গত সপ্তাহের RAW-তে কার্ট অ্যাঙ্গেল সারভাইভার সিরিজের জন্য তার টিম ঘোষণা করতে যাবে এমতাবস্থায় শেন মিকম্যান দর্শকদের মধ্য দিয়ে তার পুরো স্ম্যাকডাউন রোস্টার নিয়ে এন্ট্রি করে এবং অর্ধেক RAW রোস্টারকে ধ্বংস করে দেয়। যার ফলে এখনো অবধি আমরা জানতেও পারিনি যে, সারভাইভার সিরিজে Team RAW Vs Team SmackDown Live এর সেই বিখ্যাত ট্র‍্যাডিশনাল ম্যাচটিতে কে বা কারা কারা Team RAW এর হয়ে পারফর্ম করবে।

সেই ম্যাচটিতে RAW টিমে কারা কারা থাকতে পারে সেটাই প্রেডিক্ট করার চেষ্টা করব এখন আমি। আমাদের সবারই জানা আছে যে, উভয় টিমেই ৫ জন করে মেম্বার থাকবে। যাই হোক, শুরু করা যাক :)

5) Samoa Joe - টিম RAW এর মেম্বার হিসেবে ফার্স্টেই আমি পিক করছি সাবমিশন এক্সপার্ট হিসেবে সুপরিচিত সামোয়া জো-কে। আমরা সবাই জানি, সামোর জো ইঞ্জুরি আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে রিংয়ের বাইরে আছে। বিভিন্ন সাইটের রিপোর্ট অনুযায়ী, সামোয়া জো খুব শীঘ্রই রিং অ্যাকশনে ফিরবে। হতে পারে সেটা নভেম্বরের ফার্স্ট উইকে অর্থাৎ নেক্সট RAW কিংবা তার পরের RAW তেই। তাছাড়া, ইঞ্জুরি আক্রান্ত হবার পূর্ব পর্যন্ত সে বেশ ভালো ও স্ট্রং বুকিং পাচ্ছিল। তাই আশা করা যাচ্ছে, রিটার্নের পরও তার সেরকম বুকিংই বহাল থাকবে এবং এজন্য রিটার্নের পর সারভাইভার সিরিজের উক্ত ম্যাচটিতে যুক্ত করার চেয়ে উত্তম স্টোরিলাইন সে আর পাবে না। সুতরাং, বলা যায়, সামোয়া জো টিম RAW এর মেম্বার হয়েই সারভাইভার সিরিজে অংশগ্রহণ করবে। 

4) Finn Balor - টিম RAW এর ৪র্থ মেম্বার হিসেবে আমি পিক করছি ডিমন কিং ফিন ব্যালরকে। ফিন ব্যালর গত টিএলসিতে এজে স্টাইলসের সাথে দারুণ একটি ম্যাচ উপহার দেয় এবং জয়ও তুলে নেয়। এজে স্টাইলসের মত ফেনোমিনাল একজনের বিপক্ষে জয় অবশ্যই বড় কিছুর ইঙ্গিত দেয়। এবং সেটা হতে পারে, সারভাইভার সিরিজের জন্য টিম RAW তে অন্তর্ভুক্তি। যদিও ব্যালর গত সপ্তাহের RAW তে কেইনের বিপক্ষে লজ্জাজনক একটি হার পায় তবে সেটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছি আমি এবং ফিন ব্যালরকেই টিম RAW এর ৪র্থ মেম্বার হিসেবে পিক করছি! দেখা যাক কি হয়। 

3) Braun Strowman - টিম RAW এর থার্ড মেম্বার হিসেবে আমি পিক করছি ব্রন স্ট্রোম্যানকে। সারভাইভার সিরিজের আগে যতদিন সময় আছে আশা করা যায়, ক্রিয়েটিভ প্যানেল শক্তপোক্ত বুকিং ও দারুণ কিছু ম্যাচ [স্টিল কেইজ ম্যাচ, ফলস কাউন্ট অ্যানিহোয়্যার ম্যাচ কিংবা স্ট্রিট ফাইট ম্যাচ] দিয়ে কেইন & স্ট্রোম্যানের অসমাপ্ত কাহিনীর সমাপ্তি ঘটাবে এবং ব্রন স্ট্রোম্যানকে সারভাইভার সিরিজের জন্য টিম RAW এর মেম্বার হিসেবে সিলেক্ট করবে। 

2) Roman Reigns/Bray Wyatt - টিম RAW এর এই পজিশনটা পুরোপুরিভাবে নির্ভর করবে কে ক্যাপ্টেন হবে তার উপরে। যদি কার্ট অ্যাঙ্গেল পুনরায় রিং অ্যাকশনে ফিরে অর্থাৎ সারভাইভার সিরিজে টিম RAW এর নেতৃত্ব দেয় তবে সেক্ষেত্রে এই পজিশনটা পাবে দ্যা বিগ ডঅঅগ রোমান রেইন্স। আর কার্ট যদি রিটার্ন না করে, টিম RAW কে যদি সে নেতৃত্ব না দেয় তবে সেক্ষেত্রে এই পজিশনটার যোগ্য প্রতিদ্বন্দ্বী হল ব্রে ওয়ায়েট। 

যদিও রোমান রেইন্স & ব্রে ওয়ায়েট এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবে তাদের জন্য কিছু না কিছু প্ল্যান ক্রিয়েটিভ প্যানেল নিশ্চয় করেছে। আর এর পুরোটাই নির্ভর করছে টিম RAW এর ক্যাপ্টেনের উপর। ক্যাপ্টেন রোলটা এই পজিশন অনেকটাই প্রভাবিত করবে। আর হ্যা, জ্যাসন জর্ডানকেও এই পজিশনের কড়া দাবিদার বলা যায়। তাই ব্রে-কে টপকে জর্ডান এই ম্যাচে অন্তর্ভুক্ত হলে অবাক হবার কিছু নেই।

1) Kurt Angle/Roman Reigns [Captain] - পূর্বেই বলেছি, এই পজিশনটা ২য় মেম্বারের ভবিষ্যৎ বহুলাংশে প্রভাবিত করবে। কার্ট যদি রিটার্ন না করে তবে রোমান রেইন্সই হবে টিম RAW এর ক্যাপ্টেন। আর কার্ট যদি রিটার্ন করে এবং টিম RAW এর ক্যাপ্টেন হয় তবে সেক্ষেত্রে রোমান রেইন্সই হবে টিম RAW এর ২য় ভ্যালুয়েবল মেম্বার অর্থাৎ সাব ক্যাপ্টেন। এবং এমনটি হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি :D

গত সপ্তাহে শেন যেভাবে RAW রোস্টারকে আক্রমণ করেছিল এবং কার্টকে হুমকি দিয়েছিল, ব্যাপারটা এখন পারসোনাল হয়ে গেছে। তাহলে কি আমরা সারভাইভার সিরিজে টিম শেন মিকম্যান বনাম টিম কার্ট অ্যাঙ্গেল ম্যাচ দেখতে পারি? কমেন্টে জানান ^_^ 

তো, সবাইকে সিলেক্ট করার পর টিম RAW যেমন দেখায়ঃ- 

★ Kurt Angle/Roman Reigns [Captain]
★ Roman Reigns/Bray Wyatt
★ Braun Strowman
★ Finn Balor
★ Samoa Joe

তো, এই ছিল আমার টিম RAW) এখন দেখার বিষয়, আমার প্রেডিক্ট করা রেস্লারদের মধ্যে কয়জন সারভাইভার সিরিজে টিম RAW এর হয়ে অংশগ্রহণ করে আর কয়জন বানের জলে ভেসে যায়! :3

আপনার টিম RAW এর সদস্য কারা কারা কমেন্টে জানাতে ভুলবেন না। 
• লেখক ঃ Ratul Islam Antor, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **

সারভাইভর সিরিজে টিম Raw এর সম্ভাব্য প্রতিযোগীরা।


গত সপ্তাহের RAW-তে কার্ট অ্যাঙ্গেল সারভাইভার সিরিজের জন্য তার টিম ঘোষণা করতে যাবে এমতাবস্থায় শেন মিকম্যান দর্শকদের মধ্য দিয়ে তার পুরো স্ম্যাকডাউন রোস্টার নিয়ে এন্ট্রি করে এবং অর্ধেক RAW রোস্টারকে ধ্বংস করে দেয়। যার ফলে এখনো অবধি আমরা জানতেও পারিনি যে, সারভাইভার সিরিজে Team RAW Vs Team SmackDown Live এর সেই বিখ্যাত ট্র‍্যাডিশনাল ম্যাচটিতে কে বা কারা কারা Team RAW এর হয়ে পারফর্ম করবে।

সেই ম্যাচটিতে RAW টিমে কারা কারা থাকতে পারে সেটাই প্রেডিক্ট করার চেষ্টা করব এখন আমি। আমাদের সবারই জানা আছে যে, উভয় টিমেই ৫ জন করে মেম্বার থাকবে। যাই হোক, শুরু করা যাক :)

5) Samoa Joe - টিম RAW এর মেম্বার হিসেবে ফার্স্টেই আমি পিক করছি সাবমিশন এক্সপার্ট হিসেবে সুপরিচিত সামোয়া জো-কে। আমরা সবাই জানি, সামোর জো ইঞ্জুরি আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে রিংয়ের বাইরে আছে। বিভিন্ন সাইটের রিপোর্ট অনুযায়ী, সামোয়া জো খুব শীঘ্রই রিং অ্যাকশনে ফিরবে। হতে পারে সেটা নভেম্বরের ফার্স্ট উইকে অর্থাৎ নেক্সট RAW কিংবা তার পরের RAW তেই। তাছাড়া, ইঞ্জুরি আক্রান্ত হবার পূর্ব পর্যন্ত সে বেশ ভালো ও স্ট্রং বুকিং পাচ্ছিল। তাই আশা করা যাচ্ছে, রিটার্নের পরও তার সেরকম বুকিংই বহাল থাকবে এবং এজন্য রিটার্নের পর সারভাইভার সিরিজের উক্ত ম্যাচটিতে যুক্ত করার চেয়ে উত্তম স্টোরিলাইন সে আর পাবে না। সুতরাং, বলা যায়, সামোয়া জো টিম RAW এর মেম্বার হয়েই সারভাইভার সিরিজে অংশগ্রহণ করবে। 

4) Finn Balor - টিম RAW এর ৪র্থ মেম্বার হিসেবে আমি পিক করছি ডিমন কিং ফিন ব্যালরকে। ফিন ব্যালর গত টিএলসিতে এজে স্টাইলসের সাথে দারুণ একটি ম্যাচ উপহার দেয় এবং জয়ও তুলে নেয়। এজে স্টাইলসের মত ফেনোমিনাল একজনের বিপক্ষে জয় অবশ্যই বড় কিছুর ইঙ্গিত দেয়। এবং সেটা হতে পারে, সারভাইভার সিরিজের জন্য টিম RAW তে অন্তর্ভুক্তি। যদিও ব্যালর গত সপ্তাহের RAW তে কেইনের বিপক্ষে লজ্জাজনক একটি হার পায় তবে সেটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছি আমি এবং ফিন ব্যালরকেই টিম RAW এর ৪র্থ মেম্বার হিসেবে পিক করছি! দেখা যাক কি হয়। 

3) Braun Strowman - টিম RAW এর থার্ড মেম্বার হিসেবে আমি পিক করছি ব্রন স্ট্রোম্যানকে। সারভাইভার সিরিজের আগে যতদিন সময় আছে আশা করা যায়, ক্রিয়েটিভ প্যানেল শক্তপোক্ত বুকিং ও দারুণ কিছু ম্যাচ [স্টিল কেইজ ম্যাচ, ফলস কাউন্ট অ্যানিহোয়্যার ম্যাচ কিংবা স্ট্রিট ফাইট ম্যাচ] দিয়ে কেইন & স্ট্রোম্যানের অসমাপ্ত কাহিনীর সমাপ্তি ঘটাবে এবং ব্রন স্ট্রোম্যানকে সারভাইভার সিরিজের জন্য টিম RAW এর মেম্বার হিসেবে সিলেক্ট করবে। 

2) Roman Reigns/Bray Wyatt - টিম RAW এর এই পজিশনটা পুরোপুরিভাবে নির্ভর করবে কে ক্যাপ্টেন হবে তার উপরে। যদি কার্ট অ্যাঙ্গেল পুনরায় রিং অ্যাকশনে ফিরে অর্থাৎ সারভাইভার সিরিজে টিম RAW এর নেতৃত্ব দেয় তবে সেক্ষেত্রে এই পজিশনটা পাবে দ্যা বিগ ডঅঅগ রোমান রেইন্স। আর কার্ট যদি রিটার্ন না করে, টিম RAW কে যদি সে নেতৃত্ব না দেয় তবে সেক্ষেত্রে এই পজিশনটার যোগ্য প্রতিদ্বন্দ্বী হল ব্রে ওয়ায়েট। 

যদিও রোমান রেইন্স & ব্রে ওয়ায়েট এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবে তাদের জন্য কিছু না কিছু প্ল্যান ক্রিয়েটিভ প্যানেল নিশ্চয় করেছে। আর এর পুরোটাই নির্ভর করছে টিম RAW এর ক্যাপ্টেনের উপর। ক্যাপ্টেন রোলটা এই পজিশন অনেকটাই প্রভাবিত করবে। আর হ্যা, জ্যাসন জর্ডানকেও এই পজিশনের কড়া দাবিদার বলা যায়। তাই ব্রে-কে টপকে জর্ডান এই ম্যাচে অন্তর্ভুক্ত হলে অবাক হবার কিছু নেই।

1) Kurt Angle/Roman Reigns [Captain] - পূর্বেই বলেছি, এই পজিশনটা ২য় মেম্বারের ভবিষ্যৎ বহুলাংশে প্রভাবিত করবে। কার্ট যদি রিটার্ন না করে তবে রোমান রেইন্সই হবে টিম RAW এর ক্যাপ্টেন। আর কার্ট যদি রিটার্ন করে এবং টিম RAW এর ক্যাপ্টেন হয় তবে সেক্ষেত্রে রোমান রেইন্সই হবে টিম RAW এর ২য় ভ্যালুয়েবল মেম্বার অর্থাৎ সাব ক্যাপ্টেন। এবং এমনটি হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি :D

গত সপ্তাহে শেন যেভাবে RAW রোস্টারকে আক্রমণ করেছিল এবং কার্টকে হুমকি দিয়েছিল, ব্যাপারটা এখন পারসোনাল হয়ে গেছে। তাহলে কি আমরা সারভাইভার সিরিজে টিম শেন মিকম্যান বনাম টিম কার্ট অ্যাঙ্গেল ম্যাচ দেখতে পারি? কমেন্টে জানান ^_^ 

তো, সবাইকে সিলেক্ট করার পর টিম RAW যেমন দেখায়ঃ- 

★ Kurt Angle/Roman Reigns [Captain]
★ Roman Reigns/Bray Wyatt
★ Braun Strowman
★ Finn Balor
★ Samoa Joe

তো, এই ছিল আমার টিম RAW) এখন দেখার বিষয়, আমার প্রেডিক্ট করা রেস্লারদের মধ্যে কয়জন সারভাইভার সিরিজে টিম RAW এর হয়ে অংশগ্রহণ করে আর কয়জন বানের জলে ভেসে যায়! :3

আপনার টিম RAW এর সদস্য কারা কারা কমেন্টে জানাতে ভুলবেন না। 
• লেখক ঃ Ratul Islam Antor, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **