WWE এর Current Top Guy Roman Reigns!তিনি এই New Era কে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। তাই তিনি অন্যসব Wrestler দের থেকে একটু বেশিই Push পেতেন। তবে অবাক করা বিষয় হলো Roman Reigns ২০০ দিনেরও বেশিসময় ধরে Title বিহীন রয়েছেন!এটার কারণ ঠিক কি তা আমিও জানি না। তবে আমার মনে হচ্ছে যে এইসবের মূলে রয়েছে Kurt Angle!অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে আমি এমনটা কেনো বলছি। Okay... ব্যাপারটা Clear করছি!

Kurt Angle যখন Monday Night Raw এর নতুন General Manager হলো তখন একবার এক Interview তে তাকে Roman Reigns এর Push সমন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে -Roman কে খুব তাড়াতাড়ি Push দেওয়া হচ্ছে। তাকে ধীরে ধীরে Push দেওয়া উচিৎ ছিল ইত্যাদি । এছাড়াও তিনি Roman Reigns কে Poor Kid বলেও আখ্যায়িত করেন। 

• তার ভাষায় -“Yeah that poor kid, he got the short end of the stick. When it comes down to it, it’s really not his fault. I’m not discrediting the WWE, I think they’ve done a fabulous job of pushing this kid. But I think the fans like to see the 'going through the ringer'. US Title, Intercontinental Title, King Of The Ring, then the WWE Title. I think Roman kind of stepped up there right away and became the main eventer, main evented Wrestlemania literally a year after The Shield broke up. I think it was partly that, but you can’t deny his talent. The kid's great in the ring!”

এখন সবার কাছে Maybe বিষয়টি Clear হয়ে গিয়েছে। তিনি Roman Reigns এর খুব জলদি Push পাওয়ায় Negative Reaction দিয়েছেন। তাই হয়তোবা Kurt Angle এর জন্যই Roman Reigns আগের থেকে কম Push পাচ্ছে। কারণ তিনি বর্তমানে Raw এর General Manager। Stephenie McMahon এর অনুপস্থিতে তিনি পুরো RAW Control করেছেন। Kurt Angle চাচ্ছেন যে Roman Reigns কে কিছুদিন Title Reign থেকে এবং PPV এর ম্যাচে জিতে যাওয়ার থেকেও দূরে রেখে Boo টা কমানো (Maybe)!যদি এমনটা হয়ে থাকে তাহলে বলতেই হবে Kurt Angle Business এ অনেক সফল!

এই ব্যাপারে কোনো News বেড়িয়েছে কিনা জানিনা। সম্পূর্ণ আমার মতামতটি প্রকাশ করলাম। আজকের জন্য 'Good Bye'!
• লেখক ঃ ‎Tasfik Hasan

Roman Reigns আগের থেকে কম পুশ পাচ্ছেন কেন ?


WWE এর Current Top Guy Roman Reigns!তিনি এই New Era কে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। তাই তিনি অন্যসব Wrestler দের থেকে একটু বেশিই Push পেতেন। তবে অবাক করা বিষয় হলো Roman Reigns ২০০ দিনেরও বেশিসময় ধরে Title বিহীন রয়েছেন!এটার কারণ ঠিক কি তা আমিও জানি না। তবে আমার মনে হচ্ছে যে এইসবের মূলে রয়েছে Kurt Angle!অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে আমি এমনটা কেনো বলছি। Okay... ব্যাপারটা Clear করছি!

Kurt Angle যখন Monday Night Raw এর নতুন General Manager হলো তখন একবার এক Interview তে তাকে Roman Reigns এর Push সমন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে -Roman কে খুব তাড়াতাড়ি Push দেওয়া হচ্ছে। তাকে ধীরে ধীরে Push দেওয়া উচিৎ ছিল ইত্যাদি । এছাড়াও তিনি Roman Reigns কে Poor Kid বলেও আখ্যায়িত করেন। 

• তার ভাষায় -“Yeah that poor kid, he got the short end of the stick. When it comes down to it, it’s really not his fault. I’m not discrediting the WWE, I think they’ve done a fabulous job of pushing this kid. But I think the fans like to see the 'going through the ringer'. US Title, Intercontinental Title, King Of The Ring, then the WWE Title. I think Roman kind of stepped up there right away and became the main eventer, main evented Wrestlemania literally a year after The Shield broke up. I think it was partly that, but you can’t deny his talent. The kid's great in the ring!”

এখন সবার কাছে Maybe বিষয়টি Clear হয়ে গিয়েছে। তিনি Roman Reigns এর খুব জলদি Push পাওয়ায় Negative Reaction দিয়েছেন। তাই হয়তোবা Kurt Angle এর জন্যই Roman Reigns আগের থেকে কম Push পাচ্ছে। কারণ তিনি বর্তমানে Raw এর General Manager। Stephenie McMahon এর অনুপস্থিতে তিনি পুরো RAW Control করেছেন। Kurt Angle চাচ্ছেন যে Roman Reigns কে কিছুদিন Title Reign থেকে এবং PPV এর ম্যাচে জিতে যাওয়ার থেকেও দূরে রেখে Boo টা কমানো (Maybe)!যদি এমনটা হয়ে থাকে তাহলে বলতেই হবে Kurt Angle Business এ অনেক সফল!

এই ব্যাপারে কোনো News বেড়িয়েছে কিনা জানিনা। সম্পূর্ণ আমার মতামতটি প্রকাশ করলাম। আজকের জন্য 'Good Bye'!
• লেখক ঃ ‎Tasfik Hasan