১৯৬৪ সালের আজকের দিনে আমেরিকার টেক্সাসের অস্টিনে জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত রেসলার "Steve Austin", আজ তার ৫১তম জন্মদিন। তার আসল নাম হল Steven James Anderson। 


যদি প্রশ্ন করা হয় অ্যাটিটিউড এরার তারকা কারা, আপনারা বলবেন শন মাইকেলস, কেইন, দ্যা রক, ম্যানকাইন্ড, দি আন্ডারটেকার, ভিন্স ম্যাকম্যান, দ্যা বিগ শো এবং কার্ট এঙ্গেল। যদি প্রশ্ন করা হয় এটিচুড ইরারর সবচেয়ে বড় তারকা কে? তাহলে আমার মনে হয় সবাই এক বাক্যে একটি নামই বলবে টেক্সাস র‍্যাটল স্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিন। স্টিভ অস্টিন যে দারুণ জনপ্রিয় একজন রেসলার তা বলার অপেক্ষা রাখে না। 


একবার তারকাদের জনপ্রিয়তার উপর এক জরীপ চালান হয়। জরীপে প্রশ্ন ছিল চলচ্চিত্র, টেলেভিশন, সঙ্গীত, ক্রীড়া, মডেলিং-এই শাখাসমূহে বিচরণকারী নারী-পুরুষদের মাঝে আপনার প্রিয় তারকা কে? ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সেসব উত্তর যখন গ্ণনা করা হল, দেখা গেল এসেছে স্টিভ অস্টিনের নাম। প্রতিযোগিতা আয়োজনকারীদের কাছে এই ফলাফল ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এতেই প্রমাণিত হয় অ্যাটিটিউড ইরাতে কি পরিমাণ জনপ্রিয় ছিলেন স্টিভ অস্টিন।

• এক নজরে স্টোন কোল্ড স্টিভ অস্টিন-  


১। নামঃ স্টিভেন জেমস এন্ডারসন

২। জন্মঃ ১৮ ডিসেম্বর, ১৯৬৪ (টেক্সাস, যুক্তরাষ্ট্র)

৩। রেসলিং-এ অভিষেকঃ ১৯৮৯

৪। অবসরঃ ২০০৩

৫। উল্লেখযোগ্য অর্জনসমূহঃ 
  • ডব্লিউডব্লিউএফ চ্যাম্পিয়ন (৫ বার), 
  • রয়েল রাম্বল (৩ বার-১৯৯৭, ১৯৯৮ এবং ২০০১), 
  • কিং অব দ্যা রিং (১৯৯৬), 
  • পঞ্চম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন, 
  • ডব্লিউডব্লিউই হল অব ফেম (ক্ল্যাস ২০০৯)।


৬। জনপ্রিয় উক্তিঃ “And that’s the bottom line, because Stone Cold said so.”



• এই বিখ্যাত রেসলারের ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নিনঃ 

১) Steve Austin রেসলারের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক জিনিস সংগ্রহ এবং নিজস্ব ইন্ডাস্ট্রি রয়েছে ।

২) তিনি ১৯৮৯ সালে ডিবিউ এবং ২০০৩ সালের রিটায়ার নিজের জন্মস্থানের,একই বিল্ডিংয়ে করেন। 

৩) Steve Austin একমাত্র রেসলার যিনি তিনবার Royal Rumble জিতিছেন

৪) Steve Austin রেসলিং করবার আগে একবার অর্থাভাবে ৭ দিন কাঁচা আলু খেয়েছিলেন। 

৫) Steve Austin WWE ইতিহাসের ২য় ধনী রেসলার। 

৬)  WWE ক্যারিয়ারে তিনি শুধু একবারই সাবমিশনে ট্যাপ আউট করেছেন (via Angle Lock by Kurt 
Angle)

৭) "Stone Cold" তার Wife সাবেক Diva Debra Marshell কৃতক দেওয়া।  বলা হয়ে থাকে, একসাথে চা পান করবার সময় ঠান্ডা হয়ে যেতে থাকলে Debra এই নিক-নেইমে সম্বোধন করেন!

৮)  একবার রিংয়ে রেসলিং করতে গিয়ে তার হাটু টার্নবাকলে মারাত্মকভাবে লাগে।  যারফলে তিনি Knee Brace এখনো পরেন। 

৯) Wrestlemania X7 তিনি সবচেয়ে OMG মোমেন্ট সৃষ্টি করেন,যখন তিনি তার চির শত্রু (স্ক্রিপ্টেড) Vince McMahon এর সাথে হ্যান্ড-শেক করেন।  যা ইতিহাসের সেরা হিল টার্ন হিসাবে পরিচিত। 

১০) তিনি WWE ইতিহাসে রেসলার হিসেবে সবচেয়ে বেশি "গেস্ট রেফারি" নির্বাচিত হয়েছেন। 

১১) Steve Austin রেসলিংয়ে প্রচুর Beer পান করলেও,বাস্তবে Pie-Cake ফেভারিট খাবার। 

১২) Vince McMahon তাকে "ঘাড়তেড়া গিমিক" দিলেও,বাস্তবে তিনি যথেষ্ট ভদ্র। 

১৩) তার সবচেয়ে ফেভারিট Rivalry হলো The Rock,Triple H,Authority ... এবং তার ড্রিম ম্যাচ হলো Hulk Hogan এর সাথে Wrestlemania তে খেলা

১৪) পেশাদার রেসলিংএ যোগ দেওয়ার আগ পর্যন্ত অস্টিন তার জন্মভূমি টেক্সাসেই থাকতেন। সেখানে তিনি ডকে লোডিং-আনলোডিং এর কাজ করতেন। 

১৫) অবসরের আগে শেষ ম্যাচটি তিনি খেলেছেন দ্যা রকের সাথে রেসলম্যানিয়া-১৯ এ। আর যে ভিন্সের সাথে ম্যাকম্যানের পর্দায় দা-কুমড়ো সম্পর্ক, স্টিভ অস্টিন তার ক্যারিয়ারের সকল প্রকার সফলতার জন্য মি. ম্যাকম্যাঙ্কে ধন্যবাদ জানাতে ভুলেননি।


• কনটেন্ট ক্রেডিটঃ শাফকাত নাওয়াজ গুড্ডু এবং আতিক শাহরিয়ার অনন্ত। 


আজকে ৫১ বছরে পা দিলেন আমাদের সবার প্রিয় স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


১৯৬৪ সালের আজকের দিনে আমেরিকার টেক্সাসের অস্টিনে জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত রেসলার "Steve Austin", আজ তার ৫১তম জন্মদিন। তার আসল নাম হল Steven James Anderson। 


যদি প্রশ্ন করা হয় অ্যাটিটিউড এরার তারকা কারা, আপনারা বলবেন শন মাইকেলস, কেইন, দ্যা রক, ম্যানকাইন্ড, দি আন্ডারটেকার, ভিন্স ম্যাকম্যান, দ্যা বিগ শো এবং কার্ট এঙ্গেল। যদি প্রশ্ন করা হয় এটিচুড ইরারর সবচেয়ে বড় তারকা কে? তাহলে আমার মনে হয় সবাই এক বাক্যে একটি নামই বলবে টেক্সাস র‍্যাটল স্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিন। স্টিভ অস্টিন যে দারুণ জনপ্রিয় একজন রেসলার তা বলার অপেক্ষা রাখে না। 


একবার তারকাদের জনপ্রিয়তার উপর এক জরীপ চালান হয়। জরীপে প্রশ্ন ছিল চলচ্চিত্র, টেলেভিশন, সঙ্গীত, ক্রীড়া, মডেলিং-এই শাখাসমূহে বিচরণকারী নারী-পুরুষদের মাঝে আপনার প্রিয় তারকা কে? ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সেসব উত্তর যখন গ্ণনা করা হল, দেখা গেল এসেছে স্টিভ অস্টিনের নাম। প্রতিযোগিতা আয়োজনকারীদের কাছে এই ফলাফল ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এতেই প্রমাণিত হয় অ্যাটিটিউড ইরাতে কি পরিমাণ জনপ্রিয় ছিলেন স্টিভ অস্টিন।

• এক নজরে স্টোন কোল্ড স্টিভ অস্টিন-  


১। নামঃ স্টিভেন জেমস এন্ডারসন

২। জন্মঃ ১৮ ডিসেম্বর, ১৯৬৪ (টেক্সাস, যুক্তরাষ্ট্র)

৩। রেসলিং-এ অভিষেকঃ ১৯৮৯

৪। অবসরঃ ২০০৩

৫। উল্লেখযোগ্য অর্জনসমূহঃ 
  • ডব্লিউডব্লিউএফ চ্যাম্পিয়ন (৫ বার), 
  • রয়েল রাম্বল (৩ বার-১৯৯৭, ১৯৯৮ এবং ২০০১), 
  • কিং অব দ্যা রিং (১৯৯৬), 
  • পঞ্চম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন, 
  • ডব্লিউডব্লিউই হল অব ফেম (ক্ল্যাস ২০০৯)।


৬। জনপ্রিয় উক্তিঃ “And that’s the bottom line, because Stone Cold said so.”



• এই বিখ্যাত রেসলারের ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নিনঃ 

১) Steve Austin রেসলারের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক জিনিস সংগ্রহ এবং নিজস্ব ইন্ডাস্ট্রি রয়েছে ।

২) তিনি ১৯৮৯ সালে ডিবিউ এবং ২০০৩ সালের রিটায়ার নিজের জন্মস্থানের,একই বিল্ডিংয়ে করেন। 

৩) Steve Austin একমাত্র রেসলার যিনি তিনবার Royal Rumble জিতিছেন

৪) Steve Austin রেসলিং করবার আগে একবার অর্থাভাবে ৭ দিন কাঁচা আলু খেয়েছিলেন। 

৫) Steve Austin WWE ইতিহাসের ২য় ধনী রেসলার। 

৬)  WWE ক্যারিয়ারে তিনি শুধু একবারই সাবমিশনে ট্যাপ আউট করেছেন (via Angle Lock by Kurt 
Angle)

৭) "Stone Cold" তার Wife সাবেক Diva Debra Marshell কৃতক দেওয়া।  বলা হয়ে থাকে, একসাথে চা পান করবার সময় ঠান্ডা হয়ে যেতে থাকলে Debra এই নিক-নেইমে সম্বোধন করেন!

৮)  একবার রিংয়ে রেসলিং করতে গিয়ে তার হাটু টার্নবাকলে মারাত্মকভাবে লাগে।  যারফলে তিনি Knee Brace এখনো পরেন। 

৯) Wrestlemania X7 তিনি সবচেয়ে OMG মোমেন্ট সৃষ্টি করেন,যখন তিনি তার চির শত্রু (স্ক্রিপ্টেড) Vince McMahon এর সাথে হ্যান্ড-শেক করেন।  যা ইতিহাসের সেরা হিল টার্ন হিসাবে পরিচিত। 

১০) তিনি WWE ইতিহাসে রেসলার হিসেবে সবচেয়ে বেশি "গেস্ট রেফারি" নির্বাচিত হয়েছেন। 

১১) Steve Austin রেসলিংয়ে প্রচুর Beer পান করলেও,বাস্তবে Pie-Cake ফেভারিট খাবার। 

১২) Vince McMahon তাকে "ঘাড়তেড়া গিমিক" দিলেও,বাস্তবে তিনি যথেষ্ট ভদ্র। 

১৩) তার সবচেয়ে ফেভারিট Rivalry হলো The Rock,Triple H,Authority ... এবং তার ড্রিম ম্যাচ হলো Hulk Hogan এর সাথে Wrestlemania তে খেলা

১৪) পেশাদার রেসলিংএ যোগ দেওয়ার আগ পর্যন্ত অস্টিন তার জন্মভূমি টেক্সাসেই থাকতেন। সেখানে তিনি ডকে লোডিং-আনলোডিং এর কাজ করতেন। 

১৫) অবসরের আগে শেষ ম্যাচটি তিনি খেলেছেন দ্যা রকের সাথে রেসলম্যানিয়া-১৯ এ। আর যে ভিন্সের সাথে ম্যাকম্যানের পর্দায় দা-কুমড়ো সম্পর্ক, স্টিভ অস্টিন তার ক্যারিয়ারের সকল প্রকার সফলতার জন্য মি. ম্যাকম্যাঙ্কে ধন্যবাদ জানাতে ভুলেননি।


• কনটেন্ট ক্রেডিটঃ শাফকাত নাওয়াজ গুড্ডু এবং আতিক শাহরিয়ার অনন্ত।