আজ ১০ নভেম্বর, WWE সুপারস্টার "Ryback" এর ৩৪তম জন্মদিন এবং সেই সাথে WWF/E এর লিজেন্ডারী রেসলার ও WWF/E সুপারস্টার Randy Orton এর বাবা "Bob Orton Jr." এরও ৬৫তম জন্মদিন। 



১৯৮১ সালের আজকের দিনে আমেরিকার লাস ভেগাস, নেভাডায় জন্মগ্রহন করেন ""The Big Guy"" খ্যাত রাইব্যাক। তার আসল নাম Ryan Allen Reeves। 
Ryback রেসলিং জগতে পদার্পণ করে ২০০৪ সালে। ক্যারিয়ার শুরু হয় ২০০৪ সালের Tough Enough এর মাধ্যমে। এরপর সে Ohio Valley Wrestling (OVW) এ জয়েন করে ২০০৫ সালে। এরপর ২০০৮ সালে সে FCW-এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং ২০১০ সালে Nexus-এর সদস্য হিসেবে WWE এর মেইন রোস্টারে ডেব্যু করে Skip Sheffield নাম নিয়ে। সে NXT-তেও খেলেছে। পরে ২০১২ সালে নতুন গিমিক ও "Ryback" রিঙ-নেম নিয়ে রিটার্ন করে সে।

WWE-তে তার অর্জন একমাত্র WWE Intercontinental চ্যাম্পিয়নশিপ। তাছাড়া OVW-তে OVW Heavyweight চ্যাম্পিয়নশিপ ও জিতেছে।

অন্যদিকে ১৯৫০ সালের আজকের দিনেই আমেরিকার ক্যানসাস-এর ক্যানসাস সিটিতে জন্মগ্রহন করেন "Cowboy" খ্যাত হল অফ ফেমার বব অর্টন জুনিয়র। তার আসল নাম Robert Keith "Bob" Orton, Jr.

Bob রেসলিং জগতে পদার্পণ করে ১৯৭২ সালে। ক্যারিয়ারে WWF/E ছাড়াও Bob বিভিন্ন রেসলিং প্রোমোশনে খেলেছেন। WWE-তে তার তেমন অর্জন না থাকলেও অন্যান্য কোম্পানিতে সে ছিল উজ্জ্বল। GCW, Mid-Atlantic Championship Wrestling, UWF, AWF সহ বিভিন্ন প্রোমোশনে খেলেছেন সে। WA Florida Heavyweight চ্যাম্পিয়নশিপ, ICW Southeastern Heavyweight চ্যাম্পিয়নশিপ সহ আরও বেশ কিছু চ্যাম্পিয়নশিপ জিতেছেন সে। কিন্তু WWF/E-তে হল অফ ফেম ছাড়া তার কোন অর্জন নেই।

Bob এর বাবা Bob Orton Sr. ও ভাই Barry Orton- ও ছিলেন প্রোফেশনাল রেসলার। Bob, Elaine Orton-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের চার সন্তানের একজন Randy Orton যে একজন প্রোফেশনাল রেসলার আর অন্যজন Nathan Orton যে একজন MMA ফাইটার। Becky নামে তাদের একটি মেয়েও আছে। Bob ও Elaine একটি সন্তানও দত্তক নেয় যার নাম Robert Orton III.

তাদের দুজনকেই জন্মদিনে জানায় অনেক শুভেচ্ছা, আশা করি তারা আমাদেরকে আরও অনেকদিন এন্টারটেইন করে যাবেন। 

☻ শুভ জন্মদিন Ryback এবং Bob Orton!

আজ ১০ নভেম্বর, WWE সুপারস্টার "Ryback" এর ৩৪তম জন্মদিন এবং সেই সাথে WWF/E এর লিজেন্ডারী রেসলার ও WWF/E সুপারস্টার Randy Orton এর বাবা "Bob Orton Jr." এরও ৬৫তম জন্মদিন। 



১৯৮১ সালের আজকের দিনে আমেরিকার লাস ভেগাস, নেভাডায় জন্মগ্রহন করেন ""The Big Guy"" খ্যাত রাইব্যাক। তার আসল নাম Ryan Allen Reeves। 
Ryback রেসলিং জগতে পদার্পণ করে ২০০৪ সালে। ক্যারিয়ার শুরু হয় ২০০৪ সালের Tough Enough এর মাধ্যমে। এরপর সে Ohio Valley Wrestling (OVW) এ জয়েন করে ২০০৫ সালে। এরপর ২০০৮ সালে সে FCW-এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং ২০১০ সালে Nexus-এর সদস্য হিসেবে WWE এর মেইন রোস্টারে ডেব্যু করে Skip Sheffield নাম নিয়ে। সে NXT-তেও খেলেছে। পরে ২০১২ সালে নতুন গিমিক ও "Ryback" রিঙ-নেম নিয়ে রিটার্ন করে সে।

WWE-তে তার অর্জন একমাত্র WWE Intercontinental চ্যাম্পিয়নশিপ। তাছাড়া OVW-তে OVW Heavyweight চ্যাম্পিয়নশিপ ও জিতেছে।

অন্যদিকে ১৯৫০ সালের আজকের দিনেই আমেরিকার ক্যানসাস-এর ক্যানসাস সিটিতে জন্মগ্রহন করেন "Cowboy" খ্যাত হল অফ ফেমার বব অর্টন জুনিয়র। তার আসল নাম Robert Keith "Bob" Orton, Jr.

Bob রেসলিং জগতে পদার্পণ করে ১৯৭২ সালে। ক্যারিয়ারে WWF/E ছাড়াও Bob বিভিন্ন রেসলিং প্রোমোশনে খেলেছেন। WWE-তে তার তেমন অর্জন না থাকলেও অন্যান্য কোম্পানিতে সে ছিল উজ্জ্বল। GCW, Mid-Atlantic Championship Wrestling, UWF, AWF সহ বিভিন্ন প্রোমোশনে খেলেছেন সে। WA Florida Heavyweight চ্যাম্পিয়নশিপ, ICW Southeastern Heavyweight চ্যাম্পিয়নশিপ সহ আরও বেশ কিছু চ্যাম্পিয়নশিপ জিতেছেন সে। কিন্তু WWF/E-তে হল অফ ফেম ছাড়া তার কোন অর্জন নেই।

Bob এর বাবা Bob Orton Sr. ও ভাই Barry Orton- ও ছিলেন প্রোফেশনাল রেসলার। Bob, Elaine Orton-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের চার সন্তানের একজন Randy Orton যে একজন প্রোফেশনাল রেসলার আর অন্যজন Nathan Orton যে একজন MMA ফাইটার। Becky নামে তাদের একটি মেয়েও আছে। Bob ও Elaine একটি সন্তানও দত্তক নেয় যার নাম Robert Orton III.

তাদের দুজনকেই জন্মদিনে জানায় অনেক শুভেচ্ছা, আশা করি তারা আমাদেরকে আরও অনেকদিন এন্টারটেইন করে যাবেন।