১) ব্রক লেসনারকে দেওয়া হল "Nazi" এর অপবাদ : ব্রক লেসনার রিঙের ভেতরে হোক বা বাইরে সর্বদাই বিতর্কে জড়িয়ে পরেন। এই বিতর্কের সারিতে আরও একটা বিতর্ক যোগ হল যখন তিনি একজন ফ্যানের সাথে নিজের ফটো পোস্ট করেন যার শার্টে হিটলারের নাজির চিহ্ন ছিল। এইকারনে সোশ্যাল মিডিয়াতে লেসনারকে "freaking crazy German Nazi" বলে ব্যঙ্গ করা হয়েছে।


২) ট্রিপল এইচ ডব্লিউডব্লিউই বিক্রয় নিয়ে নিজের মতামত দিলেন : ট্রিপল এইচ WWE এর বিক্রয় ঘিরে গড়ে ওঠা রিউমরের জবাব দিয়ে জানিয়ে দিলেন তিনি এইসবের মধ্যে নেই, ব্যাবসাকেন্দ্রিক সিদ্ধান্তে তিনি থাকেন না। তিনি আরও জানান যে যদি আগের মতোই কাজ চালিয়ে যেতে পারেন তাহলে বিক্রি হলেও তেমন কিছু অসুবিধা নাই। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে সৌদি আরবের WWE ক্রয়ের প্রতি আগ্রহ আছে। যদিও দামটা একটু চড়া কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


৩) Bray Wyatt রোমানের টাইটেল জয় নিয়ে প্রশ্ন তুললেন : সাম্প্রতিক এক ট্যুইটে প্রাক্তন WWE সুপারস্টার Bray Wyatt, রোমান রেইন্সের Sami Zayn কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল জয়কে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এটাকে 'Weak' এবং "disgrace to the title" বলে ভর্ৎসনা করেন।


৪) Austin Theory তার টাইটেলের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন : WWE সুপারস্টার অস্টিন থিওরি ট্যুইটারের মাধ্যমে United States টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেন। ফ্যানেরা ইতিমধ্যেই অনুমান করতে শুরু করে দিয়েছেন কে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে।


৫) Edge এর ফাইনাল ম্যাচ : সাম্প্রতিক এক ইন্টারভিউতে WWE সুপারস্টার এজ জানিয়েছেন যে তিনি তার শেষ ম্যাচ খেলতে চান AJ Styles এর বিরুদ্ধে। এজ এখন রেসলিং জগতে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা শুরু করছেন যেটা রেসলিং ফ্যানেদের মধ্যে আবেগ এবং আগ্রহের সৃষ্টি করছে।


৬) CM Punk এর NJPW ইভেন্টে আসা নিয়ে Kenta এর উপহাস : সাম্প্রতিক NJPW Battle in the Valley শোতে CM Punk কে দেখা গিয়েছিল। NJPW এর রেসলার Kenta সোশ্যাল মিডিয়াতে পাঙ্ককে মক করে একটা ভিডিও আপলোড করে যেখানে সে পাঙ্কের সিগনেচার মুভগুলি ব্যবহার করে তাকে "clown" বলে বিদ্রূপ করে।


৭) AEW Revolution ফ্লপ হওয়ার সম্মুখীন : AEW এর পরবর্তী পেই পার ভিউ AEW রেভোলিউশন আর মাত্র দুই সপ্তাহের অন্তরে আছে। রিপোর্টে জানা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট হবার ধারে কাছেও ইভেন্টটি পৌছাইনি। যদিও এখনও আরও টিকিট সেল করার সুযোগ আছে কিন্তু এতে যুব কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তৈরি হচ্ছে।


৮) Sami Zayn জানালেন তার মুভ Helluva Kick নামের রহস্য : সামি তার ফিনিশিং মুভ Helluva Kick এর নামের রহস্য উৎঘাটন করলেন। সামি জানালেন এটি এসেছে তার প্রাক্তন ট্যাগ টিম পার্টনার কেভিন ওয়েন্সের কাছ থেকে যে এই মুভটাকে WWE জয়েন করার আগে ব্যবহার করতো।


৯) টোনি খান এমন রেসলারদের নাম করলেন যাদের মার খাওয়া তিনি দেখতে চাইতেন : সাম্প্রতিক ইন্টারভিউতে AEW এর মালিক টোনি খান জানালেন এমন কিছু রেসলারের নাম যাদেরকে ছোটবেলাতে ধোলাই খেতে দেখলে তিনি খুব খুশি হতেন। সেই লিস্টের মধ্যে প্রধান তিন জন হলেন Hulk Hogan, Ric Flair এবং The Undertaker।


১০) ট্রিপল এইচ জানালেন বর্তমান রোস্টার নিয়ে তিনি মোটেই নিরাশ নন : Dave Meltzer এর করা রিপোর্টে রিউমর ছড়িয়েছিল যে ট্রিপল এইচ বর্তমান রোস্টারের পারফর্মেন্সে অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ট্রিপল এইচ বর্তমানে যে রোস্টার আছে সেটার উপরেই ভরসা রাখেন এবং খুব বেশী একটা রদবদল করারও পক্ষপাতী তিনি নন। রিপোর্টটিতে আরও বলা হয় তিনি বর্তমান রোস্টারের গুরুত্ব বোঝেন এবং সেটাকে কোম্পানির ফিউচারে কীভাবে লাগাতে হবে সেটা জানেন। 


• বিঃদ্রঃ পোস্টটি লিখতে ChatGPT এর সাহায্য নেওয়া হয়েছে।

রেসলিং নিউজ - ২০/০২/২০২৩




১) ব্রক লেসনারকে দেওয়া হল "Nazi" এর অপবাদ : ব্রক লেসনার রিঙের ভেতরে হোক বা বাইরে সর্বদাই বিতর্কে জড়িয়ে পরেন। এই বিতর্কের সারিতে আরও একটা বিতর্ক যোগ হল যখন তিনি একজন ফ্যানের সাথে নিজের ফটো পোস্ট করেন যার শার্টে হিটলারের নাজির চিহ্ন ছিল। এইকারনে সোশ্যাল মিডিয়াতে লেসনারকে "freaking crazy German Nazi" বলে ব্যঙ্গ করা হয়েছে।


২) ট্রিপল এইচ ডব্লিউডব্লিউই বিক্রয় নিয়ে নিজের মতামত দিলেন : ট্রিপল এইচ WWE এর বিক্রয় ঘিরে গড়ে ওঠা রিউমরের জবাব দিয়ে জানিয়ে দিলেন তিনি এইসবের মধ্যে নেই, ব্যাবসাকেন্দ্রিক সিদ্ধান্তে তিনি থাকেন না। তিনি আরও জানান যে যদি আগের মতোই কাজ চালিয়ে যেতে পারেন তাহলে বিক্রি হলেও তেমন কিছু অসুবিধা নাই। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে সৌদি আরবের WWE ক্রয়ের প্রতি আগ্রহ আছে। যদিও দামটা একটু চড়া কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


৩) Bray Wyatt রোমানের টাইটেল জয় নিয়ে প্রশ্ন তুললেন : সাম্প্রতিক এক ট্যুইটে প্রাক্তন WWE সুপারস্টার Bray Wyatt, রোমান রেইন্সের Sami Zayn কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল জয়কে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এটাকে 'Weak' এবং "disgrace to the title" বলে ভর্ৎসনা করেন।


৪) Austin Theory তার টাইটেলের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন : WWE সুপারস্টার অস্টিন থিওরি ট্যুইটারের মাধ্যমে United States টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেন। ফ্যানেরা ইতিমধ্যেই অনুমান করতে শুরু করে দিয়েছেন কে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে।


৫) Edge এর ফাইনাল ম্যাচ : সাম্প্রতিক এক ইন্টারভিউতে WWE সুপারস্টার এজ জানিয়েছেন যে তিনি তার শেষ ম্যাচ খেলতে চান AJ Styles এর বিরুদ্ধে। এজ এখন রেসলিং জগতে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা শুরু করছেন যেটা রেসলিং ফ্যানেদের মধ্যে আবেগ এবং আগ্রহের সৃষ্টি করছে।


৬) CM Punk এর NJPW ইভেন্টে আসা নিয়ে Kenta এর উপহাস : সাম্প্রতিক NJPW Battle in the Valley শোতে CM Punk কে দেখা গিয়েছিল। NJPW এর রেসলার Kenta সোশ্যাল মিডিয়াতে পাঙ্ককে মক করে একটা ভিডিও আপলোড করে যেখানে সে পাঙ্কের সিগনেচার মুভগুলি ব্যবহার করে তাকে "clown" বলে বিদ্রূপ করে।


৭) AEW Revolution ফ্লপ হওয়ার সম্মুখীন : AEW এর পরবর্তী পেই পার ভিউ AEW রেভোলিউশন আর মাত্র দুই সপ্তাহের অন্তরে আছে। রিপোর্টে জানা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট হবার ধারে কাছেও ইভেন্টটি পৌছাইনি। যদিও এখনও আরও টিকিট সেল করার সুযোগ আছে কিন্তু এতে যুব কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তৈরি হচ্ছে।


৮) Sami Zayn জানালেন তার মুভ Helluva Kick নামের রহস্য : সামি তার ফিনিশিং মুভ Helluva Kick এর নামের রহস্য উৎঘাটন করলেন। সামি জানালেন এটি এসেছে তার প্রাক্তন ট্যাগ টিম পার্টনার কেভিন ওয়েন্সের কাছ থেকে যে এই মুভটাকে WWE জয়েন করার আগে ব্যবহার করতো।


৯) টোনি খান এমন রেসলারদের নাম করলেন যাদের মার খাওয়া তিনি দেখতে চাইতেন : সাম্প্রতিক ইন্টারভিউতে AEW এর মালিক টোনি খান জানালেন এমন কিছু রেসলারের নাম যাদেরকে ছোটবেলাতে ধোলাই খেতে দেখলে তিনি খুব খুশি হতেন। সেই লিস্টের মধ্যে প্রধান তিন জন হলেন Hulk Hogan, Ric Flair এবং The Undertaker।


১০) ট্রিপল এইচ জানালেন বর্তমান রোস্টার নিয়ে তিনি মোটেই নিরাশ নন : Dave Meltzer এর করা রিপোর্টে রিউমর ছড়িয়েছিল যে ট্রিপল এইচ বর্তমান রোস্টারের পারফর্মেন্সে অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ট্রিপল এইচ বর্তমানে যে রোস্টার আছে সেটার উপরেই ভরসা রাখেন এবং খুব বেশী একটা রদবদল করারও পক্ষপাতী তিনি নন। রিপোর্টটিতে আরও বলা হয় তিনি বর্তমান রোস্টারের গুরুত্ব বোঝেন এবং সেটাকে কোম্পানির ফিউচারে কীভাবে লাগাতে হবে সেটা জানেন। 


• বিঃদ্রঃ পোস্টটি লিখতে ChatGPT এর সাহায্য নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!