফলাফল "Usos"র দিকে নেই বললেই চলে। সুতরাং "The Bludgeon Brothers" তাদের চ্যাম্পিয়নশিপ রিটেইন করবে।

• Winner :- "The Bludgeon Brothers"


4) Jeff Hardy (C) Vs. Jinder Mahal (United States Championship Match) :- 

"Wrestlemania 34"-এ "Fatal 4 Way" ম্যাচ-এ "Orton", "Rusev" আর "Roode" কে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয় "Jinder"। তারপর সুপারস্টার শেইকআপ-এ ড্রাফট হয়ে "Raw"-তে আসার সাথে সাথেই "Jeff Hardy"র কাছে চ্যাম্পিয়নশিপ ড্রপ করে। যেহেতু "Jeff"-ও ড্রাফট হয়ে "Sd Live"-এ চলে এসেছে আর "Ic Chamoionship'' "Seth" রিটেইন করার সম্ভাবনা রয়েছে তাই এই ম্যাচ "Jeff" রিটেইন করতে যাচ্ছে।

• Winner :- "Jeff Hardy"


5) Bray Wyatt & Matt Hardy Vs. The Bar (Raw Tag Team Championship Match) :- 

এই ম্যাচটা দেখতেই কেমন হাস্যকর। কারণ, ''The Bar" ইতিমধ্যে "Sd Live"-এ ড্রাফট হয়েছে কিন্তু তারা কিনা লড়বে "Raw Tag Team Championship"-এর জন্য। :-D যাইহোক আসি আসল কথায়। যেহেতু "The Bar" "Raw"-তেই নেই আর "Bray & Matt" দুইজন ফ্যান ফেভারিট রেসলার মাত্র টীম-আপ করেছে, সেই হিসেবে "Bray & Matt" যে "New Raw Tag Team Champion" হতে যাচ্ছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

• Winner :- "Bray Wyatt & Matt Hardy"


6) John Cena Vs. Triple H (Single Match) :- 

Hunter Vs. The Champ! এই সময়ে এসে এই দুই লিজেন্ড এর মধ্যকার ম্যাচ, ভাবা যায়? প্রায় ৮ বছর পর এই ২ লিজেন্ড একে অপরকে মোকাবেলা করবেন। কিন্তু তাদের দুজনেই এখন হারের বৃত্তের মধ্যে রয়েছে। "Triple H" আছে তার "Wrestlemania"র হার নিয়ে আর "John Cena" গত "Summerslam" এর পর আর কোন পিপিভি ম্যাচ জিতে নি। এখন এই ম্যাচটি দিয়ে ক্রিয়েটিভ প্যানেল কাকে হারের বৃত্ত থেকে বের করবে সেটা বলা মুশকিল। অপরদিকে, এই ম্যাচ এর কোন স্টোরিলাইন বা বিল্ড-আপ নেই। হুট করেই সেট করা হয়েছে। এক্ষেত্রে ম্যাচটাতে লাইভ ইভেন্ট এর ম্যাচ এর মতো ফলাফল আসতে পারে। লাইভ ইভেন্টে সচরাচর বেবিফেইসরাই জয়লাভ করে। তাই এই থিওরি অনুযায়ী এই ম্যাচে "John Cena"-কেই এগিয়ে রাখলাম।

• Winner :- "John Cena"


7) The Undertaker Vs. Rusev (Casket Match) :- 

এই ম্যাচের ফলাফল যে কেউই প্রেডিক্ট করতে পারবে। বর্তমানে "Undertaker" লম্বা সময়ের ম্যাচ খেলার জন্য ফিট নয়। তাই "Wrestlemania"-তে "John Cena"-কে স্কোয়াশ করার পর এখানেও যে "Rusev"-কে খুব অল্প সময়ে কফিনে পাঠাবেন "Deadman" তা খুব সহজেই আন্দাজ করা যায়। তাছাড়া ম্যাচটি ১টি গিমিক ম্যাচ যেটা থেকে খুব নিশ্চিতভাবেই বলা যায় "Deadman"ই এই ম্যাচ জিততে যাচ্ছেন।

• Winner :- "The Undertaker"


8) Aj Styles (C) Vs. Shinsuke Nakamura (WWE Championship Match) :- 

প্রথমেই বলে রাখছি "No Speak English"। :-D নাহলে কোন সময় 'নাকাবাবু' আইসা "Low Blow" মারে তার কোন ঠিকঠিকানা নেই। 

যাইহোক যেই হারে প্রতি সপ্তাহে "Aj" "Low Blow" খাইতেছে, সেটার প্রতিশোধটা কি তার নেয়া উচিত না? অবশ্যই নেয়া উচিত, আর তাই কেনো জানি মনে হচ্ছে এই ম্যাচ "Disqualification"-এর মাধ্যমে শেষ হবে। অর্থ্যাৎ এবার 'নাকাবাবু' তার নিজের অস্ত্র দ্বারা কুপোকাত হতে যাচ্ছেন। "Aj" 'নাকাবাবুকে' "Low Blow" মারবে আর "Disqualification"-এর মাধ্যমে নাকাবাবু জিতে যাবেন। পরবর্তীতে "Backlash"-এ পুনরায় ম্যাচ হবে এবং তখন 'নাকাবাবু' চ্যাম্পিয়নশিপ জিতবেন। :-D

• Winner :- "Shinsuke Nakamura'' Via Disqualification


9) Brock Lesnar (C) Vs. Roman Reigns (Universal Championship Match) :- 

The Beast Vs. The Big Dog! ২০১৫ থেকে হয়ে আসা ফিউড। খুব শকিং ভাবেই "Wrestlemania 34"-এ "Roman"-কে হারিয়ে "Brock" চ্যাম্পিয়নশিপ রিটেইন করে। কিন্তু এবার আর পারবে বলে মনে হচ্ছে না। কারণ, রুমর অনুযায়ী "Brock" খুব সম্ভবত অল্প সময়ের জন্য "WWE"-এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। ইতিমধ্যে UFC এর সাথে তার কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। আর তাছাড়া "Vince" কখনোই তার নিজের হাতে বানানো "Power House"-কে এতটা দুর্বল দেখাতে চাইবে না। আবার ম্যাচ হবে সৌদি আরবে। স্বভাবতই "Roman" ওখানে প্রচুরে চিয়ার্স পাবে। যেহেতু "Brock" এর "UFC"-তে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আর ম্যাচ হবে এশিয়াতে তাই এই লড়াই এবার "Big Dog" জিততে চলেছে। আর আমি নিজেও চাই "Roman" জিতুক। 🙊 এতে অন্তত প্রতি "Raw"-তে চ্যাম্পিয়নশিপ দেখতে পারবো।

• Winner :- "Roman Reigns"


10) Greatest Royal Rumble 50 Man Match :- 

"Royal Rumble" ম্যাচ, তাও আবার ৫০ জন এর। আহা! এই ম্যাচ প্রেডিক্ট করা আমার মতে অসম্ভব। যাইহোক, অন্তত কয়েকজনকে এই ম্যাচ জেতার ক্ষেত্রে এগিয়ে রাখা যায়। বিভিন্ন রুমর অনুযায়ী "Daniyel Brayan"-এর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার "Brawn Strawman"-কেও অনেকে এগিয়ে রাখছেন। আবার হয়তো কোন রিটার্নিং সুপারস্টার এই ম্যাচ জিততে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে "Batista" রিটার্ন করবে আর শেষ সুপারস্টার হিসেবে রিং-এ অবস্থান করবে।

• Possible Winners :- "D- Brayan", B-Stwaman" Or "D-Batista"
• লেখক ঃ WWE 360, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  ** ।