Royal Rumble ২০২২ এর আগে স্ক্রিপ্ট নিয়ে ব্যাকস্টেজে যে ঝামেলা হচ্ছিল সেটা আমরা সবাই জানি, তার মধ্যে নাকি দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনও জড়িয়ে ছিল। দর্শক এবং ক্রিটিকদের একটা বড় অংশ প্রেডিক্ট করেছিল অরটনের জয় হবে, যদিও শেষ পর্যন্ত ব্রক লেসনারকেই বিজয়ী করা হয়। সম্প্রতি Monday's Mailbag পডকাস্টে WWE এর প্রাক্তন রেফারি  Mike Chioda অরটনকে কেন্দ্র করে উঠা রিউমরের জবাব দেন। মাইক মনে করেন অরটন প্রাক্তন UFC স্টার ম্যাট রিডলের সঙ্গে যে কাজ করেছে তার জন্য তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোই যেত।  Mike বলেন,


"আমি এমন রিউমর শুনেছিলাম যে তারা র‍্যান্ডি অরটনকে এবার পুশ করে রাম্বাল জিতিয়ে দেবে কিন্তু সেই প্ল্যান পরে পরিবর্তিত হয়ে যায়। কখন হয়েছিল তা আমি জানিনা, কিন্তু আমি র‍্যান্ডিকে পুশ পেতে দেখতে চাই। সে এখন WWE টাইটেল পাওয়ার যোগ্য কারণ সে WWE এর জন্য অভূতপূর্ব এবং অসাধারণ কাজ করে চলেছে। আমি জানিনা কেন কিন্তু আমি র‍্যান্ডিকে বেশী বেশী করে পুশ পেতে দেখতে চাই। সে রিডলের সাথে অনেকধিন ধরেই কাজ করছে, রিডলকে সে আসতে আসতে গড়ে তুলেছে কিন্তু আমি জানিনা হয়তো তারা ভেবেছে রিডল এখনও প্রস্তুত হয়নি।"


র‍্যান্ডি অরটনের বর্তমান গিমিকের ব্যাপারে বলতে গেলে বলা যায় এত বিনোদনমূলক রোল তিনি এর আগে করেননি। যখন থেকে র‍্যান্ডি রিডল এর সঙ্গে মিলে RK-Bro টিম গঠন করেছে তখন থেকেই সে আমাদের মজা দিয়ে চলেছে। অরটনের মতো ১৪ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আমরা নিজের চোখের সামনে বড় হতে দেখেছি, সে নিজেকে কোম্পানির মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তাই হয়তো এতদিনে গিয়ে একটু এঞ্জয় করছে।


অরটন এবং রিডলের টিম RK-Bro এর করা প্রতিটি সেগমেন্ট WWE তে জাদুর মতো প্রভাব ফেলেছে। বিশেষ করে  Alpha Academy এর সাথে চলা তাদের বর্তমান ফিউড দর্শকরা মন ভরে এঞ্জয় করছে। অরটন রিডলকে বিল্ড করতে সাহায্য করছে এবং রিডল অরটনকে ম্যাচ উপভোগের সুযোগ দিচ্ছে। RK-Bro গত এক বছর ধরে ধারাবাহিকভাবে Raw এর সেরা সেগমেন্টের মধ্যে জায়গা করে নিয়েছে। আশা করি র‍্যান্ডি ও রিডল এইভাবেই তাদের জুরি চালিয়ে যাবে এবং দ্যা ভাইপার নিজের প্রাপ্য পুশ লাভ করবে। 

প্রাক্তন রেফারির মতে অরটনের রাম্বাল জিতার কথা ছিল।

Royal Rumble ২০২২ এর আগে স্ক্রিপ্ট নিয়ে ব্যাকস্টেজে যে ঝামেলা হচ্ছিল সেটা আমরা সবাই জানি, তার মধ্যে নাকি দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনও জড়িয়ে ছিল। দর্শক এবং ক্রিটিকদের একটা বড় অংশ প্রেডিক্ট করেছিল অরটনের জয় হবে, যদিও শেষ পর্যন্ত ব্রক লেসনারকেই বিজয়ী করা হয়। সম্প্রতি Monday's Mailbag পডকাস্টে WWE এর প্রাক্তন রেফারি  Mike Chioda অরটনকে কেন্দ্র করে উঠা রিউমরের জবাব দেন। মাইক মনে করেন অরটন প্রাক্তন UFC স্টার ম্যাট রিডলের সঙ্গে যে কাজ করেছে তার জন্য তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোই যেত।  Mike বলেন,


"আমি এমন রিউমর শুনেছিলাম যে তারা র‍্যান্ডি অরটনকে এবার পুশ করে রাম্বাল জিতিয়ে দেবে কিন্তু সেই প্ল্যান পরে পরিবর্তিত হয়ে যায়। কখন হয়েছিল তা আমি জানিনা, কিন্তু আমি র‍্যান্ডিকে পুশ পেতে দেখতে চাই। সে এখন WWE টাইটেল পাওয়ার যোগ্য কারণ সে WWE এর জন্য অভূতপূর্ব এবং অসাধারণ কাজ করে চলেছে। আমি জানিনা কেন কিন্তু আমি র‍্যান্ডিকে বেশী বেশী করে পুশ পেতে দেখতে চাই। সে রিডলের সাথে অনেকধিন ধরেই কাজ করছে, রিডলকে সে আসতে আসতে গড়ে তুলেছে কিন্তু আমি জানিনা হয়তো তারা ভেবেছে রিডল এখনও প্রস্তুত হয়নি।"


র‍্যান্ডি অরটনের বর্তমান গিমিকের ব্যাপারে বলতে গেলে বলা যায় এত বিনোদনমূলক রোল তিনি এর আগে করেননি। যখন থেকে র‍্যান্ডি রিডল এর সঙ্গে মিলে RK-Bro টিম গঠন করেছে তখন থেকেই সে আমাদের মজা দিয়ে চলেছে। অরটনের মতো ১৪ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আমরা নিজের চোখের সামনে বড় হতে দেখেছি, সে নিজেকে কোম্পানির মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তাই হয়তো এতদিনে গিয়ে একটু এঞ্জয় করছে।


অরটন এবং রিডলের টিম RK-Bro এর করা প্রতিটি সেগমেন্ট WWE তে জাদুর মতো প্রভাব ফেলেছে। বিশেষ করে  Alpha Academy এর সাথে চলা তাদের বর্তমান ফিউড দর্শকরা মন ভরে এঞ্জয় করছে। অরটন রিডলকে বিল্ড করতে সাহায্য করছে এবং রিডল অরটনকে ম্যাচ উপভোগের সুযোগ দিচ্ছে। RK-Bro গত এক বছর ধরে ধারাবাহিকভাবে Raw এর সেরা সেগমেন্টের মধ্যে জায়গা করে নিয়েছে। আশা করি র‍্যান্ডি ও রিডল এইভাবেই তাদের জুরি চালিয়ে যাবে এবং দ্যা ভাইপার নিজের প্রাপ্য পুশ লাভ করবে। 

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!