আপনি কি জানেন? শতকরা 65 জন লোক WWE দেখা ছেড়ে দিয়েছে এর বাজে স্টোরিলাইন + বুকিংয়ের কারণে?

হ্যাঁ আসলেই তাই, স্ক্রিপ্ট রাইটাররা যেমন ঠিকমতো ব্যবহার করতে পারছে না রেসলারদের তেমনি বৈচিত্র্য আনতে পারছে না স্টোরিলাইনেও! এই পিজি বা মডার্ন এরা যাই বলেন না কেন, এই এরার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি entertaining মনে হয়েছে Seth Rollins'র championship reigns'র সময়টুকু। এরপর ঘুরেফিরে দেখানো হয়েছে সেই একই কাহিনী যাতে বিরক্ত হয়ে অনেকে WWE-ত্যাগ করেছে!

তবে আশার বাণী হচ্ছে, ইদানীং ক্রিয়েটিভ প্যানেল বেশ কয়েকটা ভাল স্টোরিলাইন একসঙ্গে শুরু করতে চলেছে বা করেছে, যেটা একই সঙ্গে ভিউয়ার্স ও রেটিং বাড়বে। চলুন সেইসব নিয়েই আলোচনা করা যাক।


• Cruserweight Division aka 205 Live : 

এই ডিভিশনটা নিয়ে আগে যেমন বলেছি, এখনো সেটার বিপরীত বলবো না। নতুন রেসলারদের সঙ্গে খুব সহজে খাপ খাওয়াতে পারিনি আমরা, সেটা বুকিংয়ের জন্যই হোক বা অন্যকিছু। মাঝখানে Neville আর Austin Aries কে আনলেও যথাযথ ব্যবহার করতে পারেনি। Austin Aries তো লিভই নিয়েছে, এখন শোনা যাচ্ছে Neville-ও চাচ্ছে WWE যেন তাকে রিলিজ করে দেয়! তবে এই ডিভিশনে হীরার খনি হয়ে এসেছে Enzo Amore । তাকে এই ডিভিশনে আনার পর রেটিং + ভিউয়ার্স যেরকম বেড়েছে সেটা ক্রিয়েটিভ প্যানেলও ভাবতে পারেনি। তাছাড়া আগের চেয়ে এখন এই ডিভিশনের স্টোরিলাইন খুবই দর্শক টানছে যেটার একটা প্রমাণ- RAW'র মেইন ইভেন্ট হচ্ছে Cruserweight Division (Y) । আশা করি ক্রিয়েটিভ প্যানেল এভাবেই এই স্টোরিলাইন চালিয়ে যাবে এবং স্ক্রিপ্টে জলঘোলা করবে না।


• New Day vs The Usos (Behalf of Tag Team Division) : 

WWE'র ট্যাগ টিম ডিভিশন নিয়ে অনেকেই বিরক্ত ছিল। এত ভাল ভাল ট্যাগ টিম, কিন্তু তারপরও ম্যাচগুলো হচ্ছে একেকটা 'Toilet Break' টাইপের! RAW'র ট্যাগ টিম তো বটেই, SmackDown'র অবস্থাও একই ছিল। অবশেষে WWE'র ট্যাগ টিম ডিভিশন আলোর মুখ দেখে SummerSlam পিপিভিতে। যেখানে অসাধারণ ম্যাচে Ambrollins হারায় The Bar-কে । এদিকে The Usos-New Day'র ম্যাচগুলো একেকটা মাস্টার পিস টাইপের হচ্ছে। বিশেষ করে এই HIAC পিপিভির ম্যাচটা। অনেকে আগে থেকেই বলছিল, The New Day-The Usos ম্যাচটা মেইন ইভেন্ট ডিজার্ভ করে আর সেই কথাকে সত্যি করে আসলেই মেইন ইভেন্ট টাইপের একটা ম্যাচ আমাদের উপহার দিলো তারা। Hats off to them & also hats off to the creative panel ।

এছাড়া অন্যান্য ট্যাগ টিমগুলোর ক্ষেত্রেও একই বুকিং আশা করছি।


• Sami Zayn's Heel Turn : 

WWE'র ইতিহাসে Most Shocking 10 Heel Turn'র একটা লিস্ট তৈরি করলে সেখানে অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই থাকবে এই Sami Zayn'র নাম। Sami Zayn-কে নিয়ে এরকম একটা প্ল্যান করতে পারে ক্রিয়েটিভ প্যানেল, কেউই ভাবতে পারেনি। IWC'র অনেকে এই টপিকটা নিয়ে তর্কাতর্কিতে ব্যস্ত। আর আমার মতে বাংলাদেশের লোকেরা Sami-কে নতুনভাবে আবিষ্কার করেছে। Sami যে হীল হিসেবে পার্ফেক্ট রোল প্লে করবে সেটা আজকের SmackDown-এই বুঝা গেছে। What if Sami Zayn & Kevin Owens make a team? এককথায় জোস হবে। জাস্ট ভাবুন একবার। এই দুইজনকে টিমআপ করিয়ে ট্যাগ টিম ডিভিশন আরো স্ট্রং করা হবে বলেই মনে হচ্ছে। 


• The Shield's Re-Union : 

2012 সালে The Shield ডেবিউ করে। এরপর এই Shield-কে কেন্দ্র করেই নানা ঘটনা ঘটেছে। তখনকার স্টোরিলাইনেও কোনো বিরক্তি ছিল না। এরপর 2014 সালে ব্রেক হয় আর আস্তে আস্তে স্টোরিলাইনও নেতিয়ে পড়ে। তবুও Seth Rollins আর Dean Ambrose চেষ্টা করেছিল সেটা ধরে রাখার। তাদের ফিউডের কথা সবারই মনে আছে। এরপর Dean Ambrose-কে বাদ দিয়ে Seth Rollins-কে চ্যাম্পিয়ন বানিয়ে একটি ভাল সূচনা হয়েছিল, কিন্তু Seth'র ইঞ্জুরির কারণে সেটা আর কন্টিনিউ হয়নি। এখন আবার রিইউনিয়ন হয়েছে তারা, তবে শুধুমাত্র একটি রাতের জন্য। আগের মতো হয়তো তাদের আর যাকেতাকে attack করতে দেখা যাবে না এবং একসাথে ম্যাচ খেলতেও বেশি দেখা যাবে না। তবুও চাইবো এই রিইউনিয়নকে কেন্দ্র করে যে স্টোরিলাইন সৃষ্টি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে :) ।

আপনাদের কথা বাদ দিলাম, বকর-বকর করে আমার নিজেরই অবস্থা নাজেহাল :3 তাই আর বিন্দুমাত্র কথা না বাড়িয়ে পোস্টের এখানেই ইতি দিলাম ।
• লেখক ঃ Ashraf Mahmud Oytizha

WWE-তে বৈচিত্র্য আনতে পারে যেসব স্টোরিলাইন...


আপনি কি জানেন? শতকরা 65 জন লোক WWE দেখা ছেড়ে দিয়েছে এর বাজে স্টোরিলাইন + বুকিংয়ের কারণে?

হ্যাঁ আসলেই তাই, স্ক্রিপ্ট রাইটাররা যেমন ঠিকমতো ব্যবহার করতে পারছে না রেসলারদের তেমনি বৈচিত্র্য আনতে পারছে না স্টোরিলাইনেও! এই পিজি বা মডার্ন এরা যাই বলেন না কেন, এই এরার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি entertaining মনে হয়েছে Seth Rollins'র championship reigns'র সময়টুকু। এরপর ঘুরেফিরে দেখানো হয়েছে সেই একই কাহিনী যাতে বিরক্ত হয়ে অনেকে WWE-ত্যাগ করেছে!

তবে আশার বাণী হচ্ছে, ইদানীং ক্রিয়েটিভ প্যানেল বেশ কয়েকটা ভাল স্টোরিলাইন একসঙ্গে শুরু করতে চলেছে বা করেছে, যেটা একই সঙ্গে ভিউয়ার্স ও রেটিং বাড়বে। চলুন সেইসব নিয়েই আলোচনা করা যাক।


• Cruserweight Division aka 205 Live : 

এই ডিভিশনটা নিয়ে আগে যেমন বলেছি, এখনো সেটার বিপরীত বলবো না। নতুন রেসলারদের সঙ্গে খুব সহজে খাপ খাওয়াতে পারিনি আমরা, সেটা বুকিংয়ের জন্যই হোক বা অন্যকিছু। মাঝখানে Neville আর Austin Aries কে আনলেও যথাযথ ব্যবহার করতে পারেনি। Austin Aries তো লিভই নিয়েছে, এখন শোনা যাচ্ছে Neville-ও চাচ্ছে WWE যেন তাকে রিলিজ করে দেয়! তবে এই ডিভিশনে হীরার খনি হয়ে এসেছে Enzo Amore । তাকে এই ডিভিশনে আনার পর রেটিং + ভিউয়ার্স যেরকম বেড়েছে সেটা ক্রিয়েটিভ প্যানেলও ভাবতে পারেনি। তাছাড়া আগের চেয়ে এখন এই ডিভিশনের স্টোরিলাইন খুবই দর্শক টানছে যেটার একটা প্রমাণ- RAW'র মেইন ইভেন্ট হচ্ছে Cruserweight Division (Y) । আশা করি ক্রিয়েটিভ প্যানেল এভাবেই এই স্টোরিলাইন চালিয়ে যাবে এবং স্ক্রিপ্টে জলঘোলা করবে না।


• New Day vs The Usos (Behalf of Tag Team Division) : 

WWE'র ট্যাগ টিম ডিভিশন নিয়ে অনেকেই বিরক্ত ছিল। এত ভাল ভাল ট্যাগ টিম, কিন্তু তারপরও ম্যাচগুলো হচ্ছে একেকটা 'Toilet Break' টাইপের! RAW'র ট্যাগ টিম তো বটেই, SmackDown'র অবস্থাও একই ছিল। অবশেষে WWE'র ট্যাগ টিম ডিভিশন আলোর মুখ দেখে SummerSlam পিপিভিতে। যেখানে অসাধারণ ম্যাচে Ambrollins হারায় The Bar-কে । এদিকে The Usos-New Day'র ম্যাচগুলো একেকটা মাস্টার পিস টাইপের হচ্ছে। বিশেষ করে এই HIAC পিপিভির ম্যাচটা। অনেকে আগে থেকেই বলছিল, The New Day-The Usos ম্যাচটা মেইন ইভেন্ট ডিজার্ভ করে আর সেই কথাকে সত্যি করে আসলেই মেইন ইভেন্ট টাইপের একটা ম্যাচ আমাদের উপহার দিলো তারা। Hats off to them & also hats off to the creative panel ।

এছাড়া অন্যান্য ট্যাগ টিমগুলোর ক্ষেত্রেও একই বুকিং আশা করছি।


• Sami Zayn's Heel Turn : 

WWE'র ইতিহাসে Most Shocking 10 Heel Turn'র একটা লিস্ট তৈরি করলে সেখানে অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই থাকবে এই Sami Zayn'র নাম। Sami Zayn-কে নিয়ে এরকম একটা প্ল্যান করতে পারে ক্রিয়েটিভ প্যানেল, কেউই ভাবতে পারেনি। IWC'র অনেকে এই টপিকটা নিয়ে তর্কাতর্কিতে ব্যস্ত। আর আমার মতে বাংলাদেশের লোকেরা Sami-কে নতুনভাবে আবিষ্কার করেছে। Sami যে হীল হিসেবে পার্ফেক্ট রোল প্লে করবে সেটা আজকের SmackDown-এই বুঝা গেছে। What if Sami Zayn & Kevin Owens make a team? এককথায় জোস হবে। জাস্ট ভাবুন একবার। এই দুইজনকে টিমআপ করিয়ে ট্যাগ টিম ডিভিশন আরো স্ট্রং করা হবে বলেই মনে হচ্ছে। 


• The Shield's Re-Union : 

2012 সালে The Shield ডেবিউ করে। এরপর এই Shield-কে কেন্দ্র করেই নানা ঘটনা ঘটেছে। তখনকার স্টোরিলাইনেও কোনো বিরক্তি ছিল না। এরপর 2014 সালে ব্রেক হয় আর আস্তে আস্তে স্টোরিলাইনও নেতিয়ে পড়ে। তবুও Seth Rollins আর Dean Ambrose চেষ্টা করেছিল সেটা ধরে রাখার। তাদের ফিউডের কথা সবারই মনে আছে। এরপর Dean Ambrose-কে বাদ দিয়ে Seth Rollins-কে চ্যাম্পিয়ন বানিয়ে একটি ভাল সূচনা হয়েছিল, কিন্তু Seth'র ইঞ্জুরির কারণে সেটা আর কন্টিনিউ হয়নি। এখন আবার রিইউনিয়ন হয়েছে তারা, তবে শুধুমাত্র একটি রাতের জন্য। আগের মতো হয়তো তাদের আর যাকেতাকে attack করতে দেখা যাবে না এবং একসাথে ম্যাচ খেলতেও বেশি দেখা যাবে না। তবুও চাইবো এই রিইউনিয়নকে কেন্দ্র করে যে স্টোরিলাইন সৃষ্টি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে :) ।

আপনাদের কথা বাদ দিলাম, বকর-বকর করে আমার নিজেরই অবস্থা নাজেহাল :3 তাই আর বিন্দুমাত্র কথা না বাড়িয়ে পোস্টের এখানেই ইতি দিলাম ।
• লেখক ঃ Ashraf Mahmud Oytizha