জন সিনার থেকে বেশী সময় ধরে WWE এর ফেস হিসাবে প্রতিনিধিত্ব করেছে এমন কোন রেসলারের নাম করা মুশকিল। যদিও সিনার পূর্বে আসা হাল্ক হোগেন, স্টিভ অস্টিন এবং দ্যা রক-দেরকেও WWE এর মেগাস্টার বলা চলে কিন্তু তাদের কেউই সিনার মতো এত বছর ধরে কোম্পানির ফেস হিসাবে রাজত্ব করেনি। যদিও জন সিনার এক প্রাক্তন ম্যানেজারের মতে এইসব কিছুই সম্ভব ছিল না একজন রেসলারের অবদান ছাড়া।


জন সিনা ২০০২ সালের স্ম্যাকডাউনে ডেবিউ করে যেখানে সে কার্ট এঙ্গেলের সঙ্গে ফেস অফ করেছিল। যদিও সেখানে সে পরাজিত হয়েছিল কিন্তু সেটাই ছিল সিনার পথ চলার শুরু, একজন রুকি থেকে লেজেন্ড হবার সুদীর্ঘ পথের শুভারম্ভ! "UnSKripted" এর সাম্প্রতিক এক এপিসোডে জন সিনার প্রাক্তন ম্যানেজার Kenny Bolin জানায় সিনার OVW তে থাকাকালীন Rico Constantino এর সাথে তার জুরি তাকে পরবর্তীতে ব্যাপকভাবে সাহায্য করেছিল।


কেনি সেই এপিসোডে বলেন- "জন সিনা এখনকার সুপারস্টার সিনা হতেই পারতো না যদি রিকো তার পাশে না থাকতো। তাদের দুজনের কাছেই একই পরিমাণ এক্সপেরিয়েন্স ছিল। রিকোর কত ১২টা ম্যাচ খেলেছিল OVW তে আসার আগে? কিন্তু তা সত্বেও Jimmy Cornette (OVW এর অতকালিন হেড ট্রেইনার) এটা কখনই বলে না যে জন সিনা রিকোকে নিয়ে এসেছিল বরং সে বলে রিকোই নিয়ে এসেছিল সিনাকে এবং তাকে WWE তে অগ্রগতির সুযোগও করে দিয়েছিল। এর কারণ ছিল ভিন্স মিকম্যান সিনাকে একদমই পছন্দ করতো না, তার গিমিকও অপছন্দের ছিল ভিন্সের।"


কেনি এটাও মেনে নেন যে সিনা নিজেই জানতোনা সে ফায়ার হবার কত কাছে চলে এসেছিল যদি রিকো তখন রিলিজ হয়ে যেত তাহলে। কিন্তু তারপরে স্টিভ অস্টিন, Danny Davis ও Jim Cornette তাদের পাশে দাঁড়ায়, যার ফলে সিনা শেষ পর্যন্ত কোম্পানিতে থেকে যায়।


কেনি বলে, "জন সিনা এটা নিজেই জানেনা রিকো ৯০ দিনের জন্য চলে যাওয়ার পরে তার কি অবস্থা হতো। রিকোর যাওয়ার জন্য তাকে স্টেফনি মিকম্যানকে পার করে যেতে হতো, তখন আমি, স্টিভ অস্টিন, Danny Davis ও Jim Cornette মিলে স্টেফনি মিকম্যানের কাছে যায় এবং বলি রিকোর ৯০ দিনের অনুপস্থিতির জন্য কোন টাকা না কাটা হোক। অস্টিন আমাদের মতোই রিকোকে দেখার পরে মুগ্ধ হয়ে যায়, অস্টিনের ভালো লাগার কারণেই তখন রিকোর ক্যারিয়ারে আরও ৪-৫ বছর যুক্ত হয়ে যায়।"


যদি রিকোকে তখন ফায়ার করে দেওয়া হতো তাহলে তার বন্ধু জন সিনারও একই হাল হতো কিন্তু রিকোর কারণে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। সিনা যদি তখন রিকোর সাথে ফায়ার হয়ে যেত তাহলে WWE এর পুরো ইতিহাসই পাল্টে যেত। আর পরবর্তীতে সেই জন সিনাকে রিটেইন করাই WWE এর জন্য সোনায় সোহাগা হয়ে উঠে, তার দশকব্যাপী কোম্পানির ফেস হিসাবে শীর্ষে থাকার রেকর্ড হয়তো আর কেউই ভাঙতে পারবে না।


সিনাকে অনেকেই WWE এর তৈরি করা একমাত্র তারকা বলে মনে করে কারণ সিনা না থাকলে কাকে করা হতো WWE এর ফেস ভেবে দেখেছেন কী? ২০০৪ এর আগে উত্তর দিতে গেলে সোজা উত্তর হতো ব্রক লেসনার কিন্তু দুবছরের মধ্যেই ব্রক বেশী জার্নিযুক্ত শিডিউলের কারণে WWE ছেড়ে দেয়। সুতরাং তার পরের বিকল্প হচ্ছে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটন, যাকে অনেকেই অস্টিন ও রকের উত্তরসূরি বলে মনে করতো।


অরটন মোটেই খারাপ রেসলার নয়, হয়তো ফেস হিসাবেও সে সফল হতো কিন্তু সিনার মতো এত লম্বা রাজত্ব করতে পারতো এমনটা হওয়া খুব কঠিন ছিল। সিনার ক্ষেত্রেও পার্ট টাইমার হওয়ার আগে আমরা বুঝতেই পারিনি সে ঠিক কতটা বড় স্টার ছিল। তার অনুপস্থিতি আমরা এখনও হাড়ে হাড়ে টের পাচ্ছি, এখন মনে হচ্ছে হয়তো আরও লম্বা সময় ধরে তাকে ফুল টাইম রেসলিং করে যেতে হতো।

সিনাকে যখন প্রায় রিলিজ করে দেওয়া হয়েছিল!

জন সিনার থেকে বেশী সময় ধরে WWE এর ফেস হিসাবে প্রতিনিধিত্ব করেছে এমন কোন রেসলারের নাম করা মুশকিল। যদিও সিনার পূর্বে আসা হাল্ক হোগেন, স্টিভ অস্টিন এবং দ্যা রক-দেরকেও WWE এর মেগাস্টার বলা চলে কিন্তু তাদের কেউই সিনার মতো এত বছর ধরে কোম্পানির ফেস হিসাবে রাজত্ব করেনি। যদিও জন সিনার এক প্রাক্তন ম্যানেজারের মতে এইসব কিছুই সম্ভব ছিল না একজন রেসলারের অবদান ছাড়া।


জন সিনা ২০০২ সালের স্ম্যাকডাউনে ডেবিউ করে যেখানে সে কার্ট এঙ্গেলের সঙ্গে ফেস অফ করেছিল। যদিও সেখানে সে পরাজিত হয়েছিল কিন্তু সেটাই ছিল সিনার পথ চলার শুরু, একজন রুকি থেকে লেজেন্ড হবার সুদীর্ঘ পথের শুভারম্ভ! "UnSKripted" এর সাম্প্রতিক এক এপিসোডে জন সিনার প্রাক্তন ম্যানেজার Kenny Bolin জানায় সিনার OVW তে থাকাকালীন Rico Constantino এর সাথে তার জুরি তাকে পরবর্তীতে ব্যাপকভাবে সাহায্য করেছিল।


কেনি সেই এপিসোডে বলেন- "জন সিনা এখনকার সুপারস্টার সিনা হতেই পারতো না যদি রিকো তার পাশে না থাকতো। তাদের দুজনের কাছেই একই পরিমাণ এক্সপেরিয়েন্স ছিল। রিকোর কত ১২টা ম্যাচ খেলেছিল OVW তে আসার আগে? কিন্তু তা সত্বেও Jimmy Cornette (OVW এর অতকালিন হেড ট্রেইনার) এটা কখনই বলে না যে জন সিনা রিকোকে নিয়ে এসেছিল বরং সে বলে রিকোই নিয়ে এসেছিল সিনাকে এবং তাকে WWE তে অগ্রগতির সুযোগও করে দিয়েছিল। এর কারণ ছিল ভিন্স মিকম্যান সিনাকে একদমই পছন্দ করতো না, তার গিমিকও অপছন্দের ছিল ভিন্সের।"


কেনি এটাও মেনে নেন যে সিনা নিজেই জানতোনা সে ফায়ার হবার কত কাছে চলে এসেছিল যদি রিকো তখন রিলিজ হয়ে যেত তাহলে। কিন্তু তারপরে স্টিভ অস্টিন, Danny Davis ও Jim Cornette তাদের পাশে দাঁড়ায়, যার ফলে সিনা শেষ পর্যন্ত কোম্পানিতে থেকে যায়।


কেনি বলে, "জন সিনা এটা নিজেই জানেনা রিকো ৯০ দিনের জন্য চলে যাওয়ার পরে তার কি অবস্থা হতো। রিকোর যাওয়ার জন্য তাকে স্টেফনি মিকম্যানকে পার করে যেতে হতো, তখন আমি, স্টিভ অস্টিন, Danny Davis ও Jim Cornette মিলে স্টেফনি মিকম্যানের কাছে যায় এবং বলি রিকোর ৯০ দিনের অনুপস্থিতির জন্য কোন টাকা না কাটা হোক। অস্টিন আমাদের মতোই রিকোকে দেখার পরে মুগ্ধ হয়ে যায়, অস্টিনের ভালো লাগার কারণেই তখন রিকোর ক্যারিয়ারে আরও ৪-৫ বছর যুক্ত হয়ে যায়।"


যদি রিকোকে তখন ফায়ার করে দেওয়া হতো তাহলে তার বন্ধু জন সিনারও একই হাল হতো কিন্তু রিকোর কারণে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। সিনা যদি তখন রিকোর সাথে ফায়ার হয়ে যেত তাহলে WWE এর পুরো ইতিহাসই পাল্টে যেত। আর পরবর্তীতে সেই জন সিনাকে রিটেইন করাই WWE এর জন্য সোনায় সোহাগা হয়ে উঠে, তার দশকব্যাপী কোম্পানির ফেস হিসাবে শীর্ষে থাকার রেকর্ড হয়তো আর কেউই ভাঙতে পারবে না।


সিনাকে অনেকেই WWE এর তৈরি করা একমাত্র তারকা বলে মনে করে কারণ সিনা না থাকলে কাকে করা হতো WWE এর ফেস ভেবে দেখেছেন কী? ২০০৪ এর আগে উত্তর দিতে গেলে সোজা উত্তর হতো ব্রক লেসনার কিন্তু দুবছরের মধ্যেই ব্রক বেশী জার্নিযুক্ত শিডিউলের কারণে WWE ছেড়ে দেয়। সুতরাং তার পরের বিকল্প হচ্ছে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটন, যাকে অনেকেই অস্টিন ও রকের উত্তরসূরি বলে মনে করতো।


অরটন মোটেই খারাপ রেসলার নয়, হয়তো ফেস হিসাবেও সে সফল হতো কিন্তু সিনার মতো এত লম্বা রাজত্ব করতে পারতো এমনটা হওয়া খুব কঠিন ছিল। সিনার ক্ষেত্রেও পার্ট টাইমার হওয়ার আগে আমরা বুঝতেই পারিনি সে ঠিক কতটা বড় স্টার ছিল। তার অনুপস্থিতি আমরা এখনও হাড়ে হাড়ে টের পাচ্ছি, এখন মনে হচ্ছে হয়তো আরও লম্বা সময় ধরে তাকে ফুল টাইম রেসলিং করে যেতে হতো।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!