বর্তমানে WWE এর কাছে তাদের সর্বকালের সেরা রোস্টারটি আছে। WWE কে এখন ট্যালেন্টের বাগান বলা যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যালেন্টেড রেসলাররা এখন WWE তে রেসলিং করছে। জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, চীন, ভারত, পাকিস্তান, সিরিয়াসহ আরও অনেক দেশের রেসলাররাই বর্তমানে WWE তে কাজ করছে।

আর WWE এর রোস্টারগুলো এখন এত জনবহুল হয়ে গিয়েছে যে, ৪টি ব্র্যান্ডের ৫টি ভিন্ন ডিভিশনের মোট ১৩টি চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ জন রেসলারের জায়গা থাকার পরেও অনেক রেসলাররাই নিজেকে সবার সামনে তুলে ধরার মত পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তবে নতুন কিছু চ্যাম্পিয়নশিপ যুক্ত করার মাধ্যমে তাদেরকে সেই সুযোগটা দেওয়া যেতে পারে। সেইসাথে NXT এবং Smackdown এর সময়ও কিছুটা বাড়াতে হবে। ভবিষ্যতে যেসব টাইটেল WWE যুক্ত করা যেতে পারে সেগুলা হচ্ছে:-


• WOMEN'S TAG TEAM TITLES:-


Mae Young Classic টুর্নামেন্টটি শেষ হবার পর WWE তে অনেক ট্যালেন্টেড মহিলা রেসলাররা এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আর তাদের সকলকে সুযোগ দিতে হলে Women's Tag Title এর প্রয়োজন পড়বে। এতে Alicia Fox, Mickie James, Tamina, Dana Brooke এর মত মিডকার্ডাররা এবং নতুনরা কিছু একটা নিয়ে কাজ করার সুযোগ পাবে। 

আর তাছাড়া Charlotte, Alexa Bliss, রাই বা আর কতদিন টাইটেল পিকচারে থাকবে? এক না একসময় তো তাদেরও এক ধাপ নিচে নেমে এসে অন্যদের সুযোগ দিতে হবে। তখন তারা এই টাইটেলটির জন্য লড়াই করতে পারবে। আর তাদের পরিবর্তে Becky Lynch, Asuka, Mickie James ইত্যাদি মহিলারা টপকার্ডে থাকতে পারবে।

Women's Revolution এর সুবাদে WWE তে মহিলারা এখন পুরুষদের মত সুযোগ পাচ্ছে। তাদের এখন আর আগের মত ছেলেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যাবহার করা হয় না, সুপারস্টারদের মত সম্মান দেওয়া হয়। এজন্যই এখন আর তাদের Diva বলা হয় না। আর Women's Division এ ট্যাগ টিম টাইটেল যুক্ত করলে Women's Revolution আরও এক ধাপ এগোবে।


• 6 MAN TAG TEAM TITLES:-


WWE তাদের লোয়ারকার্ডের রেসলারদের পুশ দিতে এই টাইটেলটা রিলিজ করতে পারে। বর্তমানে WWE তে অনেক ট্যাগ টিম আছে যাদেরকে ঠিকমত ব্যাবহার করা হচ্ছে না। যেমন:- The Ascension, Miztourage, Beauty and the Man Beast, Gallows and Anderson ইত্যাদি। তারা লোয়ার কার্ডের আরেকজন জবারের সাথে কিংবা একজন মিডকার্ডারের সাথে টিম আপ করলেই ব্যাস! টাইটেলটার জন্য তারা রেডি।

এর ফলে তারা ভালো কিছু একটা নিয়ে কাজ করার সুযোগ পাবে। আর Curt Hawkins এর মত রেসলারদেরও টানা ১০০টা ম্যাচ হারা লাগবে না। কোন এক টিমের সাথে যুক্ত হয়ে গেলেই পুশ পাওয়ার জন্য সে রেডি।

কিন্তু বর্তমানে WWE এর দুই ব্র্যান্ডের ট্যাগ টিম ডিভিশনের যেই অবস্থা, আপাতত এটা না করাটাই ভাল হবে। হয়তোবা কয়েক বছর পরে, যখন তাদের দুই ব্র্যান্ডের ট্যাগ টিম ডিভিশনের অবস্থা ভালো থাকবে আর তাদের রোস্টার ট্যালেন্টেড রেসলারদের দিয়ে আরও জনবহুল হবে।


• CRUISERWEIGHT TAG TEAM TITLES:-


Seriously, যেখানে একটা ডিভিশনে এত এত ট্যালেন্টেড রেসলাররা আছে, সেখানে একটামাত্র টাইটেল দিয়ে কি চলা যায়? ক্রুজারওয়েট ডিভিশনের জন্য এই টাইটেলটা অতি জরুরী। এতে Tony Nese, Drew Gulak, Cedric Alexander, Rich Swann, Mustafa Ali, TJP সহ আরও অসংখ্য প্রতিভাবান ক্রুজারওয়েটরা পুশ পাবে। আর এতে তাদের Random বোরিং ফিউডেও লড়াই করা লাগবেনা।

যেহেতু WWE ক্রুজারওয়েটদের জন্য আলাদা একটি ব্র্যান্ড বানিয়ে দিয়েছে, তাই তাদের এই ব্র্যান্ডে ট্যাগ টিম টাইটেল যুক্ত করাও দরকার। এতে তাদের 205 Live নামক নতুন শো টির প্রতি দর্শকদের আগ্রহ বাড়তে পারে, আর শো টিও আকর্ষণীয় হবে।


• A MIDCARD TITLE FOR NXT :-


WWE এর চারটি ব্র্যান্ডের মধ্যে বর্তমানে NXT এর রেসলারদেরই সবচেয়ে ভালভাবে বুক করা হচ্ছে। Triple H এবং তার টিম NXT তে খুব ভাল কাজ করছে। তারপরেও Fabian Aichner, Roderick Strong, No Way Jose, Johnny Gargano এর মত অনেক রেসলাররাই নিজেদের প্রমাণ করার মত যথাযথ সুযোগ পাচ্ছে না বলে আমার মনে হয়। তার জন্য মাত্র ১ ঘন্টা দৈর্ঘ্যের NXT শো ও কিছুটা দায়ী।

যদিও এই টাইটেলটার তেমন কোন প্রয়োজন নেই, কারণ এমনিতেও NXT এর বেশিরভাগ রেসলাররা টাইটেল ছাড়াও মেইন রোস্টারের বেশিরভাগ ট্যালেন্টদের থেকে খুব ভাল অবস্থানে আছে। তারপরেও একটা মিডকার্ড টাইটেল থাকলে মন্দ হয়না। NXT এর সবাই তো আর NXT Championship জিততে পারবে না। তাই মিডকার্ডের রেসলারদের জন্য NXT তে একটা মিডকার্ড টাইটেল থাকা প্রয়োজন।


কিন্তু WWE যতই নতুন নতুন টাইটেল আনুক না কেন, বুকিং ঠিক না থাকলে কোন লাভ নেই। আগের মত সেই দুই তিনজনকে কেন্দ্র করেই যদি একটা টাইটেল নিয়ে স্টোরিলাইন চলতে থাকে, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে। এজন্য WWE ক্রিয়েটিভ টিমকে প্রতিটা রেসলারকে স্মার্টলি বুক করতে হবে। কে জানে, হয়তোবা তাতে এখন যে কয়টা টাইটেল আছে তাতেই সব রেসলারদের হয়ে যাবে।

• লেখক ঃ Sabbir Rahman Leon

ভবিষ্যতে যেসব চ্যাম্পিয়নশিপ অ্যাড করতে পারে WWE।



বর্তমানে WWE এর কাছে তাদের সর্বকালের সেরা রোস্টারটি আছে। WWE কে এখন ট্যালেন্টের বাগান বলা যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যালেন্টেড রেসলাররা এখন WWE তে রেসলিং করছে। জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, চীন, ভারত, পাকিস্তান, সিরিয়াসহ আরও অনেক দেশের রেসলাররাই বর্তমানে WWE তে কাজ করছে।

আর WWE এর রোস্টারগুলো এখন এত জনবহুল হয়ে গিয়েছে যে, ৪টি ব্র্যান্ডের ৫টি ভিন্ন ডিভিশনের মোট ১৩টি চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ জন রেসলারের জায়গা থাকার পরেও অনেক রেসলাররাই নিজেকে সবার সামনে তুলে ধরার মত পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তবে নতুন কিছু চ্যাম্পিয়নশিপ যুক্ত করার মাধ্যমে তাদেরকে সেই সুযোগটা দেওয়া যেতে পারে। সেইসাথে NXT এবং Smackdown এর সময়ও কিছুটা বাড়াতে হবে। ভবিষ্যতে যেসব টাইটেল WWE যুক্ত করা যেতে পারে সেগুলা হচ্ছে:-


• WOMEN'S TAG TEAM TITLES:-


Mae Young Classic টুর্নামেন্টটি শেষ হবার পর WWE তে অনেক ট্যালেন্টেড মহিলা রেসলাররা এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আর তাদের সকলকে সুযোগ দিতে হলে Women's Tag Title এর প্রয়োজন পড়বে। এতে Alicia Fox, Mickie James, Tamina, Dana Brooke এর মত মিডকার্ডাররা এবং নতুনরা কিছু একটা নিয়ে কাজ করার সুযোগ পাবে। 

আর তাছাড়া Charlotte, Alexa Bliss, রাই বা আর কতদিন টাইটেল পিকচারে থাকবে? এক না একসময় তো তাদেরও এক ধাপ নিচে নেমে এসে অন্যদের সুযোগ দিতে হবে। তখন তারা এই টাইটেলটির জন্য লড়াই করতে পারবে। আর তাদের পরিবর্তে Becky Lynch, Asuka, Mickie James ইত্যাদি মহিলারা টপকার্ডে থাকতে পারবে।

Women's Revolution এর সুবাদে WWE তে মহিলারা এখন পুরুষদের মত সুযোগ পাচ্ছে। তাদের এখন আর আগের মত ছেলেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যাবহার করা হয় না, সুপারস্টারদের মত সম্মান দেওয়া হয়। এজন্যই এখন আর তাদের Diva বলা হয় না। আর Women's Division এ ট্যাগ টিম টাইটেল যুক্ত করলে Women's Revolution আরও এক ধাপ এগোবে।


• 6 MAN TAG TEAM TITLES:-


WWE তাদের লোয়ারকার্ডের রেসলারদের পুশ দিতে এই টাইটেলটা রিলিজ করতে পারে। বর্তমানে WWE তে অনেক ট্যাগ টিম আছে যাদেরকে ঠিকমত ব্যাবহার করা হচ্ছে না। যেমন:- The Ascension, Miztourage, Beauty and the Man Beast, Gallows and Anderson ইত্যাদি। তারা লোয়ার কার্ডের আরেকজন জবারের সাথে কিংবা একজন মিডকার্ডারের সাথে টিম আপ করলেই ব্যাস! টাইটেলটার জন্য তারা রেডি।

এর ফলে তারা ভালো কিছু একটা নিয়ে কাজ করার সুযোগ পাবে। আর Curt Hawkins এর মত রেসলারদেরও টানা ১০০টা ম্যাচ হারা লাগবে না। কোন এক টিমের সাথে যুক্ত হয়ে গেলেই পুশ পাওয়ার জন্য সে রেডি।

কিন্তু বর্তমানে WWE এর দুই ব্র্যান্ডের ট্যাগ টিম ডিভিশনের যেই অবস্থা, আপাতত এটা না করাটাই ভাল হবে। হয়তোবা কয়েক বছর পরে, যখন তাদের দুই ব্র্যান্ডের ট্যাগ টিম ডিভিশনের অবস্থা ভালো থাকবে আর তাদের রোস্টার ট্যালেন্টেড রেসলারদের দিয়ে আরও জনবহুল হবে।


• CRUISERWEIGHT TAG TEAM TITLES:-


Seriously, যেখানে একটা ডিভিশনে এত এত ট্যালেন্টেড রেসলাররা আছে, সেখানে একটামাত্র টাইটেল দিয়ে কি চলা যায়? ক্রুজারওয়েট ডিভিশনের জন্য এই টাইটেলটা অতি জরুরী। এতে Tony Nese, Drew Gulak, Cedric Alexander, Rich Swann, Mustafa Ali, TJP সহ আরও অসংখ্য প্রতিভাবান ক্রুজারওয়েটরা পুশ পাবে। আর এতে তাদের Random বোরিং ফিউডেও লড়াই করা লাগবেনা।

যেহেতু WWE ক্রুজারওয়েটদের জন্য আলাদা একটি ব্র্যান্ড বানিয়ে দিয়েছে, তাই তাদের এই ব্র্যান্ডে ট্যাগ টিম টাইটেল যুক্ত করাও দরকার। এতে তাদের 205 Live নামক নতুন শো টির প্রতি দর্শকদের আগ্রহ বাড়তে পারে, আর শো টিও আকর্ষণীয় হবে।


• A MIDCARD TITLE FOR NXT :-


WWE এর চারটি ব্র্যান্ডের মধ্যে বর্তমানে NXT এর রেসলারদেরই সবচেয়ে ভালভাবে বুক করা হচ্ছে। Triple H এবং তার টিম NXT তে খুব ভাল কাজ করছে। তারপরেও Fabian Aichner, Roderick Strong, No Way Jose, Johnny Gargano এর মত অনেক রেসলাররাই নিজেদের প্রমাণ করার মত যথাযথ সুযোগ পাচ্ছে না বলে আমার মনে হয়। তার জন্য মাত্র ১ ঘন্টা দৈর্ঘ্যের NXT শো ও কিছুটা দায়ী।

যদিও এই টাইটেলটার তেমন কোন প্রয়োজন নেই, কারণ এমনিতেও NXT এর বেশিরভাগ রেসলাররা টাইটেল ছাড়াও মেইন রোস্টারের বেশিরভাগ ট্যালেন্টদের থেকে খুব ভাল অবস্থানে আছে। তারপরেও একটা মিডকার্ড টাইটেল থাকলে মন্দ হয়না। NXT এর সবাই তো আর NXT Championship জিততে পারবে না। তাই মিডকার্ডের রেসলারদের জন্য NXT তে একটা মিডকার্ড টাইটেল থাকা প্রয়োজন।


কিন্তু WWE যতই নতুন নতুন টাইটেল আনুক না কেন, বুকিং ঠিক না থাকলে কোন লাভ নেই। আগের মত সেই দুই তিনজনকে কেন্দ্র করেই যদি একটা টাইটেল নিয়ে স্টোরিলাইন চলতে থাকে, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে। এজন্য WWE ক্রিয়েটিভ টিমকে প্রতিটা রেসলারকে স্মার্টলি বুক করতে হবে। কে জানে, হয়তোবা তাতে এখন যে কয়টা টাইটেল আছে তাতেই সব রেসলারদের হয়ে যাবে।

• লেখক ঃ Sabbir Rahman Leon