★ ১৯৭৪ সালের আজকের এই দিনে আমেরিকার একটি শহরে জন্ম গহণ করেন Matt Hardy, আজ উনার ৪৩ তম জন্মদিন। 

Many Many Happy Returns Of The Day Matt Hardy

চলুন উনার জন্মদিন উপলক্ষে উনার জীবনের কিছু অংশ গুলো একটু চোখ বুলিয়ে নেই-

• বিশ্বের সকল রেসলিং ভক্ত উনাকে উনার রিং নেম 'Matt Hardy' নামেই চিনেন। উনার রিয়েল নেম হচ্ছে 'Matthew Moore Hardy'। 

• উনি উনার রেসলিং ক্যারিয়ারের শুরুটা করেন ১৯৯২ সালে নিজের ছোট ভাই 'Jeff Hardy' কে সাথে নিয়ে। তারপর কিছু দিন ইন্ডি প্রমোশনে, কিছুদিন WCW তে এবং অবশেষে ১৯৯৪ সাল উনি উনার ভাই Jeff কে সাথে নিয়ে WWE এর সাথে চুক্তিবদ্ধ হন। এরপর TNA, ROH সহ আরো প্রমোশনে তিনি রেসলিং করে গেছেন। 

• উনি নিজের রেসলিং ক্যারেয়ারে একজন সফল ট্যাগ পার্টনার এবং ব্যাক্তিগত সিঙ্গেল ভাবেও একজন সফল রেসলার। উনি উনার সম্পূর্ণ ক্যারিয়ার মোট ৪৪ বার টাইটেল জিতেছেন, এর মধ্যে সকল রেসলিং প্রোমোশনে মোট ১২ বার ট্যাগ টাইটেল জিতেছেন। 
এছাড়াও তিনি হচ্ছেন Former ECW & TNA ওয়াল্ড চাম্পিয়ন। 

• উনি উনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন WWE & TNA থাকা অবস্থায়। WWE এর Attitude Era তে উনাদের ২ ভাইয়ের তৈরি 'The Hardy BoyZ' ছিল ট্যাগ ডিভিশনের প্রধান প্রাণ। ঐ সময় উনারা WWE এর ট্যাগ ডিভিশন মাতিয়ে রেখে বিশ্বের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। তারপর TNA তে থাকা অবস্থায় সিঙ্গেল ভাবে উনার 'Broken' গিমিক খুবই জনপ্রিয়তা অর্জন করেন। এরই সাথে Matt জিতেন "বর্ষ সেরা গিমিক ২০০২, ২০১৬"। 

• Matt তার ক্যারিয়ারে অনেক অসংখ্য সুন্দর ফিউড এবং সুন্দর ম্যাচ আমাদের উপহার দিয়েছেন। 
Wrestlemania ১৭,১৮ তে খেলেছেন বর্ষ সেরা ম্যাচ। 
এবং ২০০৫ সালে EDGE এর বিপক্ষে উপহার দিয়েছেন বর্ষ সেরা ফিউড। 

• ১৯৯৯ এর দিকে Matt এবং উনার ভাই Jeff মিলে নিজেস্ব একটি রেসলিং প্রমোশন ক্রিয়েট করেন। প্রমোশনটির নাম হচ্ছে OMEGA Wrestling। 
• লেখকঃ Niloy Ahmed

শুভ জন্মদিন : Matt Hardy


★ ১৯৭৪ সালের আজকের এই দিনে আমেরিকার একটি শহরে জন্ম গহণ করেন Matt Hardy, আজ উনার ৪৩ তম জন্মদিন। 

Many Many Happy Returns Of The Day Matt Hardy

চলুন উনার জন্মদিন উপলক্ষে উনার জীবনের কিছু অংশ গুলো একটু চোখ বুলিয়ে নেই-

• বিশ্বের সকল রেসলিং ভক্ত উনাকে উনার রিং নেম 'Matt Hardy' নামেই চিনেন। উনার রিয়েল নেম হচ্ছে 'Matthew Moore Hardy'। 

• উনি উনার রেসলিং ক্যারিয়ারের শুরুটা করেন ১৯৯২ সালে নিজের ছোট ভাই 'Jeff Hardy' কে সাথে নিয়ে। তারপর কিছু দিন ইন্ডি প্রমোশনে, কিছুদিন WCW তে এবং অবশেষে ১৯৯৪ সাল উনি উনার ভাই Jeff কে সাথে নিয়ে WWE এর সাথে চুক্তিবদ্ধ হন। এরপর TNA, ROH সহ আরো প্রমোশনে তিনি রেসলিং করে গেছেন। 

• উনি নিজের রেসলিং ক্যারেয়ারে একজন সফল ট্যাগ পার্টনার এবং ব্যাক্তিগত সিঙ্গেল ভাবেও একজন সফল রেসলার। উনি উনার সম্পূর্ণ ক্যারিয়ার মোট ৪৪ বার টাইটেল জিতেছেন, এর মধ্যে সকল রেসলিং প্রোমোশনে মোট ১২ বার ট্যাগ টাইটেল জিতেছেন। 
এছাড়াও তিনি হচ্ছেন Former ECW & TNA ওয়াল্ড চাম্পিয়ন। 

• উনি উনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন WWE & TNA থাকা অবস্থায়। WWE এর Attitude Era তে উনাদের ২ ভাইয়ের তৈরি 'The Hardy BoyZ' ছিল ট্যাগ ডিভিশনের প্রধান প্রাণ। ঐ সময় উনারা WWE এর ট্যাগ ডিভিশন মাতিয়ে রেখে বিশ্বের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। তারপর TNA তে থাকা অবস্থায় সিঙ্গেল ভাবে উনার 'Broken' গিমিক খুবই জনপ্রিয়তা অর্জন করেন। এরই সাথে Matt জিতেন "বর্ষ সেরা গিমিক ২০০২, ২০১৬"। 

• Matt তার ক্যারিয়ারে অনেক অসংখ্য সুন্দর ফিউড এবং সুন্দর ম্যাচ আমাদের উপহার দিয়েছেন। 
Wrestlemania ১৭,১৮ তে খেলেছেন বর্ষ সেরা ম্যাচ। 
এবং ২০০৫ সালে EDGE এর বিপক্ষে উপহার দিয়েছেন বর্ষ সেরা ফিউড। 

• ১৯৯৯ এর দিকে Matt এবং উনার ভাই Jeff মিলে নিজেস্ব একটি রেসলিং প্রমোশন ক্রিয়েট করেন। প্রমোশনটির নাম হচ্ছে OMEGA Wrestling। 
• লেখকঃ Niloy Ahmed