গত Raw এর রেটিং ছিল 2.15. যা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক রেটিং। যেরকম প্রেডিক্টেবল বুকিং দেয়া হচ্ছে তাতে মনে হয়না এর চেয়ে ভাল কিছু আশা করতে পারি আমরা। বাট কিছু জিনিস আছে যেগুলো করলে হয়তবা এই লজ্জাজনক রেটিংস থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।।

 ভিন্স ম্যাকম্যাহন আর কেভিন ডান এর মাথায় হয়ত লো রেটিংস নিয়ে আইডিয়া নেই, কিন্তু এখন রোস্টারে এমন অনেক প্লেয়ার আছে যারা এই রেটিং বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে।।।সেগুলোর মধ্যেই কিছু পয়েন্ট-আউট করলাম... 

1. Make Unpredictable Bookings : এখনকার সব বুকিং, ম্যাচ, পিপিভি প্রেডিক্টেবল। কেউ যদি নিয়মিত গত ১-২ মাস ও রেসলিং দেখে থাকে সে ও সহজেই ম্যাচ এর ফল প্রেডিক্ট করতে পারবে।আপকামিং পিপিভি টিএলসি এর কথাই বলি। এক ট্যাগ টিম টাইটেল বাদে আমরা সবাই জানি আর কোন টাইটেল হাতছাড়া হওয়ার কোন সুযোগ নেই। যখন পিপিভির আগেই সব উত্তেজনা বা থ্রিল শেষ হয়ে যায়, তালে কি রেটিংস ঘন্টা বাড়বে!!! কিছু আনপ্রেডিক্টেবল বুকিং করতে WWE এর টাইম হয়না, তারা এতটাই অলস!! মেইন টাইটেলটিকে নিয়েও বড় কিছু করতে পারছে না।।।

আচ্ছা যদি সারভাইবর সিরিজ এর আগের র তে সবাইকে অবাক করে দিয়ে রেইন্স হিল টার্ন করত বা টুর্নামেন্ট এ এম্ব্রোস যদি হিল টার্ন করত তবে খুব কি খারাপ হত?? 

যাই হোক, পুরনো কথা বাদ দেই। বর্তমানে কোথায় শেমাস এর মত ফিসিকাল একটা রেসলার কে দিয়ে ব্রল করাবে, তা না ব্যারেট, রুসেভ, ডেল রিও কে আপার কার্ডে আনল রেইন্স কে পুশ দিতে!!! কাম অন WWE, কয়েকটা ভাল বুকিং দিলে রেটিং নিয়ে আর চিন্তা করতে হবে না।।।

2. For God's Sake Bring Some Good Old Commentators : বর্তমান এর কমেন্টেটর গুলো অসম্ভব বোরিং।বিশেষ করে জেবিএল তো হরিবল এর উপরের টা!!! আর কোল খালি চিল্লানি ছাড়া আর কিচ্ছু পারেনা!  স্যাক্সটন, বুকার টি এর কথা বাদ ই দিলাম। 

ট্যাজ বা জিম রস কে দরকার এখন, যারা কমেন্টেরির মাধ্যমে ম্যাচ এর থ্রিল কে বহুগুণে বাড়িয়ে দিতে পারেন।যদিও মনে হয়না এমনটা হবে।তবুও যদি তাদের আনতে পারে তাহলে অসাধারণ হবে বলতে হয় না সেটা!!

3. Give Reigns a Diffirent Gimmick : জানি এই পয়েন্ট এর সাথে অনেকে একমত হবেন না, বাট সিরিয়াসলি রেইন্স এর গিমিক এ পরিবর্তন আনা টা আবশ্যক। তার বর্তমানেত এই সুপারম্যান টাইপ গিমিক টা ই কিন্তু তার প্রতি হেট এর প্রধাণ কারণ। এই সুপারম্যান গিমিক হাল্ক হোগ্যান, দ্য রক, জন সিনারর মত রেসলার দের ক্যারিয়ারেও একটা নিন্দনীয় অধ্যায়।।।

তাই আমার মনে হয়, তাকে হিল টার্ন করালে মন্দ হত না। কারণ? 

আপনারা যদি দ্য রক এর ফ্যান হয়ে থাকেন, তাহলে জেনে থাকবেন যে রক এর ক্যারিয়ারেও এরকম একটা অধ্যায় ছিল।তাকে কম্পানী তে আসার সাথে সাথে ই বেবিফেইস সুপারম্যান গিমিক দিয়ে দেয়া হয়।কিন্তু ফ্যানরা তাকে ঠিক ওভাবে মানতে পারেনি। ক্রমাগত বু এর শিকার হতেন তিনিও।এজন্য তাকে ১৯৯৮ সালে হিল টার্ন করানো হয়।আর তার পরের কাহিনী বলার দরকার নেই।দ্য রক এর ফ্যান ক্রেইজ সবারি জানা।

আর‍ যারা আমার সাথে একমত না, তাদের কাছে একটি প্রশ্ন। রেইন্স কে শিল্ড এ হিল থাকাকালীন কয়দিন অ্যারিনা ফাটানো বু পেতে দেখেছিলেন??

4. Give Push to Those Who deserves it Most : ডিন এম্ব্রোস,কেভিন ওয়েন্স, রুসেভ, ব্যারেট, কেইন, সিজারো, ডল্ফ যিগলার এদের যদি প্রত্যেককে সঠিকভাবে পুশ দেয়া হয় ও বুকিং দেয়া হয়, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবেনা...এরা প্রত্যেকেই রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করার যোগ্য।।।।

• ডিন এম্ব্রোস :

সবচেয়ে খারাপ লাগে ডিন এম্ব্রোস, ওয়েন্স আর সিজারোর জন্য। ডিন এম্ব্রোস, বর্তমান রোস্টারের খুব কম সংখ্যক রেসলার দের একজন যার খুবই হার্ডকোর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তার ফ্যান ক্রেইজ ঈর্ষনীয়। এটিটিউড এর কথা আর কি বলব!! স্টিভ অস্টিন v2.0। মাইক এও অসাধারণ। কিন্তু,
ভিন্সের এই লুনেটিক ব্যক্তিটিকে খুব সম্ভবত পছন্দ নয়। এনাকে যদি পুশ দেয়া হয় আমি লিখে দিতে পারি রেটিং এক ধাক্কায় উপরে উঠে যাবে।সবাই চায় যাতে মেইন ইভেন্টের রিংগুলো এম্ব্রোস এসাইলাম এ পরিণত হয়!!! টপ বেবিফেইস হয়ার জন্য রোস্টারে এনার চেয়ে যোগ্য আর কেউ ই নেই।

• কেভিন ওয়েন্স :

আর অন্যদিকে কেভিন ওয়েন্স, ইন্ডি রেসলিং এর ভক্ত যারা তার এই মানূষটিকে খুব ভাল করেই চিনেন।এনাকে ডাকা হত, " Worst Nightamre of Pro Wrestling" নামে।NXT তেও ডেবিউ মন্সটার রূপেই করেছিল, কিন্তু মেইন রোস্টারে সে একজন ছেচড়া চোর ছাড়া আর যেন কিছুই না!!

এলিমিনেশন চেম্বার এ কি ডেবিউ টা না করল, তারপর ই সিনার সাথে টানা হারিয়ে মোমেন্টাম টাকে থামিয়ে দেয়া হল। ইন্টারকন্টিনেন্টাল টাইটেল দেয়া হল ঠিকি, কিন্তু তাকে যেন ঠিক ভাবে ইউজ করতে পারছে না WWE। বিশেষ করে তার "Walk Owens Walk" গিমিক টা আমার কাছে জঘন্য লাগে। হিল হলেই কি ছেচড়া চোর হওয়া প্রয়োজন, প্রতি ম্যচে চিট করা প্রয়োজন, একজন ব্লাডি ব্রুটাল হিল বানানো টা কি খুব কঠিন!! তাকেও লিগ অফ নেশন্স (পড়ুন জবার) এ অন্তর্ভূক্ত করার প্ল্যান ছিল, ভাগ্য ভাল তখন তার ফ্লু হয় যার ফলে তাকে L.O.N এ ঢোকানো হয়নি।।।

• সিজারো, কেইন, ডেল রিও এবং অন্যান্য :

সিজারো, এই লোক টির মত দূর্ভাগা খুব কম ই আছে। যে মানুষ এর এন্ট্রি তে সারা এরিনা সিজারো সিজারো বলে চেচায়, ভিন্স এর মতে সে নাকি ফ্যান দের সাথে ঠিকমত কানেক্ট হতে পারেনা!! ট্যালেন্ট এর যদি সত্যি মূল্যায়ন থাকত, এখন পর্যন্ত ২-৩ বার ওয়ার্ল্ড চ্যাম্প থাকত এই লোকটি।।।

কেইন, ওয়্যাট ফ্যামিলির সাথে ফিউড এর পর কোথায় যেন চলে গেলেন। অথচ এই মন্সটার টা কে কি কোন ভাল বুকিং দেয়া যায়না!! আমরা টেকার কে হয়ত বা আর নিয়মিত পাবো না, বাট তার এই যোগ্য ভাই টিকে কি একেবারেই কাজে লাগানো যায় না!!!

এলবার্টো ডেল রিও, ডেল রিও কে খুবই বিবর্ণ লাগছে রিটার্ন এর পর। যেন আসল ডেল রিও কে AAA তেই ফেলে এসেছেন। আর জেব কোল্টার এর সাথে তো একেবারেই জমছে না। ইউএস টাইটেল নিয়েও খুব সুবিধা করতে পারছে না। আবার সেই পুরনো সোয়্যাগার - রিও ফিউড এর ও কোন অর্থ দেখছি না।কারণ সোয়্যাগার এখন পুশ মেশিন টাইপ, কিন্তু ডেল রিও কে এখন একটা জোস ফিউড ই ট্র্যাক এ নিয়ে আসতে পারে।

এছাড়াও ডল্ফ, টাইলার ব্রিজ, নেভিল, এদেরো ঠিকমত ইউজ করতে পারছে না। নেভিল এর মত হাই ফ্লায়ার খুব কম ই আসে। তাকে মেজর কোন ফিউড এই দেখতে পেলাম না।।

ব্রিজ, ডল্ফ কে প্লেবয় বানিয়ে রেখে দেওয়া হয়েছে। রুসেভ কেও আবার বোরিং স্টোরিলাইন এ আনছে বলে মনে হয়। একটা কথা, মিড কার্ড এর প্লেয়ারদের যদি আপনি ঠিকমত ইউজ না করতে পারেন, তাহলে আপারকার্ড ও সুবিধা করতে পারবেনা। এটাই সত্য।

যাই হোক, অনেক কিছুই বাদ দিলাম। বাট উপরের মত কিছু কাজ করলে আবার ও সেই রেপুটেশন এর কিছুকাংশ হয়ত ফিরে আসতে পারে।তবে এই।লজ্জাজনক কলংক কিভাবে মুছবে WWE??

সবাই ভাল থাকবেন। আশা করি পোস্ট টি ভাল লেগেছে।
ক্রেডিটঃ Sadman Raiyan

WWE এর ক্রমাগত লো রেটিং, এর কারণ ও সমাধান।


গত Raw এর রেটিং ছিল 2.15. যা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক রেটিং। যেরকম প্রেডিক্টেবল বুকিং দেয়া হচ্ছে তাতে মনে হয়না এর চেয়ে ভাল কিছু আশা করতে পারি আমরা। বাট কিছু জিনিস আছে যেগুলো করলে হয়তবা এই লজ্জাজনক রেটিংস থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।।

 ভিন্স ম্যাকম্যাহন আর কেভিন ডান এর মাথায় হয়ত লো রেটিংস নিয়ে আইডিয়া নেই, কিন্তু এখন রোস্টারে এমন অনেক প্লেয়ার আছে যারা এই রেটিং বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে।।।সেগুলোর মধ্যেই কিছু পয়েন্ট-আউট করলাম... 

1. Make Unpredictable Bookings : এখনকার সব বুকিং, ম্যাচ, পিপিভি প্রেডিক্টেবল। কেউ যদি নিয়মিত গত ১-২ মাস ও রেসলিং দেখে থাকে সে ও সহজেই ম্যাচ এর ফল প্রেডিক্ট করতে পারবে।আপকামিং পিপিভি টিএলসি এর কথাই বলি। এক ট্যাগ টিম টাইটেল বাদে আমরা সবাই জানি আর কোন টাইটেল হাতছাড়া হওয়ার কোন সুযোগ নেই। যখন পিপিভির আগেই সব উত্তেজনা বা থ্রিল শেষ হয়ে যায়, তালে কি রেটিংস ঘন্টা বাড়বে!!! কিছু আনপ্রেডিক্টেবল বুকিং করতে WWE এর টাইম হয়না, তারা এতটাই অলস!! মেইন টাইটেলটিকে নিয়েও বড় কিছু করতে পারছে না।।।

আচ্ছা যদি সারভাইবর সিরিজ এর আগের র তে সবাইকে অবাক করে দিয়ে রেইন্স হিল টার্ন করত বা টুর্নামেন্ট এ এম্ব্রোস যদি হিল টার্ন করত তবে খুব কি খারাপ হত?? 

যাই হোক, পুরনো কথা বাদ দেই। বর্তমানে কোথায় শেমাস এর মত ফিসিকাল একটা রেসলার কে দিয়ে ব্রল করাবে, তা না ব্যারেট, রুসেভ, ডেল রিও কে আপার কার্ডে আনল রেইন্স কে পুশ দিতে!!! কাম অন WWE, কয়েকটা ভাল বুকিং দিলে রেটিং নিয়ে আর চিন্তা করতে হবে না।।।

2. For God's Sake Bring Some Good Old Commentators : বর্তমান এর কমেন্টেটর গুলো অসম্ভব বোরিং।বিশেষ করে জেবিএল তো হরিবল এর উপরের টা!!! আর কোল খালি চিল্লানি ছাড়া আর কিচ্ছু পারেনা!  স্যাক্সটন, বুকার টি এর কথা বাদ ই দিলাম। 

ট্যাজ বা জিম রস কে দরকার এখন, যারা কমেন্টেরির মাধ্যমে ম্যাচ এর থ্রিল কে বহুগুণে বাড়িয়ে দিতে পারেন।যদিও মনে হয়না এমনটা হবে।তবুও যদি তাদের আনতে পারে তাহলে অসাধারণ হবে বলতে হয় না সেটা!!

3. Give Reigns a Diffirent Gimmick : জানি এই পয়েন্ট এর সাথে অনেকে একমত হবেন না, বাট সিরিয়াসলি রেইন্স এর গিমিক এ পরিবর্তন আনা টা আবশ্যক। তার বর্তমানেত এই সুপারম্যান টাইপ গিমিক টা ই কিন্তু তার প্রতি হেট এর প্রধাণ কারণ। এই সুপারম্যান গিমিক হাল্ক হোগ্যান, দ্য রক, জন সিনারর মত রেসলার দের ক্যারিয়ারেও একটা নিন্দনীয় অধ্যায়।।।

তাই আমার মনে হয়, তাকে হিল টার্ন করালে মন্দ হত না। কারণ? 

আপনারা যদি দ্য রক এর ফ্যান হয়ে থাকেন, তাহলে জেনে থাকবেন যে রক এর ক্যারিয়ারেও এরকম একটা অধ্যায় ছিল।তাকে কম্পানী তে আসার সাথে সাথে ই বেবিফেইস সুপারম্যান গিমিক দিয়ে দেয়া হয়।কিন্তু ফ্যানরা তাকে ঠিক ওভাবে মানতে পারেনি। ক্রমাগত বু এর শিকার হতেন তিনিও।এজন্য তাকে ১৯৯৮ সালে হিল টার্ন করানো হয়।আর তার পরের কাহিনী বলার দরকার নেই।দ্য রক এর ফ্যান ক্রেইজ সবারি জানা।

আর‍ যারা আমার সাথে একমত না, তাদের কাছে একটি প্রশ্ন। রেইন্স কে শিল্ড এ হিল থাকাকালীন কয়দিন অ্যারিনা ফাটানো বু পেতে দেখেছিলেন??

4. Give Push to Those Who deserves it Most : ডিন এম্ব্রোস,কেভিন ওয়েন্স, রুসেভ, ব্যারেট, কেইন, সিজারো, ডল্ফ যিগলার এদের যদি প্রত্যেককে সঠিকভাবে পুশ দেয়া হয় ও বুকিং দেয়া হয়, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবেনা...এরা প্রত্যেকেই রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করার যোগ্য।।।।

• ডিন এম্ব্রোস :

সবচেয়ে খারাপ লাগে ডিন এম্ব্রোস, ওয়েন্স আর সিজারোর জন্য। ডিন এম্ব্রোস, বর্তমান রোস্টারের খুব কম সংখ্যক রেসলার দের একজন যার খুবই হার্ডকোর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তার ফ্যান ক্রেইজ ঈর্ষনীয়। এটিটিউড এর কথা আর কি বলব!! স্টিভ অস্টিন v2.0। মাইক এও অসাধারণ। কিন্তু,
ভিন্সের এই লুনেটিক ব্যক্তিটিকে খুব সম্ভবত পছন্দ নয়। এনাকে যদি পুশ দেয়া হয় আমি লিখে দিতে পারি রেটিং এক ধাক্কায় উপরে উঠে যাবে।সবাই চায় যাতে মেইন ইভেন্টের রিংগুলো এম্ব্রোস এসাইলাম এ পরিণত হয়!!! টপ বেবিফেইস হয়ার জন্য রোস্টারে এনার চেয়ে যোগ্য আর কেউ ই নেই।

• কেভিন ওয়েন্স :

আর অন্যদিকে কেভিন ওয়েন্স, ইন্ডি রেসলিং এর ভক্ত যারা তার এই মানূষটিকে খুব ভাল করেই চিনেন।এনাকে ডাকা হত, " Worst Nightamre of Pro Wrestling" নামে।NXT তেও ডেবিউ মন্সটার রূপেই করেছিল, কিন্তু মেইন রোস্টারে সে একজন ছেচড়া চোর ছাড়া আর যেন কিছুই না!!

এলিমিনেশন চেম্বার এ কি ডেবিউ টা না করল, তারপর ই সিনার সাথে টানা হারিয়ে মোমেন্টাম টাকে থামিয়ে দেয়া হল। ইন্টারকন্টিনেন্টাল টাইটেল দেয়া হল ঠিকি, কিন্তু তাকে যেন ঠিক ভাবে ইউজ করতে পারছে না WWE। বিশেষ করে তার "Walk Owens Walk" গিমিক টা আমার কাছে জঘন্য লাগে। হিল হলেই কি ছেচড়া চোর হওয়া প্রয়োজন, প্রতি ম্যচে চিট করা প্রয়োজন, একজন ব্লাডি ব্রুটাল হিল বানানো টা কি খুব কঠিন!! তাকেও লিগ অফ নেশন্স (পড়ুন জবার) এ অন্তর্ভূক্ত করার প্ল্যান ছিল, ভাগ্য ভাল তখন তার ফ্লু হয় যার ফলে তাকে L.O.N এ ঢোকানো হয়নি।।।

• সিজারো, কেইন, ডেল রিও এবং অন্যান্য :

সিজারো, এই লোক টির মত দূর্ভাগা খুব কম ই আছে। যে মানুষ এর এন্ট্রি তে সারা এরিনা সিজারো সিজারো বলে চেচায়, ভিন্স এর মতে সে নাকি ফ্যান দের সাথে ঠিকমত কানেক্ট হতে পারেনা!! ট্যালেন্ট এর যদি সত্যি মূল্যায়ন থাকত, এখন পর্যন্ত ২-৩ বার ওয়ার্ল্ড চ্যাম্প থাকত এই লোকটি।।।

কেইন, ওয়্যাট ফ্যামিলির সাথে ফিউড এর পর কোথায় যেন চলে গেলেন। অথচ এই মন্সটার টা কে কি কোন ভাল বুকিং দেয়া যায়না!! আমরা টেকার কে হয়ত বা আর নিয়মিত পাবো না, বাট তার এই যোগ্য ভাই টিকে কি একেবারেই কাজে লাগানো যায় না!!!

এলবার্টো ডেল রিও, ডেল রিও কে খুবই বিবর্ণ লাগছে রিটার্ন এর পর। যেন আসল ডেল রিও কে AAA তেই ফেলে এসেছেন। আর জেব কোল্টার এর সাথে তো একেবারেই জমছে না। ইউএস টাইটেল নিয়েও খুব সুবিধা করতে পারছে না। আবার সেই পুরনো সোয়্যাগার - রিও ফিউড এর ও কোন অর্থ দেখছি না।কারণ সোয়্যাগার এখন পুশ মেশিন টাইপ, কিন্তু ডেল রিও কে এখন একটা জোস ফিউড ই ট্র্যাক এ নিয়ে আসতে পারে।

এছাড়াও ডল্ফ, টাইলার ব্রিজ, নেভিল, এদেরো ঠিকমত ইউজ করতে পারছে না। নেভিল এর মত হাই ফ্লায়ার খুব কম ই আসে। তাকে মেজর কোন ফিউড এই দেখতে পেলাম না।।

ব্রিজ, ডল্ফ কে প্লেবয় বানিয়ে রেখে দেওয়া হয়েছে। রুসেভ কেও আবার বোরিং স্টোরিলাইন এ আনছে বলে মনে হয়। একটা কথা, মিড কার্ড এর প্লেয়ারদের যদি আপনি ঠিকমত ইউজ না করতে পারেন, তাহলে আপারকার্ড ও সুবিধা করতে পারবেনা। এটাই সত্য।

যাই হোক, অনেক কিছুই বাদ দিলাম। বাট উপরের মত কিছু কাজ করলে আবার ও সেই রেপুটেশন এর কিছুকাংশ হয়ত ফিরে আসতে পারে।তবে এই।লজ্জাজনক কলংক কিভাবে মুছবে WWE??

সবাই ভাল থাকবেন। আশা করি পোস্ট টি ভাল লেগেছে।
ক্রেডিটঃ Sadman Raiyan