প্রকাশিত হয়েছে এ বছরের রেসলিং অবজার্ভার নিউজলেটার অ্যাওয়ার্ডস। প্রতি বছর ডেভ মেল্টজারের এই সংবাদপত্রটি প্রো-রেসলিং ও MMA দুনিয়ার বিগত বছরের সেরা-সেরা বিষয়গুলো নির্বাচিত করে তাদের পুরষ্কৃত করে থাকে। নির্বাচন করা হয় WON এর সাবস্ক্রাইবারদের ভোটিং এর মাধ্যমে। যেহেতু আমাদের পেজটা প্রো-রেসলিং ভিত্তিক, তাই সবার সুবিধার্থে এখানে শুধু প্রো-রেসলিং বা প্রো-রেসলিং/MMA উভয়ের জন্য প্রযোজ্য অ্যাওয়ার্ডগুলো তুলে ধরা হলো, শুধু MMA নির্ভরগুলোকে নয়।


তো চলুন দেখে নেওয়া যাক ২০২২ সাল বিবেচনায় কে-কে জিতলো WON অ্যাওয়ার্ডস-


• বর্ষসেরা রেসলার :- জন মক্সলি (AEW)

• বর্ষসেরা ম্যাচ :- কাজুচিকা ওকাদা vs উইল অস্প্রে: G1 ক্লাইম্যাক্স ৩২ (NJPW)

• বর্ষসেরা বুকার :- টনি খান (AEW)

• বর্ষসেরা মেজর শো :- ফরবিডেন ডোর (AEW/NJPW)

• বর্ষসেরা তরুণ তুর্কি :- ব্রন ব্রেকার (WWE)

• বর্ষসেরা নন-রেসলার :- পল হেইম্যান (WWE)

• বর্ষসেরা ফিউড :- FTR vs দ্য ব্রিস্কোস (ROH)

• বর্ষসেরা ট্যাগ টিম :- FTR [ক্যাশ হুইলার ও ড্যাক্স হারউড (AEW/ROH/NJPW)]

• বর্ষসেরা সাপ্তাহিক শো :- ডায়নামাইট (AEW)

• বর্ষসেরা ব্রলার :- জন মক্সলি (AEW)

• বর্ষসেরা প্রমো কাটার :- MJF (AEW)

• বছরজুড়ে সবচেয়ে আউটস্ট্যান্ডিং রেসলার :- উইল অস্প্রে (NJPW)

• বর্ষসেরা প্রমোশন :- All Elite Wrestling (AEW)

• বর্ষসেরা টেকনিক্যাল রেসলার :- ব্রায়ান ড্যানিয়েলসন (AEW)

• বছরজুড়ে সবচেয়ে উন্নতি করা রেসলার :- দ্য অ্যাক্লেইমড [ম্যাক্স ক্যাস্টার ও অ্যান্টনি বয়েন্স (AEW)]

• উইমেন্স MVP :- সিয়্যুরি (STARDOM)

• USA ও কানাডা MVP :- জন মক্সলি (AEW)

• জাপান MVP :- কাজুচিকা ওকাদা (NJPW)

• ইউরোপ MVP :- উইল অস্প্রে (NJPW)

• মেক্সিকো MVP :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• নন-হেভিওয়েট MVP :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• বর্ষসেরা বক্স অফিস ড্র :- রোমান রেইন্স (WWE)

• বর্ষসেরা প্রমোটার :- টনি খান (AEW)

• বর্ষসেরা প্রো-রেসলিং মুভ :- হিডেন ব্লেড: উইল অস্প্রে (NJPW)

• বর্ষসেরা হাইফ্লায়ার :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• বর্ষসেরা ডকুমেন্টারি :- "টেলস ফ্রম দ্য টেরিটরিস"

• বছরজুড়ে সবচেয়ে আন্ডাররেটেড রেসলার :- কোনোসুকে তাকেশিটা (DDT/AEW)

• বর্ষসেরা টিভি অ্যানাউন্সার :- কেভিন কেলি (NJPW)

• বর্ষসেরা গিমিক :- সামি জেইন (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য গিমিক :- MMM [ম্যাক্সিন ডুপ্রি, মাসে এবং মনসুর (WWE)]

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য প্রমোশনাল ট্যাটটিক :- এত কন্ট্রোভার্সির মাঝেও ভিন্স ম্যাকম্যাহনের স্ম্যাকডাউনে আগমন (If you know, you know) (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য মেজর শো :- রয়্যাল রাম্বল ২০২২ (WWE)

• বছরজুড়ে সবচেয়ে ওভাররেটেড রেসলার :- রন্ডা রাওজি (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য ম্যাচ :- ভিন্স ম্যাকম্যাহন vs প্যাট ম্যাকআফি: রেসলম্যানিয়া ৩৮ (WWE) (আচ্ছা, এইটাও তাহলে ম্যাচের কাতারে পরে!)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য ফিউড :- দ্য মিজ vs ডেক্সটার লুমিস (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য প্রমোশন :- (এইটাও গেস করে নেন, WON Awards যেহেতু; বরাবরের মতো কে হতে পারে!)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য সাপ্তাহিক শো :- মানডে নাইট র (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য টিভি অ্যানাউন্সার :- কোরি গ্রেভস (WWE)


ভোটের সংখ্যা সহ মূল রেড্ডিট পোস্টটি দেওয়া হল :


Wrestling Observer Newsletter Awards 2023
by u/Time-Dimension7769 in SquaredCircle


এ বছরও বিগত কয়েক বছরের ন্যায় WON অ্যাওয়ার্ডসের প্রতিটি ক্যাটাগরিতে ডমিনেট করেছেন AEW ও NJPW তারকারা। যদিও কয়েকটি ক্যাটাগরিতে স্পষ্ট একগুঁয়েমি লক্ষণীয়। টনি খান কোন যুক্তিতে বর্ষসেরা বুকার হলেন আমার জানা নেই, কিছু বিষয় বিবেচনায় রেখে অন্যতম একজন প্রমোটার মানলেও মানা যায়।


যাই হোক, আপনার মতে উপরোক্ত অ্যাওয়ার্ডগুলোর জন্য সবচেয়ে যোগ্য কারা ছিলেন? জানাতে পারেন কমেন্টে।


• লেখক ঃ Ananno Adric, Wrestling Universe - রেসলিং ইউনিভার্স

রেসলিং অবজার্ভার নিউজলেটার অ্যাওয়ার্ড ২০২৩!

প্রকাশিত হয়েছে এ বছরের রেসলিং অবজার্ভার নিউজলেটার অ্যাওয়ার্ডস। প্রতি বছর ডেভ মেল্টজারের এই সংবাদপত্রটি প্রো-রেসলিং ও MMA দুনিয়ার বিগত বছরের সেরা-সেরা বিষয়গুলো নির্বাচিত করে তাদের পুরষ্কৃত করে থাকে। নির্বাচন করা হয় WON এর সাবস্ক্রাইবারদের ভোটিং এর মাধ্যমে। যেহেতু আমাদের পেজটা প্রো-রেসলিং ভিত্তিক, তাই সবার সুবিধার্থে এখানে শুধু প্রো-রেসলিং বা প্রো-রেসলিং/MMA উভয়ের জন্য প্রযোজ্য অ্যাওয়ার্ডগুলো তুলে ধরা হলো, শুধু MMA নির্ভরগুলোকে নয়।


তো চলুন দেখে নেওয়া যাক ২০২২ সাল বিবেচনায় কে-কে জিতলো WON অ্যাওয়ার্ডস-


• বর্ষসেরা রেসলার :- জন মক্সলি (AEW)

• বর্ষসেরা ম্যাচ :- কাজুচিকা ওকাদা vs উইল অস্প্রে: G1 ক্লাইম্যাক্স ৩২ (NJPW)

• বর্ষসেরা বুকার :- টনি খান (AEW)

• বর্ষসেরা মেজর শো :- ফরবিডেন ডোর (AEW/NJPW)

• বর্ষসেরা তরুণ তুর্কি :- ব্রন ব্রেকার (WWE)

• বর্ষসেরা নন-রেসলার :- পল হেইম্যান (WWE)

• বর্ষসেরা ফিউড :- FTR vs দ্য ব্রিস্কোস (ROH)

• বর্ষসেরা ট্যাগ টিম :- FTR [ক্যাশ হুইলার ও ড্যাক্স হারউড (AEW/ROH/NJPW)]

• বর্ষসেরা সাপ্তাহিক শো :- ডায়নামাইট (AEW)

• বর্ষসেরা ব্রলার :- জন মক্সলি (AEW)

• বর্ষসেরা প্রমো কাটার :- MJF (AEW)

• বছরজুড়ে সবচেয়ে আউটস্ট্যান্ডিং রেসলার :- উইল অস্প্রে (NJPW)

• বর্ষসেরা প্রমোশন :- All Elite Wrestling (AEW)

• বর্ষসেরা টেকনিক্যাল রেসলার :- ব্রায়ান ড্যানিয়েলসন (AEW)

• বছরজুড়ে সবচেয়ে উন্নতি করা রেসলার :- দ্য অ্যাক্লেইমড [ম্যাক্স ক্যাস্টার ও অ্যান্টনি বয়েন্স (AEW)]

• উইমেন্স MVP :- সিয়্যুরি (STARDOM)

• USA ও কানাডা MVP :- জন মক্সলি (AEW)

• জাপান MVP :- কাজুচিকা ওকাদা (NJPW)

• ইউরোপ MVP :- উইল অস্প্রে (NJPW)

• মেক্সিকো MVP :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• নন-হেভিওয়েট MVP :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• বর্ষসেরা বক্স অফিস ড্র :- রোমান রেইন্স (WWE)

• বর্ষসেরা প্রমোটার :- টনি খান (AEW)

• বর্ষসেরা প্রো-রেসলিং মুভ :- হিডেন ব্লেড: উইল অস্প্রে (NJPW)

• বর্ষসেরা হাইফ্লায়ার :- এল হিজো ডেল ভাইকিংয়ো (AAA)

• বর্ষসেরা ডকুমেন্টারি :- "টেলস ফ্রম দ্য টেরিটরিস"

• বছরজুড়ে সবচেয়ে আন্ডাররেটেড রেসলার :- কোনোসুকে তাকেশিটা (DDT/AEW)

• বর্ষসেরা টিভি অ্যানাউন্সার :- কেভিন কেলি (NJPW)

• বর্ষসেরা গিমিক :- সামি জেইন (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য গিমিক :- MMM [ম্যাক্সিন ডুপ্রি, মাসে এবং মনসুর (WWE)]

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য প্রমোশনাল ট্যাটটিক :- এত কন্ট্রোভার্সির মাঝেও ভিন্স ম্যাকম্যাহনের স্ম্যাকডাউনে আগমন (If you know, you know) (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য মেজর শো :- রয়্যাল রাম্বল ২০২২ (WWE)

• বছরজুড়ে সবচেয়ে ওভাররেটেড রেসলার :- রন্ডা রাওজি (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য ম্যাচ :- ভিন্স ম্যাকম্যাহন vs প্যাট ম্যাকআফি: রেসলম্যানিয়া ৩৮ (WWE) (আচ্ছা, এইটাও তাহলে ম্যাচের কাতারে পরে!)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য ফিউড :- দ্য মিজ vs ডেক্সটার লুমিস (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য প্রমোশন :- (এইটাও গেস করে নেন, WON Awards যেহেতু; বরাবরের মতো কে হতে পারে!)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য সাপ্তাহিক শো :- মানডে নাইট র (WWE)

• বছরজুড়ে সবচেয়ে জঘন্য টিভি অ্যানাউন্সার :- কোরি গ্রেভস (WWE)


ভোটের সংখ্যা সহ মূল রেড্ডিট পোস্টটি দেওয়া হল :


Wrestling Observer Newsletter Awards 2023
by u/Time-Dimension7769 in SquaredCircle


এ বছরও বিগত কয়েক বছরের ন্যায় WON অ্যাওয়ার্ডসের প্রতিটি ক্যাটাগরিতে ডমিনেট করেছেন AEW ও NJPW তারকারা। যদিও কয়েকটি ক্যাটাগরিতে স্পষ্ট একগুঁয়েমি লক্ষণীয়। টনি খান কোন যুক্তিতে বর্ষসেরা বুকার হলেন আমার জানা নেই, কিছু বিষয় বিবেচনায় রেখে অন্যতম একজন প্রমোটার মানলেও মানা যায়।


যাই হোক, আপনার মতে উপরোক্ত অ্যাওয়ার্ডগুলোর জন্য সবচেয়ে যোগ্য কারা ছিলেন? জানাতে পারেন কমেন্টে।


• লেখক ঃ Ananno Adric, Wrestling Universe - রেসলিং ইউনিভার্স

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!