Royal Rumble, একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় পিপিভি এতে কোন সন্দেহ নেই। পছন্দ হোক বা না হোক, এই পিপিভির আউটকাম সবসময় সকিং - ই হয়। ইতিমধ্যে কর্তৃপক্ষ আসন্ন Royal Rumble এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং গত Raw তে এনাউন্স হয়ে গেছে আগামী Royal Rumble - এ প্রথমবারের Women's Battle Royal অনুষ্ঠিত হতে যাচ্ছে [Shocking Level Already Started]।

এইসব সকিং ব্যাপার - স্যাপার হতে অনেক মনোহর তথ্য এবং রেকর্ড আমাদের থেকে আড়াল হয়ে যায়। চলুন তার থেকে কিছু উজ্জ্বল তথ্য আর রেকর্ড সম্পর্কে জেনে নেয়া যাক :-

• সর্বপ্রথম Royal Rumble-টি অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে, যেটি ছিল 20 Man Battle Royal। পরের বছর থেকে এটি 30 Man হিসেবে পরিণত হয়। One Man Gang কে সর্বশেষ এলিমেনেটের মাধ্যমে ‘Hacksaw’ Jim Duggan প্রথম Royal Rumble বিজয়ী হয়েছিলেন। ম্যাচটি প্রায় ৩৩ মিনিট দীর্ঘ ছিল।

• পহেলা Royal Rumble ম্যাচে প্রথম এন্ট্রি নেন Bret ‘The Hitman’ Hart। তিনি প্রায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিলেন। পরিশেষে ১১ নাম্বারে এন্ট্রি নেয়া Don Muraco দ্বারা এলিমেনেট হন।

• ১৯৯২ সালের Royal Rumble - টি WWF Championship - এর জন্য অনুষ্ঠিত হয়েছিল। আর এটি ছিল প্রথম Royal Rumble ম্যাচ, যার সাথে কোন টাইটেল যুক্ত ছিল। ম্যাচটি জিতার মাধ্যমে নতুন WWF Champion হয় Ric Flair। সাথে এই Royal Rumble 'Best Rumble For Ever' হিসেবে খ্যাতি অর্জন করে।

পরবর্তীতে 2016 সালের Royal Rumble টি আবার টাইটেলের জন্য অনুষ্টিত হয়। কিন্তু উক্ত ম্যাচদ্বয়ের মধ্যে পার্থক্য হল: ১৯৯২ সালে টাইটেল ভ্যাকেন্ট হওয়ার কারণে Royal Rumble ম্যাচটি 'For Championship' হিসেবে রূপান্তর করা হয়। আর ২০১৬ সালে চ্যাম্পিয়ন নিজে বাকী ২৯ জনের বিপক্ষে টাইটেল ডিফেন্ড করে।

• Dolph Ziggler - ই প্রথম রেসলার, যে Mr। Money In The Bank হওয়ার পরও Royal Rumble (2013) ম্যাচে অংশগ্রহণ করেছে। যদি সে Royal Rumble ম্যাচটি জিতত, তাহলে WWE Championship এর জন্য তার কাছে দুইটি সুযোগ ক্রিয়েট হত।


• Stone Cold Steve Austin বেশিবার তথা তিনবার Royal Rumble জিতেছেন, যেই রেকর্ড এখনো পর্যন্ত অটুট রয়েছে। কিন্তু এই তিনবারের মধ্যে প্রথমবার (১৯৯৭) তিনি প্রকৃত বিজয়ী ছিলেন না অর্থাৎ তাকে ভুলবশত অফিসিয়ালি উইনার করে দেয়া হয়েছিল। মূলত Bret Hart সেই ম্যাচের বিজয়ী ছিলেন। কারণ Austin প্রথমে এলিমেনেট হয়েছিলেন, যেটি রেফারি নোটিশ করতে পারেন নি।


তিন বছর পর সেই অনুরূপ ঘটনা আবার ঘটে। Rock, Big Show কে Eliminate করে বিজয়ী হলেও মূলত উক্ত ম্যাচের বিজয়ী ছিলেন Big Show। কারণ Rock এর পা আগেই মাটিতে আলতোভাবে স্পর্শ করেছিল।


• একটি সিঙ্গেল ম্যাচে Roman Reigns সব চেয়ে বেশিজন রেসলারকে Eliminate করেছে। সে একটি Royal Rumble ম্যাচে ১২ জনকে এলিমেনেট করেছে। Kane এলিমেনেট করেছে ১১ জনকে। অন্যদিকে Stone Cold Steve Austin - ও বেশ পিছিয়ে নেই, তিনি ১০ জনকে
এলিমেনেট করে ৩য় স্থানে আছেন।

একপ্রকারে ধরতে গেলে Kane আর Austin সমান এলিমেনেট করেছেন, কেননা Kane - এর একবারের সাথে The UnderTaker - ও
অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু Stone Cold নিজে একা হাতে ১০ জনকে Eliminate করেছেন।

• Batista দুইবার Royal Rumble জিতেছে, একটি ২০০৫ সালে আর অন্যটি ২০১৪ সালে। তবে বিষ্ময়কর ব্যাপার হচ্ছে। দুইবারেই সে ২৮ নাম্বারে এন্ট্রি করে বিজয়ী হয়েছে।


• ১৯৯৪ সালে প্রথমবারের মত Royal Rumble বিজয়ী দুইজন হয়েছিল। একজন Bret Hart এবং অন্যজন Lex Luger। দুজনেই দুজনকে এলিমেনেট করায় রেফারি অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কে আগে এলিমেনেট হয়েছে এবং কে পরে।

অত:পর একজন রেফারি সিদ্ধান্ত নেয় মূলত বিজয়ী হচ্ছেন Bret Hart এবং অন্য একজন রেফারি সিদ্ধান্ত নেয় তিনি নয়, আসল বিজয়ী Lex Luger - ই। ঠিক ওইসময় তৎকালীন WWF প্রেসিডেন্ট Jack Tunney এসে ঘোষণা দেয় এবারের Royal Rumble বিজয়ী উভয়েই।

• Hulk Hogan, Shawn Michaels এবং Stone Cold Steve Austin টানা দুই বার Royal Rumble জিতেছেন। Hulk Hogan (১৯৯০ এবং ১৯৯১), Shawn Michaels (১৯৯৫ এবং ১৯৯৬), Stone Cold Steve Austin (১৯৯৭ এবং ১৯৯৮)।

• ‘Million Dollar Man’ Ted DiBiase এবং Ted DiBiase Jr; এই দুইজন রেসলার এক অনন্য রেকর্ডের অধিকারী। ইতিহাসে তারাই একমাত্র পিতা এবং পুত্র যারা একি সাথে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে ফাইনাল চারে টিকে ছিলেন 👏👏।

• ‘Rowdy’ Roddy Piper হলেন ইতিহাসের প্রথম রেসলার যিনি Royal Rumble পিপিভিতে ডাবল ডিউটি সম্পন্ন করেছেন। ১৯৯২ সালের Royal Rumble - এ তিনি Intercontinental Championship ম্যাচে অংশগ্রহণ করেন, সাথে Battle Royal ম্যাচেও এন্ট্রি নেন। রিসেন্টলি এটি Roman Reigns এর ক্ষেত্রেও দেখা গিয়েছে। সে Royal Rumble 2017 - এ Universal Championship ম্যাচেও অংশগ্রহণ করেছে, সাথে Battle Royal ম্যাচেও। 


• The UnderTaker - ই একমাত্র রেসলার যিনি Royal Rumble জিতার পূর্বে ৮ বার Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করেও ছিটকে পড়েছেন। ৯ম বার তথা ২০০৭ সালে তিনি প্রথমবারের মত Royal Rumble জিতেন।

• Royal Rumble ম্যাচে সর্বমোট ৪ বার Female রেসলার অংশগ্রহণ করেছিল। Chyna দুইবার, Beth Phoenix একবার এবং Karma একবার।

• Matt Bloom একটি আশ্চর্যজনক রেকর্ডের অধিকারী। সে'ই একমাত্র রেসলার যে ৬ টা Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে একজন রেসলারকেও এলিমেনেট করতে পারেনি।

• ইতিহাসে মাত্র দুইজন রেসলার আছে, যারা চ্যাম্পিয়ন হিসেবে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করেছে। প্রথমবার হয়েছিল ১৯৯০ সালে, Hulk Hogan চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করেন এবং ম্যাচটি জিতে যান। আর দ্বিতীয়বার ২০১৬ সালে, যেখানে Roman Reigns একজন চ্যাম্প হিসেবে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করলেও দুর্ভাগ্যবশত তাকে ম্যাচটি হারতে হয় এবং টাইটেল ড্রপ করতে হয়।


• Shawn Michaels - ই প্রথম রেসলার যিনি এক নাম্বারে এন্ট্রি নিয়ে Royal Rumble (১৯৯৫) জিতেছেন। পরবর্তীতে ২০০৪ সালে Chris Benoit এক নাম্বারে এন্ট্রি করে Royal Rumble জিতেন। তাছাড়া Royal Rumble ইতিহাসে এমন ৮ জন রেসলার রয়েছে যারা ১ নাম্বারে এন্ট্রি নিয়ে ৩০ নাম্বার রেসলার এন্ট্রি নেয়া পর্যন্ত রিং-এ টিকে ছিল।
আর সে ৮ জন হলেন :

◘ Shawn Michaels (1995)

◘ Stone Cold Steve Austin (1999)

◘ Chris Benoit (2004)

◘ Triple H (2006)

◘ Rey Mysterio (2009)

◘ The Miz (2012)

◘ Dolph Ziggler (2013)

◘ CM Punk (2014)

◘ Roman Reigns (2016)

• Kane, যিনি প্রত্যেক Royal Rumble ম্যাচে নিজের সেরাটা প্রদর্শন করেছেন, এমনকি অন্য রেসলারদের থেকে বেশী Royal Rumble ম্যাচ খেলেছেন [ সব মিলিয়ে ১৯ বার]। কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য হলেও Royal Rumble জিতার স্বাদ গ্রহণ করতে পারেনি। #ভিন্স 😡
• লেখক : Sarwar Bin Sayed

রয়্যাল রাম্বালের ব্যাপারে কয়েকটি অজানা তথ্য।


Royal Rumble, একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় পিপিভি এতে কোন সন্দেহ নেই। পছন্দ হোক বা না হোক, এই পিপিভির আউটকাম সবসময় সকিং - ই হয়। ইতিমধ্যে কর্তৃপক্ষ আসন্ন Royal Rumble এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং গত Raw তে এনাউন্স হয়ে গেছে আগামী Royal Rumble - এ প্রথমবারের Women's Battle Royal অনুষ্ঠিত হতে যাচ্ছে [Shocking Level Already Started]।

এইসব সকিং ব্যাপার - স্যাপার হতে অনেক মনোহর তথ্য এবং রেকর্ড আমাদের থেকে আড়াল হয়ে যায়। চলুন তার থেকে কিছু উজ্জ্বল তথ্য আর রেকর্ড সম্পর্কে জেনে নেয়া যাক :-

• সর্বপ্রথম Royal Rumble-টি অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে, যেটি ছিল 20 Man Battle Royal। পরের বছর থেকে এটি 30 Man হিসেবে পরিণত হয়। One Man Gang কে সর্বশেষ এলিমেনেটের মাধ্যমে ‘Hacksaw’ Jim Duggan প্রথম Royal Rumble বিজয়ী হয়েছিলেন। ম্যাচটি প্রায় ৩৩ মিনিট দীর্ঘ ছিল।

• পহেলা Royal Rumble ম্যাচে প্রথম এন্ট্রি নেন Bret ‘The Hitman’ Hart। তিনি প্রায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিলেন। পরিশেষে ১১ নাম্বারে এন্ট্রি নেয়া Don Muraco দ্বারা এলিমেনেট হন।

• ১৯৯২ সালের Royal Rumble - টি WWF Championship - এর জন্য অনুষ্ঠিত হয়েছিল। আর এটি ছিল প্রথম Royal Rumble ম্যাচ, যার সাথে কোন টাইটেল যুক্ত ছিল। ম্যাচটি জিতার মাধ্যমে নতুন WWF Champion হয় Ric Flair। সাথে এই Royal Rumble 'Best Rumble For Ever' হিসেবে খ্যাতি অর্জন করে।

পরবর্তীতে 2016 সালের Royal Rumble টি আবার টাইটেলের জন্য অনুষ্টিত হয়। কিন্তু উক্ত ম্যাচদ্বয়ের মধ্যে পার্থক্য হল: ১৯৯২ সালে টাইটেল ভ্যাকেন্ট হওয়ার কারণে Royal Rumble ম্যাচটি 'For Championship' হিসেবে রূপান্তর করা হয়। আর ২০১৬ সালে চ্যাম্পিয়ন নিজে বাকী ২৯ জনের বিপক্ষে টাইটেল ডিফেন্ড করে।

• Dolph Ziggler - ই প্রথম রেসলার, যে Mr। Money In The Bank হওয়ার পরও Royal Rumble (2013) ম্যাচে অংশগ্রহণ করেছে। যদি সে Royal Rumble ম্যাচটি জিতত, তাহলে WWE Championship এর জন্য তার কাছে দুইটি সুযোগ ক্রিয়েট হত।


• Stone Cold Steve Austin বেশিবার তথা তিনবার Royal Rumble জিতেছেন, যেই রেকর্ড এখনো পর্যন্ত অটুট রয়েছে। কিন্তু এই তিনবারের মধ্যে প্রথমবার (১৯৯৭) তিনি প্রকৃত বিজয়ী ছিলেন না অর্থাৎ তাকে ভুলবশত অফিসিয়ালি উইনার করে দেয়া হয়েছিল। মূলত Bret Hart সেই ম্যাচের বিজয়ী ছিলেন। কারণ Austin প্রথমে এলিমেনেট হয়েছিলেন, যেটি রেফারি নোটিশ করতে পারেন নি।


তিন বছর পর সেই অনুরূপ ঘটনা আবার ঘটে। Rock, Big Show কে Eliminate করে বিজয়ী হলেও মূলত উক্ত ম্যাচের বিজয়ী ছিলেন Big Show। কারণ Rock এর পা আগেই মাটিতে আলতোভাবে স্পর্শ করেছিল।


• একটি সিঙ্গেল ম্যাচে Roman Reigns সব চেয়ে বেশিজন রেসলারকে Eliminate করেছে। সে একটি Royal Rumble ম্যাচে ১২ জনকে এলিমেনেট করেছে। Kane এলিমেনেট করেছে ১১ জনকে। অন্যদিকে Stone Cold Steve Austin - ও বেশ পিছিয়ে নেই, তিনি ১০ জনকে
এলিমেনেট করে ৩য় স্থানে আছেন।

একপ্রকারে ধরতে গেলে Kane আর Austin সমান এলিমেনেট করেছেন, কেননা Kane - এর একবারের সাথে The UnderTaker - ও
অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু Stone Cold নিজে একা হাতে ১০ জনকে Eliminate করেছেন।

• Batista দুইবার Royal Rumble জিতেছে, একটি ২০০৫ সালে আর অন্যটি ২০১৪ সালে। তবে বিষ্ময়কর ব্যাপার হচ্ছে। দুইবারেই সে ২৮ নাম্বারে এন্ট্রি করে বিজয়ী হয়েছে।


• ১৯৯৪ সালে প্রথমবারের মত Royal Rumble বিজয়ী দুইজন হয়েছিল। একজন Bret Hart এবং অন্যজন Lex Luger। দুজনেই দুজনকে এলিমেনেট করায় রেফারি অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কে আগে এলিমেনেট হয়েছে এবং কে পরে।

অত:পর একজন রেফারি সিদ্ধান্ত নেয় মূলত বিজয়ী হচ্ছেন Bret Hart এবং অন্য একজন রেফারি সিদ্ধান্ত নেয় তিনি নয়, আসল বিজয়ী Lex Luger - ই। ঠিক ওইসময় তৎকালীন WWF প্রেসিডেন্ট Jack Tunney এসে ঘোষণা দেয় এবারের Royal Rumble বিজয়ী উভয়েই।

• Hulk Hogan, Shawn Michaels এবং Stone Cold Steve Austin টানা দুই বার Royal Rumble জিতেছেন। Hulk Hogan (১৯৯০ এবং ১৯৯১), Shawn Michaels (১৯৯৫ এবং ১৯৯৬), Stone Cold Steve Austin (১৯৯৭ এবং ১৯৯৮)।

• ‘Million Dollar Man’ Ted DiBiase এবং Ted DiBiase Jr; এই দুইজন রেসলার এক অনন্য রেকর্ডের অধিকারী। ইতিহাসে তারাই একমাত্র পিতা এবং পুত্র যারা একি সাথে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে ফাইনাল চারে টিকে ছিলেন 👏👏।

• ‘Rowdy’ Roddy Piper হলেন ইতিহাসের প্রথম রেসলার যিনি Royal Rumble পিপিভিতে ডাবল ডিউটি সম্পন্ন করেছেন। ১৯৯২ সালের Royal Rumble - এ তিনি Intercontinental Championship ম্যাচে অংশগ্রহণ করেন, সাথে Battle Royal ম্যাচেও এন্ট্রি নেন। রিসেন্টলি এটি Roman Reigns এর ক্ষেত্রেও দেখা গিয়েছে। সে Royal Rumble 2017 - এ Universal Championship ম্যাচেও অংশগ্রহণ করেছে, সাথে Battle Royal ম্যাচেও। 


• The UnderTaker - ই একমাত্র রেসলার যিনি Royal Rumble জিতার পূর্বে ৮ বার Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করেও ছিটকে পড়েছেন। ৯ম বার তথা ২০০৭ সালে তিনি প্রথমবারের মত Royal Rumble জিতেন।

• Royal Rumble ম্যাচে সর্বমোট ৪ বার Female রেসলার অংশগ্রহণ করেছিল। Chyna দুইবার, Beth Phoenix একবার এবং Karma একবার।

• Matt Bloom একটি আশ্চর্যজনক রেকর্ডের অধিকারী। সে'ই একমাত্র রেসলার যে ৬ টা Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে একজন রেসলারকেও এলিমেনেট করতে পারেনি।

• ইতিহাসে মাত্র দুইজন রেসলার আছে, যারা চ্যাম্পিয়ন হিসেবে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করেছে। প্রথমবার হয়েছিল ১৯৯০ সালে, Hulk Hogan চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করেন এবং ম্যাচটি জিতে যান। আর দ্বিতীয়বার ২০১৬ সালে, যেখানে Roman Reigns একজন চ্যাম্প হিসেবে Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করলেও দুর্ভাগ্যবশত তাকে ম্যাচটি হারতে হয় এবং টাইটেল ড্রপ করতে হয়।


• Shawn Michaels - ই প্রথম রেসলার যিনি এক নাম্বারে এন্ট্রি নিয়ে Royal Rumble (১৯৯৫) জিতেছেন। পরবর্তীতে ২০০৪ সালে Chris Benoit এক নাম্বারে এন্ট্রি করে Royal Rumble জিতেন। তাছাড়া Royal Rumble ইতিহাসে এমন ৮ জন রেসলার রয়েছে যারা ১ নাম্বারে এন্ট্রি নিয়ে ৩০ নাম্বার রেসলার এন্ট্রি নেয়া পর্যন্ত রিং-এ টিকে ছিল।
আর সে ৮ জন হলেন :

◘ Shawn Michaels (1995)

◘ Stone Cold Steve Austin (1999)

◘ Chris Benoit (2004)

◘ Triple H (2006)

◘ Rey Mysterio (2009)

◘ The Miz (2012)

◘ Dolph Ziggler (2013)

◘ CM Punk (2014)

◘ Roman Reigns (2016)

• Kane, যিনি প্রত্যেক Royal Rumble ম্যাচে নিজের সেরাটা প্রদর্শন করেছেন, এমনকি অন্য রেসলারদের থেকে বেশী Royal Rumble ম্যাচ খেলেছেন [ সব মিলিয়ে ১৯ বার]। কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য হলেও Royal Rumble জিতার স্বাদ গ্রহণ করতে পারেনি। #ভিন্স 😡
• লেখক : Sarwar Bin Sayed