WWE এর ইতিহাসে যদি রুকি রেসলার হিসাবে কেউ সবথেকে বেশী নাম করে থাকে তাহলে সে হল ব্রক লেসনার। সে রেসলিং ইন্ডাস্ট্রির সমস্ত বড় স্টারদের সঙ্গেই ম্যাচ খেলেছে এবং প্রায় সকলকেই পরাজিত করেছে কিন্তু একজন রেসলারের সঙ্গে সে এখনও পর্যন্ত কোন ম্যাচ খেলেনি, তিনি হলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


এই ব্যাপারে সম্প্রতি ব্রক বলেছেন - "আমি হাল্ক হোগানের সঙ্গে রেসলিং করেছি, আপনারা জানেন আমি দ্যা রক, দ্যা আন্ডারটেকার, রিক ফ্লেয়ার সকলের সাথেই রেসলিং করেছি কিন্তু স্টিভ অস্টিনের সাথে করার সুযোগ পায়নি যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত চিন্তা করি।" আপনারা জানলে অবাক হবেন অস্টিনও কিছু সময় আগে ব্রকের সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।


তাহলে আপনারা বলবেন দুজনেরই একে অপরের সঙ্গে খেলার এত ইচ্ছা থাকলে ২০ বছর আগে তাদের ম্যাচটি কেন বাতিল করা হয়েছিল? সেই ব্যাপারে বলতে গেলে আপনাদেরকে ২০০২ সালের কথা বলতে হবে, যখন WWE নতুন স্টারদেরকে এনে পুরনো স্টারদের জায়গা পুরন করছিল।


তারিখটা ১০ই জুন, সালটা ২০০২, Raw শুরু হবার আগে স্টিভ অস্টিন ভিন্স মিকম্যানের সামনেই WWE পরিত্যাগ করে চলে জান। এর কারণ ছিল, কিং অফ দ্যা রিং এর কোয়ালিফায়ারের জন্য টেক্সাস র‍্যাটেলস্নেকের সঙ্গে সেই রাতে ম্যাচ ঠিক হয়েছিল দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের। অস্টিনের রাগের কারণ ছিল তখনকার একজন রুকি ব্রক লেসনারের অস্টিনকে পরাজিত করে টুর্নামেন্টে অগ্রসর হওয়া ঠিক হয়েছিল।


অস্টিন জানতো যে ব্রক একজন শক্তিশালী ও ভয়ানক রেসলার ছিল তবুও সে তার বিরুদ্ধে খেলতে অস্বীকার করে। আসলে অস্টিনের রাগের কারণ ছিল সে চাইছিল না এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পেই পার ভিউ ইভেন্টে না হয়ে হবে সাধারণ Raw তে হোক এবং সেটাও কোনও বিল্ডআপ ছাড়াই।


অস্টিনের এইভাবে বেরিয়ে যাওয়ার ফলে ব্রকের সাথে তার পরিবর্ত হিসাবে Bubba Ray Dudley এর ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে Dudley কে হারিয়ে ব্রক পরে গিয়ে  Rob Van Dam কেও পরাজিত করে ২০০২ সালের কিং অফ দ্যা রিঙের খেতাব অর্জন করে। এরফলে সে সামারস্ল্যামে WWE Undisputed Championship এর ম্যাচ খেলার সুযোগ পাই এবং সেই ইভেন্টে দ্যা রককে হারিয়ে সর্বকনিষ্ঠ WWE চ্যাম্পিয়ন হয়।


অস্টিন তার কয়েকমাস পরেই পুনরায় রিটার্ন করে কারণ WWE এর জন্য তার মূল্য এতটাই বেশী ছিল যে তাকে শাস্তি দেওয়ার সাহস ভিন্স করেনি। রিটার্নের পরে অস্টিন দ্যা রকের সাথে ফিউড শুরু করে এবং ২০০৩ সালের রেসেলমেনিয়া XIX এ তার সাথে ম্যাচ খেলে। এটাই ছিল অস্টিনের খেলা শেষ ম্যাচ কারণ এরপরেই ইনজুরির কারণে তাকে সারাজীবনের মতো রেসলিং থেকে বিদায় নিতে হয়। ব্রকের সাথে ম্যাচ না খেলা যে তার তরফ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল সেটা মেনে নিয়ে অস্টিন বলেছিলেন, 


"আমি এই ম্যাচের বিরুদ্ধে ছিলাম। আমি নিজের তারিফ নিজেই করতে চাইনা কিন্তু আমার বা হোগান বা আমাদের মতো রেসলারেরা গাছে ফলে না। আমার এতদিনের বিল্ডআপটাকে তারা স্যাকরিফাইজ করতে চেয়েছিল কোন বিল্ডআপ ছাড়াই? কিন্তু তা সত্বেও আমার তখন বেরিয়ে যাওয়াটা অনুচিত এবং বোকার মতো কাজ ছিল। আমার সেইরাতে বেরিয়ে না গিয়ে রিঙে আসা উচিৎ ছিল এবং এটাই প্রো রেসলিং বিজনেসে আমার সবথেকে বড় অনুশোচনার কারণ।"


লেসনার নিজে অস্টিনের জন্য এই নিয়ে সমবেদনা প্রকাশ করে বলেছিলেন,


"আমি তার সিদ্ধান্তের কারণ বুঝতে পারি। আপনারা জানেন সেই সময় স্টিভ চলে গিয়েছিল এবং আমার সাথে কাজ করতে অস্বীকার করেছিল, এটা হয়তো তার দিক থেকে দেখতে গেলে সেই সময়ে সঠিক সিধান্তই নেওয়া হয়েছিল। আমি এটা নিয়ে মোটেও ক্ষোভ পুশে রাখিনি। বিজনেস বিজনেসের জায়গাতেই থাকবে, সেটা আমি তখনই বুঝে গিয়েছিলাম। কারণ আমি অনেক অসাধারণ মেন্টরের সান্নিধ্য লাভ করেছিলাম এই বিজনেসের মাধ্যমেই।"


২০১৫ সালে রেসেলমেনিয়া ৩২ এর জন্য লেসনারের সঙ্গে অস্টিনের ম্যাচের সম্ভাবনার কথা বলা হয়েছিল কিন্তু সেই ইভেন্টে অস্টিন উপস্থিত হলেও কোন ম্যাচ খেলেননি। বর্তমানেও অস্টিনের রিটার্নের ব্যাপারে কথা চলছে, WWE নাকি  রেসেলমেনিয়া ৩৮ এর জন্য অস্টিনকে রিং এ আনার পূর্ণ চেষ্টা করে যাচ্ছে। অস্টিন সেই রেসেলমেনিয়া XIX এ রকের সাথে খেলা ম্যাচের পরে আর কোনও ম্যাচ খেলেনি, তাই দেখার বিষয় এইবারে অস্টিন আসলেই রিটার্নের বিষয়ে ভাবেন কি না।

অস্টিন লেসনারের সাথে ম্যাচ না খেলতে WWE ত্যাগ করেন!

WWE এর ইতিহাসে যদি রুকি রেসলার হিসাবে কেউ সবথেকে বেশী নাম করে থাকে তাহলে সে হল ব্রক লেসনার। সে রেসলিং ইন্ডাস্ট্রির সমস্ত বড় স্টারদের সঙ্গেই ম্যাচ খেলেছে এবং প্রায় সকলকেই পরাজিত করেছে কিন্তু একজন রেসলারের সঙ্গে সে এখনও পর্যন্ত কোন ম্যাচ খেলেনি, তিনি হলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


এই ব্যাপারে সম্প্রতি ব্রক বলেছেন - "আমি হাল্ক হোগানের সঙ্গে রেসলিং করেছি, আপনারা জানেন আমি দ্যা রক, দ্যা আন্ডারটেকার, রিক ফ্লেয়ার সকলের সাথেই রেসলিং করেছি কিন্তু স্টিভ অস্টিনের সাথে করার সুযোগ পায়নি যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত চিন্তা করি।" আপনারা জানলে অবাক হবেন অস্টিনও কিছু সময় আগে ব্রকের সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।


তাহলে আপনারা বলবেন দুজনেরই একে অপরের সঙ্গে খেলার এত ইচ্ছা থাকলে ২০ বছর আগে তাদের ম্যাচটি কেন বাতিল করা হয়েছিল? সেই ব্যাপারে বলতে গেলে আপনাদেরকে ২০০২ সালের কথা বলতে হবে, যখন WWE নতুন স্টারদেরকে এনে পুরনো স্টারদের জায়গা পুরন করছিল।


তারিখটা ১০ই জুন, সালটা ২০০২, Raw শুরু হবার আগে স্টিভ অস্টিন ভিন্স মিকম্যানের সামনেই WWE পরিত্যাগ করে চলে জান। এর কারণ ছিল, কিং অফ দ্যা রিং এর কোয়ালিফায়ারের জন্য টেক্সাস র‍্যাটেলস্নেকের সঙ্গে সেই রাতে ম্যাচ ঠিক হয়েছিল দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের। অস্টিনের রাগের কারণ ছিল তখনকার একজন রুকি ব্রক লেসনারের অস্টিনকে পরাজিত করে টুর্নামেন্টে অগ্রসর হওয়া ঠিক হয়েছিল।


অস্টিন জানতো যে ব্রক একজন শক্তিশালী ও ভয়ানক রেসলার ছিল তবুও সে তার বিরুদ্ধে খেলতে অস্বীকার করে। আসলে অস্টিনের রাগের কারণ ছিল সে চাইছিল না এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ পেই পার ভিউ ইভেন্টে না হয়ে হবে সাধারণ Raw তে হোক এবং সেটাও কোনও বিল্ডআপ ছাড়াই।


অস্টিনের এইভাবে বেরিয়ে যাওয়ার ফলে ব্রকের সাথে তার পরিবর্ত হিসাবে Bubba Ray Dudley এর ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে Dudley কে হারিয়ে ব্রক পরে গিয়ে  Rob Van Dam কেও পরাজিত করে ২০০২ সালের কিং অফ দ্যা রিঙের খেতাব অর্জন করে। এরফলে সে সামারস্ল্যামে WWE Undisputed Championship এর ম্যাচ খেলার সুযোগ পাই এবং সেই ইভেন্টে দ্যা রককে হারিয়ে সর্বকনিষ্ঠ WWE চ্যাম্পিয়ন হয়।


অস্টিন তার কয়েকমাস পরেই পুনরায় রিটার্ন করে কারণ WWE এর জন্য তার মূল্য এতটাই বেশী ছিল যে তাকে শাস্তি দেওয়ার সাহস ভিন্স করেনি। রিটার্নের পরে অস্টিন দ্যা রকের সাথে ফিউড শুরু করে এবং ২০০৩ সালের রেসেলমেনিয়া XIX এ তার সাথে ম্যাচ খেলে। এটাই ছিল অস্টিনের খেলা শেষ ম্যাচ কারণ এরপরেই ইনজুরির কারণে তাকে সারাজীবনের মতো রেসলিং থেকে বিদায় নিতে হয়। ব্রকের সাথে ম্যাচ না খেলা যে তার তরফ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল সেটা মেনে নিয়ে অস্টিন বলেছিলেন, 


"আমি এই ম্যাচের বিরুদ্ধে ছিলাম। আমি নিজের তারিফ নিজেই করতে চাইনা কিন্তু আমার বা হোগান বা আমাদের মতো রেসলারেরা গাছে ফলে না। আমার এতদিনের বিল্ডআপটাকে তারা স্যাকরিফাইজ করতে চেয়েছিল কোন বিল্ডআপ ছাড়াই? কিন্তু তা সত্বেও আমার তখন বেরিয়ে যাওয়াটা অনুচিত এবং বোকার মতো কাজ ছিল। আমার সেইরাতে বেরিয়ে না গিয়ে রিঙে আসা উচিৎ ছিল এবং এটাই প্রো রেসলিং বিজনেসে আমার সবথেকে বড় অনুশোচনার কারণ।"


লেসনার নিজে অস্টিনের জন্য এই নিয়ে সমবেদনা প্রকাশ করে বলেছিলেন,


"আমি তার সিদ্ধান্তের কারণ বুঝতে পারি। আপনারা জানেন সেই সময় স্টিভ চলে গিয়েছিল এবং আমার সাথে কাজ করতে অস্বীকার করেছিল, এটা হয়তো তার দিক থেকে দেখতে গেলে সেই সময়ে সঠিক সিধান্তই নেওয়া হয়েছিল। আমি এটা নিয়ে মোটেও ক্ষোভ পুশে রাখিনি। বিজনেস বিজনেসের জায়গাতেই থাকবে, সেটা আমি তখনই বুঝে গিয়েছিলাম। কারণ আমি অনেক অসাধারণ মেন্টরের সান্নিধ্য লাভ করেছিলাম এই বিজনেসের মাধ্যমেই।"


২০১৫ সালে রেসেলমেনিয়া ৩২ এর জন্য লেসনারের সঙ্গে অস্টিনের ম্যাচের সম্ভাবনার কথা বলা হয়েছিল কিন্তু সেই ইভেন্টে অস্টিন উপস্থিত হলেও কোন ম্যাচ খেলেননি। বর্তমানেও অস্টিনের রিটার্নের ব্যাপারে কথা চলছে, WWE নাকি  রেসেলমেনিয়া ৩৮ এর জন্য অস্টিনকে রিং এ আনার পূর্ণ চেষ্টা করে যাচ্ছে। অস্টিন সেই রেসেলমেনিয়া XIX এ রকের সাথে খেলা ম্যাচের পরে আর কোনও ম্যাচ খেলেনি, তাই দেখার বিষয় এইবারে অস্টিন আসলেই রিটার্নের বিষয়ে ভাবেন কি না।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!