রেসেলমেনিয়া যত নিকটে আসছে রেসলিং জগত ততই বেশী আনপ্রেডিকটেবল হয়ে যাচ্ছে, আর এইধরনের একটি সাম্প্রতিক অপ্রত্যাশিত খবর হচ্ছে Cody Rhodes এর WWE রিটার্নের সম্ভাবনা। Cody সম্প্রতি জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী Brandi আর AEW তে রিটার্ন করবেন না। কোডি টোনি খান এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে এই পোস্টটি করেছেন- 


এর আগে স্টিভ অস্টিনের ইন রিং রিটার্নের খবর শুনে ভাবতে পারা যায়নি এর থেকেও বেশী আশ্চর্যের খবর কিছু হতে পারে কিন্তু তার পরেই জানা যাচ্ছে AEW এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কোডি WWE তে পুনরায় রিটার্ন করতে পারে, সে বর্তমানে AEW এর সাথে কোন কন্ট্রাক্টে নাই।


Wrestling Observer Radio তে দেওয়া সাক্ষাতকারে রেসলিং বিশেষজ্ঞ Dave Meltzer বলেছেন, "WWE এর ভেতরের কিছু বৃত্তে তার (কোডির) কোম্পানিতে (WWE তে) রিটার্নের চর্চা হচ্ছে।" এছাড়াও এই খবরের সপক্ষে AEW এর ব্যাকস্টেজ ইন্টারভিউতে কোডি মেনে নিয়েছেন যে তিনি সেখানে কোন কন্ট্রাক্ট ছাড়াই কাজ করছেন। তিনি বলেছেন, "আমি বেতনভুক্ত কর্মিদের আওতায় নাই, আমি হ্যান্ডসেক ডিলে কাজ করছি। এটা ১০০ শতাংশ সত্যি, বিশ্বাস না হলে ফ্যারোর নামে শপথ নিয়ে বলছি।"


কোডির কন্ট্রাক্ট ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল, তারপর থেকেই জল্পনার সৃষ্টি হয় যে কোডির সঙ্গে বাকি প্রতিষ্ঠাতা এবং EVP যথা The Young Bucks, Kenny Omega এবং Tony Khan -দের সম্পর্কে চিড় ধরেছে। এইসব ধারনাকে অনেকটা সত্যি প্রমাণিত করে কোডি বয়ান দিয়েছেন, "তিন বছর ধরে আমি সবকিছুর সঙ্গে জড়িত আছি, যার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। হয়তো বাইরের কিছু শক্তি সেটা চাই নি, হয়তো EVP দের মধ্যে সেই কারণে অন্তর্দ্বন্দ্ব লেগেছিল। কিন্তু তারা এটা জানুক আর না জানুক আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি এবং আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।"


মনে করা হয় AEW লঞ্চ হবার পর থেকেই কোডির সাথে টোনি খানের সম্পর্কে টানাপড়েনের শুরু হয় কারণ কোডি ছিল কোম্পানির তৎকালীন লঞ্চের ফেস কিন্তু টোনি খান নিজেকে সেই জায়গাতে দেখতে চাইতেন। টোনি খান এই ব্যাপারে উঠা জল্পনার বিরুদ্ধে বলেছেন,


"২০১৯ এর পরে কোম্পানির পরিকাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল, যেটা আমার নির্দেশেই করা হয়েছিল। আমি CEO এবং একজন বুকারের এর দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কোম্পানির কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলাম। এর আগেও আমিই ছিলাম শেষকথা কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন মতের ফলে তখনকার শো গুলি সেরকম সুসংগঠিত হত না, সেই জন্য গত দুই বছরে আমরা সেটা পরিবর্তন করেছি। এখন আমি নিজেই প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করি, যার ফলে আমার মতে শোগুলি এখন অনেক বেশী সংগঠিত হয়েছে।"


কোডি হল বর্তমানে AEW এর টপ স্টারদের মধ্যে একজন। তার ফ্যান রিয়াকশন এত দ্বিভাজিত যে তাকে জন সিনার সঙ্গে তুলনা করা চলে, অনেক ফ্যান তাকে চিয়ার করে আবার অনেকে বু দেয়। কোডি AEW ছেড়ে গেলে এটা এই কোম্পানির জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে কারণ সে বর্তমানে AEW এর সম্প্রচারক Turner নেটওয়ার্কের দুটি শোতে কাজ করছে যেগুলির দ্বিতীয় সিশনও আসার কথা আছে।


এখন কোডি যদি AEW ছেড়ে দেই তাহলে এই শো গুলির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কোডি রোডসের জন্যই হোক বা স্টিভ অস্টিনের জন্যই হোক, WWE এবং AEW এর লড়াইয়ে আগামী রেসেলমেনিয়া সিজনে হাওয়া WWE এর দিকেই ঘুরতে শুরু করেছে।

Cody Rhodes কী AEW ছেড়ে WWE তে ফিরছেন?

রেসেলমেনিয়া যত নিকটে আসছে রেসলিং জগত ততই বেশী আনপ্রেডিকটেবল হয়ে যাচ্ছে, আর এইধরনের একটি সাম্প্রতিক অপ্রত্যাশিত খবর হচ্ছে Cody Rhodes এর WWE রিটার্নের সম্ভাবনা। Cody সম্প্রতি জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী Brandi আর AEW তে রিটার্ন করবেন না। কোডি টোনি খান এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে এই পোস্টটি করেছেন- 


এর আগে স্টিভ অস্টিনের ইন রিং রিটার্নের খবর শুনে ভাবতে পারা যায়নি এর থেকেও বেশী আশ্চর্যের খবর কিছু হতে পারে কিন্তু তার পরেই জানা যাচ্ছে AEW এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কোডি WWE তে পুনরায় রিটার্ন করতে পারে, সে বর্তমানে AEW এর সাথে কোন কন্ট্রাক্টে নাই।


Wrestling Observer Radio তে দেওয়া সাক্ষাতকারে রেসলিং বিশেষজ্ঞ Dave Meltzer বলেছেন, "WWE এর ভেতরের কিছু বৃত্তে তার (কোডির) কোম্পানিতে (WWE তে) রিটার্নের চর্চা হচ্ছে।" এছাড়াও এই খবরের সপক্ষে AEW এর ব্যাকস্টেজ ইন্টারভিউতে কোডি মেনে নিয়েছেন যে তিনি সেখানে কোন কন্ট্রাক্ট ছাড়াই কাজ করছেন। তিনি বলেছেন, "আমি বেতনভুক্ত কর্মিদের আওতায় নাই, আমি হ্যান্ডসেক ডিলে কাজ করছি। এটা ১০০ শতাংশ সত্যি, বিশ্বাস না হলে ফ্যারোর নামে শপথ নিয়ে বলছি।"


কোডির কন্ট্রাক্ট ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল, তারপর থেকেই জল্পনার সৃষ্টি হয় যে কোডির সঙ্গে বাকি প্রতিষ্ঠাতা এবং EVP যথা The Young Bucks, Kenny Omega এবং Tony Khan -দের সম্পর্কে চিড় ধরেছে। এইসব ধারনাকে অনেকটা সত্যি প্রমাণিত করে কোডি বয়ান দিয়েছেন, "তিন বছর ধরে আমি সবকিছুর সঙ্গে জড়িত আছি, যার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। হয়তো বাইরের কিছু শক্তি সেটা চাই নি, হয়তো EVP দের মধ্যে সেই কারণে অন্তর্দ্বন্দ্ব লেগেছিল। কিন্তু তারা এটা জানুক আর না জানুক আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি এবং আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।"


মনে করা হয় AEW লঞ্চ হবার পর থেকেই কোডির সাথে টোনি খানের সম্পর্কে টানাপড়েনের শুরু হয় কারণ কোডি ছিল কোম্পানির তৎকালীন লঞ্চের ফেস কিন্তু টোনি খান নিজেকে সেই জায়গাতে দেখতে চাইতেন। টোনি খান এই ব্যাপারে উঠা জল্পনার বিরুদ্ধে বলেছেন,


"২০১৯ এর পরে কোম্পানির পরিকাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল, যেটা আমার নির্দেশেই করা হয়েছিল। আমি CEO এবং একজন বুকারের এর দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কোম্পানির কন্ট্রোল নিজের হাতে নিয়েছিলাম। এর আগেও আমিই ছিলাম শেষকথা কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন মতের ফলে তখনকার শো গুলি সেরকম সুসংগঠিত হত না, সেই জন্য গত দুই বছরে আমরা সেটা পরিবর্তন করেছি। এখন আমি নিজেই প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করি, যার ফলে আমার মতে শোগুলি এখন অনেক বেশী সংগঠিত হয়েছে।"


কোডি হল বর্তমানে AEW এর টপ স্টারদের মধ্যে একজন। তার ফ্যান রিয়াকশন এত দ্বিভাজিত যে তাকে জন সিনার সঙ্গে তুলনা করা চলে, অনেক ফ্যান তাকে চিয়ার করে আবার অনেকে বু দেয়। কোডি AEW ছেড়ে গেলে এটা এই কোম্পানির জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে কারণ সে বর্তমানে AEW এর সম্প্রচারক Turner নেটওয়ার্কের দুটি শোতে কাজ করছে যেগুলির দ্বিতীয় সিশনও আসার কথা আছে।


এখন কোডি যদি AEW ছেড়ে দেই তাহলে এই শো গুলির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কোডি রোডসের জন্যই হোক বা স্টিভ অস্টিনের জন্যই হোক, WWE এবং AEW এর লড়াইয়ে আগামী রেসেলমেনিয়া সিজনে হাওয়া WWE এর দিকেই ঘুরতে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!