── এই সপ্তাহের Smackdown কিক-অফ করে WWE World Heavyweight চ্যাম্পিয়ন Roman Reigns সে রিঙে আসে ও তার চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতির কথা জানায়। 

সে আরও জানায় নিজের মেয়ের জন্মদিনে চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দই অন্যরকম। Roman জানায় তার মনে হয়না সে আর বেশিদিন WWE-তে থাকবে। Sheamus তাকে বাধা দেয় এবং জানায় তার চ্যাম্পিয়নশিপ Reign ৫ মিনিট ১৫ সেকেন্ডের চেয়েও বেশি ছিল। সে আরও বলে এই চ্যাম্পিয়নশিপ বেশিদিন Roman এর কাছে থাকবে না। “You look stupid” চ্যান্ট শুরু হয় এবং Sheamus দর্শকদের বলে "Respect the Hawk" 

Sheamus এরপর জানায় Roman এর বিরুদ্ধে তদন্ত চলছে। সুতরাং সে আজ কোন ম্যাচ খেলতে পারবে না এমনকি বিল্ডিং-এও থাকতে পারবে না। Sheamus তাকে চলে যেতে বলে কিন্তু Roman বলে Sheamus কে রিঙে এসে তাকে বের করতে। এরপর কয়েকজন সিকিউরিটি গার্ড আসে Roman কে বের করে দিতে কিন্তু তাদের সবাইকে আক্রমণ করে বসে Roman 

● WWE United States চ্যাম্পিয়ন Alberto Del Rio হারায় Ryback কে। ভাল একটি ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচ ছিল। ম্যাচের একসময় Del Rio কে Meathook দেয় Ryback এবং পরে Shellshock দিতে যায় কিন্তু হঠাত Rusev, Sheamus ও King Barrett আসে Ryback কে বিভ্রান্ত করতে আর সেই সুযোগে তাকে Cross Arm-Breaker দিয়ে ম্যাচ জিতে নেয় Del Rio 

ম্যাচ শেষে League of Nations আক্রমণ করে Ryback কে। এরপর Sheamus তাকে Brogue Kick দেয় এবং পরে Accolade সাবমিশন দেয় Rusev 

── ব্যাকস্টেজে Tyler Breeze ও Summer Rae কে দেখা যায় যেখানে Titus O’Neil এর সাথে ম্যাচ নিয়ে কথা বলে Breeze হঠাত পিছন থেকে Goldust আসে এবং Summer তার মুখে হেয়ার-স্প্রে মেরে বসে।

● Titus O’Neil হারায় Tyler Breeze কে। ম্যাচ চলাকালীন Goldust আসে এবং VIP Section এ Summer এর পাশে যেয়ে বসে। পরে Breeze এর Selfie Stick দিয়ে Selfie তুলতে থাকে Goldust আর সেই সুযোগে Breeze কে Clash of the Titus দিয়ে ম্যাচটি জিতে নেয় Titus 

── ব্যাকস্টেজে দেখা যায় Intercontinental চ্যাম্পিয়ন Dean Ambrose কে। সেখানে সে RAW-তে Kevin Owens এর আক্রমণ নিয়ে কথা বলে। 

── Bray Wyatt প্রোমো কাট করে।

● The Lucha Dragons হারায় ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স The New Day (Kofi Kingston ও Xavier Woods) কে। Sin Cara ও Kalisto প্রথমে কন্ট্রোল নেয় ম্যাচের। একপর্যায়ে trombone দিয়ে মারার চেষ্টা করেও ব্যর্থ হয় Big E এরপর Woods রেফারীকে বিভ্রান্ত করে এবং Sin Cara কে টেনে নিচে নামায় Big E Sin Cara তারপরও রিঙে ফিরে আসে এবং বাইরে থাকা Woods ও Big E-এর উপর ডাইভ দেয়। অন্যদিকে কর্নারে থাকা Kofi-কে Rollup দিয়ে ম্যাচ জিতে নেয় Kalisto

── ব্যাকস্টেজে দেখা যায় Dolph Ziggler কে। সে Kevin Owens কে নিয়ে কথা বলে। 

● Becky Lynch হারায় Brie Bella কে। ম্যাচে কমেন্ট্যারি বক্সে দেখা যায় Team BAD কে। দর্শকরা “We Want Sasha” চ্যান্ট করতে থাকে। 

ম্যাচ চলাকালীন WWE Divas চ্যাম্পিয়ন Charlotte আসে এবং Brie কে মেরে বসে করে যখন Becky রেফারির সাথে কথা বলছিল। পরে Becky সাবমিশন দিয়ে ম্যাচ জিতে নেয়। 

── ব্যাকস্টেজে দেখা যায় Charlotte ও Becky কে। Becky কে Upset দেখা যায় Charlotte ব্যবহারে। 

● মেইন ইভেন্টে Dolph Ziggler ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হারায় Kevin Owens কে। 

ম্যাচের বেশিরভাগ সময় Owens আধিপত্য ধরে রাখে। একপর্যায়ে Ziggler কে Pop-up Powerbomb দিতে গেলে Ziggler তাকে Superkick দিয়ে বসে। এরপর Owens ও Ziggler রিঙের বাইরে মারামারি করতে থাকে এবং Ziggler কে এ্যানাউন্স টেবিলের উপর ছুঁড়ে মারে আর Owens ডিসকোয়ালিফাই হয়ে যায়।

ম্যাচ শেষে Ziggler ফাইট ব্যাক করে কিন্তু Owens তাকে স্টিল স্টেপের উপর Pop-up Powerbomb মারতে যায় কিন্তু Dean Ambrose দৌড়ে আসে এবং ব্রল শুরু হয় দুজনের মাঝে। 

Owens কোনমতে সেখানে থেকে চুটে চলে যায়। পরে Ziggler কে চেক করতে যায় Ambrose কিন্তু উল্টো Ziggler তাকে Superkick দিয়ে বসে। Owens দূর থেকে তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং শো শেষ হয়। 

★কেমন লাগলো আপনাদেরকে আজকের স্মাকডাউন? 

• ক্রেডিট: Rakib Rayan Protik

★WWE SmackDown স্পইলার রেজাল্ট, ১৬ ডিসেম্বর ২০১৫


── এই সপ্তাহের Smackdown কিক-অফ করে WWE World Heavyweight চ্যাম্পিয়ন Roman Reigns সে রিঙে আসে ও তার চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতির কথা জানায়। 

সে আরও জানায় নিজের মেয়ের জন্মদিনে চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দই অন্যরকম। Roman জানায় তার মনে হয়না সে আর বেশিদিন WWE-তে থাকবে। Sheamus তাকে বাধা দেয় এবং জানায় তার চ্যাম্পিয়নশিপ Reign ৫ মিনিট ১৫ সেকেন্ডের চেয়েও বেশি ছিল। সে আরও বলে এই চ্যাম্পিয়নশিপ বেশিদিন Roman এর কাছে থাকবে না। “You look stupid” চ্যান্ট শুরু হয় এবং Sheamus দর্শকদের বলে "Respect the Hawk" 

Sheamus এরপর জানায় Roman এর বিরুদ্ধে তদন্ত চলছে। সুতরাং সে আজ কোন ম্যাচ খেলতে পারবে না এমনকি বিল্ডিং-এও থাকতে পারবে না। Sheamus তাকে চলে যেতে বলে কিন্তু Roman বলে Sheamus কে রিঙে এসে তাকে বের করতে। এরপর কয়েকজন সিকিউরিটি গার্ড আসে Roman কে বের করে দিতে কিন্তু তাদের সবাইকে আক্রমণ করে বসে Roman 

● WWE United States চ্যাম্পিয়ন Alberto Del Rio হারায় Ryback কে। ভাল একটি ব্যাক-এন্ড-ফোর্থ ম্যাচ ছিল। ম্যাচের একসময় Del Rio কে Meathook দেয় Ryback এবং পরে Shellshock দিতে যায় কিন্তু হঠাত Rusev, Sheamus ও King Barrett আসে Ryback কে বিভ্রান্ত করতে আর সেই সুযোগে তাকে Cross Arm-Breaker দিয়ে ম্যাচ জিতে নেয় Del Rio 

ম্যাচ শেষে League of Nations আক্রমণ করে Ryback কে। এরপর Sheamus তাকে Brogue Kick দেয় এবং পরে Accolade সাবমিশন দেয় Rusev 

── ব্যাকস্টেজে Tyler Breeze ও Summer Rae কে দেখা যায় যেখানে Titus O’Neil এর সাথে ম্যাচ নিয়ে কথা বলে Breeze হঠাত পিছন থেকে Goldust আসে এবং Summer তার মুখে হেয়ার-স্প্রে মেরে বসে।

● Titus O’Neil হারায় Tyler Breeze কে। ম্যাচ চলাকালীন Goldust আসে এবং VIP Section এ Summer এর পাশে যেয়ে বসে। পরে Breeze এর Selfie Stick দিয়ে Selfie তুলতে থাকে Goldust আর সেই সুযোগে Breeze কে Clash of the Titus দিয়ে ম্যাচটি জিতে নেয় Titus 

── ব্যাকস্টেজে দেখা যায় Intercontinental চ্যাম্পিয়ন Dean Ambrose কে। সেখানে সে RAW-তে Kevin Owens এর আক্রমণ নিয়ে কথা বলে। 

── Bray Wyatt প্রোমো কাট করে।

● The Lucha Dragons হারায় ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স The New Day (Kofi Kingston ও Xavier Woods) কে। Sin Cara ও Kalisto প্রথমে কন্ট্রোল নেয় ম্যাচের। একপর্যায়ে trombone দিয়ে মারার চেষ্টা করেও ব্যর্থ হয় Big E এরপর Woods রেফারীকে বিভ্রান্ত করে এবং Sin Cara কে টেনে নিচে নামায় Big E Sin Cara তারপরও রিঙে ফিরে আসে এবং বাইরে থাকা Woods ও Big E-এর উপর ডাইভ দেয়। অন্যদিকে কর্নারে থাকা Kofi-কে Rollup দিয়ে ম্যাচ জিতে নেয় Kalisto

── ব্যাকস্টেজে দেখা যায় Dolph Ziggler কে। সে Kevin Owens কে নিয়ে কথা বলে। 

● Becky Lynch হারায় Brie Bella কে। ম্যাচে কমেন্ট্যারি বক্সে দেখা যায় Team BAD কে। দর্শকরা “We Want Sasha” চ্যান্ট করতে থাকে। 

ম্যাচ চলাকালীন WWE Divas চ্যাম্পিয়ন Charlotte আসে এবং Brie কে মেরে বসে করে যখন Becky রেফারির সাথে কথা বলছিল। পরে Becky সাবমিশন দিয়ে ম্যাচ জিতে নেয়। 

── ব্যাকস্টেজে দেখা যায় Charlotte ও Becky কে। Becky কে Upset দেখা যায় Charlotte ব্যবহারে। 

● মেইন ইভেন্টে Dolph Ziggler ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হারায় Kevin Owens কে। 

ম্যাচের বেশিরভাগ সময় Owens আধিপত্য ধরে রাখে। একপর্যায়ে Ziggler কে Pop-up Powerbomb দিতে গেলে Ziggler তাকে Superkick দিয়ে বসে। এরপর Owens ও Ziggler রিঙের বাইরে মারামারি করতে থাকে এবং Ziggler কে এ্যানাউন্স টেবিলের উপর ছুঁড়ে মারে আর Owens ডিসকোয়ালিফাই হয়ে যায়।

ম্যাচ শেষে Ziggler ফাইট ব্যাক করে কিন্তু Owens তাকে স্টিল স্টেপের উপর Pop-up Powerbomb মারতে যায় কিন্তু Dean Ambrose দৌড়ে আসে এবং ব্রল শুরু হয় দুজনের মাঝে। 

Owens কোনমতে সেখানে থেকে চুটে চলে যায়। পরে Ziggler কে চেক করতে যায় Ambrose কিন্তু উল্টো Ziggler তাকে Superkick দিয়ে বসে। Owens দূর থেকে তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং শো শেষ হয়। 

★কেমন লাগলো আপনাদেরকে আজকের স্মাকডাউন? 

• ক্রেডিট: Rakib Rayan Protik