১) ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচের ইচ্ছা প্রকাশ করলেন Omos :


ডব্লিউডব্লিউই সুপারস্টার ওমোস রেসেলমেনিয়া ৩৯ এ দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেন। ওমসের WWE তে আশা মাত্র একবছর পার হয়েছে কিন্তু ইতিমধ্যেই সে তার ছাপ রাখতে শুরু করেছে।


প্রসঙ্গত উল্লেখ্য লেসনারের বিরুদ্ধে রেসেলমেনিয়াতে রোমান রেইন্সের ম্যাচ খেলার রিউমর শোনা যাচ্ছে যেটাতে রেসলিং ফ্যানেরা হতাশা প্রকাশ করেছেন। লেসনার বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং SummerSlam 2022 এর পরে তাকে WWE তে দেখা যায়নি।




২) AEW Dynamite এ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন Jon Moxley :


প্রাক্তন WWE এবং বর্তমানে AEW সুপারস্টার জন মক্সলি আগামী ১লা মার্চে অনুষ্ঠিত হতে চলা AEW Dynamite এর এপিসোডে জয়লাভ করলে কোম্পানিটির প্রথম রেসলার হিসাবে ১০০ টি ম্যাচের বিজেতার খেতাব অর্জন করবে।




৩) সৌদি আরবের WWE কেনার কারণ ব্যবসার উর্ধে আছে :


কিছু রিপোর্টে জানা যাচ্ছে WWE সৌদি আরবের কাছে শুধুমাত্র ব্যবসার পাত্র নই, সৌদির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজে একজন WWE ফ্যান এবং পার্সোনাল কারণে তিনি WWE কিনতে চান।


যদিও Wrestling Observer Newsletter এর Dave Meltzer বলেছেন এর পেছনে রাজনৈতিক কারণ নিহিত রয়েছে। মেল্টজার বলেছেন সৌদি আরব বিগত কিছু বছরে অনেক এন্টারটেইনমেন্ট কোম্পানির উপরে বিনিয়োগ করা শুরু করেছে সুতরাং WWE তাদের টার্গেটে থাকবেই।



৪) রেসেলমেনিয়া ৩৯ এ Ronda Rousey কে নিয়ে প্ল্যান :


রিপোর্ট অনুযায়ী WWE চাইছে ফর্মার UFC ফাইটার রন্ডা রেসেলমেনিয়াতে Charlotte Flair এর বিরুদ্ধে Raw Women's Championship এর জন্য খেলবে। এটা ২০১৯ এর রেসেলমেনিয়া ৩৪ এর পরে রন্ডার প্রথম WWE ম্যাচ হবে।


আরও জানা গেছে WWE বহুদিন ধরেই এই ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু রন্ডার অনুপস্থিতি এটাকে হতে দিচ্ছিল না। এই ম্যাচ যদি আসলেই অনুষ্ঠিত হয় তাহলে এটি রেসেলমেনিয়ার ইতিহাসে ওমেন ডিভিশনের অন্যতম সেরা ম্যাচ হবার যোগ্যতা রাখে।



৫) Eric Bischoff ট্রিপল এইচের ক্রিয়েটিভ অবদানের তারিফ করলেন :


প্রাক্তন WCW প্রেসিডেন্ট এরিক বিশফ ট্রিপল এইচের উদ্দেশ্যে প্রশংসা করে বললেন সে ক্রিয়েটিভ টিমে আসার পরে কোম্পানিকে "বিশাল ডিভিডেন্ট" দিয়েছে।


বিশফ NXT তে ট্রিপল এইচের কাজের সুনাম করে বলেছেন যে ট্রিপল এইচের সাফল্যের রহস্য হল সে রেসলিং ফ্যানেদের মন বুঝে উপযুক্ত স্টোরিলাইন সাজাতে পারে।



৬) Finn Balor এর ডেমন পার্সোনার রিটার্ন ক্যানসেল :


আগামি রয়্যাল রাম্বালে ফিন ব্যালরের ফ্যান ফেবারিট ডেমন পার্সোনা রিটার্ন করানোর কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে এই প্ল্যানটিকে বাতিল করে দেওয়া হয়। ব্যালরের ডেমন রূপ দেখার জন্য ফ্যানদেরকে আরও অপেক্ষা করতে হবে।



৭) Jon Moxley এবং Eddie Kingston দের ইভেন্ট ক্যানসেল করতে হয়েছে :


জন মক্সলিকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত একটা OTT শো থেকে দুর্ভাগ্যবশত সরিয়ে নেওয়া হয়েছে। মক্সলি পার্সোনাল কিছু সমস্যা এবং ইনজুরির সম্মুখীন আছেন, সেই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়।


অন্যদিকে  Eddie Kingston ট্রাভেলের অসুবিধার কারণে তার ইভেন্ট মিস করেছেন।



৮) আন্ডারটেকার তার রিটায়ারমেন্ট ভাঙ্গা নিয়ে কথা বললেন :


আন্ডারটেকার রেসলিং ইতিহাসে আইকনিক রেসলারদের মধ্যে একজন। ২০২০ সালে টেকার অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করলেও রেসলিং ফ্যানেরা আজও তাকে রিং এর ভেতর দেখতে চাই।


সাম্প্রতিক এক ইন্টারভিউতে তিনি এখনও রেসলিং ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সেই সাথে তার শারীরিক সীমাবদ্ধতার কথাও মেনে নেন। তিনি বলেন এখন ম্যাচ খেলতে পারলেও পূর্বের লেভেলের ম্যাচ খেলা তার পক্ষে এখন শারীরিকভাবে অসম্ভব।

রেসলিং নিউজ আপডেট - ২১/০২/২০২৩


১) ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচের ইচ্ছা প্রকাশ করলেন Omos :


ডব্লিউডব্লিউই সুপারস্টার ওমোস রেসেলমেনিয়া ৩৯ এ দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেন। ওমসের WWE তে আশা মাত্র একবছর পার হয়েছে কিন্তু ইতিমধ্যেই সে তার ছাপ রাখতে শুরু করেছে।


প্রসঙ্গত উল্লেখ্য লেসনারের বিরুদ্ধে রেসেলমেনিয়াতে রোমান রেইন্সের ম্যাচ খেলার রিউমর শোনা যাচ্ছে যেটাতে রেসলিং ফ্যানেরা হতাশা প্রকাশ করেছেন। লেসনার বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং SummerSlam 2022 এর পরে তাকে WWE তে দেখা যায়নি।




২) AEW Dynamite এ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন Jon Moxley :


প্রাক্তন WWE এবং বর্তমানে AEW সুপারস্টার জন মক্সলি আগামী ১লা মার্চে অনুষ্ঠিত হতে চলা AEW Dynamite এর এপিসোডে জয়লাভ করলে কোম্পানিটির প্রথম রেসলার হিসাবে ১০০ টি ম্যাচের বিজেতার খেতাব অর্জন করবে।




৩) সৌদি আরবের WWE কেনার কারণ ব্যবসার উর্ধে আছে :


কিছু রিপোর্টে জানা যাচ্ছে WWE সৌদি আরবের কাছে শুধুমাত্র ব্যবসার পাত্র নই, সৌদির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজে একজন WWE ফ্যান এবং পার্সোনাল কারণে তিনি WWE কিনতে চান।


যদিও Wrestling Observer Newsletter এর Dave Meltzer বলেছেন এর পেছনে রাজনৈতিক কারণ নিহিত রয়েছে। মেল্টজার বলেছেন সৌদি আরব বিগত কিছু বছরে অনেক এন্টারটেইনমেন্ট কোম্পানির উপরে বিনিয়োগ করা শুরু করেছে সুতরাং WWE তাদের টার্গেটে থাকবেই।



৪) রেসেলমেনিয়া ৩৯ এ Ronda Rousey কে নিয়ে প্ল্যান :


রিপোর্ট অনুযায়ী WWE চাইছে ফর্মার UFC ফাইটার রন্ডা রেসেলমেনিয়াতে Charlotte Flair এর বিরুদ্ধে Raw Women's Championship এর জন্য খেলবে। এটা ২০১৯ এর রেসেলমেনিয়া ৩৪ এর পরে রন্ডার প্রথম WWE ম্যাচ হবে।


আরও জানা গেছে WWE বহুদিন ধরেই এই ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু রন্ডার অনুপস্থিতি এটাকে হতে দিচ্ছিল না। এই ম্যাচ যদি আসলেই অনুষ্ঠিত হয় তাহলে এটি রেসেলমেনিয়ার ইতিহাসে ওমেন ডিভিশনের অন্যতম সেরা ম্যাচ হবার যোগ্যতা রাখে।



৫) Eric Bischoff ট্রিপল এইচের ক্রিয়েটিভ অবদানের তারিফ করলেন :


প্রাক্তন WCW প্রেসিডেন্ট এরিক বিশফ ট্রিপল এইচের উদ্দেশ্যে প্রশংসা করে বললেন সে ক্রিয়েটিভ টিমে আসার পরে কোম্পানিকে "বিশাল ডিভিডেন্ট" দিয়েছে।


বিশফ NXT তে ট্রিপল এইচের কাজের সুনাম করে বলেছেন যে ট্রিপল এইচের সাফল্যের রহস্য হল সে রেসলিং ফ্যানেদের মন বুঝে উপযুক্ত স্টোরিলাইন সাজাতে পারে।



৬) Finn Balor এর ডেমন পার্সোনার রিটার্ন ক্যানসেল :


আগামি রয়্যাল রাম্বালে ফিন ব্যালরের ফ্যান ফেবারিট ডেমন পার্সোনা রিটার্ন করানোর কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে এই প্ল্যানটিকে বাতিল করে দেওয়া হয়। ব্যালরের ডেমন রূপ দেখার জন্য ফ্যানদেরকে আরও অপেক্ষা করতে হবে।



৭) Jon Moxley এবং Eddie Kingston দের ইভেন্ট ক্যানসেল করতে হয়েছে :


জন মক্সলিকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত একটা OTT শো থেকে দুর্ভাগ্যবশত সরিয়ে নেওয়া হয়েছে। মক্সলি পার্সোনাল কিছু সমস্যা এবং ইনজুরির সম্মুখীন আছেন, সেই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়।


অন্যদিকে  Eddie Kingston ট্রাভেলের অসুবিধার কারণে তার ইভেন্ট মিস করেছেন।



৮) আন্ডারটেকার তার রিটায়ারমেন্ট ভাঙ্গা নিয়ে কথা বললেন :


আন্ডারটেকার রেসলিং ইতিহাসে আইকনিক রেসলারদের মধ্যে একজন। ২০২০ সালে টেকার অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করলেও রেসলিং ফ্যানেরা আজও তাকে রিং এর ভেতর দেখতে চাই।


সাম্প্রতিক এক ইন্টারভিউতে তিনি এখনও রেসলিং ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সেই সাথে তার শারীরিক সীমাবদ্ধতার কথাও মেনে নেন। তিনি বলেন এখন ম্যাচ খেলতে পারলেও পূর্বের লেভেলের ম্যাচ খেলা তার পক্ষে এখন শারীরিকভাবে অসম্ভব।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!