WWE Clash of Champions এর মেইন ইভেন্টে Jinder Mahal কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে নিজের WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছেন AJ Styles।

• Clash of Champions এর সবগুলা ম্যাচের মোট সময় ১:২০ এরও কম। অথচ পুরা শো এর দৈর্ঘ্য ৩ ঘন্টারও বেশি। রেসলিং কম ফালতু জিনিস বেশি হয়েছে আজকে।



• NXT থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে Hideo Itami. আসছে মঙ্গলবার 205 Live-এ তার অভিষেক হতে যাচ্ছে।



Roman Reigns Update :

Wrestling Observer এর মতে, আগামী কয়েকটি লাইভ ইভেন্ট ও আগামী সপ্তাহের RAW তে অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকবেন WWE Intercontinental চ্যাম্পিয়ন Roman Reigns. তার পরিবর্তে লাইভ ইভেন্টে মেইন ইভেন্ট করার জন্য Samoa Joe কে রাখা হয়েছে Braun Strowman এর প্রতিপক্ষ হিসেবে। এছাড়া The Bar vs Shield(Dean&Seth) ম্যাচ ও লাইভ ইভেন্ট এর জন্য নির্ধারণ করা হয়েছে।



• কিছু কিছু বিশ্বস্ত Website এর তথ্যমতে, আগামীবছর Hall Of Fame Ceremony 2018 এর Headliner হতে যাচ্ছেন The Myth খ্যাত "Goldberg".

আর খুব সম্ভবত Goldberg এর সাথে HOF এ Induct হতে যাচ্ছেন -

◘ Ivory
◘ The Dudley Boyz
◘ Bam Bam Bigelow
◘ Kid Rock (Music Singer)



• Sportskeeda এর তথ্যমতে, WWE & Facebook Present Mixed Tag Team Match টুর্নামেন্ট টি শুরু হতে চলেছে। এবং সেই টুর্নামেন্টে Braun Strowman এর পার্টনার হতে পারেন Nia Jax। আপনাদের মতামত জানান এই সম্পর্কে।



• Sports Illustrated এর সাথে ১ interview তে The Big Show বলে যে সে রিটার্ন করার পর Finn Balor, Baron Corbin & AJ Styles এর সাথে ম্যাচ খেলতে যায়।

সে এটাও বলে যে রেসলিং থেকে রিটায়ার করার পর সে Commentary Team এ যোগ দিতে চায়।



WRESTLE KINGDOM 12 :

আসছে New Japan Pro-Wrestling প্রযোজিত প্রফেশনাল রেসলিং ইভেন্ট Wrestle Kingdom 12 in Tokyo Dome। ইভেন্টটি অনুষ্ঠিত হবে ৪ঠা জানুয়ারি, ২০১৮ তে জাপানের টোকিও শহরের Tokyo Dome-এ। এটি হবে ২৭তম January 4 Tokyo Dome Show, যেটা হলো NJPW-এর সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট এবং যেটাকে বলা হয় "the largest wrestling show in the world outside of the United States" ও "Japanese equivalent to the Super Bowl"।

Wrestle Kingdom 12-এর tagline হলো "Pro Wrestling Together! 1.4!!" এটির স্পন্সর হলো Bushimo।



• গতকাল ১৮ ডিসেম্বর, সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত "Stone Cold" Steve Austin 'র ৫৩তম জন্মদিন ছিল।  আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।



• গতকাল দ্যা Whole Damn Show খ্যাত Rob Van Dam এর জন্মদিন ছিল। এছাড়াও Trish Stratus এর ও জন্মদিন ছিল। জন্মদিনে আমাদের পরিবার এর পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Jawad Chowdhury, Xohirul Badol, Siam Hossain।
এই ধরনের আরও নিউজের জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং খবর, ১৯/১২/২০১৭


WWE Clash of Champions এর মেইন ইভেন্টে Jinder Mahal কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে নিজের WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছেন AJ Styles।

• Clash of Champions এর সবগুলা ম্যাচের মোট সময় ১:২০ এরও কম। অথচ পুরা শো এর দৈর্ঘ্য ৩ ঘন্টারও বেশি। রেসলিং কম ফালতু জিনিস বেশি হয়েছে আজকে।



• NXT থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে Hideo Itami. আসছে মঙ্গলবার 205 Live-এ তার অভিষেক হতে যাচ্ছে।



Roman Reigns Update :

Wrestling Observer এর মতে, আগামী কয়েকটি লাইভ ইভেন্ট ও আগামী সপ্তাহের RAW তে অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকবেন WWE Intercontinental চ্যাম্পিয়ন Roman Reigns. তার পরিবর্তে লাইভ ইভেন্টে মেইন ইভেন্ট করার জন্য Samoa Joe কে রাখা হয়েছে Braun Strowman এর প্রতিপক্ষ হিসেবে। এছাড়া The Bar vs Shield(Dean&Seth) ম্যাচ ও লাইভ ইভেন্ট এর জন্য নির্ধারণ করা হয়েছে।



• কিছু কিছু বিশ্বস্ত Website এর তথ্যমতে, আগামীবছর Hall Of Fame Ceremony 2018 এর Headliner হতে যাচ্ছেন The Myth খ্যাত "Goldberg".

আর খুব সম্ভবত Goldberg এর সাথে HOF এ Induct হতে যাচ্ছেন -

◘ Ivory
◘ The Dudley Boyz
◘ Bam Bam Bigelow
◘ Kid Rock (Music Singer)



• Sportskeeda এর তথ্যমতে, WWE & Facebook Present Mixed Tag Team Match টুর্নামেন্ট টি শুরু হতে চলেছে। এবং সেই টুর্নামেন্টে Braun Strowman এর পার্টনার হতে পারেন Nia Jax। আপনাদের মতামত জানান এই সম্পর্কে।



• Sports Illustrated এর সাথে ১ interview তে The Big Show বলে যে সে রিটার্ন করার পর Finn Balor, Baron Corbin & AJ Styles এর সাথে ম্যাচ খেলতে যায়।

সে এটাও বলে যে রেসলিং থেকে রিটায়ার করার পর সে Commentary Team এ যোগ দিতে চায়।



WRESTLE KINGDOM 12 :

আসছে New Japan Pro-Wrestling প্রযোজিত প্রফেশনাল রেসলিং ইভেন্ট Wrestle Kingdom 12 in Tokyo Dome। ইভেন্টটি অনুষ্ঠিত হবে ৪ঠা জানুয়ারি, ২০১৮ তে জাপানের টোকিও শহরের Tokyo Dome-এ। এটি হবে ২৭তম January 4 Tokyo Dome Show, যেটা হলো NJPW-এর সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট এবং যেটাকে বলা হয় "the largest wrestling show in the world outside of the United States" ও "Japanese equivalent to the Super Bowl"।

Wrestle Kingdom 12-এর tagline হলো "Pro Wrestling Together! 1.4!!" এটির স্পন্সর হলো Bushimo।



• গতকাল ১৮ ডিসেম্বর, সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত "Stone Cold" Steve Austin 'র ৫৩তম জন্মদিন ছিল।  আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।



• গতকাল দ্যা Whole Damn Show খ্যাত Rob Van Dam এর জন্মদিন ছিল। এছাড়াও Trish Stratus এর ও জন্মদিন ছিল। জন্মদিনে আমাদের পরিবার এর পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Jawad Chowdhury, Xohirul Badol, Siam Hossain।
এই ধরনের আরও নিউজের জন্য এখানে ক্লিক করুন।