কিছুক্ষণ আগেই শেষ হল WWE এর এ বছরের সর্বশেষ মেজর পে-পার-ভিউ Survivor Series, যেখানে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ ছিল। এবং যেখানে দুই ব্র্যান্ড নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করে। এ পোস্টে পে-পার-ভিউটির ম্যাচগুলার ফুল রেজাল্ট এবং এ নিয়ে আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করা হবে। তাহলে শুরু করা যাক!


 •• "Pre Show" •• 

Survivor Series এর Pre Show কিক অফ হয় Peter Rosenberg, Rene Young, Jerry "The King" Lawler এবং Shawn Michaels দ্বারা। তারা Survivor Series এর ম্যাচ কার্ড নিয়ে আলোচনা করে।

Backstage এ Smack Down Live Womens Team কে দেখা যায়। তারা জয়ের জন্য বদ্ধপরিকর।

Charlotte এবং Alexa Bliss এর মধ্যে ছোট-খাটো তর্ক-বিতর্ক হয়। দুজনেই দাবি করে তারা আজ ম্যাচে Dominate করবে।


• "Matt Hardy" 🆚 "Elias" :

(Singles Match)

মোটামুটি মানের ম্যাচ বলা যায় এটিকে। Elias কে Push দেবার জন্যই যেন এই ম্যাচের আয়োজন। শেষে Matt Hardy কেও হারালো Elias। Drift Away হিট করে জয় পায় সে। 

♦ Winner : Elias

Backstage এ Interview চলাকালীন "The Miz" জানায় তার আর Baron Corbin এর ম্যাচটি হচ্ছে Real মেইন Event


• "Enzo Amore"© 🆚 "Kalisto" :

(Cruiserweight Title Maych) 

বরাবরের মতো এবারো Enzo র জয়রথ অব্যাহত রইল। Championship ম্যাচটিতে নিজের আজব Move দ্বারা Kalisto কে হারায় সে এবং নিজের Title রিটেইন করে।

♦ Winner : Enzo Amore & Still WWE Cruiserweight Champion

রিংয়ে আসে Kevin Owens এবং Sami Zayn। তখন তারা বলে এটা তাদের জন্য লজ্জার বিষয় সে তারা RAW এর কোনো Team এর সাথে খেলতে পারছে না। উল্টো তাদের Smack Down Live এর Team এর সাথেই খেলতে হচ্ছে।


• "Kevin Owens & Sami Zayn" 🆚 "Breezango" :

(Tag Team Match)

এই ম্যাচ নিয়ে তেমন কিছু বলার নেই। স্বপ্ল সময়ের এই ম্যাচটিতে Fandango কে Pop Up Powerbomb হিট করে দলের পক্ষে জয় আনে Kevin Owens

♦ Winner : Kevin Owens & Sami Zayn


 •• Main Show •• 


• "The Shield" 🆚 "The New Day" :

(RAW (v/s) SD Tag Team Match)

বেশ ভালো একটি ম্যাচ হয়েছে। বলতে গেলে অসাধারণ একটি ম্যাচ হয়েছে বলা যায়। ম্যাচটিতে Shield এর Member দের বেশ Dominating দেখা যায়। তারা New Day র Member দের উপর বেশকিছু Clothsine হিট করে। ম্যাচে Spear, Belly To Belly, Dropkick, Big Splash, Missile Dropkick সহ বেশ কিছু মুভ ইউজ হয়। এক পর্যায়ে Big E এবং Kofi কে রিংয়ের বাইরে Attack করে Roman আর Dean। তারপর সবাই মিলে Xavier woods কে Triple Powerbomb দিতে নিলে Big E আর Kofi এসে বাচায় এবং Dominate করা শুরু করে। Kofi Seth কে Trouble In Paradise দেয়। এরপর Big E আর Kofi এবং Woods মিলে Seth এবং Dean কে Dobule Midnight Hour হিট করে। কিন্তু পিন করতে নিলে Roman এসে Big E কে Spear মেরে থামিয়ে দেয়। তারপর তারা সবাই আবার Brawl এ জড়িয়ে পড়ে। Ambrose রিংয়ের বাইরে নিয়ে গিয়ে Dirty Deeds হিট করে Big E কে আর Seth সামলায় Woods কে। আর এই সুযোগে Kofi কে Spear হিট করে Roman। তারপর!!!! তারপর আর কি?? Top Rope থেকে Super Triple Powerbomb হিট করে তারা এবং ম্যাচটিকে নিজেদের করে নেয়। Team Raw Got 01 Point

♦ Winner : The Shield (Seth, Roman, Dean)

♠ Review : পে-পার-ভিউয়ের প্রথম ম্যাচ এটা। আর অসাধারণ একটা ম্যাচ ছিল। দুই দলের ৬ জন রেসলারই তারা কী কী করতে পারে তা সবাইকে দেখিয়ে দেয়। আর স্টোরিটেলিং এবং ম্যাচের বিশেষ মুহূর্তগুলাও অসাধারণ ছিল। সেই সাথে দুই দলের পাওয়ারহাউজরাও নিজেদের শক্তির খুব ভাল ব্যাবহার করে। সব মিলিয়ে অসাধারণ!

Backstage এ "Stephanie McMahon" কে দেখা যায়। সে RAW Womens Team কে পরামর্শ দেয়।


• Team SD Womens Team (Becky©, Natalya, Tamina, Carmella & Naomi) 🆚 Team RAW Womens Team (Fox©, Sasha, Nia Jax, Asuka & Bayley) :

(RAW (v/s) SD Tag Team Match)

এই ম্যাচ নিয়ে তেমন কিছুই বলার নেই। প্রথমেই Bayley ইলিমিনেট করে Becky কে। কিন্তু তার কিছুক্ষণ পরই Bayley কে Frog Splash দিয়ে Eliminate করে Tamina। এরপর Tamina আর Nia মুখোমুখি হয়। Nia Eliminate হয়ে যায় Count Out এর কারণে। আস্তে আস্তে Eliminate হয় Tamina, Fox, Naomi, Carmella এবং Sasha। শেষে বাকি থাকে শুধু Asuka এবং Natalya। Natalya কে Asuka Lock দিয়ে Eliminate করে দলের পক্ষে জয় আনে Asuka। Team Raw Got 02 Point

♦ Winner : Team Raw (Asuka's the sole survivor)

♠ Review : ম্যাচটা মোটামুটি ভালই ছিল, কিন্তু ম্যাচটা কিছুটা অগোছালো মনে হয়। একদম প্রথম দিকেই Team Smackdown এর ক্যাপ্টেন Becky Lynch এর রোল আপের মাধ্যমে এলিমিনেট হওয়া এবং Alicia Fox ও Naomi এর এলিমিনেট হওয়ার জায়গাটা অনেক এলোমেলো মনে হয়েছে। তাছাড়া খারাপ ছিল না। Asuka কেও স্ট্রং দেখানো হয়েছে।


• "Baron Corbin"(US Champ) 🆚 "The Miz"(IC Champ) :

(Champion (v/s) Champion)

প্রথমেই Corbin অ্যাটাক করতে চায় কিন্তু পারে না। কিন্তু পরে ঠিকই পারে। Miz Drop Kick দেয় Corbin কে। Corbin Miz কে Barricade এ মারে। তারপর Corbin Maryse কে Insult করলে Miz হিংস্র হয় ওঠে এবং একের পর এক Attack করে Corbin কে। এক পর্যায়ে Corbin ফাইট ব্যাক করে এবং Miz কে মারে। Miz বারবার Corbin এর Injured পা তে অাঘাত করে এবং Figure 4 Eight Leg Lock ধরে কিন্তু Corbin তা ব্রেক করে। Corbin অ্যাটাক করে Axel কে এবং Dallas কে End Of Days হিট করে। তারপর Miz কে মারতে নিলে Miz তাকে Knee Strike এবং Drop Kick দিতে থাকে। কিন্তু শেষে Winner সেই Corbin। শেষের দিকে Miz কে End Of Days হিট করে জয় পায় সে।
Team SD Got 01 Point

♦ Winner : Baron Corbin

♠ Review : ভালই ছিল। ম্যাচটায় তাদের পারফর্মেন্সের তুলনায় স্টোরিটেলিংটা বেশি ভাল লেগেছে। ম্যাচের হাইলাইটগুলা হচ্ছে: Baron Corbin এর ক্রাউড ও Maryse এর সাথে ট্র্যাশটকিং করা এবং তাকে Miz এর সামনে flying kiss দেওয়া। 😜

এরপর Corbin এর Interview নেয় Rene Young

Backstage এ Interview নেয়া হয় Paul Heyman এর। সে AJ কে সতর্ক করে।


• "The Bar" (RAW) 🆚 "The Usos" (SD) :

(Champions/Champions Tag Team Match)

ম্যাচ শুরু করে Sheamus এবং Jimmy। প্রথমেই Usos রা Dominate করা শুরু করে। Jay আর Jimmy মিলে Cesaro কে মারে। তারপরই শুরু Cesaro র Uppercut। Sheamus ট্যাগ পেয়ে গেলে Enjiguiri র শিকার হয়। Jimmy Suicide Dive নিতে নিলে Cesaro তাকে Uppercut দেয় আর Sheamus Jay কে Running Senton দেয়। এরপর Double Super Kick। এরপর Sheamus Jay কে Clothsine এবং Irish Curse Backbreaker হিট করে। Cesaro ট্যাগ পেয়ে এসেই Jay কে রিং থেকে ফেলে দেয়। Usos রা Counter করে এবং ম্যাচে ফেরে। Cesaro কে Samoan Drop দেয় Jay। তারপরই Jay কে Uppercut দেয় Cesaro কিন্তু কাজ হয় না। Jimmy আর Jay ডমিনেট করতে থাকে। Sheamus রিংয়ের বাইরে Jimmy কে মারে এবং অপরদিকে Jay কে Sharpshooter ধরে Cesaro। কিন্তু কাজ হয় না। Jimmy Cesaro কে Super Kick দেয়। Sheamus রিংয়ে পড়ে থাকে। শেষে Sheamus কে Double Drop Kick এবং Samoan Splash দিয়ে ম্যাচটি জিতে নেয় Usos। বলতে হবে অসাধারণ একটি ম্যাচ ছিলো এটি। Team SD Got 02 Points

♦ Winner : The Usos

♠ Review : ঠিক যেমনটা ধারণা করা হয়েছিল, তেমনটাই হয়েছে। আমার মতে, এ ম্যাচটা পুরা পিপিভির সেরা ম্যাচ ছিল। দুই দলই আরেকবার সবাইকে নিজেদের জাত চিনিয়ে দিয়েছে। আর শেষেরদিকে ট্যাগের মাধ্যমে Suicide Dive টা = 🔥😍

Backstage এ Interview নেয়া হয় Jason Jordan এর। সে জানায় ম্যাচে না থাকলেও তিনি তার সাধ্যমতো সাহায্য করার জন্য প্রস্তুত।


• "Charlotte Falir (SD) 🆚 "Alexa Bliss" :

(Champion (v/s) Champion)

ম্যাচ শুরু হয়। কখনো Charlotte ডমিনেট করে আবার কখনো Bliss। ম্যাচের মাঝ পর্যায়ে Bliss একটু বেশি ডমিনেট করে। Charlotte Suplex দেয় Bliss কে। Bliss ড্রপকিক দেয় Charlotte কে। এরপর Double Knee দিয়ে Pin করলে Charlotte কিক অাউট করে। ম্যাচ চলতে থাকে। Bliss DDT হিট করতে গিয়ে ব্যর্থ হয়। Charlotte Powerbomb দেয় Bliss কে। Charlotte Natural Selection দেয় Bliss কে কিন্তু কাজ হয় না। শেষে Bliss কে Figure 4 Eight Leg Lock ধরে জয় পায় Charlotte
Team SD Got 03 Point

♦ Winner : Charlotte Flair

♠ Review : ভালই ম্যাচ ছিল। Alexa ও ম্যাচটাতে ভালই পারফর্ম করেছে। ম্যাচটা নিয়ে তেমন কিছু বলার নাই। তাই এখানেই শেষ করে দেই।


• "AJ Styles" (WWE Champ) 🆚 "Brock Lesnar" (Universal Champ) :

(Champion (v/s) Champion)

প্রথমেই AJ কে একের পর এক Attack করতে থাকে Brock। সে Knee Strike হিট করে AJ কে। সে AJ কে মারতেই থাকে। Knee Strike দেয়। এরপরই Overhead Belly To Belly Suplex। তারপর German Suplex। Welcome To The Suplex City AJ। এরপর Brock AJ কে রিংয়ের বাইরে ফেলে দেয়। Table এ ধাক্কা মারে। Brock একতরফা Dominate করা শুরু করে। Again Suplex!! এরপর Knee To The Face!! AJ হঠাৎ করে ম্যাচে ফেরতে কিন্তু পারে না। Brock F5 দিতে গিয়ে ব্যর্থ হয়। AJ Brock এর Knee তে অাঘাত করে। Enjiguiri হিট করে। AJ Pele Kick দেয় Brock কে। কিন্তু Phenomenal Forearm দিতে নিলে উল্টো Suplex এর শিকার হয় AJ। Brock কে বাইরে ফেলে দেয় AJ। বেশ ভালোভাবেই Brock এর মোকাবিলা করে AJ। রিংয়ের ভিতর অসাধারণ একটি Enjiguiri দেয় AJ এবং তারপর Moonsult। তারপর AJ Brock কে Springboard 450 Splash দেয় এবং পিন করে কিন্তু কাজ হয় না। Brock F5 দিতে নেয়। OMG!! OMG!! Culf Crusher To Brock। অতি কষ্টে Brock তা Break করে। OMG!! Phenomenonal Forearm To Brock। কিন্তু Brock কিক অাউট করে। AJ আবারো Phenomenal Forearm দিতে নেয় কিন্তু Brock তা Counter করে OMG!! F5। The Match Is Over Baby!! Team Raw Got 03 Point

♦ Winner : Brock Lesnar

♠ Review : শুরুর দিকে ম্যাচটাকে দেখে ২০১৪ সালের Summer Slam এর পুনরাবৃত্তি মনে হলেও শেষের দিকে AJ কিছুটা ডমিনেট করতে পারে। শুরুর দিকে এ ম্যাচটি একটা টিপিকাল Brock Lesnar ম্যাচের মত লাগছিল, কিন্তু শেষেরদিকে ভালই হয়েছে। কিন্তু মাত্র একটা F5 এই খেলা শেষ! CM Punk এর সাথে Brock এর ম্যাচটা আরও ভাল ছিল।

 •• Main Event •• 


• Team RAW (Kurt Angle©, Finn Balor, Samoa Joe, Braun Strowman & Triple H) 🆚 Team SD (Shane McMahon©, Randy Orton, Bobby Roode, Shinsuke Nakamura & John Cena) :

(RAW (v/s) SD Tag Team Match)

প্রথমেই Shane কে আছাড় মারে Strowman। Shane তাড়াতাড়ি Randy কে Tag দেয়। Joe আসে রিং এ এবং Shoulder Tackle দেয় Randy কে। এরপর Randy Attack করে এবং RKO দিতে নেয়। আর Joe Coquina Clutch দিতে নেয় কিন্তু কেউ পারে না। Balor আর Nakamura ট্যাগ পায়। কেউই তেমন কিছু করে না। Triple H ট্যাগ পায়। Nakamura Knee Strike দেয় Triple H কে। Roode আসে রিংয়ে। Roode একের পর এক Attack করে। Triple H ফাইট ব্যাক করে এবং Spine Buster দেয়। Kurt Angle রিংয়ে আসে এবং Suplex এর ঝড় শুরু হয়। Roode আর Angle দুজনে দুজনকে Clothsine দেয়। Nakamura এসে একের পর এক Knee Strike দেয়। সে Raw এর সবাই কে মারে। Strowman এসেই Running Powerslam দিয়ে Nakamura কে Eliminate করে দেয়। Roode আসে কিন্তু তাকেও Powerslam দিয়ে Eliminate করে দেয় Strowman। Raw টিমে ঝামেলা হয় আর তার সুযোগ নেয় SD। SD র সবাই মিলে Strowman কে Table এ Suplex দেয়। Shane কে Attack করে Joe। Cena ট্যাগ পায়। Joe Cena কে Senton হিট করে। Balor আর Joe র মধ্যে কথা কাটাকাটি হয়। এই সুযোগে Joe কে AA দিয়ে Eliminate করে দেয় Cena। Angle আসে। সে Cena কে Eliminate করে দেয়। OMG!!! Kevin Owens এবং Sami Zayn Attack করে Shane কে। Shane একা ফাইট করে। অপরদিক Randy কে Eliminate করে Strowman। Balor ও আউট হয়ে যায়। Raw তে থাকে Angle, Strowmna আর Triple H আর SD তে Shane। Raw Team এ Brawl হয়। 


Triple H Angle এর উপর Heel Turn করে ফলে Angle Eliminate হয় যায়। সবশেষে Triple H Shane কে Pedigree দিয়ে দলের পক্ষে জয় আনে। এবারে Sole Survivors "Triple H এবং Braun Strowman"। Team Raw Got 4 Points

♦ Winner : Team RAW

♠ Review : পে-পার-ভিউটির মেইন ইভেন্ট এটি। আর এখন পর্যন্ত যেহেতু দুই ব্র্যান্ডেরই স্কোর ৩-৩, তাই এ ম্যাচটির প্রতি সবার আগ্রহ বেশি কাজ করারই কথা। ম্যাচটাতে বেশ কিছু এক্সাইটিং ফেস-অফ হয়, যা আমাদের মনের মধ্যে অনেকগুলা ড্রিম ম্যাচের আশা সঞ্চার করে। আর পুরো ম্যাচজুড়েই Team Raw এর মধ্যেই অনেকবার মনমালিন্য হয়। ম্যাচটির মাঝখানে Sami Zayn আর Kevin Owens ইন্টারফেয়ার করে Shane কে মারতে গেলে সে তাদেরকে মারতে মারতে ভাগিয়ে দেয়। শেষেরদিকে Shane একা ও তার বিপক্ষে Braun, Kurt ও Triple H থাকলে Kurt কে Pedigree দিয়ে Triple H তাকে এলিমিনেট করিয়ে দেয় পরে Shane কে এলিমিনেট করে Team Raw জয় তুলে নেয়। সব মিলিয়ে ভাল একটা ম্যাচ ছিল। ম্যাচ শেষে Braun, Triple H কে তার কাজের জন্য হুমকি দেওয়ার পর Triple H তাকে Pedigree দেওয়ার চেষ্টা করলে দুইটা Running Powerslam হজম করে।


ম্যাচ শেষে Triple H কে দুটি Powerslam হিট করে Strowman। এভাবেই এবারের SS শেষ হয়। অার 2017 SS Winner হলো Raw Brand

(END OF THE SHOW)


তো এরকম ছিল Survivor Series. পে-পার-ভিউটিতে ছোটখাটো কিছু সারপ্রাইজ ছিল, ম্যাচগুলাও ভাল ছিল। সব মিলিয়ে ভালো একটা পে-পার-ভিউ হয়েছে।
• লেখক ঃ ‎Abir Mahmud, Sabbir Rahman Leon, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme।

Survivor Series ২০১৭ রেজাল্ট, ২০/১১/২০১৭


কিছুক্ষণ আগেই শেষ হল WWE এর এ বছরের সর্বশেষ মেজর পে-পার-ভিউ Survivor Series, যেখানে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ ছিল। এবং যেখানে দুই ব্র্যান্ড নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করে। এ পোস্টে পে-পার-ভিউটির ম্যাচগুলার ফুল রেজাল্ট এবং এ নিয়ে আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করা হবে। তাহলে শুরু করা যাক!


 •• "Pre Show" •• 

Survivor Series এর Pre Show কিক অফ হয় Peter Rosenberg, Rene Young, Jerry "The King" Lawler এবং Shawn Michaels দ্বারা। তারা Survivor Series এর ম্যাচ কার্ড নিয়ে আলোচনা করে।

Backstage এ Smack Down Live Womens Team কে দেখা যায়। তারা জয়ের জন্য বদ্ধপরিকর।

Charlotte এবং Alexa Bliss এর মধ্যে ছোট-খাটো তর্ক-বিতর্ক হয়। দুজনেই দাবি করে তারা আজ ম্যাচে Dominate করবে।


• "Matt Hardy" 🆚 "Elias" :

(Singles Match)

মোটামুটি মানের ম্যাচ বলা যায় এটিকে। Elias কে Push দেবার জন্যই যেন এই ম্যাচের আয়োজন। শেষে Matt Hardy কেও হারালো Elias। Drift Away হিট করে জয় পায় সে। 

♦ Winner : Elias

Backstage এ Interview চলাকালীন "The Miz" জানায় তার আর Baron Corbin এর ম্যাচটি হচ্ছে Real মেইন Event


• "Enzo Amore"© 🆚 "Kalisto" :

(Cruiserweight Title Maych) 

বরাবরের মতো এবারো Enzo র জয়রথ অব্যাহত রইল। Championship ম্যাচটিতে নিজের আজব Move দ্বারা Kalisto কে হারায় সে এবং নিজের Title রিটেইন করে।

♦ Winner : Enzo Amore & Still WWE Cruiserweight Champion

রিংয়ে আসে Kevin Owens এবং Sami Zayn। তখন তারা বলে এটা তাদের জন্য লজ্জার বিষয় সে তারা RAW এর কোনো Team এর সাথে খেলতে পারছে না। উল্টো তাদের Smack Down Live এর Team এর সাথেই খেলতে হচ্ছে।


• "Kevin Owens & Sami Zayn" 🆚 "Breezango" :

(Tag Team Match)

এই ম্যাচ নিয়ে তেমন কিছু বলার নেই। স্বপ্ল সময়ের এই ম্যাচটিতে Fandango কে Pop Up Powerbomb হিট করে দলের পক্ষে জয় আনে Kevin Owens

♦ Winner : Kevin Owens & Sami Zayn


 •• Main Show •• 


• "The Shield" 🆚 "The New Day" :

(RAW (v/s) SD Tag Team Match)

বেশ ভালো একটি ম্যাচ হয়েছে। বলতে গেলে অসাধারণ একটি ম্যাচ হয়েছে বলা যায়। ম্যাচটিতে Shield এর Member দের বেশ Dominating দেখা যায়। তারা New Day র Member দের উপর বেশকিছু Clothsine হিট করে। ম্যাচে Spear, Belly To Belly, Dropkick, Big Splash, Missile Dropkick সহ বেশ কিছু মুভ ইউজ হয়। এক পর্যায়ে Big E এবং Kofi কে রিংয়ের বাইরে Attack করে Roman আর Dean। তারপর সবাই মিলে Xavier woods কে Triple Powerbomb দিতে নিলে Big E আর Kofi এসে বাচায় এবং Dominate করা শুরু করে। Kofi Seth কে Trouble In Paradise দেয়। এরপর Big E আর Kofi এবং Woods মিলে Seth এবং Dean কে Dobule Midnight Hour হিট করে। কিন্তু পিন করতে নিলে Roman এসে Big E কে Spear মেরে থামিয়ে দেয়। তারপর তারা সবাই আবার Brawl এ জড়িয়ে পড়ে। Ambrose রিংয়ের বাইরে নিয়ে গিয়ে Dirty Deeds হিট করে Big E কে আর Seth সামলায় Woods কে। আর এই সুযোগে Kofi কে Spear হিট করে Roman। তারপর!!!! তারপর আর কি?? Top Rope থেকে Super Triple Powerbomb হিট করে তারা এবং ম্যাচটিকে নিজেদের করে নেয়। Team Raw Got 01 Point

♦ Winner : The Shield (Seth, Roman, Dean)

♠ Review : পে-পার-ভিউয়ের প্রথম ম্যাচ এটা। আর অসাধারণ একটা ম্যাচ ছিল। দুই দলের ৬ জন রেসলারই তারা কী কী করতে পারে তা সবাইকে দেখিয়ে দেয়। আর স্টোরিটেলিং এবং ম্যাচের বিশেষ মুহূর্তগুলাও অসাধারণ ছিল। সেই সাথে দুই দলের পাওয়ারহাউজরাও নিজেদের শক্তির খুব ভাল ব্যাবহার করে। সব মিলিয়ে অসাধারণ!

Backstage এ "Stephanie McMahon" কে দেখা যায়। সে RAW Womens Team কে পরামর্শ দেয়।


• Team SD Womens Team (Becky©, Natalya, Tamina, Carmella & Naomi) 🆚 Team RAW Womens Team (Fox©, Sasha, Nia Jax, Asuka & Bayley) :

(RAW (v/s) SD Tag Team Match)

এই ম্যাচ নিয়ে তেমন কিছুই বলার নেই। প্রথমেই Bayley ইলিমিনেট করে Becky কে। কিন্তু তার কিছুক্ষণ পরই Bayley কে Frog Splash দিয়ে Eliminate করে Tamina। এরপর Tamina আর Nia মুখোমুখি হয়। Nia Eliminate হয়ে যায় Count Out এর কারণে। আস্তে আস্তে Eliminate হয় Tamina, Fox, Naomi, Carmella এবং Sasha। শেষে বাকি থাকে শুধু Asuka এবং Natalya। Natalya কে Asuka Lock দিয়ে Eliminate করে দলের পক্ষে জয় আনে Asuka। Team Raw Got 02 Point

♦ Winner : Team Raw (Asuka's the sole survivor)

♠ Review : ম্যাচটা মোটামুটি ভালই ছিল, কিন্তু ম্যাচটা কিছুটা অগোছালো মনে হয়। একদম প্রথম দিকেই Team Smackdown এর ক্যাপ্টেন Becky Lynch এর রোল আপের মাধ্যমে এলিমিনেট হওয়া এবং Alicia Fox ও Naomi এর এলিমিনেট হওয়ার জায়গাটা অনেক এলোমেলো মনে হয়েছে। তাছাড়া খারাপ ছিল না। Asuka কেও স্ট্রং দেখানো হয়েছে।


• "Baron Corbin"(US Champ) 🆚 "The Miz"(IC Champ) :

(Champion (v/s) Champion)

প্রথমেই Corbin অ্যাটাক করতে চায় কিন্তু পারে না। কিন্তু পরে ঠিকই পারে। Miz Drop Kick দেয় Corbin কে। Corbin Miz কে Barricade এ মারে। তারপর Corbin Maryse কে Insult করলে Miz হিংস্র হয় ওঠে এবং একের পর এক Attack করে Corbin কে। এক পর্যায়ে Corbin ফাইট ব্যাক করে এবং Miz কে মারে। Miz বারবার Corbin এর Injured পা তে অাঘাত করে এবং Figure 4 Eight Leg Lock ধরে কিন্তু Corbin তা ব্রেক করে। Corbin অ্যাটাক করে Axel কে এবং Dallas কে End Of Days হিট করে। তারপর Miz কে মারতে নিলে Miz তাকে Knee Strike এবং Drop Kick দিতে থাকে। কিন্তু শেষে Winner সেই Corbin। শেষের দিকে Miz কে End Of Days হিট করে জয় পায় সে।
Team SD Got 01 Point

♦ Winner : Baron Corbin

♠ Review : ভালই ছিল। ম্যাচটায় তাদের পারফর্মেন্সের তুলনায় স্টোরিটেলিংটা বেশি ভাল লেগেছে। ম্যাচের হাইলাইটগুলা হচ্ছে: Baron Corbin এর ক্রাউড ও Maryse এর সাথে ট্র্যাশটকিং করা এবং তাকে Miz এর সামনে flying kiss দেওয়া। 😜

এরপর Corbin এর Interview নেয় Rene Young

Backstage এ Interview নেয়া হয় Paul Heyman এর। সে AJ কে সতর্ক করে।


• "The Bar" (RAW) 🆚 "The Usos" (SD) :

(Champions/Champions Tag Team Match)

ম্যাচ শুরু করে Sheamus এবং Jimmy। প্রথমেই Usos রা Dominate করা শুরু করে। Jay আর Jimmy মিলে Cesaro কে মারে। তারপরই শুরু Cesaro র Uppercut। Sheamus ট্যাগ পেয়ে গেলে Enjiguiri র শিকার হয়। Jimmy Suicide Dive নিতে নিলে Cesaro তাকে Uppercut দেয় আর Sheamus Jay কে Running Senton দেয়। এরপর Double Super Kick। এরপর Sheamus Jay কে Clothsine এবং Irish Curse Backbreaker হিট করে। Cesaro ট্যাগ পেয়ে এসেই Jay কে রিং থেকে ফেলে দেয়। Usos রা Counter করে এবং ম্যাচে ফেরে। Cesaro কে Samoan Drop দেয় Jay। তারপরই Jay কে Uppercut দেয় Cesaro কিন্তু কাজ হয় না। Jimmy আর Jay ডমিনেট করতে থাকে। Sheamus রিংয়ের বাইরে Jimmy কে মারে এবং অপরদিকে Jay কে Sharpshooter ধরে Cesaro। কিন্তু কাজ হয় না। Jimmy Cesaro কে Super Kick দেয়। Sheamus রিংয়ে পড়ে থাকে। শেষে Sheamus কে Double Drop Kick এবং Samoan Splash দিয়ে ম্যাচটি জিতে নেয় Usos। বলতে হবে অসাধারণ একটি ম্যাচ ছিলো এটি। Team SD Got 02 Points

♦ Winner : The Usos

♠ Review : ঠিক যেমনটা ধারণা করা হয়েছিল, তেমনটাই হয়েছে। আমার মতে, এ ম্যাচটা পুরা পিপিভির সেরা ম্যাচ ছিল। দুই দলই আরেকবার সবাইকে নিজেদের জাত চিনিয়ে দিয়েছে। আর শেষেরদিকে ট্যাগের মাধ্যমে Suicide Dive টা = 🔥😍

Backstage এ Interview নেয়া হয় Jason Jordan এর। সে জানায় ম্যাচে না থাকলেও তিনি তার সাধ্যমতো সাহায্য করার জন্য প্রস্তুত।


• "Charlotte Falir (SD) 🆚 "Alexa Bliss" :

(Champion (v/s) Champion)

ম্যাচ শুরু হয়। কখনো Charlotte ডমিনেট করে আবার কখনো Bliss। ম্যাচের মাঝ পর্যায়ে Bliss একটু বেশি ডমিনেট করে। Charlotte Suplex দেয় Bliss কে। Bliss ড্রপকিক দেয় Charlotte কে। এরপর Double Knee দিয়ে Pin করলে Charlotte কিক অাউট করে। ম্যাচ চলতে থাকে। Bliss DDT হিট করতে গিয়ে ব্যর্থ হয়। Charlotte Powerbomb দেয় Bliss কে। Charlotte Natural Selection দেয় Bliss কে কিন্তু কাজ হয় না। শেষে Bliss কে Figure 4 Eight Leg Lock ধরে জয় পায় Charlotte
Team SD Got 03 Point

♦ Winner : Charlotte Flair

♠ Review : ভালই ম্যাচ ছিল। Alexa ও ম্যাচটাতে ভালই পারফর্ম করেছে। ম্যাচটা নিয়ে তেমন কিছু বলার নাই। তাই এখানেই শেষ করে দেই।


• "AJ Styles" (WWE Champ) 🆚 "Brock Lesnar" (Universal Champ) :

(Champion (v/s) Champion)

প্রথমেই AJ কে একের পর এক Attack করতে থাকে Brock। সে Knee Strike হিট করে AJ কে। সে AJ কে মারতেই থাকে। Knee Strike দেয়। এরপরই Overhead Belly To Belly Suplex। তারপর German Suplex। Welcome To The Suplex City AJ। এরপর Brock AJ কে রিংয়ের বাইরে ফেলে দেয়। Table এ ধাক্কা মারে। Brock একতরফা Dominate করা শুরু করে। Again Suplex!! এরপর Knee To The Face!! AJ হঠাৎ করে ম্যাচে ফেরতে কিন্তু পারে না। Brock F5 দিতে গিয়ে ব্যর্থ হয়। AJ Brock এর Knee তে অাঘাত করে। Enjiguiri হিট করে। AJ Pele Kick দেয় Brock কে। কিন্তু Phenomenal Forearm দিতে নিলে উল্টো Suplex এর শিকার হয় AJ। Brock কে বাইরে ফেলে দেয় AJ। বেশ ভালোভাবেই Brock এর মোকাবিলা করে AJ। রিংয়ের ভিতর অসাধারণ একটি Enjiguiri দেয় AJ এবং তারপর Moonsult। তারপর AJ Brock কে Springboard 450 Splash দেয় এবং পিন করে কিন্তু কাজ হয় না। Brock F5 দিতে নেয়। OMG!! OMG!! Culf Crusher To Brock। অতি কষ্টে Brock তা Break করে। OMG!! Phenomenonal Forearm To Brock। কিন্তু Brock কিক অাউট করে। AJ আবারো Phenomenal Forearm দিতে নেয় কিন্তু Brock তা Counter করে OMG!! F5। The Match Is Over Baby!! Team Raw Got 03 Point

♦ Winner : Brock Lesnar

♠ Review : শুরুর দিকে ম্যাচটাকে দেখে ২০১৪ সালের Summer Slam এর পুনরাবৃত্তি মনে হলেও শেষের দিকে AJ কিছুটা ডমিনেট করতে পারে। শুরুর দিকে এ ম্যাচটি একটা টিপিকাল Brock Lesnar ম্যাচের মত লাগছিল, কিন্তু শেষেরদিকে ভালই হয়েছে। কিন্তু মাত্র একটা F5 এই খেলা শেষ! CM Punk এর সাথে Brock এর ম্যাচটা আরও ভাল ছিল।

 •• Main Event •• 


• Team RAW (Kurt Angle©, Finn Balor, Samoa Joe, Braun Strowman & Triple H) 🆚 Team SD (Shane McMahon©, Randy Orton, Bobby Roode, Shinsuke Nakamura & John Cena) :

(RAW (v/s) SD Tag Team Match)

প্রথমেই Shane কে আছাড় মারে Strowman। Shane তাড়াতাড়ি Randy কে Tag দেয়। Joe আসে রিং এ এবং Shoulder Tackle দেয় Randy কে। এরপর Randy Attack করে এবং RKO দিতে নেয়। আর Joe Coquina Clutch দিতে নেয় কিন্তু কেউ পারে না। Balor আর Nakamura ট্যাগ পায়। কেউই তেমন কিছু করে না। Triple H ট্যাগ পায়। Nakamura Knee Strike দেয় Triple H কে। Roode আসে রিংয়ে। Roode একের পর এক Attack করে। Triple H ফাইট ব্যাক করে এবং Spine Buster দেয়। Kurt Angle রিংয়ে আসে এবং Suplex এর ঝড় শুরু হয়। Roode আর Angle দুজনে দুজনকে Clothsine দেয়। Nakamura এসে একের পর এক Knee Strike দেয়। সে Raw এর সবাই কে মারে। Strowman এসেই Running Powerslam দিয়ে Nakamura কে Eliminate করে দেয়। Roode আসে কিন্তু তাকেও Powerslam দিয়ে Eliminate করে দেয় Strowman। Raw টিমে ঝামেলা হয় আর তার সুযোগ নেয় SD। SD র সবাই মিলে Strowman কে Table এ Suplex দেয়। Shane কে Attack করে Joe। Cena ট্যাগ পায়। Joe Cena কে Senton হিট করে। Balor আর Joe র মধ্যে কথা কাটাকাটি হয়। এই সুযোগে Joe কে AA দিয়ে Eliminate করে দেয় Cena। Angle আসে। সে Cena কে Eliminate করে দেয়। OMG!!! Kevin Owens এবং Sami Zayn Attack করে Shane কে। Shane একা ফাইট করে। অপরদিক Randy কে Eliminate করে Strowman। Balor ও আউট হয়ে যায়। Raw তে থাকে Angle, Strowmna আর Triple H আর SD তে Shane। Raw Team এ Brawl হয়। 


Triple H Angle এর উপর Heel Turn করে ফলে Angle Eliminate হয় যায়। সবশেষে Triple H Shane কে Pedigree দিয়ে দলের পক্ষে জয় আনে। এবারে Sole Survivors "Triple H এবং Braun Strowman"। Team Raw Got 4 Points

♦ Winner : Team RAW

♠ Review : পে-পার-ভিউটির মেইন ইভেন্ট এটি। আর এখন পর্যন্ত যেহেতু দুই ব্র্যান্ডেরই স্কোর ৩-৩, তাই এ ম্যাচটির প্রতি সবার আগ্রহ বেশি কাজ করারই কথা। ম্যাচটাতে বেশ কিছু এক্সাইটিং ফেস-অফ হয়, যা আমাদের মনের মধ্যে অনেকগুলা ড্রিম ম্যাচের আশা সঞ্চার করে। আর পুরো ম্যাচজুড়েই Team Raw এর মধ্যেই অনেকবার মনমালিন্য হয়। ম্যাচটির মাঝখানে Sami Zayn আর Kevin Owens ইন্টারফেয়ার করে Shane কে মারতে গেলে সে তাদেরকে মারতে মারতে ভাগিয়ে দেয়। শেষেরদিকে Shane একা ও তার বিপক্ষে Braun, Kurt ও Triple H থাকলে Kurt কে Pedigree দিয়ে Triple H তাকে এলিমিনেট করিয়ে দেয় পরে Shane কে এলিমিনেট করে Team Raw জয় তুলে নেয়। সব মিলিয়ে ভাল একটা ম্যাচ ছিল। ম্যাচ শেষে Braun, Triple H কে তার কাজের জন্য হুমকি দেওয়ার পর Triple H তাকে Pedigree দেওয়ার চেষ্টা করলে দুইটা Running Powerslam হজম করে।


ম্যাচ শেষে Triple H কে দুটি Powerslam হিট করে Strowman। এভাবেই এবারের SS শেষ হয়। অার 2017 SS Winner হলো Raw Brand

(END OF THE SHOW)


তো এরকম ছিল Survivor Series. পে-পার-ভিউটিতে ছোটখাটো কিছু সারপ্রাইজ ছিল, ম্যাচগুলাও ভাল ছিল। সব মিলিয়ে ভালো একটা পে-পার-ভিউ হয়েছে।
• লেখক ঃ ‎Abir Mahmud, Sabbir Rahman Leon, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme।