গতকাল অর্থাৎ ৯ ডিসেম্বর, TNA সুপারস্টার ও লিজেন্ডারি এমেচ্যুর রেসলার "Kurt Angle" এর ৪৭তম জন্মদিন ছিল, উপরে ছবিতে তার জন্মদিনে তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড Johnny -দেরকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। 

১৯৬৮ সালের ওই দিনে আমেরিকার প্যানসিলভ্যানিয়ার মাউন্ট লেবাননে জন্মগ্রহন করেন "Wrestling Machine" খ্যাত এই অলিম্পিক গোল্ড মেডালিস্ট। তার আসল নাম Kurt Steven Angle.

রেসলিং ক্যারিয়ারে Kurt এখন পর্যন্ত WWE, TNA, ECW, WCW ও NJPW সহ বিভিন্ন কোম্পানিতে খেলেছেন এবং মোট ১০টিরও বেশি ভিন্ন প্রো-রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯৬ সালে। ফ্রি-স্টাইল রেসলিং এর জন্য ১৯৯৫ সালে জিতেছিল অলিম্পিক গোল্ড মেডাল এবং ১৯৯৬ সালের Summer Olympic এ জিতেছিল গোল্ড মেডাল। এছাড়া MMA-তেও তার দক্ষতা আছে।

WWF/E-তে সে মোত ৮ টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে যার মধ্যে ছিল WWF/E চ্যাম্পিয়নশিপ, World Heavyweight চ্যাম্পিয়নশিপ, WCW চ্যাম্পিয়নশিপ, WCW United States চ্যাম্পিয়নশিপ, WWF Hardcore চ্যাম্পিয়নশিপ, WWF European চ্যাম্পিয়নশিপ, WWF Intercontinental চ্যাম্পিয়নশিপ ও WWE Tag Team চ্যাম্পিয়নশিপ। এছাড়া সে TNA-তে জিতেছে TNA World Heavyweight চ্যাম্পিয়নশিপ (রেকর্ড ৬বার), TNA World Tag Team চ্যাম্পিয়নশিপ ও TNA X Division চ্যাম্পিয়নশিপ। এছাড়া IWGP Heavyweight চ্যাম্পিয়নশিপ জিতেছে ১বার।

Kurt ২০০০ সালের WWE এর King Of The Ring বিজয়ী। সে দশম Triple Crown চ্যাম্পিয়ন ও পঞ্চম Grand Slam চ্যাম্পিয়ন। সে TNA'র দ্বিতীয় Triple Crown চ্যাম্পিয়নও। সে ২০১৩ সালের TNA Hall of Famer. ২০০১ সালের PWI র‍্যাংকিং এ ১ নম্বর রেসলার হিসেবে বিবেচিত হয় Kurt.
১৯৯৮ সালে Karen Jarrett -এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় Kurt কিন্তু ২০০৮ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে সে Giovanna Angle এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। Kurt'র ৪টি সন্তান আছে।



এটি ছিল তার জন্মদিনের ব্রেকফাস্ট যেটি তার স্ত্রী Giovanna তার জন্য স্পেশ্যালি তৈরি করেছিলেন। 

♦ শুভেচ্ছার জন্য ফ্যানদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি নিচের ট্যুইটটিও করেন- 



• পোস্ট ক্রেডিটঃ Rakib Rayan Protik

•পিকচার ক্রেডিটঃ Instagram

☻গতকাল ছিল Kurt Angle এর জন্মদিন।


গতকাল অর্থাৎ ৯ ডিসেম্বর, TNA সুপারস্টার ও লিজেন্ডারি এমেচ্যুর রেসলার "Kurt Angle" এর ৪৭তম জন্মদিন ছিল, উপরে ছবিতে তার জন্মদিনে তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড Johnny -দেরকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। 

১৯৬৮ সালের ওই দিনে আমেরিকার প্যানসিলভ্যানিয়ার মাউন্ট লেবাননে জন্মগ্রহন করেন "Wrestling Machine" খ্যাত এই অলিম্পিক গোল্ড মেডালিস্ট। তার আসল নাম Kurt Steven Angle.

রেসলিং ক্যারিয়ারে Kurt এখন পর্যন্ত WWE, TNA, ECW, WCW ও NJPW সহ বিভিন্ন কোম্পানিতে খেলেছেন এবং মোট ১০টিরও বেশি ভিন্ন প্রো-রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯৬ সালে। ফ্রি-স্টাইল রেসলিং এর জন্য ১৯৯৫ সালে জিতেছিল অলিম্পিক গোল্ড মেডাল এবং ১৯৯৬ সালের Summer Olympic এ জিতেছিল গোল্ড মেডাল। এছাড়া MMA-তেও তার দক্ষতা আছে।

WWF/E-তে সে মোত ৮ টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে যার মধ্যে ছিল WWF/E চ্যাম্পিয়নশিপ, World Heavyweight চ্যাম্পিয়নশিপ, WCW চ্যাম্পিয়নশিপ, WCW United States চ্যাম্পিয়নশিপ, WWF Hardcore চ্যাম্পিয়নশিপ, WWF European চ্যাম্পিয়নশিপ, WWF Intercontinental চ্যাম্পিয়নশিপ ও WWE Tag Team চ্যাম্পিয়নশিপ। এছাড়া সে TNA-তে জিতেছে TNA World Heavyweight চ্যাম্পিয়নশিপ (রেকর্ড ৬বার), TNA World Tag Team চ্যাম্পিয়নশিপ ও TNA X Division চ্যাম্পিয়নশিপ। এছাড়া IWGP Heavyweight চ্যাম্পিয়নশিপ জিতেছে ১বার।

Kurt ২০০০ সালের WWE এর King Of The Ring বিজয়ী। সে দশম Triple Crown চ্যাম্পিয়ন ও পঞ্চম Grand Slam চ্যাম্পিয়ন। সে TNA'র দ্বিতীয় Triple Crown চ্যাম্পিয়নও। সে ২০১৩ সালের TNA Hall of Famer. ২০০১ সালের PWI র‍্যাংকিং এ ১ নম্বর রেসলার হিসেবে বিবেচিত হয় Kurt.
১৯৯৮ সালে Karen Jarrett -এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় Kurt কিন্তু ২০০৮ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে সে Giovanna Angle এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। Kurt'র ৪টি সন্তান আছে।



এটি ছিল তার জন্মদিনের ব্রেকফাস্ট যেটি তার স্ত্রী Giovanna তার জন্য স্পেশ্যালি তৈরি করেছিলেন। 

♦ শুভেচ্ছার জন্য ফ্যানদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি নিচের ট্যুইটটিও করেন- 



• পোস্ট ক্রেডিটঃ Rakib Rayan Protik

•পিকচার ক্রেডিটঃ Instagram

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!