প্রো রেসলিংয়ের সাথে সামোয়ানদের অনেক পুরানো সম্পর্ক আছে। সামোয়ান বংশের মধ্যে থেকে আগেও অনেক জনপ্রিয় ও সফল রেসলাররা এসেছে, এবং বর্তমানেও অনেক সামোয়ানরা সারা বিশ্বের বিভিন্ন রেসলিং প্রমোশনে রাজত্ব করছে। আগের এবং বর্তমানের কিছু জনপ্রিয় রেসলারদের নাম হচ্ছে: The Rock, Rikishi, Yokozuna, Umaga, The Usos, Samoa Joe, Roman Reigns 

প্রো রেসলিং, রাগবি, ফুটবল এ ধরনের স্পোর্টসের জন্য সামোয়ানদের জিন একদম পার্ফেক্ট। তারা বংশগতভাবেই অনেক শক্তিশালী এবং দীর্ঘদেহী হয়। এবং সামোয়ান বংশ থেকে যেমন অনেক সফল রেসলাররা এসেছে, তেমনি অনেক সফল রাগবি এবং ফুটবল খেলোয়াররাও এসেছে। কিন্তু সবকিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে, যেটা সামোয়ানদের ক্ষেত্রেও প্রযোজ্য। শক্তি বেশি হবার পাশাপাশি তাদের বংশে একপ্রকার অভিশাপও আছে, যেটা হচ্ছে অতিরিক্ত মোটাত্ব।

এক গবেষণায় প্রায় ৫০০০ সামোয়ানদের উপর গবেষণা করে গবেষকরা তাদের দেহে একটা বিশেষ জিন খুজে পায়, যেটা তাদের দেহে অতিরিক্ত মোটাত্বের জন্য দায়ী। তারা এটাও জানতে পারে যে, এই বিশেষ জিনটির ফলে তাদের ওজন বৃদ্ধির হার অন্যদের থেকে প্রায় দেড় গুণ বেশি হয়! অর্থাৎ একজন ৩০ বর বয়সী, ৬ ফুট উচ্চতার ১২০ কেজি ওজনের সাধারণ মানুষ যে পরিমাণ খাবার গ্রহন করলে তার ওজন কয়েক মাসের মধ্যে ১০ কেজি বৃদ্ধি পাবে, একই বয়সের, একই উচ্চতার এবং একই ওজনের একজন সামোয়ান সেই পরিমাণ খাবার গ্রহন করলে ঐ একই সময়ের মধ্যে তার ওজন ১৫ কেজি বৃদ্ধি পাবে!

আর এ বাড়তি ওজনবৃদ্ধির হার নিয়ে নিজের শরীরের আকৃতি ঠিক রাখা সামোয়ানদের জন্য অনেক চ্যালেন্জিং একটা কাজ, ফলে সামোয়ানদের মধ্যে থেকে আমরা অনেক ভাল ভাল অ্যাথলেট পেলেও খুব বেশি বডিবিল্ডার পাইনি। আমার জানা মতে একমাত্র The Rock এর বডি শেপই খুব ভাল। তাও সে যেই মারাত্বক ডায়েটিং প্ল্যান অনুসরণ করে, তা সবাই অনুসরণ করতে পারবে না।

Rikishi, Umaga, Yokozuna, Samoa Joe, Sika এরা সবাই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা। The Usos, Haku, Roman Reigns ও খুব বেশি ভালো বডি শেপের অধিকারী না। তাদের দেহ স্লিম, কিন্তু খুব সুগঠিত না। এখন আমি এটা বলবনা যে এ কারণেই Roman, Shield এ থাকাকালীন বুলেটপ্রুফ ভেস্টের মত দেখতে যে জিনিসটা পরতে, সেটা এখনও পরে, কারণ সেটা মূল কারণ না। তবে এটা ঠিক যে Roman এর বডি শেপ John Cena, Hulk Hogan, The Rock এর মত অতটা সুগঠিতও না।

তবে বডি শেপ ভাল না হওয়াটাই যদি একমাত্র সমস্যা হত, তাহলেও ভালই ছিল। কিন্তু এর ফলে তাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বেড়ে গিয়েছে। জিনগত সমস্যার কারণে তাদের BMI এর মান অন্যদের তুলনায় খুব বেশি হয়। BMI হচ্ছে দেহের ওজন ও উচ্চতার একটা অনুপাত, এমান একটা সীমা অতিক্রম করলে একজন মানুষের মৃত্যঝুঁকি অনেক বেড়ে যায়, যার ফলে তারা অল্প বয়সে মৃত্যুবরণ করে। Yokozuna, Umaga এবং সর্বশেষ Rosey একমাত্র এই কারণেই মৃত্যুবরণ করে। অন্যদিকে Nia Jax, Rikishi, Samoa Joe এরাও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওজন কমাতে না পারলে তাদের প্রাণগুলাও খুব শীঘ্রই ঝড়ে যাবে।

এই একটি কারণেই অনেক সামোয়ানরাই তাদের ৪০তম জন্মদিন পর্যন্তও বেঁচে থাকতে পারে না, এর আগেই তারা মারা যায়। Yokozona ও Umaga দুটি অন্যতম উদাহরণ। যেখানে কিছু রেসলাররা ৫০ বছর বয়সেও রেসলিং করে, সেখানে হতভাগা কিছু সামোয়ানরা ৪০ বছর পূর্ণ করার আগেই মারা যায়। আমাদের আনন্দ দিতে তারা নিজেদেরকে এভাবে ঝুঁকির মুখে ফেলে দেয়, আর তারা ৪০ বছরও বেঁচে থাকে না। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক।
• লেখকঃ Sabbir Rahman Leon‎

সামোয়ান বংশের অভিশাপ : স্থুলকায়তা !


প্রো রেসলিংয়ের সাথে সামোয়ানদের অনেক পুরানো সম্পর্ক আছে। সামোয়ান বংশের মধ্যে থেকে আগেও অনেক জনপ্রিয় ও সফল রেসলাররা এসেছে, এবং বর্তমানেও অনেক সামোয়ানরা সারা বিশ্বের বিভিন্ন রেসলিং প্রমোশনে রাজত্ব করছে। আগের এবং বর্তমানের কিছু জনপ্রিয় রেসলারদের নাম হচ্ছে: The Rock, Rikishi, Yokozuna, Umaga, The Usos, Samoa Joe, Roman Reigns 

প্রো রেসলিং, রাগবি, ফুটবল এ ধরনের স্পোর্টসের জন্য সামোয়ানদের জিন একদম পার্ফেক্ট। তারা বংশগতভাবেই অনেক শক্তিশালী এবং দীর্ঘদেহী হয়। এবং সামোয়ান বংশ থেকে যেমন অনেক সফল রেসলাররা এসেছে, তেমনি অনেক সফল রাগবি এবং ফুটবল খেলোয়াররাও এসেছে। কিন্তু সবকিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে, যেটা সামোয়ানদের ক্ষেত্রেও প্রযোজ্য। শক্তি বেশি হবার পাশাপাশি তাদের বংশে একপ্রকার অভিশাপও আছে, যেটা হচ্ছে অতিরিক্ত মোটাত্ব।

এক গবেষণায় প্রায় ৫০০০ সামোয়ানদের উপর গবেষণা করে গবেষকরা তাদের দেহে একটা বিশেষ জিন খুজে পায়, যেটা তাদের দেহে অতিরিক্ত মোটাত্বের জন্য দায়ী। তারা এটাও জানতে পারে যে, এই বিশেষ জিনটির ফলে তাদের ওজন বৃদ্ধির হার অন্যদের থেকে প্রায় দেড় গুণ বেশি হয়! অর্থাৎ একজন ৩০ বর বয়সী, ৬ ফুট উচ্চতার ১২০ কেজি ওজনের সাধারণ মানুষ যে পরিমাণ খাবার গ্রহন করলে তার ওজন কয়েক মাসের মধ্যে ১০ কেজি বৃদ্ধি পাবে, একই বয়সের, একই উচ্চতার এবং একই ওজনের একজন সামোয়ান সেই পরিমাণ খাবার গ্রহন করলে ঐ একই সময়ের মধ্যে তার ওজন ১৫ কেজি বৃদ্ধি পাবে!

আর এ বাড়তি ওজনবৃদ্ধির হার নিয়ে নিজের শরীরের আকৃতি ঠিক রাখা সামোয়ানদের জন্য অনেক চ্যালেন্জিং একটা কাজ, ফলে সামোয়ানদের মধ্যে থেকে আমরা অনেক ভাল ভাল অ্যাথলেট পেলেও খুব বেশি বডিবিল্ডার পাইনি। আমার জানা মতে একমাত্র The Rock এর বডি শেপই খুব ভাল। তাও সে যেই মারাত্বক ডায়েটিং প্ল্যান অনুসরণ করে, তা সবাই অনুসরণ করতে পারবে না।

Rikishi, Umaga, Yokozuna, Samoa Joe, Sika এরা সবাই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটা। The Usos, Haku, Roman Reigns ও খুব বেশি ভালো বডি শেপের অধিকারী না। তাদের দেহ স্লিম, কিন্তু খুব সুগঠিত না। এখন আমি এটা বলবনা যে এ কারণেই Roman, Shield এ থাকাকালীন বুলেটপ্রুফ ভেস্টের মত দেখতে যে জিনিসটা পরতে, সেটা এখনও পরে, কারণ সেটা মূল কারণ না। তবে এটা ঠিক যে Roman এর বডি শেপ John Cena, Hulk Hogan, The Rock এর মত অতটা সুগঠিতও না।

তবে বডি শেপ ভাল না হওয়াটাই যদি একমাত্র সমস্যা হত, তাহলেও ভালই ছিল। কিন্তু এর ফলে তাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বেড়ে গিয়েছে। জিনগত সমস্যার কারণে তাদের BMI এর মান অন্যদের তুলনায় খুব বেশি হয়। BMI হচ্ছে দেহের ওজন ও উচ্চতার একটা অনুপাত, এমান একটা সীমা অতিক্রম করলে একজন মানুষের মৃত্যঝুঁকি অনেক বেড়ে যায়, যার ফলে তারা অল্প বয়সে মৃত্যুবরণ করে। Yokozuna, Umaga এবং সর্বশেষ Rosey একমাত্র এই কারণেই মৃত্যুবরণ করে। অন্যদিকে Nia Jax, Rikishi, Samoa Joe এরাও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ওজন কমাতে না পারলে তাদের প্রাণগুলাও খুব শীঘ্রই ঝড়ে যাবে।

এই একটি কারণেই অনেক সামোয়ানরাই তাদের ৪০তম জন্মদিন পর্যন্তও বেঁচে থাকতে পারে না, এর আগেই তারা মারা যায়। Yokozona ও Umaga দুটি অন্যতম উদাহরণ। যেখানে কিছু রেসলাররা ৫০ বছর বয়সেও রেসলিং করে, সেখানে হতভাগা কিছু সামোয়ানরা ৪০ বছর পূর্ণ করার আগেই মারা যায়। আমাদের আনন্দ দিতে তারা নিজেদেরকে এভাবে ঝুঁকির মুখে ফেলে দেয়, আর তারা ৪০ বছরও বেঁচে থাকে না। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক।
• লেখকঃ Sabbir Rahman Leon‎