কেমন আছেন আমার সম্মানীয় রেসলিং ফ্যানস । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি লিখতে চলেছি 'The Undertaker' এর ফিনিশিং মুভ 'Tombstone Piledriver' এ যারা কিকআউট করেছেন তাদের সম্পর্কে । তো চলুন শুরু করি । 


The Undertaker মূলত ৩১ বছর ধরে প্রো রেসলিং জগৎ এবং ২৭ বছর ধরে 'WWE' তে কাজ করে যাচ্ছেন । এই ২৭ বছরে তিনি রেসলিং লেজেন্ডদের খাতায় নাম লিখিয়েছেন । আর আমাদের উপহার দিয়েছেন অসংখ্য সেরা ম্যাচ এবং কিছু অসাধারন মুহূর্ত + বিনোদন । আর তার কারনে হয়তোবা তার রিং স্টাইল , গিমিক , ফিনিশিং মুভস প্রভৃতি যাই বলেন না কেন তা এক কথায় অনবন্ত । আর তার ফিনিশিং মুভস 'Tombstone Piledriver' একটি লেজেন্ডারি মুভস । আজ পর্যন্ত টেকারের কোনো অপনেন্টই ৩ টা Tombstone এর বেশি হজম করতে পারেনি । শুধুমাত্র Kane , Shawn Michaels , Triple H ই ৩ টা Tombstone পর্যন্ত ম্যাচে সারভাইভ করেতে পেরেছে । এই ২৭ বছরে মাত্র ৯ জন রেসলার 'Tombstone Piledriver' এ কিকআউট করতে পেরেছে ! নিম্নে তাদের নামসহ বিস্তারিত তুলে ধরা হলো :

(১) Kane : শুনে একটু অবাকই হবেন । 'The Big Red Machine' Kane প্রথম Taker এর Tombstone করেছিল রেসেলম্যানিয়া ১৪ তে । আর এটি ছিল Taker এর প্রথম রেসেলম্যানিয়া হার্ডকোর 'Inferno Match' । টেকার 'WWE' তে Join করার ৮ বছরের মধ্যে কেউই টেকারের 'Tombstone' এ কিকআউট করতে পারেনি । টেকার ওই ম্যাচে 'Kane' কে তার প্রথম Tombstone দিলে 'Kane' কিকআউট করে । যেটা 'WWE' এর অন্যতম 'Craziest Kickout' । ওই ম্যাচে টেকার ৩ টা Tombstone দিয়ে 'Kane' কে হারিয়েছিল ! অবশ্য ১ সেকেন্ডের ব্যাবধানে Kane তাও কিকআউট করেছিল ! 😱

(২) Batista : ২য় যে রেসলার টেকারের 'Tombstone' এ কিকআউট করতে সফল হয়েছিলেন তিনি হলেন 'The Animal' খ্যাত Batista । 'Hell In A Cell'
Batista আকস্মিকভাবে টেকারের Tombstone এ কিকআউট করেছিল । অথচ , রেসেলম্যানিয়া ২৩ এ 'World Heavyweight Championship' টেকার ১ টি Tombstone দিয়ে Batista কে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন !

(৩) Edge : 'The Rated R Superstar' খ্যাত Edge ৩য় ব্যাক্তি হিসেবে টেকারের Tombstone কিকআউট করেছিল । রেসেলম্যানিয়া ২৪ এ Taker ভুলক্রমে রেফারিকে কিক দিলে রেফারি কভার করতে অক্ষম হন । ওই সুযোগে Edge টেকারকে Low Blow + Tombstone দিতে গেলে টেকার রিভার্স করে Tombstone দেয় । অত বড় দীর্ঘ রেসেলম্যানিয়া রোডে একজন রেফারি দৌড়ে এসে কভার করাটা রেসলার ভিক্টিম এর জন্য খুব দীর্ঘ সময় । Edge সেটিকে ব্যাবহার করে কিকআউট করতে পেরেছিলেন । যেটি আজ পর্যন্ত 'Most Longest Cover Time' ।

(৪) Shawn Michaels : 'HBK' Shawn Michales টেকারের Tombstone এ কিকআউট করার তালিকায় নাম লিখিয়েছিলেন রেসেলম্যানিয়া ২৫ এ । যেটি ছিল ওই বছরের 'Best Match of The Year' । Shawn তার বছরের রেসেলেম্যানিয়া ২৬ এ টেকারের Tombstone এ কিকআউট করেন । যেটি আজ পর্যন্ত 'Second Greatest Match In WWE History' । টেকার ওই ম্যাচে ৩ টি Tombstone দিয়ে Shawn কে হারান । ফলে Streak VS Carrier ম্যাচে হেরে Shawn কে অবসর নিতে হয় !

(৫) Triple H : 'The Game' ট্রিপল এইছ সর্বাধিকবার (৩ বার) টেকারের সাথে রেসেলম্যানিয়াতে মুখোমুখি হয়েছেন । রেসেলম্যানিয়া ২৭ এ নিজের বন্ধু শনের দুঃখজনক হারের প্রতিশোধ নিতে মুখোমুখি হন । ওইম্যাচে ট্রিপল এইছ প্রথমবারের মতো টেকারের Tombstone এ তিনি কিকআউট করেন । তার পরের বছর রেসেলম্যানিয়া ২৮ এ টেকার ৩ টি Tombstone দিয়ে 'The Game' কে থামাতে সক্ষম হন । যেটি আজ পর্যন্ত অন্যতম সেরা 'Hell in A Cell' ম্যাচ ।

(৬) CM Punk : যেটি আজ পর্যন্ত রেসেলম্যানিয়ার অন্যতম 'Craziest Kickout' সেটি হলো CM Punk এর ২০১৩ সালের রেসেলম্যানিয়া ২৯ এ Punk অবিশ্বাস্যভাবে টেকারের Tombstone এ কিকআউট করা । এটি CM Punk এর 'Most Craziest Kickout' ।

(৭) Brock Lesner : 'The Beast' Incarnate ব্রক লেসনার একমাত্র ব্যাক্তি যিনি Every Single Time এ টেকারের Tombstone এ কিকআউট করেছে । রেসেলম্যানিয়া , সামারস্লাম , হেল ইন এ সেল । প্রত্যেক PPV তে লেসনার টেকারের Tombstone এ কিকআউট করে ।

(৮) Bray Wyatt : Bray Wyatt রেসেলম্যানিয়ার ৬ ষ্ঠ ব্যাক্তি যিনি টেকারের Tombstone এ কিকআউট করেন । রেসেলম্যানিয়া ৩১ এ টেকার ২ টি Tombstone এর সাহায্যে Bray কে পরাজিত করেন ।

(৯) Roman Reings : 'The present Bigdog' রোমান রেইঙ্স হয়তোবা সর্বশেষ ব্যাক্তি যিনি টেকারের Tombstone এ কিকআউট করেছেন । রেসেলম্যানিয়া ৩৩ এর ম্যাচটিতে তিনি টেকারের একমাত্র 'Tombstone' এ কিকআউট করেন।

টেকারের দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তিনি ১০০ + অপনেন্টের সাথে খেলেছেন । এবং মাত্র ৯ জন রেসলার টেকারের Tombstone এ কিকআউট করতে সক্ষম হয়েছেন । আর এই লেজেন্ডকে অনেক আবালই নতুনত্ব দিয়ে বিচার করে । এই আবালগুলো নতুনদের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন নতুনরাই #১ রেসলার । ওইসব আবালদের জন্য ১ বদনা সমবেদনা + উপদেশ রইল যাতে ওরা রেসলিং এর মূলভিত্তিটা ভুলে না যায় । কেননা ওদের জ্বালায় সিনেমার হিরোরা তাদের পুপলারিটি + তাদের 'হিরো' নামটির মালিকানা হারাচ্ছে । কেননা রেসলাররাই যদি হিরো হয় তাহলে সিনেমার অস্তিত্বটা কি বিরাজমান থাকল ? উত্তরটা আপনারাই ভালো বলতে পারবেন ।

♦ আজ এই পর্যন্ত । পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি । সবাইকে ধন্যবাদ 😃
• লেখক ঃ Wrestling 360

'Tombstone Piledriver' কিক আউট করেছেন যারা...

কেমন আছেন আমার সম্মানীয় রেসলিং ফ্যানস । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি লিখতে চলেছি 'The Undertaker' এর ফিনিশিং মুভ 'Tombstone Piledriver' এ যারা কিকআউট করেছেন তাদের সম্পর্কে । তো চলুন শুরু করি । 


The Undertaker মূলত ৩১ বছর ধরে প্রো রেসলিং জগৎ এবং ২৭ বছর ধরে 'WWE' তে কাজ করে যাচ্ছেন । এই ২৭ বছরে তিনি রেসলিং লেজেন্ডদের খাতায় নাম লিখিয়েছেন । আর আমাদের উপহার দিয়েছেন অসংখ্য সেরা ম্যাচ এবং কিছু অসাধারন মুহূর্ত + বিনোদন । আর তার কারনে হয়তোবা তার রিং স্টাইল , গিমিক , ফিনিশিং মুভস প্রভৃতি যাই বলেন না কেন তা এক কথায় অনবন্ত । আর তার ফিনিশিং মুভস 'Tombstone Piledriver' একটি লেজেন্ডারি মুভস । আজ পর্যন্ত টেকারের কোনো অপনেন্টই ৩ টা Tombstone এর বেশি হজম করতে পারেনি । শুধুমাত্র Kane , Shawn Michaels , Triple H ই ৩ টা Tombstone পর্যন্ত ম্যাচে সারভাইভ করেতে পেরেছে । এই ২৭ বছরে মাত্র ৯ জন রেসলার 'Tombstone Piledriver' এ কিকআউট করতে পেরেছে ! নিম্নে তাদের নামসহ বিস্তারিত তুলে ধরা হলো :

(১) Kane : শুনে একটু অবাকই হবেন । 'The Big Red Machine' Kane প্রথম Taker এর Tombstone করেছিল রেসেলম্যানিয়া ১৪ তে । আর এটি ছিল Taker এর প্রথম রেসেলম্যানিয়া হার্ডকোর 'Inferno Match' । টেকার 'WWE' তে Join করার ৮ বছরের মধ্যে কেউই টেকারের 'Tombstone' এ কিকআউট করতে পারেনি । টেকার ওই ম্যাচে 'Kane' কে তার প্রথম Tombstone দিলে 'Kane' কিকআউট করে । যেটা 'WWE' এর অন্যতম 'Craziest Kickout' । ওই ম্যাচে টেকার ৩ টা Tombstone দিয়ে 'Kane' কে হারিয়েছিল ! অবশ্য ১ সেকেন্ডের ব্যাবধানে Kane তাও কিকআউট করেছিল ! 😱

(২) Batista : ২য় যে রেসলার টেকারের 'Tombstone' এ কিকআউট করতে সফল হয়েছিলেন তিনি হলেন 'The Animal' খ্যাত Batista । 'Hell In A Cell'
Batista আকস্মিকভাবে টেকারের Tombstone এ কিকআউট করেছিল । অথচ , রেসেলম্যানিয়া ২৩ এ 'World Heavyweight Championship' টেকার ১ টি Tombstone দিয়ে Batista কে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন !

(৩) Edge : 'The Rated R Superstar' খ্যাত Edge ৩য় ব্যাক্তি হিসেবে টেকারের Tombstone কিকআউট করেছিল । রেসেলম্যানিয়া ২৪ এ Taker ভুলক্রমে রেফারিকে কিক দিলে রেফারি কভার করতে অক্ষম হন । ওই সুযোগে Edge টেকারকে Low Blow + Tombstone দিতে গেলে টেকার রিভার্স করে Tombstone দেয় । অত বড় দীর্ঘ রেসেলম্যানিয়া রোডে একজন রেফারি দৌড়ে এসে কভার করাটা রেসলার ভিক্টিম এর জন্য খুব দীর্ঘ সময় । Edge সেটিকে ব্যাবহার করে কিকআউট করতে পেরেছিলেন । যেটি আজ পর্যন্ত 'Most Longest Cover Time' ।

(৪) Shawn Michaels : 'HBK' Shawn Michales টেকারের Tombstone এ কিকআউট করার তালিকায় নাম লিখিয়েছিলেন রেসেলম্যানিয়া ২৫ এ । যেটি ছিল ওই বছরের 'Best Match of The Year' । Shawn তার বছরের রেসেলেম্যানিয়া ২৬ এ টেকারের Tombstone এ কিকআউট করেন । যেটি আজ পর্যন্ত 'Second Greatest Match In WWE History' । টেকার ওই ম্যাচে ৩ টি Tombstone দিয়ে Shawn কে হারান । ফলে Streak VS Carrier ম্যাচে হেরে Shawn কে অবসর নিতে হয় !

(৫) Triple H : 'The Game' ট্রিপল এইছ সর্বাধিকবার (৩ বার) টেকারের সাথে রেসেলম্যানিয়াতে মুখোমুখি হয়েছেন । রেসেলম্যানিয়া ২৭ এ নিজের বন্ধু শনের দুঃখজনক হারের প্রতিশোধ নিতে মুখোমুখি হন । ওইম্যাচে ট্রিপল এইছ প্রথমবারের মতো টেকারের Tombstone এ তিনি কিকআউট করেন । তার পরের বছর রেসেলম্যানিয়া ২৮ এ টেকার ৩ টি Tombstone দিয়ে 'The Game' কে থামাতে সক্ষম হন । যেটি আজ পর্যন্ত অন্যতম সেরা 'Hell in A Cell' ম্যাচ ।

(৬) CM Punk : যেটি আজ পর্যন্ত রেসেলম্যানিয়ার অন্যতম 'Craziest Kickout' সেটি হলো CM Punk এর ২০১৩ সালের রেসেলম্যানিয়া ২৯ এ Punk অবিশ্বাস্যভাবে টেকারের Tombstone এ কিকআউট করা । এটি CM Punk এর 'Most Craziest Kickout' ।

(৭) Brock Lesner : 'The Beast' Incarnate ব্রক লেসনার একমাত্র ব্যাক্তি যিনি Every Single Time এ টেকারের Tombstone এ কিকআউট করেছে । রেসেলম্যানিয়া , সামারস্লাম , হেল ইন এ সেল । প্রত্যেক PPV তে লেসনার টেকারের Tombstone এ কিকআউট করে ।

(৮) Bray Wyatt : Bray Wyatt রেসেলম্যানিয়ার ৬ ষ্ঠ ব্যাক্তি যিনি টেকারের Tombstone এ কিকআউট করেন । রেসেলম্যানিয়া ৩১ এ টেকার ২ টি Tombstone এর সাহায্যে Bray কে পরাজিত করেন ।

(৯) Roman Reings : 'The present Bigdog' রোমান রেইঙ্স হয়তোবা সর্বশেষ ব্যাক্তি যিনি টেকারের Tombstone এ কিকআউট করেছেন । রেসেলম্যানিয়া ৩৩ এর ম্যাচটিতে তিনি টেকারের একমাত্র 'Tombstone' এ কিকআউট করেন।

টেকারের দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তিনি ১০০ + অপনেন্টের সাথে খেলেছেন । এবং মাত্র ৯ জন রেসলার টেকারের Tombstone এ কিকআউট করতে সক্ষম হয়েছেন । আর এই লেজেন্ডকে অনেক আবালই নতুনত্ব দিয়ে বিচার করে । এই আবালগুলো নতুনদের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন নতুনরাই #১ রেসলার । ওইসব আবালদের জন্য ১ বদনা সমবেদনা + উপদেশ রইল যাতে ওরা রেসলিং এর মূলভিত্তিটা ভুলে না যায় । কেননা ওদের জ্বালায় সিনেমার হিরোরা তাদের পুপলারিটি + তাদের 'হিরো' নামটির মালিকানা হারাচ্ছে । কেননা রেসলাররাই যদি হিরো হয় তাহলে সিনেমার অস্তিত্বটা কি বিরাজমান থাকল ? উত্তরটা আপনারাই ভালো বলতে পারবেন ।

♦ আজ এই পর্যন্ত । পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি । সবাইকে ধন্যবাদ 😃
• লেখক ঃ Wrestling 360