দীর্ঘদিনের রিউমর বাস্তবে পরিণত হতে চলেছে 'SUMMERSLAM' পিপিভিতে! Randy Orton মুখোমুখি হবেন Drew McIntyre- এর। এই ম্যাচ নিয়ে সবাই বেশ আশাবাদী। হয়ত অনেক ভালো একটি ম্যাচ দেখতে পাবো সবাই। তবে এই ম্যাচে কে বিজয়ী হতে চলেছে সেটা নিয়ে সবাই বেশ চিন্তিত! কারণ উভয় দিকের যুক্তিই বেশ শক্ত। আজ আমি উক্ত ফিউড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।


Edge- এর উপর হিল টার্ন করেছিলেন Randy Orton। হিল টার্ন করার পর থেকে Randy আবারো 'LEGEND KILLER' গিমিক ধারণ করেছেন। এই গিমিক ধারণ করার পর থেকে Randy এখন RAW- এর সেরা হিল রেসলার! Edge, Christian এবং Big Show- এর সাথে অসাধারণ ফিউড উপহার দেয়ার পর Randy এখন অন্যতম আলোচিত রেসলারে পরিণত হয়েছেন। তবে Drew McIntyre- এর সাথে এখন ফিউড তৈরি করা কতোটা উচিত হয়েছে WWE- এর😕?


Drew- এর টাইটেল রেইন খুব ভালো চলছে। ধীরে ধীরে Drew বেবিফেস রেসলার হিসেবে পরিণত হচ্ছে। বেবিফেসে পরিণত হবার পথে এই ফিউড অনেক বাজে প্রভাব পড়বে বলে আমার ধারণা। Randy এখন টপ হিল রেসলার। Randy একটি অসাধারণ গতিতে আছে। Randy কে দিয়ে বর্তমানে যেসব রেসলারদের ফিউড দেয়া হচ্ছে সবাইকেই Randy- এর কাছে পরাজিত হতে হচ্ছে। কারণ হলো টপ হিল রেসলার কে এতো তাড়াতাড়ি হারাবে না ক্রিয়েটিভ প্যানেল। Randy বর্তমানে অনেক আলোচিত একজন রেসলার। Drew McIntyre- এর টাইটেল রেইন আর বেশি দিন স্থায়ী হবেনা বুঝাই যাচ্ছে। এই সিদ্ধান্ত কি কাজে দিবে? না কি পরে এই সিদ্ধান্তের জন্য ভুক্তভোগী হতে হবে WWE কে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের আর বেশি দিন অপেক্ষার প্রহর গুনতে হবেনা।


Randy এখন অসাধারণ মোমেন্টামে রয়েছেন। এই মোমেন্টাম আরো বেশি আর্কষণীয় করার জন্য একটি টাইটেলের অনেক প্রয়োজন রয়েছে। তবে এতো তাড়াতাড়ি টাইটেল দেয়ার কোনো প্রশ্নোই আসেনা যখন Drew- এর রেইন অনেক অসাধারণ ভাবে চলছে। SUMMERSLAM- এর বদলে TLC- তে তাদের ম্যাচ হলে আরো ভালো হতো বলে আমি মনে করি। তাহলে Drew- এর রেইনও আরো কিছুদিন স্থায়ী হতো।


এখন অনেক রেসলিং ভক্তদের মাথায় ভিউয়াশিপের কথা আসতে পারে। WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিকে যাচ্ছে। এর প্রভাব অনেক সময় চ্যাম্পের উপর পড়ে৷ যেটা এখন Drew- এর সাথেও হচ্ছে। Roman Reigns যখন চ্যাম্পিয়ন ছিলেন তখন ভিউয়ারশিপের গড় ছিলো ৩.১৫ মিলিয়ন, Drew চ্যাম্পিয়ন হিসেবে থাকারত অবস্থায় গড় এসে দাঁড়িয়েছে ১.৬৫ মিলিয়নে! যাদের মাথায় এসব চিন্তা আসছে তাদের বলি। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ! এই দূর্যোগের সময় রেসলিং দেখে এরকম ভক্ত খুব কমই দেখা যায়। সংবাদের চ্যানেলের ভিউ বাদে অন্যসব ইভেন্টের ভিউ কমবে এটা সাধারণ ব্যাপার! কে জানে WWE- এর মেনেজমেন্টের মাথায়ও এই চিন্তা ঢুকে গেছে। তারা ভিউয়ারশিপের জন্য অনেক কিছু প্ল্যান করছে যার মধ্যে RAW Underground অন্যতম। এক্ষেত্রে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য Randy কে চ্যাম্প করাও তাদের পরিকল্পনার একটি অংশ হতে পারে। তা না হলে অসাধারণ একটি রেইন এতো তাড়াতাড়ি শেষ করার কথা ভাবাই যায় না।


তাদের ফিউডের কথা বলতে হলে এক কথায় অসাধারণ👌। ২ সপ্তাহ আগে RAW- তে Randy Orton চ্যালেঞ্জ করে Drew McIntyre কে। উক্ত রাতে Drew McIntyre vs। Dolph Ziggler ম্যাচের পূর্বে Randy- এর চ্যালেঞ্জ গ্রহণ করে Drew McIntyre! ম্যাচের পর Randy এট্যাক করে Drew কে। পরের সপ্তাহ তাদের মধ্যে একটি প্রমো হয়। অনেক ভালো একটি প্রমো ছিলো। Randy- এর ক্যারিয়ারের বিভিন্ন সময় নিয়ে আলোচনা করা হয়। Drew- এর পরিবার নিয়ে কথা বলা হয়, Undertaker সহ আরো কিছু রেসলার কে নিয়ে কথা উঠে উক্ত প্রমোতে। এটা ঠিক যে, অনেক নেগেটিভ দিক রয়েছে তেমনি অনেক পজেটিভ দিকও রয়েছে৷ SUMMERSLAM- এর মতো পিপিভিই পারফেক্ট সিলেকশন তাদের ম্যাচের জন্য। 'THE NATURE BOY' Ric Flair এই ফিউডের অনেক প্রশংসা করেছেন। এই ফিউড এ Randy- এর ম্যানাজার হওয়ার প্রস্তাব তার নিজের ছিলো। Drew McIntyre নিজেকে প্রমাণ করে দিয়েছে সে আসলে কি! ২০১৩ সালে কি ছিলো McIntyre যা বর্তমানের অবস্থা দেখলে বিশ্বাস করা যাবেনা!


ম্যাচে Randy বিজয় লাভ করবে তা বুঝতে বেশি সময় লাগার কথা নয়। কারণ Randy- এর ক্যারিয়ারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করলে Randy কে হারানো হবেনা। অপরদিকে Drew নিজেকে একজন বেবিফেস রেসলার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে। WWE ম্যানেজমেন্টে এরূপ অবস্থায় Drew কে ক্লিনলি হারাবে না। কেউ না কেউ ম্যাচে ইন্টারাপ করতে পারে। সবাইকে শক্ড করে Drew McIntyre বিজয় লাভ করতে পারেন এই ম্যাচে। যদিও এরকম হওয়ার সুযোগ কম। 


• লেখক : Mohathir Ahmed

টপিক : র‍্যান্ডি বনাম, ড্রিউ


দীর্ঘদিনের রিউমর বাস্তবে পরিণত হতে চলেছে 'SUMMERSLAM' পিপিভিতে! Randy Orton মুখোমুখি হবেন Drew McIntyre- এর। এই ম্যাচ নিয়ে সবাই বেশ আশাবাদী। হয়ত অনেক ভালো একটি ম্যাচ দেখতে পাবো সবাই। তবে এই ম্যাচে কে বিজয়ী হতে চলেছে সেটা নিয়ে সবাই বেশ চিন্তিত! কারণ উভয় দিকের যুক্তিই বেশ শক্ত। আজ আমি উক্ত ফিউড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।


Edge- এর উপর হিল টার্ন করেছিলেন Randy Orton। হিল টার্ন করার পর থেকে Randy আবারো 'LEGEND KILLER' গিমিক ধারণ করেছেন। এই গিমিক ধারণ করার পর থেকে Randy এখন RAW- এর সেরা হিল রেসলার! Edge, Christian এবং Big Show- এর সাথে অসাধারণ ফিউড উপহার দেয়ার পর Randy এখন অন্যতম আলোচিত রেসলারে পরিণত হয়েছেন। তবে Drew McIntyre- এর সাথে এখন ফিউড তৈরি করা কতোটা উচিত হয়েছে WWE- এর😕?


Drew- এর টাইটেল রেইন খুব ভালো চলছে। ধীরে ধীরে Drew বেবিফেস রেসলার হিসেবে পরিণত হচ্ছে। বেবিফেসে পরিণত হবার পথে এই ফিউড অনেক বাজে প্রভাব পড়বে বলে আমার ধারণা। Randy এখন টপ হিল রেসলার। Randy একটি অসাধারণ গতিতে আছে। Randy কে দিয়ে বর্তমানে যেসব রেসলারদের ফিউড দেয়া হচ্ছে সবাইকেই Randy- এর কাছে পরাজিত হতে হচ্ছে। কারণ হলো টপ হিল রেসলার কে এতো তাড়াতাড়ি হারাবে না ক্রিয়েটিভ প্যানেল। Randy বর্তমানে অনেক আলোচিত একজন রেসলার। Drew McIntyre- এর টাইটেল রেইন আর বেশি দিন স্থায়ী হবেনা বুঝাই যাচ্ছে। এই সিদ্ধান্ত কি কাজে দিবে? না কি পরে এই সিদ্ধান্তের জন্য ভুক্তভোগী হতে হবে WWE কে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের আর বেশি দিন অপেক্ষার প্রহর গুনতে হবেনা।


Randy এখন অসাধারণ মোমেন্টামে রয়েছেন। এই মোমেন্টাম আরো বেশি আর্কষণীয় করার জন্য একটি টাইটেলের অনেক প্রয়োজন রয়েছে। তবে এতো তাড়াতাড়ি টাইটেল দেয়ার কোনো প্রশ্নোই আসেনা যখন Drew- এর রেইন অনেক অসাধারণ ভাবে চলছে। SUMMERSLAM- এর বদলে TLC- তে তাদের ম্যাচ হলে আরো ভালো হতো বলে আমি মনে করি। তাহলে Drew- এর রেইনও আরো কিছুদিন স্থায়ী হতো।


এখন অনেক রেসলিং ভক্তদের মাথায় ভিউয়াশিপের কথা আসতে পারে। WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিকে যাচ্ছে। এর প্রভাব অনেক সময় চ্যাম্পের উপর পড়ে৷ যেটা এখন Drew- এর সাথেও হচ্ছে। Roman Reigns যখন চ্যাম্পিয়ন ছিলেন তখন ভিউয়ারশিপের গড় ছিলো ৩.১৫ মিলিয়ন, Drew চ্যাম্পিয়ন হিসেবে থাকারত অবস্থায় গড় এসে দাঁড়িয়েছে ১.৬৫ মিলিয়নে! যাদের মাথায় এসব চিন্তা আসছে তাদের বলি। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ! এই দূর্যোগের সময় রেসলিং দেখে এরকম ভক্ত খুব কমই দেখা যায়। সংবাদের চ্যানেলের ভিউ বাদে অন্যসব ইভেন্টের ভিউ কমবে এটা সাধারণ ব্যাপার! কে জানে WWE- এর মেনেজমেন্টের মাথায়ও এই চিন্তা ঢুকে গেছে। তারা ভিউয়ারশিপের জন্য অনেক কিছু প্ল্যান করছে যার মধ্যে RAW Underground অন্যতম। এক্ষেত্রে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য Randy কে চ্যাম্প করাও তাদের পরিকল্পনার একটি অংশ হতে পারে। তা না হলে অসাধারণ একটি রেইন এতো তাড়াতাড়ি শেষ করার কথা ভাবাই যায় না।


তাদের ফিউডের কথা বলতে হলে এক কথায় অসাধারণ👌। ২ সপ্তাহ আগে RAW- তে Randy Orton চ্যালেঞ্জ করে Drew McIntyre কে। উক্ত রাতে Drew McIntyre vs। Dolph Ziggler ম্যাচের পূর্বে Randy- এর চ্যালেঞ্জ গ্রহণ করে Drew McIntyre! ম্যাচের পর Randy এট্যাক করে Drew কে। পরের সপ্তাহ তাদের মধ্যে একটি প্রমো হয়। অনেক ভালো একটি প্রমো ছিলো। Randy- এর ক্যারিয়ারের বিভিন্ন সময় নিয়ে আলোচনা করা হয়। Drew- এর পরিবার নিয়ে কথা বলা হয়, Undertaker সহ আরো কিছু রেসলার কে নিয়ে কথা উঠে উক্ত প্রমোতে। এটা ঠিক যে, অনেক নেগেটিভ দিক রয়েছে তেমনি অনেক পজেটিভ দিকও রয়েছে৷ SUMMERSLAM- এর মতো পিপিভিই পারফেক্ট সিলেকশন তাদের ম্যাচের জন্য। 'THE NATURE BOY' Ric Flair এই ফিউডের অনেক প্রশংসা করেছেন। এই ফিউড এ Randy- এর ম্যানাজার হওয়ার প্রস্তাব তার নিজের ছিলো। Drew McIntyre নিজেকে প্রমাণ করে দিয়েছে সে আসলে কি! ২০১৩ সালে কি ছিলো McIntyre যা বর্তমানের অবস্থা দেখলে বিশ্বাস করা যাবেনা!


ম্যাচে Randy বিজয় লাভ করবে তা বুঝতে বেশি সময় লাগার কথা নয়। কারণ Randy- এর ক্যারিয়ারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করলে Randy কে হারানো হবেনা। অপরদিকে Drew নিজেকে একজন বেবিফেস রেসলার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে। WWE ম্যানেজমেন্টে এরূপ অবস্থায় Drew কে ক্লিনলি হারাবে না। কেউ না কেউ ম্যাচে ইন্টারাপ করতে পারে। সবাইকে শক্ড করে Drew McIntyre বিজয় লাভ করতে পারেন এই ম্যাচে। যদিও এরকম হওয়ার সুযোগ কম। 


• লেখক : Mohathir Ahmed

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!