সবার প্রথমে বলে রাখি এটি আমার শেষ পোস্ট। না একেবারের জন্য নয়, আমার কিছু ব্যক্তিগত কারণ ও পরীক্ষার কারণে ২ মাসের জন্য আপনাদের থেকে লীভ নিচ্ছি। তাই সবাইকে বলে রাখি আমার আগের পোস্টগুলোর মাধ্যমে যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন এবং প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। :)

WWE Smackdown Live এর পরবর্তী পিপিভি হচ্ছে Hell In A Cell। এই পিপিভির সবথেকে মূল আকর্ষণ হচ্ছে Hell In A Cell Match। কিন্তু এই ম্যাচ ছাড়াও সেট করা হয়েছে কিছু অসাধারণ ম্যাচ। তাহলে চলুন দেখি নেই এই পিপিভির ফাইনাল ম্যাচ কার্ড এবং আমার প্রেডিকশন :-

 • Kick-Off Show •

♦ Shelton Benjamin & Chad Gable v/s The Hype Bros

এই ম্যাচটি হবে মেইন শো হওয়ার আগে অর্থাৎ কিক অফ শো তে। এই ম্যাচ নিয়ে তেমন কিছু বলব না।নতুন টিম হিসেবে ম্যাচটি জিততে চলেছে Shelton Benjamin & Chad Gable 👏👏

♣ Pick: Shelton Benjamin & Chad Gable

 • MAIN SHOW •

♦ Bobby Roode v/s Dolph

এটা হতে পারে মেইন শো এর প্রথম ম্যাচ। খুব শীঘ্রই WWE এর সাথে কন্টাক্ট শেষ হতে চলেছে Dolph এর। আর এটাই হতে পারে তার শেষ ম্যাচ। আর যেহেতু কিছুদিন আগে WWE এর মেইন রোস্টারে ডেবিউ করে Roode তাই সে যে পুশ পাবে এটাই বাস্তব। তাই এই ম্যাচটি জিততে চলেছে The Glorious। 

♣ Pick: Bobby Roode

♦ Randy Orton v/s Rusev

জানি যে, Summer Slam এ Rusev কে ক্লিনলি মাত্র একটি RKO দিয়ে ম্যাচ জিতেছিলো Randy। তাই এই ম্যাচটি জিততে পারে Rusev আর ম্যাচটিতে ডিস্ট্রাক্ট করতে পারে Aiden English। 

♣ Pick: Rusev

♦ Natalya© v/s Charlotte Flair, For WWE Smackdown Live Women's Championship

প্রায় ৬ বছর পরে সম্প্রতি Summer Slam এ একটি টাইটেল জিতে Natalya। আর SD তে ড্রাফট হওয়ার পর থেকে কোনো মেজর টাইটেল পুশ পান নি Charlotte। তাই এই ম্যাচে তার জেতার চান্স একটু বেশি। কিন্তু আবার এই ম্যাচে নিজের MITB ক্যাশ ইন করতে পারে Carmella। 

♣ Pick: Charlotte Flair 50% & Carmella 50%। If Charlotte Wins She Will Be Our New SD Women's Champion & If Carmella Wins She Will Be Our New Champion

♦ The New Day© v/s The Usos, For WWE SD Tag Team Title Inside Hell In A Cell

প্রায় কয়েকমাস যাবত তাদের এই ফিউডটি চলছে, এই ম্যাচের মাধ্যমেই তাদের ফিউডের সমাপ্তি হতে পারে। আর যেহেতু WWE ম্যানেজমেন্ট New Day এর জন্য বড় কিছুর আয়োজন করছে তাই এই ম্যাচে হয়তো তাদের টাইটেল রিটেইন করিয়ে অন্য কারো সাথে ফিউডে ঢুকানো হবে New Day কে।

♣ Pick: The New Day (Still WWE Smackdown Live Tag Team Champions)

♦ Jinder Mahal© (With Singh Brothers) v/s Shinsuke Nakamura, For WWE Chmapionship

এই ম্যাচটি যে এই পিপিভির একটি লো কোয়ালিটির ম্যাচ হবে এটা সবার জানা। কেননা এর কারণ আপনারা Jinder এর আগের ম্যাচ গুলো দেখলেই বুঝবেন। পাশে যখন আছে Singh Brothers তার মানে তাদের এন্টারফেয়ার আবশ্যক যা Jinder এর জন্য প্লাস পয়েন্ট। তাছাড়া WWE ডিসেম্বরে India Tour এ যাবে আর এর আগ মুহূর্ত পর্যন্ত সেই থাকতে চলেছে WWE Champion। আর একটি রুমোর মতে, Hideo Itami WWE কন্টাক্ট সাইন করেছে আর তার ডেবিউ হতে পারে এই ম্যাচটিতে। আর এসে সে Nakamura কে অ্যাটাক করবে যার ফলে তাদের ফিউডের সুত্রপাত হতে পারে।

♣ Pick: Jinder Mahal (Still WWE Champion)

 • MAIN EVENT •

♦ Shane McMahon v/s Kevin Owens Inside Hell In A Cell

মূলত এই ম্যাচটির সুত্রপাত ঘটে Summer Slam এর পরে। কিন্তু এই ম্যাচের আবাশ পাওয়া যাচ্ছিলো সেই Summer Slam এর আগ থেকে। আর এটি কাল সত্যি হতে চলেছে। সব দিক থেকে দেখলে, ম্যাচটি জিততে চলেছে Kevin Owens। কেননা তার এই ম্যাচটির মাধ্যমেই সুত্রপাত হতে পারে আরেকটি ম্যাচের। তা না হয় পরেই দেখা যাবে। আর এর কারণ হচ্ছে Shane এর চেয়ে Kevin সব দিক থেকে Fit & Perfect। আর WWE এর রুমোর মতে, ম্যাচটিতে এন্টারফেয়ার করতে পারে Sami Zayn আর সে এসে Shane কে অ্যাটাক করে তার হিল টার্ন করতে পারে। আর সেই সুযোগেই ম্যাচটি জিততে পারে Kevin Owens। আর তাছাড়াও Owens এর মতো একজন রেসলারের সাথে Hell In A Cell ম্যাচ জেতা মোটেও সহজ নয়।

♣ Pick: Kevin Owens


এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং কিছু ওয়েবসাইটের নিউজের ভিত্তিতে বলা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। 👏👏

আবার বলছি সবাই ভালো থাকবেন।

Website: The 434, The 434 Elite, Ringside News & Cageside Seats

 • SCHEDULE •

• WWE Hell in a Cell ২০১৭ সময়সূচী -

৯ অক্টোবর, ২০১৭ (সোমবার) - ভোর ৬.০০ মিনিট (লাইভ)
৯ অক্টোবর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.৩০ মিনিট
১১ অক্টোবর, ২০১৭ (বুধবার) - রাত ৯.৩০ মিনিট 
১৫ অক্টোবর, ২০১৭ (রবিবার) - দুপুর ২.৩০ মিনিট


(টিভিতে লাইভ সম্প্রচার করা হবে না। পুনঃপ্রচার দেখাবে শুধুমাত্র টেন ১/টেন ১ HD-তে।)


ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ MD Tanvir Islam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

Hell In A Cell ২০১৭ : ম্যাচকার্ড, প্রেডিকশন, সময়সূচী।


সবার প্রথমে বলে রাখি এটি আমার শেষ পোস্ট। না একেবারের জন্য নয়, আমার কিছু ব্যক্তিগত কারণ ও পরীক্ষার কারণে ২ মাসের জন্য আপনাদের থেকে লীভ নিচ্ছি। তাই সবাইকে বলে রাখি আমার আগের পোস্টগুলোর মাধ্যমে যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন এবং প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। :)

WWE Smackdown Live এর পরবর্তী পিপিভি হচ্ছে Hell In A Cell। এই পিপিভির সবথেকে মূল আকর্ষণ হচ্ছে Hell In A Cell Match। কিন্তু এই ম্যাচ ছাড়াও সেট করা হয়েছে কিছু অসাধারণ ম্যাচ। তাহলে চলুন দেখি নেই এই পিপিভির ফাইনাল ম্যাচ কার্ড এবং আমার প্রেডিকশন :-

 • Kick-Off Show •

♦ Shelton Benjamin & Chad Gable v/s The Hype Bros

এই ম্যাচটি হবে মেইন শো হওয়ার আগে অর্থাৎ কিক অফ শো তে। এই ম্যাচ নিয়ে তেমন কিছু বলব না।নতুন টিম হিসেবে ম্যাচটি জিততে চলেছে Shelton Benjamin & Chad Gable 👏👏

♣ Pick: Shelton Benjamin & Chad Gable

 • MAIN SHOW •

♦ Bobby Roode v/s Dolph

এটা হতে পারে মেইন শো এর প্রথম ম্যাচ। খুব শীঘ্রই WWE এর সাথে কন্টাক্ট শেষ হতে চলেছে Dolph এর। আর এটাই হতে পারে তার শেষ ম্যাচ। আর যেহেতু কিছুদিন আগে WWE এর মেইন রোস্টারে ডেবিউ করে Roode তাই সে যে পুশ পাবে এটাই বাস্তব। তাই এই ম্যাচটি জিততে চলেছে The Glorious। 

♣ Pick: Bobby Roode

♦ Randy Orton v/s Rusev

জানি যে, Summer Slam এ Rusev কে ক্লিনলি মাত্র একটি RKO দিয়ে ম্যাচ জিতেছিলো Randy। তাই এই ম্যাচটি জিততে পারে Rusev আর ম্যাচটিতে ডিস্ট্রাক্ট করতে পারে Aiden English। 

♣ Pick: Rusev

♦ Natalya© v/s Charlotte Flair, For WWE Smackdown Live Women's Championship

প্রায় ৬ বছর পরে সম্প্রতি Summer Slam এ একটি টাইটেল জিতে Natalya। আর SD তে ড্রাফট হওয়ার পর থেকে কোনো মেজর টাইটেল পুশ পান নি Charlotte। তাই এই ম্যাচে তার জেতার চান্স একটু বেশি। কিন্তু আবার এই ম্যাচে নিজের MITB ক্যাশ ইন করতে পারে Carmella। 

♣ Pick: Charlotte Flair 50% & Carmella 50%। If Charlotte Wins She Will Be Our New SD Women's Champion & If Carmella Wins She Will Be Our New Champion

♦ The New Day© v/s The Usos, For WWE SD Tag Team Title Inside Hell In A Cell

প্রায় কয়েকমাস যাবত তাদের এই ফিউডটি চলছে, এই ম্যাচের মাধ্যমেই তাদের ফিউডের সমাপ্তি হতে পারে। আর যেহেতু WWE ম্যানেজমেন্ট New Day এর জন্য বড় কিছুর আয়োজন করছে তাই এই ম্যাচে হয়তো তাদের টাইটেল রিটেইন করিয়ে অন্য কারো সাথে ফিউডে ঢুকানো হবে New Day কে।

♣ Pick: The New Day (Still WWE Smackdown Live Tag Team Champions)

♦ Jinder Mahal© (With Singh Brothers) v/s Shinsuke Nakamura, For WWE Chmapionship

এই ম্যাচটি যে এই পিপিভির একটি লো কোয়ালিটির ম্যাচ হবে এটা সবার জানা। কেননা এর কারণ আপনারা Jinder এর আগের ম্যাচ গুলো দেখলেই বুঝবেন। পাশে যখন আছে Singh Brothers তার মানে তাদের এন্টারফেয়ার আবশ্যক যা Jinder এর জন্য প্লাস পয়েন্ট। তাছাড়া WWE ডিসেম্বরে India Tour এ যাবে আর এর আগ মুহূর্ত পর্যন্ত সেই থাকতে চলেছে WWE Champion। আর একটি রুমোর মতে, Hideo Itami WWE কন্টাক্ট সাইন করেছে আর তার ডেবিউ হতে পারে এই ম্যাচটিতে। আর এসে সে Nakamura কে অ্যাটাক করবে যার ফলে তাদের ফিউডের সুত্রপাত হতে পারে।

♣ Pick: Jinder Mahal (Still WWE Champion)

 • MAIN EVENT •

♦ Shane McMahon v/s Kevin Owens Inside Hell In A Cell

মূলত এই ম্যাচটির সুত্রপাত ঘটে Summer Slam এর পরে। কিন্তু এই ম্যাচের আবাশ পাওয়া যাচ্ছিলো সেই Summer Slam এর আগ থেকে। আর এটি কাল সত্যি হতে চলেছে। সব দিক থেকে দেখলে, ম্যাচটি জিততে চলেছে Kevin Owens। কেননা তার এই ম্যাচটির মাধ্যমেই সুত্রপাত হতে পারে আরেকটি ম্যাচের। তা না হয় পরেই দেখা যাবে। আর এর কারণ হচ্ছে Shane এর চেয়ে Kevin সব দিক থেকে Fit & Perfect। আর WWE এর রুমোর মতে, ম্যাচটিতে এন্টারফেয়ার করতে পারে Sami Zayn আর সে এসে Shane কে অ্যাটাক করে তার হিল টার্ন করতে পারে। আর সেই সুযোগেই ম্যাচটি জিততে পারে Kevin Owens। আর তাছাড়াও Owens এর মতো একজন রেসলারের সাথে Hell In A Cell ম্যাচ জেতা মোটেও সহজ নয়।

♣ Pick: Kevin Owens


এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং কিছু ওয়েবসাইটের নিউজের ভিত্তিতে বলা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। 👏👏

আবার বলছি সবাই ভালো থাকবেন।

Website: The 434, The 434 Elite, Ringside News & Cageside Seats

 • SCHEDULE •

• WWE Hell in a Cell ২০১৭ সময়সূচী -

৯ অক্টোবর, ২০১৭ (সোমবার) - ভোর ৬.০০ মিনিট (লাইভ)
৯ অক্টোবর, ২০১৭ (সোমবার) - সন্ধ্যা ৬.৩০ মিনিট
১১ অক্টোবর, ২০১৭ (বুধবার) - রাত ৯.৩০ মিনিট 
১৫ অক্টোবর, ২০১৭ (রবিবার) - দুপুর ২.৩০ মিনিট


(টিভিতে লাইভ সম্প্রচার করা হবে না। পুনঃপ্রচার দেখাবে শুধুমাত্র টেন ১/টেন ১ HD-তে।)


ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ MD Tanvir Islam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU