আজ ৭ ডিসেম্বর, WWE সুপারস্টার "Dean Ambrose" এর ৩০তম জন্মদিন। ১৯৮৫ সালের আজকের দিনে আমেরিকার ওহাইওর সিনসিনাটি শহরে জন্মগ্রহন করেন "Lunatic Fringe" খ্যাত Ambrose । তার আসল নাম Jonathan "Jon" Good । 

রেসলিং ক্যারিয়ারে হার্ডকোর রেসলার হিসেবেই খ্যাতি পেয়েছে Ambrose (Jon Moxley). রেসলিং ক্যারিয়ারে Ambrose এখন পর্যন্ত WWE, CZW, Dragon Gate USA সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে খেলেছেন। জিতেছেন FIP World Heavyweight চ্যাম্পিয়নশিপ, CZW World Heavyweight চ্যাম্পিয়নশিপ সহ WWE United States চ্যাম্পিয়নশিপও। WWE ইতিহাসে সে সবচেয়ে বেশিদিন United States চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছিলেন।
সে রেসলিং জগতে পদার্পণ করে ২০০৪ সালে। WWE-তে অভিষেক হয় ২০১২ সালের Survivor Series এ রোমান রেইন্স এবং সেথ রলিন্সের সাথে "The Shield" এর সদস্য হয়ে। Shield যেদিন মেইন রোস্টারে ডেবিউ করেছিলো সেদিন থেকেই আমার খুব ভাল লেগেছিল Dean Ambrose কে। 

তার ওই সময় Raw তে মাইক ওয়ার্ক ছিল নজড় কাড়ার মতো। তাকে The Shield এর মুখপাত্র বলা হত। মূলত তার মাইক ওয়ার্ক ও পাগলাভাবটা তাকে অনেক জনপ্রিয় করে দেয়। তার একটা সেরা গুণ হল বর্তমানে WWE তে সে তার অবস্থান নিজেই তৈরি করে নেয়। 

দ্যা শিল্ডের ফর্মার দুই মেমবারের WWE WH Champion হবার ইচ্ছা পূরণ হলেও Dean এর এখনো হয়নি এবং কবে হবে আমার জানা নেই কিন্তু যখন হবে তখন সে এক ইতিহাস তৈরি করবে। WWE WH Champ হবার সব যোগ্যতা সে রাখে। Mic Skill,In Ring Skill & Charismatic Power থেকে শুরু করে সব গুণাগুণ আছে এই পাগলার ভেতর। অনেকে তার দুর্বল মুভসেট নিয়ে প্রশ্ন করে ও মজা করে যার জন্য আমি বলবো তাকে যেন ওই মুভসেটগুলো দেয়া হয় যেগুলো সে CZW তে ইউজ করতো। তাহলে সবাই দেখতো এই লুনাটিক কি জিনিস!!!!

• নীচে রেসলিং ক্যারিয়ারে Dean Ambrose -এর কিছু অর্জন সমূহ দেয়া হল :

১. ২ বারের CZW World Heavyweight চ্যাম্পিয়ন।

২. WWE তে যেসব রেসলার CZW তে কাজ করে এসেছে তার মধ্যে একমাত্র রেসলার যে CZW Heavyweight চ্যাম্পিয়ন হয়েছে।

৩. ১ বারের FIP(Full Impact Pro) World Heavyweight চ্যাম্পিয়ন।

৪. ৩ বারের HWA(Heartland Wrestling Association) Heavyweight চ্যাম্পিয়ন।

৫. ৫ বারের HWA Tag Team চ্যাম্পিয়ন।

৬. ২ বারের IPW(Insalty Pro Wrestling) World Heavyweight চ্যাম্পিয়ন।

৭. ১ বারের IPW Mid American চ্যাম্পিয়ন।

৮. ১ বারের IWA(International Wrestling Association) Tag Team চ্যাম্পিয়ন।

৯. ২০১৪ সালের Most Popular Wrestler Of The Year হয়।

১০. ২০১৪ সালে Seth Rollins এর সাথে বছরের সেরা ফিউড করেছিলো।

১১. Pro Wrestling Illustrated তাকে ২০১৫ সালে ৫০০ রেসলারদের মধ্যে ১৩ তম নির্বাচিত করে।

১২. ১ বারের WXW(Westside Xtreme Wrestling) World Tag Team চ্যাম্পিয়ন।

১৩. ১ বারের WWE US Heavyweight চ্যাম্পিয়ন।

১৪. WWE এর ইতিহাসে প্রথম রেসলার যে US Heavhweight চ্যাম্পিয়নশীপটা ৩৫১ দিন রেখেছিলো।যার কারণে সে WWE তে Longest Reigning US Heavyweight চ্যাম্পিয়ন এবং WWF/E এর ক্ষেত্রে ৩য় স্থানে আছে।

১৫. ২০১৩ ও২০১৪ সালের Breakout Superstar Of The Year হয়।(WWE)

১৬. WWE এর বর্তমান রোস্টারে ইয়ং যে কয়জন রেসলারের Hardcore Wrestling সম্পর্কে ধারণা আছে তার মধ্যে অন্যতম।

১৭."BOO" এর দিক দিয়ে তুলনা করলে Roman Reigns ও Seth Rollins যে রকম Boo টা পেয়েছে, Dean তার কিছুই পায় নি।

• তার আরো অনেক অর্জন আছে যা তাকে Fan Favorite হতে সাহায্য করেছে।আমি আশা করি এই "লুনাটিক টা,টেলেন্ট এর প্যাকেজ টা" একবারের জন্য হলেও WWE WH Champion হবে। আজ তার জন্মদিনে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায়। 
• ক্রেডিট: Inan Ahmed & RR Protik.

☻আজকে Dean Ambrose এর জন্মদিন।


আজ ৭ ডিসেম্বর, WWE সুপারস্টার "Dean Ambrose" এর ৩০তম জন্মদিন। ১৯৮৫ সালের আজকের দিনে আমেরিকার ওহাইওর সিনসিনাটি শহরে জন্মগ্রহন করেন "Lunatic Fringe" খ্যাত Ambrose । তার আসল নাম Jonathan "Jon" Good । 

রেসলিং ক্যারিয়ারে হার্ডকোর রেসলার হিসেবেই খ্যাতি পেয়েছে Ambrose (Jon Moxley). রেসলিং ক্যারিয়ারে Ambrose এখন পর্যন্ত WWE, CZW, Dragon Gate USA সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে খেলেছেন। জিতেছেন FIP World Heavyweight চ্যাম্পিয়নশিপ, CZW World Heavyweight চ্যাম্পিয়নশিপ সহ WWE United States চ্যাম্পিয়নশিপও। WWE ইতিহাসে সে সবচেয়ে বেশিদিন United States চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছিলেন।
সে রেসলিং জগতে পদার্পণ করে ২০০৪ সালে। WWE-তে অভিষেক হয় ২০১২ সালের Survivor Series এ রোমান রেইন্স এবং সেথ রলিন্সের সাথে "The Shield" এর সদস্য হয়ে। Shield যেদিন মেইন রোস্টারে ডেবিউ করেছিলো সেদিন থেকেই আমার খুব ভাল লেগেছিল Dean Ambrose কে। 

তার ওই সময় Raw তে মাইক ওয়ার্ক ছিল নজড় কাড়ার মতো। তাকে The Shield এর মুখপাত্র বলা হত। মূলত তার মাইক ওয়ার্ক ও পাগলাভাবটা তাকে অনেক জনপ্রিয় করে দেয়। তার একটা সেরা গুণ হল বর্তমানে WWE তে সে তার অবস্থান নিজেই তৈরি করে নেয়। 

দ্যা শিল্ডের ফর্মার দুই মেমবারের WWE WH Champion হবার ইচ্ছা পূরণ হলেও Dean এর এখনো হয়নি এবং কবে হবে আমার জানা নেই কিন্তু যখন হবে তখন সে এক ইতিহাস তৈরি করবে। WWE WH Champ হবার সব যোগ্যতা সে রাখে। Mic Skill,In Ring Skill & Charismatic Power থেকে শুরু করে সব গুণাগুণ আছে এই পাগলার ভেতর। অনেকে তার দুর্বল মুভসেট নিয়ে প্রশ্ন করে ও মজা করে যার জন্য আমি বলবো তাকে যেন ওই মুভসেটগুলো দেয়া হয় যেগুলো সে CZW তে ইউজ করতো। তাহলে সবাই দেখতো এই লুনাটিক কি জিনিস!!!!

• নীচে রেসলিং ক্যারিয়ারে Dean Ambrose -এর কিছু অর্জন সমূহ দেয়া হল :

১. ২ বারের CZW World Heavyweight চ্যাম্পিয়ন।

২. WWE তে যেসব রেসলার CZW তে কাজ করে এসেছে তার মধ্যে একমাত্র রেসলার যে CZW Heavyweight চ্যাম্পিয়ন হয়েছে।

৩. ১ বারের FIP(Full Impact Pro) World Heavyweight চ্যাম্পিয়ন।

৪. ৩ বারের HWA(Heartland Wrestling Association) Heavyweight চ্যাম্পিয়ন।

৫. ৫ বারের HWA Tag Team চ্যাম্পিয়ন।

৬. ২ বারের IPW(Insalty Pro Wrestling) World Heavyweight চ্যাম্পিয়ন।

৭. ১ বারের IPW Mid American চ্যাম্পিয়ন।

৮. ১ বারের IWA(International Wrestling Association) Tag Team চ্যাম্পিয়ন।

৯. ২০১৪ সালের Most Popular Wrestler Of The Year হয়।

১০. ২০১৪ সালে Seth Rollins এর সাথে বছরের সেরা ফিউড করেছিলো।

১১. Pro Wrestling Illustrated তাকে ২০১৫ সালে ৫০০ রেসলারদের মধ্যে ১৩ তম নির্বাচিত করে।

১২. ১ বারের WXW(Westside Xtreme Wrestling) World Tag Team চ্যাম্পিয়ন।

১৩. ১ বারের WWE US Heavyweight চ্যাম্পিয়ন।

১৪. WWE এর ইতিহাসে প্রথম রেসলার যে US Heavhweight চ্যাম্পিয়নশীপটা ৩৫১ দিন রেখেছিলো।যার কারণে সে WWE তে Longest Reigning US Heavyweight চ্যাম্পিয়ন এবং WWF/E এর ক্ষেত্রে ৩য় স্থানে আছে।

১৫. ২০১৩ ও২০১৪ সালের Breakout Superstar Of The Year হয়।(WWE)

১৬. WWE এর বর্তমান রোস্টারে ইয়ং যে কয়জন রেসলারের Hardcore Wrestling সম্পর্কে ধারণা আছে তার মধ্যে অন্যতম।

১৭."BOO" এর দিক দিয়ে তুলনা করলে Roman Reigns ও Seth Rollins যে রকম Boo টা পেয়েছে, Dean তার কিছুই পায় নি।

• তার আরো অনেক অর্জন আছে যা তাকে Fan Favorite হতে সাহায্য করেছে।আমি আশা করি এই "লুনাটিক টা,টেলেন্ট এর প্যাকেজ টা" একবারের জন্য হলেও WWE WH Champion হবে। আজ তার জন্মদিনে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায়। 
• ক্রেডিট: Inan Ahmed & RR Protik.