WWE হচ্ছে প্রো-রেসলিং এর ইতিহাসের অন্যতম প্রাচীন ও সেরা একটি কম্পানি। এই কম্পানির চুক্তিবদ্ধ রেস্লার ও ডিভা রা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম এর মাধ্যমে আমাদের বিনোদিত করে থাকেন। এই কম্পানিটির কর্ণধার হচ্ছেন Vince MicMahon) যে কিনা অনেকটা বিরল প্রজাতির একজন মানুষ। কোন ঘটনার প্রেক্ষিতে সে কোন সিদ্ধান্ত নেন বা নিবেন তা কেউ কল্পনা ও করতে পারে না। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রেস্লার ও ডিভা কে অদ্ভুত কিছু কারনে বহিঃষ্কার করতে। আজকের পোস্টের ও মূল টপিক্স হচ্ছে এরকম ৮টি ঘটনা যার জন্য ৮জন রেস্লারকে বিভিন্ন সময় বহিঃষ্কার করা হয়েছিলো। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই মজাদার ঘটনা গুলো।


♦ 8) EMMA

▪ Fired For: চুরি

▪ এই ঘটনা টা ছিলো খুবই অবাক করার মত। কারন EMMA কে বহিঃষ্কার করার ১ঘন্টা পরেই আবার ফিরিয়ে আনা হয়। ঘটনাটি ঘটেছিলো ২০১৪ সালের জুলাই মাসের ২ তারিখে। TMZ এক রিপোর্টে জানায় যে, মাত্র $২০ এর একটি iPod চুরির অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিলো। কিন্তু EMMA এর আইনজীবী বলেন যে, এম্মা ট্রায়াল রুমে ট্রায়াল দেয়ার সময় সামান্য ভুল করে বসেন। যার ফলে উভয়পক্ষের মাঝে ভুলবুঝাবুঝি সৃষ্টি হয়।


♦ 7) Brad Maddox

▪ Fired For: দর্শকদের Pricks(কাঁটা) বলেছিলো।

▪ Brad Maddox, এই লিজেন্ডকে কে না চিনে 😜) তিনি WWE তে ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত কাজ করেছেন। একজন রেস্লার হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন রেফারী ও RAW GM) কিন্তু ২০১৫ তে হঠাৎ করে WWE জানায় যে, তারা তাকে বহিঃষ্কার করেছে। পরবর্তিতে Rolling Stone কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তাকে বহিঃষ্কার করা হয়েছিলো একটি ডার্ক ম্যাচে দর্শকদের Pricks(কাটা) বলার অপরাধে। 


♦ 6) Alberto Del Rio

▪ Fired for: ব্যাকস্টেজে অশোভনভাবে কথাবার্তা ও চলাফেরা

▪ WWE ২০১৪ সালে প্রথম বারের মত Alberto কে বহিঃষ্কার করে। যার কারন হিসেবে উল্লেখ করা হয় অশোভনীয় আচরন। ঘটনাটির সূত্রপাত হয় ব্যাকস্টেজে এক কর্মচারীর সাথে। যেখানে ডেল রিও নাকি ওই কর্মকর্তাকে নিয়ে বর্ণবিদ্বেষ কৌতুক করে। আর ব্যাপারটা ভিন্স এর কানে যাওয়া মাত্রই তাকে বহিঃষ্কার করা হয়। কিন্তু ডেল রিও এর মতে, ওই কর্মকর্তা নাকি অন্য সবাইকে নিয়ে কৌতুক করতো তাই তাকে শিক্ষা দেয়ার জন্য তিনি এমন করেছিলেন। অবশ্য তাকে পরের বছরি আবার ফিরিয়ে আনা হয়।


♦ 5) Finlay 

▪ Fired For: সম্মানহীনকর সেগমেন্ট তৈরি

▪ Finlay হচ্ছে সাবেক WWE United States Champion এবং পরবর্তিতে তিনি WWE এর একজন ফুল-টাইম ট্রেইনার হিসেবে যোগ দেন। ২০১১ সালে WWE তাকে বহিঃষ্কার করেন। ঘটনাটির সূত্রপাত হয় মিজ কে নিয়ে। তখন আমারিকার জাতীয় সংগীত বাজতেছিল এবং Finlay মিজ কে তার মাঝেই মিজের থিম সং সহ এন্ট্রি করায়। যার ফলে সমগ্র ইউনিভার্স ক্ষেপে যায় এবং ভিন্স তাকে বহিঃষ্কার করেন।


♦ 4) Mr. Perfect

▪ Fired for: ব্রকের সাথে বিমানে মারামারি

▪এটাছিলো WWE এর ইতিহাসের অন্যতম জঘন্য একটি ঘটনা। যেখানে Mr Perfect Curt Henning এক বিমানে ব্রক লেজনার এর সাথে মারামারি করতে শুরু করেন এবং ব্যাপারটা এতই গুরুতর পর্যায়ে চলে যায় যে, পাইলট বিমান কে লেন্ড করাতে বাধ্য হয়। এই ঘটানার পর তাৎক্ষনিক ভাবে Henning কে বহিঃষ্কার করা হয়।


♦ 3) Daniel Bryan

▪ Fired For: Justin Robarts এর টাই নিয়ে তার সাথে ফাইজলামি।

▪ আমাদের অনেকেরি মনে আছে যখন NEXUS RAW তে ৭ই জুলাই ২০১১ তে সবাইকে আক্রমণ করে। যেখানে এক গ্রুপ সিনাকে মারতে থাকে এবং আরেক গ্রুপ রিং সাইডে ধ্বংসযজ্ঞ চালায়। যেখানে উপস্থিত ছিলো WWE এর রিং আনাউন্সার জাস্টিন রবার্টস। সেখানে ব্রায়ান, রবার্টস এর টাই নিয়ে টানাটানি করে, যা ছিলো স্ক্রিপ্ট বহির্ভূত। তাই ব্রায়ান কে এই অশোভনীয় কাজটি করার জন্য সাময়িক ভাবে বহিঃষ্কার করা হয়।


♦ 2) Jim Ross

▪ Fired for: WWE প্যানেল খুলে একত্রে সেখানে মধ্যপ অবস্থায় ব্যাক্তিগত কথা বলা।

▪ Jim Ross একটি প্যানেল খুলেছিলেন WWE2K14 গেমস এর সুপারস্টার দের নাম বলার জন্য। সেখানে রিক ফ্লেয়ার ও উপস্থিত ছিলেন। এবং তারা দুইজন মাতাল অবস্থায় বেশ কিছু অভ্যন্তরীণ কথা বলে ফেলে যার জন্য ভিন্স বাধ্য হয়ে জিম রস কে বহিঃষ্কার করেন। কারন এই ধরনের কার্যকলাপ ছিলো কম্পানির রুলস বহির্ভূত।


♦ 1) Nailz

▪ Fired For: Vince MicMahon কে অপমান করা

▪ Nailz হচ্ছে ৮০-৯০ দশকের রেস্লার। তাকে ফায়ার্ড করা হয়েছিলো ব্যাকস্টেজে ভিন্স কে অপমান করার জন্য। ব্রিট হার্ট এক সাক্ষাৎকারে বলেন যে, তিনি পুরা ঘটনাটি দেখেননি কিন্তু দর্জার অপর পাশে থেকে শুনেছিলেন যে, Nailz ভিন্স এর সাথে চিৎকার করে কথা বলতেছিলো। Nailz নাকি ভিন্স কে আক্রমণ করে বসেন এবং পুলিশ এর কাছে রিপোর্ট করেন যে, ভিন্স তাকে সেক্সুয়াল ব্যাপার নিয়ে অপমান করেন। এই ঘটনার সাথে সাথেই তাকে বহিঃষ্কার করা হয়। 

WWE স্টারদেরকে ফায়ার করার ৮ টি অবাক কান্ড।


WWE হচ্ছে প্রো-রেসলিং এর ইতিহাসের অন্যতম প্রাচীন ও সেরা একটি কম্পানি। এই কম্পানির চুক্তিবদ্ধ রেস্লার ও ডিভা রা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম এর মাধ্যমে আমাদের বিনোদিত করে থাকেন। এই কম্পানিটির কর্ণধার হচ্ছেন Vince MicMahon) যে কিনা অনেকটা বিরল প্রজাতির একজন মানুষ। কোন ঘটনার প্রেক্ষিতে সে কোন সিদ্ধান্ত নেন বা নিবেন তা কেউ কল্পনা ও করতে পারে না। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রেস্লার ও ডিভা কে অদ্ভুত কিছু কারনে বহিঃষ্কার করতে। আজকের পোস্টের ও মূল টপিক্স হচ্ছে এরকম ৮টি ঘটনা যার জন্য ৮জন রেস্লারকে বিভিন্ন সময় বহিঃষ্কার করা হয়েছিলো। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই মজাদার ঘটনা গুলো।


♦ 8) EMMA

▪ Fired For: চুরি

▪ এই ঘটনা টা ছিলো খুবই অবাক করার মত। কারন EMMA কে বহিঃষ্কার করার ১ঘন্টা পরেই আবার ফিরিয়ে আনা হয়। ঘটনাটি ঘটেছিলো ২০১৪ সালের জুলাই মাসের ২ তারিখে। TMZ এক রিপোর্টে জানায় যে, মাত্র $২০ এর একটি iPod চুরির অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিলো। কিন্তু EMMA এর আইনজীবী বলেন যে, এম্মা ট্রায়াল রুমে ট্রায়াল দেয়ার সময় সামান্য ভুল করে বসেন। যার ফলে উভয়পক্ষের মাঝে ভুলবুঝাবুঝি সৃষ্টি হয়।


♦ 7) Brad Maddox

▪ Fired For: দর্শকদের Pricks(কাঁটা) বলেছিলো।

▪ Brad Maddox, এই লিজেন্ডকে কে না চিনে 😜) তিনি WWE তে ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত কাজ করেছেন। একজন রেস্লার হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন রেফারী ও RAW GM) কিন্তু ২০১৫ তে হঠাৎ করে WWE জানায় যে, তারা তাকে বহিঃষ্কার করেছে। পরবর্তিতে Rolling Stone কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তাকে বহিঃষ্কার করা হয়েছিলো একটি ডার্ক ম্যাচে দর্শকদের Pricks(কাটা) বলার অপরাধে। 


♦ 6) Alberto Del Rio

▪ Fired for: ব্যাকস্টেজে অশোভনভাবে কথাবার্তা ও চলাফেরা

▪ WWE ২০১৪ সালে প্রথম বারের মত Alberto কে বহিঃষ্কার করে। যার কারন হিসেবে উল্লেখ করা হয় অশোভনীয় আচরন। ঘটনাটির সূত্রপাত হয় ব্যাকস্টেজে এক কর্মচারীর সাথে। যেখানে ডেল রিও নাকি ওই কর্মকর্তাকে নিয়ে বর্ণবিদ্বেষ কৌতুক করে। আর ব্যাপারটা ভিন্স এর কানে যাওয়া মাত্রই তাকে বহিঃষ্কার করা হয়। কিন্তু ডেল রিও এর মতে, ওই কর্মকর্তা নাকি অন্য সবাইকে নিয়ে কৌতুক করতো তাই তাকে শিক্ষা দেয়ার জন্য তিনি এমন করেছিলেন। অবশ্য তাকে পরের বছরি আবার ফিরিয়ে আনা হয়।


♦ 5) Finlay 

▪ Fired For: সম্মানহীনকর সেগমেন্ট তৈরি

▪ Finlay হচ্ছে সাবেক WWE United States Champion এবং পরবর্তিতে তিনি WWE এর একজন ফুল-টাইম ট্রেইনার হিসেবে যোগ দেন। ২০১১ সালে WWE তাকে বহিঃষ্কার করেন। ঘটনাটির সূত্রপাত হয় মিজ কে নিয়ে। তখন আমারিকার জাতীয় সংগীত বাজতেছিল এবং Finlay মিজ কে তার মাঝেই মিজের থিম সং সহ এন্ট্রি করায়। যার ফলে সমগ্র ইউনিভার্স ক্ষেপে যায় এবং ভিন্স তাকে বহিঃষ্কার করেন।


♦ 4) Mr. Perfect

▪ Fired for: ব্রকের সাথে বিমানে মারামারি

▪এটাছিলো WWE এর ইতিহাসের অন্যতম জঘন্য একটি ঘটনা। যেখানে Mr Perfect Curt Henning এক বিমানে ব্রক লেজনার এর সাথে মারামারি করতে শুরু করেন এবং ব্যাপারটা এতই গুরুতর পর্যায়ে চলে যায় যে, পাইলট বিমান কে লেন্ড করাতে বাধ্য হয়। এই ঘটানার পর তাৎক্ষনিক ভাবে Henning কে বহিঃষ্কার করা হয়।


♦ 3) Daniel Bryan

▪ Fired For: Justin Robarts এর টাই নিয়ে তার সাথে ফাইজলামি।

▪ আমাদের অনেকেরি মনে আছে যখন NEXUS RAW তে ৭ই জুলাই ২০১১ তে সবাইকে আক্রমণ করে। যেখানে এক গ্রুপ সিনাকে মারতে থাকে এবং আরেক গ্রুপ রিং সাইডে ধ্বংসযজ্ঞ চালায়। যেখানে উপস্থিত ছিলো WWE এর রিং আনাউন্সার জাস্টিন রবার্টস। সেখানে ব্রায়ান, রবার্টস এর টাই নিয়ে টানাটানি করে, যা ছিলো স্ক্রিপ্ট বহির্ভূত। তাই ব্রায়ান কে এই অশোভনীয় কাজটি করার জন্য সাময়িক ভাবে বহিঃষ্কার করা হয়।


♦ 2) Jim Ross

▪ Fired for: WWE প্যানেল খুলে একত্রে সেখানে মধ্যপ অবস্থায় ব্যাক্তিগত কথা বলা।

▪ Jim Ross একটি প্যানেল খুলেছিলেন WWE2K14 গেমস এর সুপারস্টার দের নাম বলার জন্য। সেখানে রিক ফ্লেয়ার ও উপস্থিত ছিলেন। এবং তারা দুইজন মাতাল অবস্থায় বেশ কিছু অভ্যন্তরীণ কথা বলে ফেলে যার জন্য ভিন্স বাধ্য হয়ে জিম রস কে বহিঃষ্কার করেন। কারন এই ধরনের কার্যকলাপ ছিলো কম্পানির রুলস বহির্ভূত।


♦ 1) Nailz

▪ Fired For: Vince MicMahon কে অপমান করা

▪ Nailz হচ্ছে ৮০-৯০ দশকের রেস্লার। তাকে ফায়ার্ড করা হয়েছিলো ব্যাকস্টেজে ভিন্স কে অপমান করার জন্য। ব্রিট হার্ট এক সাক্ষাৎকারে বলেন যে, তিনি পুরা ঘটনাটি দেখেননি কিন্তু দর্জার অপর পাশে থেকে শুনেছিলেন যে, Nailz ভিন্স এর সাথে চিৎকার করে কথা বলতেছিলো। Nailz নাকি ভিন্স কে আক্রমণ করে বসেন এবং পুলিশ এর কাছে রিপোর্ট করেন যে, ভিন্স তাকে সেক্সুয়াল ব্যাপার নিয়ে অপমান করেন। এই ঘটনার সাথে সাথেই তাকে বহিঃষ্কার করা হয়।