প্রো-রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা একটি কোম্পানি হচ্ছে NJPW বা New Japan Pro Wrestling ও WWE। কালের পরিক্রমায় অনেক রেস্লার NJPW থেকে WWE তে এসেছে এবং একটা লম্বা সময় WWE তে পারফর্ম করে তারা হয়েছে প্রো রেস্লিং এর ও WWE এর লিজেন্ড। এদের মাঝে আমরা অনেক কেই চিনি এবং জানি বেশ ভালো করে। আবার অনেক কেই আমরা জানি না যে, সে ও NJPW এর একজন সাবেক রেস্লার। আর আমার আজকের পোস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে এমন কিছু লিজেন্ড কে আপনাদের সামনে তুলে ধরা, যারা WWE তে পারফর্ম করে ক্ষ্যাতি অর্জন করলেও এরা একসময় NJPW তে ও পারফর্ম করেছে। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়া চলুন মূল কথায় আসা যাক।


• Bret Hart: 

Bret Hart কে আমরা অনেকেই প্রো রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা রেস্লার মেনে থাকি। আর কেনই বা মানবো না? কি ছিলো না তার মাঝে গ্রেটেস্ট হবার জন্য। একদম ফুল প্যাকেজ ছিলো সে। ব্রিট মূলত WWE তেই তার জীবনের বেশিটা সময় পার করেছেন এবং ক্ষ্যাতি অর্জন করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না, তিনি ও NJPW তে পারফর্ম করেছিলেন। তিনি ১৯৮০ এর শুরুর দিকে সেখানে টাইগার মাস্ক 2 ও ১৯৮২ সালে টাইগার মাস্ক 1 এর সাথে ফাইট করেন।


• Brock Lesner:

WWE Universal চ্যাম্পিয়ন Brock Lesner। যেমন সাফল্য তিনি Pro Wrestling এ অর্জন করেছেন, ঠিক তেমনটাই MMA তে। দানবীয় এই রেসলার ২০০৪ সালে WWE থেকে চলে যাবার পর নিজেকে ফুটবলার বানাতে চেষ্টা চালায়। কিন্তু সেখান থেকে তিনি আবার ও ফিরে আসেন প্রো রেসলিং এর জগতে NJPW এর মাধ্যমে। লেসনার তার NJPW ক্যারিয়ারের প্রথম ম্যাচেই Pro Wrestling এর সব থেকে মুল্যবান এবং সম্মানিত টাইটেল IWGP Heavyweight Championship জয় করেন Kazuyuki Fujita ও Masahiro Chono কে হারিয়ে। এছাড়াও লেসনার বর্তমান WWE সুপারস্টার Shinsuke Nakamura এর বিরুদ্ধে সফল ভাবে তার টাইটেল ডিফেন্ড করেন।


• Christian: 

Christian তার সমগ্র ক্যারিয়ারে মাত্র একবার ই NJPW তে একটি ম্যাচ খেলেন এবং সেটা ও তাদের সব থেকে বড় ইভেন্ট Wrestling Kingdom II তে ২০০৮ এ। ক্রিশ্চিয়ান AJ Styles ও Petey Williams এর সাথে টিম আপ করে একটি ম্যাচ খেলেন Milano Collection AT, Minoru ও Prince Devitt বা ফিন ব্যালরের বিপক্ষে। এবং তার দল উক্ত ম্যাচে জয়লাভ করে।


• Hulk Hogan:

Hulk Hogan একাধিক বার NJPW তে পারফর্ম করেছেন। তিনি NJPW এর লিজেন্ড Great Muta, Antonio Inoki, Masahiro Chono, Tatsumi fujinami এর সাথে ও ম্যাচ খেলেছেন। তাছাড়া ১৯৯৩ সালে হগান WWF চ্যাম্পিয়ন থাকাকালীন অবস্থায় IWGP চ্যাম্পিয়ন Great Muta এর সাথে একটি ম্যাচ খেলেন। বলাবাহুল্য যে,প্রো রেস্লিং এর ইতিহাসের এক অনন্য লিজেন্ড হচ্ছেন এই হাল্ক হগান।


• Jeff Hardy:

জেফ হার্ডি WWE ছাড়া অনেক ইন্ডি সার্কিটে পারফর্ম করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে, জেফ একবার NJPW তে ও একটি ম্যাচ খেলেন। 2011 সালে Wrestling Kingdom V এ জেফ তার TNA World Title ডিফেন্ড করেন Tatsuya Naito এর বিপক্ষে।


• Kevin Nash:

 ক্যাভিন ন্যাশ হাতে গুনা মাত্র ৪-৫ টা ম্যাচ খেলেছেন NJPW তে। যেখানে সে ৩টি ম্যাচেই তার পুরাতন গিমিক The Great Oz এর আদলে পারফর্ম করেন।


• Kurt Angle:

Kurt Angle ২০০৭ সালে ব্রক লেস্নার এর কাছ থেকে IWGP টাইটেল জয় করেন এবং পরবর্তীতে নাকামুরার কাছে ২০০৮ এ টাইটেল হারান। Angle Wrestling kingdom II ও III তে পারফর্ম করেন। ২০০৯ সালে তিনি তানাহাসির কাছে ও পরাজিত হন।


• Sting:

৯০ এর দশকে বেশ কয়েকবার স্টিং NJPW তে পারফর্ম করেন। তিনি Great Muta, Antonio Inoki এর সাথেও ম্যাচ খেলেছেন।


• The UnderTaker:

GOD of Pro Wrestling The Undertaker ও একবার New Japan Pro Wrestling এ ম্যাচ খেলেন। টেকার সেখানে Punisher Dice Morgan নামে পারফর্ম করেন। ম্যাচটিতে তার ট্যাগ পার্টনার ছিলো Scott Hall। এটি অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের মার্চে NJPW এর এক ইভেন্টে। ম্যাচটিতে টেকার ও স্কট হল পরাজিত হন Masa Saito ও Shin'ya Hasimoto এর কাছে। এরপর ১৯৯০ এর শেষের দিকে টেকার WWE এর সাথে চুক্তিবদ্ধ হন আর বাকিটা ইতিহাস।।
• লেখক ঃ Xohirul Badol

WWE লেজেন্ড যারা NJPW তে খেলেছেন।


প্রো-রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা একটি কোম্পানি হচ্ছে NJPW বা New Japan Pro Wrestling ও WWE। কালের পরিক্রমায় অনেক রেস্লার NJPW থেকে WWE তে এসেছে এবং একটা লম্বা সময় WWE তে পারফর্ম করে তারা হয়েছে প্রো রেস্লিং এর ও WWE এর লিজেন্ড। এদের মাঝে আমরা অনেক কেই চিনি এবং জানি বেশ ভালো করে। আবার অনেক কেই আমরা জানি না যে, সে ও NJPW এর একজন সাবেক রেস্লার। আর আমার আজকের পোস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে এমন কিছু লিজেন্ড কে আপনাদের সামনে তুলে ধরা, যারা WWE তে পারফর্ম করে ক্ষ্যাতি অর্জন করলেও এরা একসময় NJPW তে ও পারফর্ম করেছে। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়া চলুন মূল কথায় আসা যাক।


• Bret Hart: 

Bret Hart কে আমরা অনেকেই প্রো রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা রেস্লার মেনে থাকি। আর কেনই বা মানবো না? কি ছিলো না তার মাঝে গ্রেটেস্ট হবার জন্য। একদম ফুল প্যাকেজ ছিলো সে। ব্রিট মূলত WWE তেই তার জীবনের বেশিটা সময় পার করেছেন এবং ক্ষ্যাতি অর্জন করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না, তিনি ও NJPW তে পারফর্ম করেছিলেন। তিনি ১৯৮০ এর শুরুর দিকে সেখানে টাইগার মাস্ক 2 ও ১৯৮২ সালে টাইগার মাস্ক 1 এর সাথে ফাইট করেন।


• Brock Lesner:

WWE Universal চ্যাম্পিয়ন Brock Lesner। যেমন সাফল্য তিনি Pro Wrestling এ অর্জন করেছেন, ঠিক তেমনটাই MMA তে। দানবীয় এই রেসলার ২০০৪ সালে WWE থেকে চলে যাবার পর নিজেকে ফুটবলার বানাতে চেষ্টা চালায়। কিন্তু সেখান থেকে তিনি আবার ও ফিরে আসেন প্রো রেসলিং এর জগতে NJPW এর মাধ্যমে। লেসনার তার NJPW ক্যারিয়ারের প্রথম ম্যাচেই Pro Wrestling এর সব থেকে মুল্যবান এবং সম্মানিত টাইটেল IWGP Heavyweight Championship জয় করেন Kazuyuki Fujita ও Masahiro Chono কে হারিয়ে। এছাড়াও লেসনার বর্তমান WWE সুপারস্টার Shinsuke Nakamura এর বিরুদ্ধে সফল ভাবে তার টাইটেল ডিফেন্ড করেন।


• Christian: 

Christian তার সমগ্র ক্যারিয়ারে মাত্র একবার ই NJPW তে একটি ম্যাচ খেলেন এবং সেটা ও তাদের সব থেকে বড় ইভেন্ট Wrestling Kingdom II তে ২০০৮ এ। ক্রিশ্চিয়ান AJ Styles ও Petey Williams এর সাথে টিম আপ করে একটি ম্যাচ খেলেন Milano Collection AT, Minoru ও Prince Devitt বা ফিন ব্যালরের বিপক্ষে। এবং তার দল উক্ত ম্যাচে জয়লাভ করে।


• Hulk Hogan:

Hulk Hogan একাধিক বার NJPW তে পারফর্ম করেছেন। তিনি NJPW এর লিজেন্ড Great Muta, Antonio Inoki, Masahiro Chono, Tatsumi fujinami এর সাথে ও ম্যাচ খেলেছেন। তাছাড়া ১৯৯৩ সালে হগান WWF চ্যাম্পিয়ন থাকাকালীন অবস্থায় IWGP চ্যাম্পিয়ন Great Muta এর সাথে একটি ম্যাচ খেলেন। বলাবাহুল্য যে,প্রো রেস্লিং এর ইতিহাসের এক অনন্য লিজেন্ড হচ্ছেন এই হাল্ক হগান।


• Jeff Hardy:

জেফ হার্ডি WWE ছাড়া অনেক ইন্ডি সার্কিটে পারফর্ম করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে, জেফ একবার NJPW তে ও একটি ম্যাচ খেলেন। 2011 সালে Wrestling Kingdom V এ জেফ তার TNA World Title ডিফেন্ড করেন Tatsuya Naito এর বিপক্ষে।


• Kevin Nash:

 ক্যাভিন ন্যাশ হাতে গুনা মাত্র ৪-৫ টা ম্যাচ খেলেছেন NJPW তে। যেখানে সে ৩টি ম্যাচেই তার পুরাতন গিমিক The Great Oz এর আদলে পারফর্ম করেন।


• Kurt Angle:

Kurt Angle ২০০৭ সালে ব্রক লেস্নার এর কাছ থেকে IWGP টাইটেল জয় করেন এবং পরবর্তীতে নাকামুরার কাছে ২০০৮ এ টাইটেল হারান। Angle Wrestling kingdom II ও III তে পারফর্ম করেন। ২০০৯ সালে তিনি তানাহাসির কাছে ও পরাজিত হন।


• Sting:

৯০ এর দশকে বেশ কয়েকবার স্টিং NJPW তে পারফর্ম করেন। তিনি Great Muta, Antonio Inoki এর সাথেও ম্যাচ খেলেছেন।


• The UnderTaker:

GOD of Pro Wrestling The Undertaker ও একবার New Japan Pro Wrestling এ ম্যাচ খেলেন। টেকার সেখানে Punisher Dice Morgan নামে পারফর্ম করেন। ম্যাচটিতে তার ট্যাগ পার্টনার ছিলো Scott Hall। এটি অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের মার্চে NJPW এর এক ইভেন্টে। ম্যাচটিতে টেকার ও স্কট হল পরাজিত হন Masa Saito ও Shin'ya Hasimoto এর কাছে। এরপর ১৯৯০ এর শেষের দিকে টেকার WWE এর সাথে চুক্তিবদ্ধ হন আর বাকিটা ইতিহাস।।
• লেখক ঃ Xohirul Badol