অনেক মাস অপেক্ষার পরে ফাইনালি রয়্যাল রাম্বেল ২০২২ আয়োজিত হল, কিন্তু পুরুষের ৩০ জনের রাম্বেল যেটা কিনা পুরো পিপিভির মেইন ইভেন্ট ছিল সেটা শেষ হতে মাত্র সারে ৫১ মিনিট সময় লাগলো, যেটা ২০১০ এর পরে সবথেকে কম সময়ে শেষ হওয়া রাম্বাল ম্যাচ। অর্থাৎ খুব কম রেসলারই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করার সুযোগ পেয়েছে এইবারের রাম্বালে।

নিয়ম অনুযায়ী ৩০ জনের রাম্বালে বিজয়ী হবে একজনই, অর্থাৎ বাদ যাবে বাকি ২৯ জন, যাদের মধ্যে অনেক জনের কাছ থেকেই ভালো পারফর্মেন্সের আশা করেছিলাম আমরা যেটা বাস্তবায়িত হয়নি। আজকের পোস্টে এমন ৫ জনের নাম করবো যাদের আরো বেশিক্ষণ টিকে থাকা উচিত ছিল।

 

৫) AJ Styles : এজে এইবারের মেইন ইভেন্টের দাবিদার ছিলেন কিন্তু তার কাছে আশানুরূপ ফল পাওয়া যায়নি। ১ নম্বরে এন্ট্রি করে এজে স্টাইলস ৬ জনকে এলিমিনেট করেছিল বা করতে সাহায্য করেছিল, যারা হল -  Shinsuke Nakamura, Robert Roode, Austin Theory, Ridge Holland, Sami Zayn এবং Omos। যেভাবে এজে নাকামুরা এবং বাকিদেরকে এলিমিনেট করেছিল তাতে তার জিতার আশা অনেকটাই বেড়েছিল কিন্তু ২৯ মিনিটের মাথায় ১৭ নম্বরে এসে তাকে এলিমিনেট হতে হয়। মানছি এতটা সময় স্বল্প নয় কিন্তু কম সে কম ব্রক বা শেন মিকম্যানের সঙ্গে ফাইটতো করানোই যেত তাকে দিয়ে। 




৪) Dominik Mysterio : Rey Mysterio এর ছেলে ডমিনীককে রেই নিজে রাম্বালের জন্য ট্রেনিং দিচ্ছিল। তাদের এই সেগমেন্ট রেসলিং ফ্যানদের মধ্যে হাইপ তৈরি করতেও সফল হয়েছিল। এই কারণে সবাই আশা করছিল যে ডমিনীক এবারে ভালো পারফর্ম করবে এবং টপ ফাইভে প্রবেশ করবে, এছাড়াও তার হাতেই হয়তো তার বাবাকে এলিমিনেট হতে হবে। কিন্তু সব আশাতে জল ঢেলে রেই ঢুকার আগেই ডমিনীক নিজে এলিমিনেটেড হয়ে যায়। এতদিনের ট্রেনিং এবং বিল্ডআপ পুরোটাই নষ্ট করে দেয়।




৩) Big E : আমাদের প্রাক্তন WWE চ্যাম্পিয়নের কাছ থেকে যা আশা করা হয়েছিল তার কিছুই ডেলিভার করতে পারেনি বিগ ই। WWE Day 1 এ তার টাইটেল হারার পর থেকে সে ক্রমাগত হেরেই যাচ্ছিল সেইজন্য আশা করা হয়েছিল রাম্বালে ভালো পারফর্ম করবে কিন্তু আশা আশাই থেকে গেল, বিগ ই এলো আর গেলো। Randy Orton ও Riddle মিলে তাকে এলিমিনেট করে দেয়, ব্রক লেসনারের সঙ্গে ফাইট করার সুযোগও সে পাইনি। The New Day এর জন্য এবারের রাম্বালটা আসলেই ব্যাড লাক কারণ কোফি এবারে তার ফেমাস টেকনিক দেখিয়ে নিজেকে বাঁচাতে পারেনি আর King Woods তো খেলেইনি।




২) Shinsuke Nakamura : এবারের রাম্বালের শুরুটা ছিল অসাধারণ কারণ প্রথম দুই এন্ট্রি ছিল AJ Styles এবিং Shinsuke Nakamura! আমরা সকলেই জানি নাকামুরা কি ক্যালিবারের রেসলার কিন্তু এইবারে সে তেমন একটা কিছুই করে উঠতে পারেনি। নাকামুরা ৬ মিনিট অতিবাহিত করার আগেই তাকে এলিমিনেট করা হয়, সে একজনকেও এলিমিনেট করতে পারেনি এই রাম্বালে। 




১) Randy Orton : এবারে অনেকেই অরটনকে ফেভারিট ভেবেছিল কারণ রয়্যাল রাম্বেল অনুষ্ঠিত হয়েছিল  St. Louis, Missouri তে যেটা অর্টনের হোমটাউন ছিল। যখন স্ক্রিনের টাইমারে ২৯ নম্বর রেসলারের কাউন্টডাউন হচ্ছিল তখন জনতারা সবাই প্রতীক্ষায় ছিল তাদের স্থানীয় ছেলের এন্ট্রান্স এর জন্য এবং যখন দ্যা ভাইপারের থিমসং হিট করলো তখন সবাই চরম উত্তেজিত হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে The Apex Predator এর পারফর্মেন্স ছিল মাত্র ২ মিনিট ২১ সেকেন্ডের, তারপরেই অরটনকে এলিমিনেট করে দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনার। আরও দুঃখের কথা হল ব্রক লেসনারের উপর RKO outta nowhere আমরা দেখতেই পেলাম না।


এর আগে অরটন ২০০৯ ও ২০১৭ সালে রয়্যাল রাম্বালের বিজয়ী ছিল, এইবার জিতলে সে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের তিনবার রাম্বাল জেতার রেকর্ড স্পর্শ করতে পারতো কিন্তু ব্রক লেসনার তার পথে বাঁধা হয়ে দাঁড়ালো। যদিও রাম্বাল ম্যাচ শেষ হবার পরে মিসৌরির দর্শকদের জন্য সান্ত্বনা পুরষ্কার হিসাবে অরটন রিঙে আসে এবং তার সিগনেচার পোস দেয় -


• লেখক : রেসলিং বাংলা অরিজিনাল (via Sportskeeda) 

৫ রেসলার যারা রয়্যাল রাম্বালে হতাশ করেছে!

অনেক মাস অপেক্ষার পরে ফাইনালি রয়্যাল রাম্বেল ২০২২ আয়োজিত হল, কিন্তু পুরুষের ৩০ জনের রাম্বেল যেটা কিনা পুরো পিপিভির মেইন ইভেন্ট ছিল সেটা শেষ হতে মাত্র সারে ৫১ মিনিট সময় লাগলো, যেটা ২০১০ এর পরে সবথেকে কম সময়ে শেষ হওয়া রাম্বাল ম্যাচ। অর্থাৎ খুব কম রেসলারই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করার সুযোগ পেয়েছে এইবারের রাম্বালে।

নিয়ম অনুযায়ী ৩০ জনের রাম্বালে বিজয়ী হবে একজনই, অর্থাৎ বাদ যাবে বাকি ২৯ জন, যাদের মধ্যে অনেক জনের কাছ থেকেই ভালো পারফর্মেন্সের আশা করেছিলাম আমরা যেটা বাস্তবায়িত হয়নি। আজকের পোস্টে এমন ৫ জনের নাম করবো যাদের আরো বেশিক্ষণ টিকে থাকা উচিত ছিল।

 

৫) AJ Styles : এজে এইবারের মেইন ইভেন্টের দাবিদার ছিলেন কিন্তু তার কাছে আশানুরূপ ফল পাওয়া যায়নি। ১ নম্বরে এন্ট্রি করে এজে স্টাইলস ৬ জনকে এলিমিনেট করেছিল বা করতে সাহায্য করেছিল, যারা হল -  Shinsuke Nakamura, Robert Roode, Austin Theory, Ridge Holland, Sami Zayn এবং Omos। যেভাবে এজে নাকামুরা এবং বাকিদেরকে এলিমিনেট করেছিল তাতে তার জিতার আশা অনেকটাই বেড়েছিল কিন্তু ২৯ মিনিটের মাথায় ১৭ নম্বরে এসে তাকে এলিমিনেট হতে হয়। মানছি এতটা সময় স্বল্প নয় কিন্তু কম সে কম ব্রক বা শেন মিকম্যানের সঙ্গে ফাইটতো করানোই যেত তাকে দিয়ে। 




৪) Dominik Mysterio : Rey Mysterio এর ছেলে ডমিনীককে রেই নিজে রাম্বালের জন্য ট্রেনিং দিচ্ছিল। তাদের এই সেগমেন্ট রেসলিং ফ্যানদের মধ্যে হাইপ তৈরি করতেও সফল হয়েছিল। এই কারণে সবাই আশা করছিল যে ডমিনীক এবারে ভালো পারফর্ম করবে এবং টপ ফাইভে প্রবেশ করবে, এছাড়াও তার হাতেই হয়তো তার বাবাকে এলিমিনেট হতে হবে। কিন্তু সব আশাতে জল ঢেলে রেই ঢুকার আগেই ডমিনীক নিজে এলিমিনেটেড হয়ে যায়। এতদিনের ট্রেনিং এবং বিল্ডআপ পুরোটাই নষ্ট করে দেয়।




৩) Big E : আমাদের প্রাক্তন WWE চ্যাম্পিয়নের কাছ থেকে যা আশা করা হয়েছিল তার কিছুই ডেলিভার করতে পারেনি বিগ ই। WWE Day 1 এ তার টাইটেল হারার পর থেকে সে ক্রমাগত হেরেই যাচ্ছিল সেইজন্য আশা করা হয়েছিল রাম্বালে ভালো পারফর্ম করবে কিন্তু আশা আশাই থেকে গেল, বিগ ই এলো আর গেলো। Randy Orton ও Riddle মিলে তাকে এলিমিনেট করে দেয়, ব্রক লেসনারের সঙ্গে ফাইট করার সুযোগও সে পাইনি। The New Day এর জন্য এবারের রাম্বালটা আসলেই ব্যাড লাক কারণ কোফি এবারে তার ফেমাস টেকনিক দেখিয়ে নিজেকে বাঁচাতে পারেনি আর King Woods তো খেলেইনি।




২) Shinsuke Nakamura : এবারের রাম্বালের শুরুটা ছিল অসাধারণ কারণ প্রথম দুই এন্ট্রি ছিল AJ Styles এবিং Shinsuke Nakamura! আমরা সকলেই জানি নাকামুরা কি ক্যালিবারের রেসলার কিন্তু এইবারে সে তেমন একটা কিছুই করে উঠতে পারেনি। নাকামুরা ৬ মিনিট অতিবাহিত করার আগেই তাকে এলিমিনেট করা হয়, সে একজনকেও এলিমিনেট করতে পারেনি এই রাম্বালে। 




১) Randy Orton : এবারে অনেকেই অরটনকে ফেভারিট ভেবেছিল কারণ রয়্যাল রাম্বেল অনুষ্ঠিত হয়েছিল  St. Louis, Missouri তে যেটা অর্টনের হোমটাউন ছিল। যখন স্ক্রিনের টাইমারে ২৯ নম্বর রেসলারের কাউন্টডাউন হচ্ছিল তখন জনতারা সবাই প্রতীক্ষায় ছিল তাদের স্থানীয় ছেলের এন্ট্রান্স এর জন্য এবং যখন দ্যা ভাইপারের থিমসং হিট করলো তখন সবাই চরম উত্তেজিত হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে The Apex Predator এর পারফর্মেন্স ছিল মাত্র ২ মিনিট ২১ সেকেন্ডের, তারপরেই অরটনকে এলিমিনেট করে দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনার। আরও দুঃখের কথা হল ব্রক লেসনারের উপর RKO outta nowhere আমরা দেখতেই পেলাম না।


এর আগে অরটন ২০০৯ ও ২০১৭ সালে রয়্যাল রাম্বালের বিজয়ী ছিল, এইবার জিতলে সে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের তিনবার রাম্বাল জেতার রেকর্ড স্পর্শ করতে পারতো কিন্তু ব্রক লেসনার তার পথে বাঁধা হয়ে দাঁড়ালো। যদিও রাম্বাল ম্যাচ শেষ হবার পরে মিসৌরির দর্শকদের জন্য সান্ত্বনা পুরষ্কার হিসাবে অরটন রিঙে আসে এবং তার সিগনেচার পোস দেয় -


• লেখক : রেসলিং বাংলা অরিজিনাল (via Sportskeeda) 

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!