১৯৭৫ সালের আজকের দিনে ক্যানাডার অন্ট্যারিওর রিচমন্ড হিলে জন্মগ্রহন করেন "The Quintessential WWE Diva" খ্যাত সাবেক WWE ডিভা Trish Stratus। আজ এই ক্যানাডিয়ান ডিভার ৪০তম জন্মদিন। তার আসল নাম হল Patricia Anne Stratigeas।

ট্রিশ স্ট্রাটাসই হচ্ছে রেসলিং জগতের প্রথম নারী যিনি তার নিজস্ব বৈশিষ্ট্য, উপস্থাপনা আর শক্তিশালী সৌন্দর্যের মাধ্যমে রেসলিংয়ের নারী রেসলারদের একটি আলাদা জায়গা তৈরি করে দেন।

বর্তমান রেসলিংয়ের রিংয়ে দেখতে পাওয়া নারী রেসলারদের যে আকর্ষণীয় জৌলুস দেখা যায়, বিশেষ করে উব্লিউডব্লিউইতে, তার শুরুটা হয়েছিল এই রেসলিং ডিভার মাধ্যমেই। প্রথমে ট্রিশ তার কাজ রেসলিং ম্যানেজার হিসেবে শুরু করলেও রিংয়ের ভেতরে একবার পা পরানোর পরেই নিজের ভাগ্যকে জেনে গিয়েছিলেন তিনি। আর আপন করে নিয়েছিলেন রেসলিংকে।

আর সত্যিই হয়তো রেসলার হওয়ার জন্যই জন্ম হয়েছিল ট্রিশের। খুব দ্রুতই এ জগতের সবাইকে তাক লাগিয়ে দেন তিনি নিজের প্রতিভায়। একের পর এক সাতবার তিনি নারী চ্যাম্পিয়ন হিসেবে জয়ী হন আর আরও শক্ত করে গড়ে নেন রেসলিংকে নিজের একমাত্র আর শক্তিশালী অবস্থান হিসেবে। একের পর এক রেকর্ড গড়ে তোলেন সেসময় এই রেসলিং ডিভা।

উল্লেখ্যঃ আজকে আরও দুইজন রেসলারেরও জন্মদিন, তাদেরকে নিয়ে পরবর্তিতে পোস্ট করা হবে, সবশেষে থাকবেন সবচেয়ে বিখ্যাত রেসলারদের মধ্যে একজন। 

☻আজকে Trish Stratus এর ৪০ তম জন্মদিন।


১৯৭৫ সালের আজকের দিনে ক্যানাডার অন্ট্যারিওর রিচমন্ড হিলে জন্মগ্রহন করেন "The Quintessential WWE Diva" খ্যাত সাবেক WWE ডিভা Trish Stratus। আজ এই ক্যানাডিয়ান ডিভার ৪০তম জন্মদিন। তার আসল নাম হল Patricia Anne Stratigeas।

ট্রিশ স্ট্রাটাসই হচ্ছে রেসলিং জগতের প্রথম নারী যিনি তার নিজস্ব বৈশিষ্ট্য, উপস্থাপনা আর শক্তিশালী সৌন্দর্যের মাধ্যমে রেসলিংয়ের নারী রেসলারদের একটি আলাদা জায়গা তৈরি করে দেন।

বর্তমান রেসলিংয়ের রিংয়ে দেখতে পাওয়া নারী রেসলারদের যে আকর্ষণীয় জৌলুস দেখা যায়, বিশেষ করে উব্লিউডব্লিউইতে, তার শুরুটা হয়েছিল এই রেসলিং ডিভার মাধ্যমেই। প্রথমে ট্রিশ তার কাজ রেসলিং ম্যানেজার হিসেবে শুরু করলেও রিংয়ের ভেতরে একবার পা পরানোর পরেই নিজের ভাগ্যকে জেনে গিয়েছিলেন তিনি। আর আপন করে নিয়েছিলেন রেসলিংকে।

আর সত্যিই হয়তো রেসলার হওয়ার জন্যই জন্ম হয়েছিল ট্রিশের। খুব দ্রুতই এ জগতের সবাইকে তাক লাগিয়ে দেন তিনি নিজের প্রতিভায়। একের পর এক সাতবার তিনি নারী চ্যাম্পিয়ন হিসেবে জয়ী হন আর আরও শক্ত করে গড়ে নেন রেসলিংকে নিজের একমাত্র আর শক্তিশালী অবস্থান হিসেবে। একের পর এক রেকর্ড গড়ে তোলেন সেসময় এই রেসলিং ডিভা।

উল্লেখ্যঃ আজকে আরও দুইজন রেসলারেরও জন্মদিন, তাদেরকে নিয়ে পরবর্তিতে পোস্ট করা হবে, সবশেষে থাকবেন সবচেয়ে বিখ্যাত রেসলারদের মধ্যে একজন।