WWE বর্তমানে দুইটি ব্র্যান্ডে বিভক্ত যার একটি হচ্ছে Smackdown Live এবং অপরটি হচ্ছে RAW। দুটি রোস্টারের জন্যই বরাদ্দ আছে একটি করে আলাদা আলাদা মেজর টাইটেল ও নিজস্ব নিজস্ব ট্যাগ টাইটেল & ওমেন্স চ্যাম্পিয়নশিপ। দুটি রোস্টারই সুপারস্টার দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। সম্প্রতি WWE আয়োজন করেছিলো The Biggest Event Of Summer 'SUMMER SLAM'। এটা শেষ হবার পর আর কোনো পেপার ভিউ এখন পর্যন্ত WWE তে অনুষ্ঠিত হয় নি। কিন্তু হতে আবার বাকিও নেই। কেননা আসছে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে RAW Brand Exclusive Pay Per View "NO MERCY"

সকল পিপিভির মতো এখানেও অ্যাড করা হয়েছে কিছু অসাধারণ ম্যাচ। যার মধ্যে অন্যতম দুটি ম্যাচ হলো John Cena v/s Roman Reigns & Brock Lesnar v/s Braun Strowman, For WWE Universal Championship ♦

কিন্তু বাকি ম্যাচগুলোও যে ফেলে দেবার মতো তা নয়। আরো কয়েকটি ম্যাচ আছে যেগুলো মন কাড়বে WWE ফ্যানদের। যার মধ্যে একটি হবে RAW Tag Title এর জন্যে। যেখানে পার্টিসিপেট করবে দুইটি ট্যাগ টিম। একদিকে Ambrose এর সাথে টিমআপ করবে তার ফরমার শিল্ড ব্রাদার Seth Rollins & অপরদিকে আছে Sheamus & Cesaro। দুইটি টিমই একে অপরের সাথে ক্ল্যাশ করার জন্য প্রস্তুত। এখন শুধু অপেক্ষা No Mercy পিপিভির। আর আজ আপনাদের মাঝে আলোচনা করব এই SUMMER SLAM রিম্যাচটি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

যে দুইটি টিমের মাঝে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তার দুই টিমই WWE তে প্রায় নতুন। কেননা, একদিকে গত বছরের এই সময়ে যখন ফিউড করছিলো Sheamus & Cesaro তারাই এই বছরে এখনকার সময়ের আলোচিত একটি ট্যাগ টিম, ব্যাপারটা আসলেই অন্য মাত্রার বিষয়। তারা প্রথমবার নিজেদের নামে ট্যাগ টাইটেল হাসিল করে গত বছরের ROADBLOC'এ The New Day এর বিপক্ষে টাইটেল ম্যাচ জেতার মাধ্যমে। তখন তারা ফেস হিসেবে রেসলিং করলেও ক্রমের দ্বারার সাথে সাথেই তার পরিবর্তন হয়েছে এখন তারা WWE RAW রোস্টারের একটা ব্লাডি হিল ট্যাগ টিম। অপরদিকে, Ambrose & Rollins হলো ফরমার শিল্ড ব্রাদার। WWE তে শিল্ড স্টেবলটি আগমন করেছিলো ২০১২ সালে কিন্তু তাদের টিমটিকে ব্রেক করানো হয় ২০১৪ সালে। এরপর থেকে আর কখনই Ambrose & Rollins একসাথে টিমআপ করে ম্যাচ খেলে নি কিন্তু এই বছরের সুপারস্টার শেকআপের পরে যখন Ambrose SD থেকে ড্রাফট হয়ে RAW তে আসে তখন থেকেই তাদের দুজনের মাঝে কিছু ক্যামিস্ট্রি লক্ষ করা গিয়েছিলো। পরবর্তী সময়ে তারা দুজনেই আবার একসাথে টিমআপ করে সম্প্রতি হয়ে যাওয়া SUMMER SLAM এ ট্যাগ টাইটেলের জন্য ম্যাচ খেলে। আর সবাইকে অবাক করিয়ে দিয়ে, প্রথমবারের মতো হয়ে যায় WWE RAW Tag Team Champions

সুতরাং এখানে ক্লিয়ার যে Ambrose & Rollins এই ম্যাচে নিজেদের টাইটেল ডিফেন্ড করবে Sheamus & Cesaro এর বিপক্ষে। রুমর অনুযায়ী, ম্যাচটি জিততে চলেছে Dean Ambrose & Seth Rollins। কেননা, WWE ক্রিয়েটিভ প্যানেল এতো তাড়াতাড়ি তাদের দ্বারা টাইটেল হাতবদল করবে না। আর পাশাপাশি আরো রুমর আছে যে, আসছে সময়ে SURVIVOR SERIES এ এই ম্যাচটি হতে পারে ফোর ওয়ে। কেননা, ক্রিয়েটিভ প্যানেল এই টাইটেলটিকে নিয়ে আরো বড় কিছু করার প্লান করছে। 

So First Of All My Pick Goes To, Dean Ambrose & Seth Rollins Retains His Title & Still WWE RAW Tag Team Champions 👏👏

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। 
• লেখক ঃ MD Tanvir Islam

ম্যাচ প্রিভিউ : Dean & Seth v/s Sheamus & Cesaro


WWE বর্তমানে দুইটি ব্র্যান্ডে বিভক্ত যার একটি হচ্ছে Smackdown Live এবং অপরটি হচ্ছে RAW। দুটি রোস্টারের জন্যই বরাদ্দ আছে একটি করে আলাদা আলাদা মেজর টাইটেল ও নিজস্ব নিজস্ব ট্যাগ টাইটেল & ওমেন্স চ্যাম্পিয়নশিপ। দুটি রোস্টারই সুপারস্টার দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। সম্প্রতি WWE আয়োজন করেছিলো The Biggest Event Of Summer 'SUMMER SLAM'। এটা শেষ হবার পর আর কোনো পেপার ভিউ এখন পর্যন্ত WWE তে অনুষ্ঠিত হয় নি। কিন্তু হতে আবার বাকিও নেই। কেননা আসছে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে RAW Brand Exclusive Pay Per View "NO MERCY"

সকল পিপিভির মতো এখানেও অ্যাড করা হয়েছে কিছু অসাধারণ ম্যাচ। যার মধ্যে অন্যতম দুটি ম্যাচ হলো John Cena v/s Roman Reigns & Brock Lesnar v/s Braun Strowman, For WWE Universal Championship ♦

কিন্তু বাকি ম্যাচগুলোও যে ফেলে দেবার মতো তা নয়। আরো কয়েকটি ম্যাচ আছে যেগুলো মন কাড়বে WWE ফ্যানদের। যার মধ্যে একটি হবে RAW Tag Title এর জন্যে। যেখানে পার্টিসিপেট করবে দুইটি ট্যাগ টিম। একদিকে Ambrose এর সাথে টিমআপ করবে তার ফরমার শিল্ড ব্রাদার Seth Rollins & অপরদিকে আছে Sheamus & Cesaro। দুইটি টিমই একে অপরের সাথে ক্ল্যাশ করার জন্য প্রস্তুত। এখন শুধু অপেক্ষা No Mercy পিপিভির। আর আজ আপনাদের মাঝে আলোচনা করব এই SUMMER SLAM রিম্যাচটি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

যে দুইটি টিমের মাঝে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তার দুই টিমই WWE তে প্রায় নতুন। কেননা, একদিকে গত বছরের এই সময়ে যখন ফিউড করছিলো Sheamus & Cesaro তারাই এই বছরে এখনকার সময়ের আলোচিত একটি ট্যাগ টিম, ব্যাপারটা আসলেই অন্য মাত্রার বিষয়। তারা প্রথমবার নিজেদের নামে ট্যাগ টাইটেল হাসিল করে গত বছরের ROADBLOC'এ The New Day এর বিপক্ষে টাইটেল ম্যাচ জেতার মাধ্যমে। তখন তারা ফেস হিসেবে রেসলিং করলেও ক্রমের দ্বারার সাথে সাথেই তার পরিবর্তন হয়েছে এখন তারা WWE RAW রোস্টারের একটা ব্লাডি হিল ট্যাগ টিম। অপরদিকে, Ambrose & Rollins হলো ফরমার শিল্ড ব্রাদার। WWE তে শিল্ড স্টেবলটি আগমন করেছিলো ২০১২ সালে কিন্তু তাদের টিমটিকে ব্রেক করানো হয় ২০১৪ সালে। এরপর থেকে আর কখনই Ambrose & Rollins একসাথে টিমআপ করে ম্যাচ খেলে নি কিন্তু এই বছরের সুপারস্টার শেকআপের পরে যখন Ambrose SD থেকে ড্রাফট হয়ে RAW তে আসে তখন থেকেই তাদের দুজনের মাঝে কিছু ক্যামিস্ট্রি লক্ষ করা গিয়েছিলো। পরবর্তী সময়ে তারা দুজনেই আবার একসাথে টিমআপ করে সম্প্রতি হয়ে যাওয়া SUMMER SLAM এ ট্যাগ টাইটেলের জন্য ম্যাচ খেলে। আর সবাইকে অবাক করিয়ে দিয়ে, প্রথমবারের মতো হয়ে যায় WWE RAW Tag Team Champions

সুতরাং এখানে ক্লিয়ার যে Ambrose & Rollins এই ম্যাচে নিজেদের টাইটেল ডিফেন্ড করবে Sheamus & Cesaro এর বিপক্ষে। রুমর অনুযায়ী, ম্যাচটি জিততে চলেছে Dean Ambrose & Seth Rollins। কেননা, WWE ক্রিয়েটিভ প্যানেল এতো তাড়াতাড়ি তাদের দ্বারা টাইটেল হাতবদল করবে না। আর পাশাপাশি আরো রুমর আছে যে, আসছে সময়ে SURVIVOR SERIES এ এই ম্যাচটি হতে পারে ফোর ওয়ে। কেননা, ক্রিয়েটিভ প্যানেল এই টাইটেলটিকে নিয়ে আরো বড় কিছু করার প্লান করছে। 

So First Of All My Pick Goes To, Dean Ambrose & Seth Rollins Retains His Title & Still WWE RAW Tag Team Champions 👏👏

এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। 
• লেখক ঃ MD Tanvir Islam