এই মূহুর্তে আমরা ৪৫ দিন পিছনে রয়েছি WWE Universe-এর সবার ফেভারিট পে পার ভিউ Royal Rumble হতে ৷ এই পে পার ভিউ এর মূল আকর্ষণ থাকে 30 Man Countdown Battle Royel অর্থাৎ Royel Rumble ম্যাচ ৷ এটাই সময় Guessing শুরু করার যে কে হতে পারে ২০১৮ Royal Rumble Winner ৷ তাই আজ আমি আপনাদের নিকট তুলে ধরবো যে কে এই বছরের Royal rumble এ জয়ী হওয়ার যোগ্য হকদার এবং সবার শেষে আমি আমার নিজস্ব মতামত হতে এবং তৎকালিন রুমার অনুযায়ী RR Winner হওয়ার Race এর দিক দিয়ে কোন রেসলার এগিয়ে আছে তা জানাবো ৷

Winner করার জন্য WWE এর নিকট অনেক অপশন রয়েছে ৷ অপশন গুলো যদি তারা কাজে লাগায় তাহলে আমরা একটি অসাধারণ Royal Rumble এর পাশাপাশি একটি অসাধারণ Wrestlemania মেইন ইভেন্ট দেখতে পারবো ৷


• First OPTION : Hottest At The Moment

এই অবস্থানে বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে সবচেয়ে উপযুক্ত ব্যাক্তি হলেন Braun Strowman ৷ One On One ক্যারিয়ার শুরু করার পর থেকে Braun অনবদ্য আমাদের এন্টারটেইন করে চলেছেন ৷ তার সাথে Roman এর ফিউডটি ছিল নিঃসন্দেহে এ বছরের সেরা ফিউড এবং মূলত এই ফিউডের কারণেই Braun স্পটলাইটে এসেছে ৷ কোনো দ্বিধাবোধ ছাড়া এটা বলায় যায় যে এই বছরটি ছিল Strowmanময় ৷ Braun এর বিল্ডআপ এমন ভাবে করা হয়েছে যে নিঃসন্দেহে সে Royal Rumble বিজয়ী হবার জন্য যোগ্য একজন candidate ৷

Braun এর মতো হেভিওয়েট রেসলার Royal Rumble এর মতো Match এ জয়ী হবার জন্য পারফেক্ট। পূর্বেও আমরা Royal Rumble ম্যাচে এরকম হেভিওয়েট রেসলারদের ডমিনেন্ট পারফরমেন্স করতে দেখেছি। Broun এর বিল্ড আপ এমন ভাবে করা হয়েছে যে তাকে যদি Royal rumble এ জিতানো হয় তাহলেও মনে হয় না যে WWE Universe এটা সেরকম নেগেটিভ ভাবে নিবে।

পরিশেষে একটা কথাই বলবো : "If he can flip an ambulance, he can win a battle royal  🐸🐸"

• Second Option : Featured Attraction

যখনি আমি Wrestlemania মেইন ইভেন্ট সম্পর্কে ভাবি তখনি মাথাই আসে Nakamura vs Aj। এটি অনেকের ড্রিম ম্যাচও বলা যায়। যখনি এই ব্যাপারে ভাবি তখনি ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ কর। ইন্ডি সার্কিটে আমরা হয়ত তাদের ম্যাচ দেখেছি কিন্তু WWE Ring এ তাদের একবার মুখোমুখি হতে সবাই দেখতে চাই। আর যদি প্লাটফর্মটা হয় Wrestlemania তাহলেতো আর কোনো কথাই নেই। কিন্তু তার জন্য প্রয়োজন Nakamura এর Royel rumble ভিক্টোরী। মেইন রোস্টারে ডেবিউট করার পর থেকে John Cena এবং Randy orton কে হারানো ছাড়া আর তেমন কিছু পাই নি Nakamura। আগামী বছর Royel rumble বিজয়ী হবে Nakamura এরকম খুব Strong রুমার শোনা যাচ্ছে। তাই একটু আশা রাখায় যায় যে আগামী বছর Royel rumble বিজয়ী হতে পারে Nakamura

• Third Option : Established Name

খুবই সেফ একটি অপশন। Establish Wrestler দের RR বিজয়ী করলে কখনই নেগেটিভ রিয়াকশন আশা করা যায় না। বরং পরের দিন RAW তে "You Deserve It" চ্যান্ট শুনা যায় 😜। কেমন হয় যদি John Cena RR বিজয়ী হয় এবং Wrestlemania তে সতেরো বার WWE CHAMPION হওয়ার জন্য লড়াই করে। এর সম্ভবনা নেই বললেই চলে কিন্তু Cena-র সতেরো বার Title Winning মোমেন্ট এর জন্য এর থেকে আর ভালো কোনো প্লাটফর্ম হতে পারে না। Cena-কে জিতিয়ে Wrestlemania তে Aj Style বা এপ্রিলে যে চ্যাম্পিয়ান থাকবে তার সাথে WWE CHAMPIONSHIP ম্যাচ খুবই ইন্টারেস্টিং হতে পারে।

• Fourth Option : Surprise Winner

এটি খুবই ইন্টারেস্টিং একটি অপশন এবং এন্টারটেইনিংও বটে। আমরা ২০১৭ তে বসবাস করছি। যেখানে কিছুই ইম্পসিবল নয়। আর সেটার প্রমাণ আমরা এই বছরেই পেয়েছি যখন আমাদের সবার প্রিয় জবার Jinder Mahal এর হাতে WWE টাইটেল ঝুলিয়ে দেন ভিন্স দাদু। এসব নিউ রেসলারদের ক্ষেত্রে RR বিজয়ী হওয়া রকেট পুশের সমান। এই রকেট পুশের হিতে বিপরীত যদি হয় মানে WWE UNIVERSE যদি সেটা ভালো ভাবে গ্রহন না করে তাহলে তা অন্যরকম হতে পারে যেমনটা Roman এর ক্ষেত্রে ঘটেছিলো। তাহলে এই অপশনে কাকে রাখা যায় A lunatic fringe? An architect? Perhaps a demon or someone Broken?,or a maharrrrrraja?

আমার মতে এই অপটনের জন্য সবচেয়ে পারফেক্ট ব্যাক্তি হলেন "Samoan Submission Machine Samoa Joe"। মেইন রোস্টারে ডেবিউটের পর এক বছরের কম সময়ের মধ্যে খুব ভালো একটা ইমপ্যাক্ট তৈরি করেছেন ৷ সে প্রমান করেছে যে সে Brock Lesnar কে হারানোর মতো ক্ষমতা রাখে ৷ Joe যদি RR জিতে তাহলে ব্যাপারটা আমাকে একদমই সারপ্রাইজ করবে না ৷ কারণ তার মতো একজন রেসলার Royal Rumble ম্যাচ ভিক্টরি deserve করে। অন্যদিকে Philadelphia ফ্যানরা একজন ইন্ডি রেসলারের RR ভিক্টরি খুব ভালো ভাবেই গ্রহণ করবে সেটা যানা কথা এবং পরের দিন RAW তে কি কি চ্যান্টস শুনা যাবে তা আমার কানে এখনি বাজছে 🐸🐸।

• Fifth Option : "Well, Someone Has To Win"

যেমনটা গত বছর হয়েছিলো। WWE Creative Panel কোনো সিদ্ধান্তে আসতে পারছিলো না যে কাকে RR Winner করা যায়। কিন্তু কাউকে না কাউকে তো বিজয়ী করতেই হবে তাই অবশেষে তারা Randy কে বিজয়ী করার সিদ্ধান্ত নেয়। কারণ সেই সময় এটা খুবই সেফ অপশন ছিল। কিন্তু WWE টানা দুই বছর একই কাজ করবে না অন্যদিকে তাদের হাতে অলরেডি অনেক অপশন রয়েছে। তবুও যদি এই অপশনে কাউকে রাখা হয় তাহলে আমার মতে Seth Rollins হবে বেস্ট চয়েস। Seth অলরেডি WWE তে অনেক কিছু পেয়েছে এবং নিজেকেও সবার নিকট প্রমাণ করেছে বার বার। তাই Seth যদি কখনও RR জিতে তাহলে সেটা কারো জন্য আকর্ষিক কিছু হবে না। 


•• Who Will Win (My Opinion) :

অনেক কিছুই বললাম কিন্তু আমাদের সবার জানা যে RR জেতার Race এ সবচেয়ে এগিয়ে আছে আমাদের সবার প্রিয় Roman Reigns 🐸✌ ৷ রিসেন্ট রুমার অনুযায়ী এটাই হতে চলেছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে Brock এর সাথে Roman এর কিছু আন ফিনিশ বিজনেস রয়েছে। ONE ON ONE ম্যাচে এখনো Roman হারাতে পারেনি Brock কে। তাই এইবার আশা করা যায় যে RR এ Roman জিতবে এবং Wrestlemania তে Brock কে হারিয়ে নতুন Universal Champion হবেন Roman। সবচেয়ে মজার বেপার হল Roman 2015 সালের Royal Rumble জিতেছিলো Philadelphia তে এবং ম্যাচ শেষে Roman বু এর সাগরে ভাসছিলো। সেই একই শহরে এইবার Royal Rumble হতে চলেছে এবং Roman এই RR জিতবে এমন Strong রুমার শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় এই বছরে Roman জেতার পর Philadelphia শহরের লাইভ অডিয়েন্স দের কিরকম রিয়েকশন হয়। কিন্তু আমার মতে এটা WWE এর একটি worst এবং dumbest আইডিয়া হবে। কিন্তু আমার কথায় কিছু হবে না। WWE যদি চাই তাহলে এটাই হবে। কিন্তু এটা এখনও একটি রুমার।
• লেখক ঃ Al Mobin Shanto

Royal Rumble 2018 কে জিতবে?


এই মূহুর্তে আমরা ৪৫ দিন পিছনে রয়েছি WWE Universe-এর সবার ফেভারিট পে পার ভিউ Royal Rumble হতে ৷ এই পে পার ভিউ এর মূল আকর্ষণ থাকে 30 Man Countdown Battle Royel অর্থাৎ Royel Rumble ম্যাচ ৷ এটাই সময় Guessing শুরু করার যে কে হতে পারে ২০১৮ Royal Rumble Winner ৷ তাই আজ আমি আপনাদের নিকট তুলে ধরবো যে কে এই বছরের Royal rumble এ জয়ী হওয়ার যোগ্য হকদার এবং সবার শেষে আমি আমার নিজস্ব মতামত হতে এবং তৎকালিন রুমার অনুযায়ী RR Winner হওয়ার Race এর দিক দিয়ে কোন রেসলার এগিয়ে আছে তা জানাবো ৷

Winner করার জন্য WWE এর নিকট অনেক অপশন রয়েছে ৷ অপশন গুলো যদি তারা কাজে লাগায় তাহলে আমরা একটি অসাধারণ Royal Rumble এর পাশাপাশি একটি অসাধারণ Wrestlemania মেইন ইভেন্ট দেখতে পারবো ৷


• First OPTION : Hottest At The Moment

এই অবস্থানে বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে সবচেয়ে উপযুক্ত ব্যাক্তি হলেন Braun Strowman ৷ One On One ক্যারিয়ার শুরু করার পর থেকে Braun অনবদ্য আমাদের এন্টারটেইন করে চলেছেন ৷ তার সাথে Roman এর ফিউডটি ছিল নিঃসন্দেহে এ বছরের সেরা ফিউড এবং মূলত এই ফিউডের কারণেই Braun স্পটলাইটে এসেছে ৷ কোনো দ্বিধাবোধ ছাড়া এটা বলায় যায় যে এই বছরটি ছিল Strowmanময় ৷ Braun এর বিল্ডআপ এমন ভাবে করা হয়েছে যে নিঃসন্দেহে সে Royal Rumble বিজয়ী হবার জন্য যোগ্য একজন candidate ৷

Braun এর মতো হেভিওয়েট রেসলার Royal Rumble এর মতো Match এ জয়ী হবার জন্য পারফেক্ট। পূর্বেও আমরা Royal Rumble ম্যাচে এরকম হেভিওয়েট রেসলারদের ডমিনেন্ট পারফরমেন্স করতে দেখেছি। Broun এর বিল্ড আপ এমন ভাবে করা হয়েছে যে তাকে যদি Royal rumble এ জিতানো হয় তাহলেও মনে হয় না যে WWE Universe এটা সেরকম নেগেটিভ ভাবে নিবে।

পরিশেষে একটা কথাই বলবো : "If he can flip an ambulance, he can win a battle royal  🐸🐸"

• Second Option : Featured Attraction

যখনি আমি Wrestlemania মেইন ইভেন্ট সম্পর্কে ভাবি তখনি মাথাই আসে Nakamura vs Aj। এটি অনেকের ড্রিম ম্যাচও বলা যায়। যখনি এই ব্যাপারে ভাবি তখনি ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ কর। ইন্ডি সার্কিটে আমরা হয়ত তাদের ম্যাচ দেখেছি কিন্তু WWE Ring এ তাদের একবার মুখোমুখি হতে সবাই দেখতে চাই। আর যদি প্লাটফর্মটা হয় Wrestlemania তাহলেতো আর কোনো কথাই নেই। কিন্তু তার জন্য প্রয়োজন Nakamura এর Royel rumble ভিক্টোরী। মেইন রোস্টারে ডেবিউট করার পর থেকে John Cena এবং Randy orton কে হারানো ছাড়া আর তেমন কিছু পাই নি Nakamura। আগামী বছর Royel rumble বিজয়ী হবে Nakamura এরকম খুব Strong রুমার শোনা যাচ্ছে। তাই একটু আশা রাখায় যায় যে আগামী বছর Royel rumble বিজয়ী হতে পারে Nakamura

• Third Option : Established Name

খুবই সেফ একটি অপশন। Establish Wrestler দের RR বিজয়ী করলে কখনই নেগেটিভ রিয়াকশন আশা করা যায় না। বরং পরের দিন RAW তে "You Deserve It" চ্যান্ট শুনা যায় 😜। কেমন হয় যদি John Cena RR বিজয়ী হয় এবং Wrestlemania তে সতেরো বার WWE CHAMPION হওয়ার জন্য লড়াই করে। এর সম্ভবনা নেই বললেই চলে কিন্তু Cena-র সতেরো বার Title Winning মোমেন্ট এর জন্য এর থেকে আর ভালো কোনো প্লাটফর্ম হতে পারে না। Cena-কে জিতিয়ে Wrestlemania তে Aj Style বা এপ্রিলে যে চ্যাম্পিয়ান থাকবে তার সাথে WWE CHAMPIONSHIP ম্যাচ খুবই ইন্টারেস্টিং হতে পারে।

• Fourth Option : Surprise Winner

এটি খুবই ইন্টারেস্টিং একটি অপশন এবং এন্টারটেইনিংও বটে। আমরা ২০১৭ তে বসবাস করছি। যেখানে কিছুই ইম্পসিবল নয়। আর সেটার প্রমাণ আমরা এই বছরেই পেয়েছি যখন আমাদের সবার প্রিয় জবার Jinder Mahal এর হাতে WWE টাইটেল ঝুলিয়ে দেন ভিন্স দাদু। এসব নিউ রেসলারদের ক্ষেত্রে RR বিজয়ী হওয়া রকেট পুশের সমান। এই রকেট পুশের হিতে বিপরীত যদি হয় মানে WWE UNIVERSE যদি সেটা ভালো ভাবে গ্রহন না করে তাহলে তা অন্যরকম হতে পারে যেমনটা Roman এর ক্ষেত্রে ঘটেছিলো। তাহলে এই অপশনে কাকে রাখা যায় A lunatic fringe? An architect? Perhaps a demon or someone Broken?,or a maharrrrrraja?

আমার মতে এই অপটনের জন্য সবচেয়ে পারফেক্ট ব্যাক্তি হলেন "Samoan Submission Machine Samoa Joe"। মেইন রোস্টারে ডেবিউটের পর এক বছরের কম সময়ের মধ্যে খুব ভালো একটা ইমপ্যাক্ট তৈরি করেছেন ৷ সে প্রমান করেছে যে সে Brock Lesnar কে হারানোর মতো ক্ষমতা রাখে ৷ Joe যদি RR জিতে তাহলে ব্যাপারটা আমাকে একদমই সারপ্রাইজ করবে না ৷ কারণ তার মতো একজন রেসলার Royal Rumble ম্যাচ ভিক্টরি deserve করে। অন্যদিকে Philadelphia ফ্যানরা একজন ইন্ডি রেসলারের RR ভিক্টরি খুব ভালো ভাবেই গ্রহণ করবে সেটা যানা কথা এবং পরের দিন RAW তে কি কি চ্যান্টস শুনা যাবে তা আমার কানে এখনি বাজছে 🐸🐸।

• Fifth Option : "Well, Someone Has To Win"

যেমনটা গত বছর হয়েছিলো। WWE Creative Panel কোনো সিদ্ধান্তে আসতে পারছিলো না যে কাকে RR Winner করা যায়। কিন্তু কাউকে না কাউকে তো বিজয়ী করতেই হবে তাই অবশেষে তারা Randy কে বিজয়ী করার সিদ্ধান্ত নেয়। কারণ সেই সময় এটা খুবই সেফ অপশন ছিল। কিন্তু WWE টানা দুই বছর একই কাজ করবে না অন্যদিকে তাদের হাতে অলরেডি অনেক অপশন রয়েছে। তবুও যদি এই অপশনে কাউকে রাখা হয় তাহলে আমার মতে Seth Rollins হবে বেস্ট চয়েস। Seth অলরেডি WWE তে অনেক কিছু পেয়েছে এবং নিজেকেও সবার নিকট প্রমাণ করেছে বার বার। তাই Seth যদি কখনও RR জিতে তাহলে সেটা কারো জন্য আকর্ষিক কিছু হবে না। 


•• Who Will Win (My Opinion) :

অনেক কিছুই বললাম কিন্তু আমাদের সবার জানা যে RR জেতার Race এ সবচেয়ে এগিয়ে আছে আমাদের সবার প্রিয় Roman Reigns 🐸✌ ৷ রিসেন্ট রুমার অনুযায়ী এটাই হতে চলেছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে Brock এর সাথে Roman এর কিছু আন ফিনিশ বিজনেস রয়েছে। ONE ON ONE ম্যাচে এখনো Roman হারাতে পারেনি Brock কে। তাই এইবার আশা করা যায় যে RR এ Roman জিতবে এবং Wrestlemania তে Brock কে হারিয়ে নতুন Universal Champion হবেন Roman। সবচেয়ে মজার বেপার হল Roman 2015 সালের Royal Rumble জিতেছিলো Philadelphia তে এবং ম্যাচ শেষে Roman বু এর সাগরে ভাসছিলো। সেই একই শহরে এইবার Royal Rumble হতে চলেছে এবং Roman এই RR জিতবে এমন Strong রুমার শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় এই বছরে Roman জেতার পর Philadelphia শহরের লাইভ অডিয়েন্স দের কিরকম রিয়েকশন হয়। কিন্তু আমার মতে এটা WWE এর একটি worst এবং dumbest আইডিয়া হবে। কিন্তু আমার কথায় কিছু হবে না। WWE যদি চাই তাহলে এটাই হবে। কিন্তু এটা এখনও একটি রুমার।
• লেখক ঃ Al Mobin Shanto