এই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE- এর অন্যতম পিপিভি 'সামারস্ল্যাম'। উক্ত পিপিভির অন্যতম একটি ম্যাচ 'Manday Night Messiah' Seth Rollins Vs. Dominik! এই স্টোরিলাইনে রয়েছে ইমোশন, ক্রোধ ইত্যাদি। এই ফিউডের সূত্রপাত হয় Seth Rollins এবং Rey Mysterio ফিউডের সময়। এক্সট্রিম রুলস 'THE HORROR SHOW' পিপিভি তে Seth Rollins বনাম Rey Mysterio ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের নিয়ম ছিলো Eye For Eye! নিয়ম অনুযায়ী যে আগে তার প্রতিপক্ষের চোখ বের করতে আনতে পারবে সে বিজয়ী হবে। WWE পিজি এরাতে মোটামুটি আনন্দময় একটি ম্যাচ উপহার হিসেবে দিয়েছিলো। ম্যাচে Seth Rollins বিজয় লাভ করেন। ম্যাচের পরের রাতে 'RAW' তে Seth Rollins প্রমো কাট করেন। Dominik ইন্টারাপ করেন। Seth Rollins বলেন, “যা হয়েছে ভুলে যাও। ” Dominik আক্রমণ করেন Seth Rollins কে! দর্শকদের সামনে সাধারণত সেখান থেকেই তাদের ফিউড শুরু হয়। পরবর্তী সপ্তাহে আবারো Dominik আক্রমণ করেন Seth Rollins কে। 'সামারস্ল্যাম' পিপিভি তে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে Seth Rollins সেটা গ্রহণ করেন। 


WWE- তে অনেক আগেই Dominik কে সবার সামনে দেখা যায়। Eddie- এর সাথে Rey- এর যে ফিউড হয় তার মূখ্য কারণ ছিলো Dominik! তাছাড়া Cm Punk- এর সাথে ফিউডের সময় দেখা যায় Dominik কে। তবে Dominik কে নিয়ে আলোচনার বিস্তার ঘটে Brock Lesnar এবং Rey Mysterio- এর ফিউডের সময়। 'সারভাইভর সিরিজ' এ Brock Lesnar Vs. Rey Mysterio ম্যাচে Brock Lesnar কে Dominik দ্বারা আক্রমণ করানো হয়। 619 এবং Splash হিট করে Brock Lesnar কে 😱😱। সেটা একটি স্পয়লার এলার্ট ছিলো! বুঝানো হয়েছিলো খুব শীঘ্রই Dominik কে রেসলিং করতে দেখা যাবে। 


বলতে পারেন এতো কম বয়সী একজন কে কেনো এত তাড়াতাড়ি স্পট-লাইট দেয়া হলো? 'LEGEND KILLER' Randy Orton যখন WWE- এর সাথে চুক্তি করেছিলেন তখন Randy- এর তেমন কোনো ধারণা ছিলোনা রেসলিং নিয়ে। সাধারণ ট্রেইনিং নিয়ে রেসলিং এর জগতে পা রেখেছিলেন। Randy Otron- এর পরিবার অনেক আগে থেকে WWE- এর সাথে জড়িত বলেই Randy Orton কে তখন WWE তে নেয়া হয়েছিলো। Dominik- এর ক্ষেত্রেও তাই হয়েছে। Rey Mysterio- এর সন্তান বলেই Dominik শুরুতেই এতো বড় একটি স্পটলাইটে এসেছে। Seth Rollins- এর মতো স্কিলফুল রেসলাররের সাথে তার প্রথম ম্যাচ। 


আমরা কেউ জানিনা রেসলিং রিং এ Dominik কেমন। কারণ এর পূর্বে কোনোদিন রেসলিং করেননি Dominik। তবে তার ট্রেইনার Rey Mysterio, তাই বলা যায় তার রেসলিং করার ধরণ অনেকটা Rey Mysterio- এর মতো হবে। Rey Mysterio একজন High Flyer রেসলার, তার শরীর অনুযায়ী মুভস গুলো অনেক মানায়। তবে Dominik- এর শরীরের ঘটন অনুযায়ী সব মুভস Rey Mysterio- এর মতো হবেনা। আমরা কিছু নতুনত্ব দেখতে পাবো তার মাঝে। ভালো বুকিং দিতে পারলে তাদের মধ্যকার হতে যাওয়া ম্যাচটি অনেক ভালো হবে বলে আশা করা যায়। 


Seth Rollins এবং Dominik Mysterio- এর তুলনা করলে। Seth Rollins- এর বয়স ৩৪ বছর। অপর দিকে Dominik- এর বয়স মাত্র ২৩ বছর (তরুণ রেসলার)। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ১১ বছর! তাদের উচ্চতার দিক বিবেচনা করলে দেখা যাবে উভয়ের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। Rey Mysterio- এর উচ্চতা থেকে Dominik- এর উচ্চতা যথেষ্ট বেশি। যেকোনো রেসলারের সাথে পারফর্ম করার জন্য Dominik- এর উচ্চতা পারফেক্ট 👏👏। তাদের মধ্যে ওজনের পার্থক্য বেশি নেই, Seth Rollins- এরওজন ২১৭ পাউন্ড এবং Dominik- এরওজন ২১০ পাউন্ড৷ ওজনের ব্যবধান মাত্র ৭ পাউন্ড! Seth Rollins- এর ফিনিশার 'THE STOMP' এবং Dominik- এর ফিনিশার '619'! তাদের মাঝে পার্থক্য দেখলে ধারণা পাওয়া যাচ্ছে যে, রিং এ দুজন দুজনের সমান। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে Seth Rollins অনেকটা এগিয়ে। দেখার বিষয় হলো যে, Seth Rollins তরুণ একজন রেসলার কে পুটওভার করবেন কিনা। যদি ম্যাচে Dominik হেরে যান কিন্তু অসাধারণ একটি ম্যাচ হয় তাদের মাঝে। তাহলে ম্যাচে বিজয়ের চেয়ে অসাধারণ পারফরম্যান্স উত্তম উদাহরণ John Cena!


• লেখক : Mohathir Ahmed

Seth Rollins vs. Dominik Mysterio : TALE OF TAPE


এই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE- এর অন্যতম পিপিভি 'সামারস্ল্যাম'। উক্ত পিপিভির অন্যতম একটি ম্যাচ 'Manday Night Messiah' Seth Rollins Vs. Dominik! এই স্টোরিলাইনে রয়েছে ইমোশন, ক্রোধ ইত্যাদি। এই ফিউডের সূত্রপাত হয় Seth Rollins এবং Rey Mysterio ফিউডের সময়। এক্সট্রিম রুলস 'THE HORROR SHOW' পিপিভি তে Seth Rollins বনাম Rey Mysterio ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের নিয়ম ছিলো Eye For Eye! নিয়ম অনুযায়ী যে আগে তার প্রতিপক্ষের চোখ বের করতে আনতে পারবে সে বিজয়ী হবে। WWE পিজি এরাতে মোটামুটি আনন্দময় একটি ম্যাচ উপহার হিসেবে দিয়েছিলো। ম্যাচে Seth Rollins বিজয় লাভ করেন। ম্যাচের পরের রাতে 'RAW' তে Seth Rollins প্রমো কাট করেন। Dominik ইন্টারাপ করেন। Seth Rollins বলেন, “যা হয়েছে ভুলে যাও। ” Dominik আক্রমণ করেন Seth Rollins কে! দর্শকদের সামনে সাধারণত সেখান থেকেই তাদের ফিউড শুরু হয়। পরবর্তী সপ্তাহে আবারো Dominik আক্রমণ করেন Seth Rollins কে। 'সামারস্ল্যাম' পিপিভি তে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে Seth Rollins সেটা গ্রহণ করেন। 


WWE- তে অনেক আগেই Dominik কে সবার সামনে দেখা যায়। Eddie- এর সাথে Rey- এর যে ফিউড হয় তার মূখ্য কারণ ছিলো Dominik! তাছাড়া Cm Punk- এর সাথে ফিউডের সময় দেখা যায় Dominik কে। তবে Dominik কে নিয়ে আলোচনার বিস্তার ঘটে Brock Lesnar এবং Rey Mysterio- এর ফিউডের সময়। 'সারভাইভর সিরিজ' এ Brock Lesnar Vs. Rey Mysterio ম্যাচে Brock Lesnar কে Dominik দ্বারা আক্রমণ করানো হয়। 619 এবং Splash হিট করে Brock Lesnar কে 😱😱। সেটা একটি স্পয়লার এলার্ট ছিলো! বুঝানো হয়েছিলো খুব শীঘ্রই Dominik কে রেসলিং করতে দেখা যাবে। 


বলতে পারেন এতো কম বয়সী একজন কে কেনো এত তাড়াতাড়ি স্পট-লাইট দেয়া হলো? 'LEGEND KILLER' Randy Orton যখন WWE- এর সাথে চুক্তি করেছিলেন তখন Randy- এর তেমন কোনো ধারণা ছিলোনা রেসলিং নিয়ে। সাধারণ ট্রেইনিং নিয়ে রেসলিং এর জগতে পা রেখেছিলেন। Randy Otron- এর পরিবার অনেক আগে থেকে WWE- এর সাথে জড়িত বলেই Randy Orton কে তখন WWE তে নেয়া হয়েছিলো। Dominik- এর ক্ষেত্রেও তাই হয়েছে। Rey Mysterio- এর সন্তান বলেই Dominik শুরুতেই এতো বড় একটি স্পটলাইটে এসেছে। Seth Rollins- এর মতো স্কিলফুল রেসলাররের সাথে তার প্রথম ম্যাচ। 


আমরা কেউ জানিনা রেসলিং রিং এ Dominik কেমন। কারণ এর পূর্বে কোনোদিন রেসলিং করেননি Dominik। তবে তার ট্রেইনার Rey Mysterio, তাই বলা যায় তার রেসলিং করার ধরণ অনেকটা Rey Mysterio- এর মতো হবে। Rey Mysterio একজন High Flyer রেসলার, তার শরীর অনুযায়ী মুভস গুলো অনেক মানায়। তবে Dominik- এর শরীরের ঘটন অনুযায়ী সব মুভস Rey Mysterio- এর মতো হবেনা। আমরা কিছু নতুনত্ব দেখতে পাবো তার মাঝে। ভালো বুকিং দিতে পারলে তাদের মধ্যকার হতে যাওয়া ম্যাচটি অনেক ভালো হবে বলে আশা করা যায়। 


Seth Rollins এবং Dominik Mysterio- এর তুলনা করলে। Seth Rollins- এর বয়স ৩৪ বছর। অপর দিকে Dominik- এর বয়স মাত্র ২৩ বছর (তরুণ রেসলার)। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ১১ বছর! তাদের উচ্চতার দিক বিবেচনা করলে দেখা যাবে উভয়ের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। Rey Mysterio- এর উচ্চতা থেকে Dominik- এর উচ্চতা যথেষ্ট বেশি। যেকোনো রেসলারের সাথে পারফর্ম করার জন্য Dominik- এর উচ্চতা পারফেক্ট 👏👏। তাদের মধ্যে ওজনের পার্থক্য বেশি নেই, Seth Rollins- এরওজন ২১৭ পাউন্ড এবং Dominik- এরওজন ২১০ পাউন্ড৷ ওজনের ব্যবধান মাত্র ৭ পাউন্ড! Seth Rollins- এর ফিনিশার 'THE STOMP' এবং Dominik- এর ফিনিশার '619'! তাদের মাঝে পার্থক্য দেখলে ধারণা পাওয়া যাচ্ছে যে, রিং এ দুজন দুজনের সমান। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে Seth Rollins অনেকটা এগিয়ে। দেখার বিষয় হলো যে, Seth Rollins তরুণ একজন রেসলার কে পুটওভার করবেন কিনা। যদি ম্যাচে Dominik হেরে যান কিন্তু অসাধারণ একটি ম্যাচ হয় তাদের মাঝে। তাহলে ম্যাচে বিজয়ের চেয়ে অসাধারণ পারফরম্যান্স উত্তম উদাহরণ John Cena!


• লেখক : Mohathir Ahmed

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!