প্রফেশনাল রেসলার এবং WWE এর প্রাক্তন সুপারস্টার Dalip Singh Rana ওরফে  The Great Khali আজকে বৃহস্পতিবারে ভারতীয় জনতা পার্টি বা BJP জয়েন করলেন। আজকে সকালে খালি দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছালে তাকে বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়।


পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।" 


৪৯ বছর বয়সী দ্যা গ্রেট খালি WWE তে  World Heavyweight Championship জয় করেছিলেন, এছাড়াও তাকে ভারতের প্রথম প্লেয়ার হিসাবে গত বছরের ২০২১ এর হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়। WWE তে পাওয়া সাফল্যের কারণে খালিকে বেশ কিছু হলিউড মুভিতেও পার্শচরিত্রের অভিনয় করতে দেখা যায় যেমন- MacGruber, Get Smart, The Longest Yard প্রভৃতি। এছাড়াও সে ভারতের বলিউডের বেশ কিছু মুভি এবং রিয়ালিটি শো Big Boss এ অংশগ্রহণ করে।


অনেকেই তাকে পাঞ্জাবে জন্মগ্রহণকারী মনে করলেও আসলে সে হিমাচল প্রদেশের Sirmaur জেলার Dhiraina শহরের এক পাঞ্জাবি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করে। WWE থেকে অবসর নেওয়ার পরে সে ভারতে ফিরে এসে 'Continental Wrestling Entertainment' নামক একটা প্রফেশনাল রেসলিং প্রোমোশন তথা ট্রেইনিং অ্যাকাডেমি খুলে, যার হেভিওয়েট টাইটেল সে নিজেও জিতেছিল।


দ্যা গ্রেট খালির জীবনী দেখার জন্য এখানে ক্লিক করন।

দ্যা গ্রেট খালি বিজেপিতে যোগ দিলেন!

প্রফেশনাল রেসলার এবং WWE এর প্রাক্তন সুপারস্টার Dalip Singh Rana ওরফে  The Great Khali আজকে বৃহস্পতিবারে ভারতীয় জনতা পার্টি বা BJP জয়েন করলেন। আজকে সকালে খালি দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছালে তাকে বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়।


পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।" 


৪৯ বছর বয়সী দ্যা গ্রেট খালি WWE তে  World Heavyweight Championship জয় করেছিলেন, এছাড়াও তাকে ভারতের প্রথম প্লেয়ার হিসাবে গত বছরের ২০২১ এর হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়। WWE তে পাওয়া সাফল্যের কারণে খালিকে বেশ কিছু হলিউড মুভিতেও পার্শচরিত্রের অভিনয় করতে দেখা যায় যেমন- MacGruber, Get Smart, The Longest Yard প্রভৃতি। এছাড়াও সে ভারতের বলিউডের বেশ কিছু মুভি এবং রিয়ালিটি শো Big Boss এ অংশগ্রহণ করে।


অনেকেই তাকে পাঞ্জাবে জন্মগ্রহণকারী মনে করলেও আসলে সে হিমাচল প্রদেশের Sirmaur জেলার Dhiraina শহরের এক পাঞ্জাবি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করে। WWE থেকে অবসর নেওয়ার পরে সে ভারতে ফিরে এসে 'Continental Wrestling Entertainment' নামক একটা প্রফেশনাল রেসলিং প্রোমোশন তথা ট্রেইনিং অ্যাকাডেমি খুলে, যার হেভিওয়েট টাইটেল সে নিজেও জিতেছিল।


দ্যা গ্রেট খালির জীবনী দেখার জন্য এখানে ক্লিক করন।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!