আসল নাম

Shane Brandon McMahon

জন্মদিন

১৫ জানুয়ারি, ১৯৭০

জন্মস্থান

Gaithersburg, Maryland, US

বাসস্থান

New York City, New York, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

১০৪ কেজি ( ২৩০ পাউন্ড)

ট্রেনারস

Tom Prichard, Al Snow, Phil Nurse, Sgt. Slaughter, Randy Savage

অভিষেক

১৯৮৮ সাল


শেন মিকম্যানকে জানেনা এমন ব্যক্তি খুব কমই আছে। তিনি একাধারে ব্যবসার সাথে সাথে রেসলিং জগতেও নাম কামিয়েছেন। খুব ছোট থাকতেই নিজের রেসলিং ক্যারিয়ার আরম্ভ করেন তিনি। শেনের ম্যাচ মানে এক্সট্রা কিছু। তার জীবনের প্রায় সব ম্যাচে কোনো কোনো অসাধারণ মোমেন্ট থাকে।

আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও বিখ্যাত মিকম্যান ফ্যামিলির ৩য় প্রজন্মের হার্ড কোর রেসলার "শেন মিকম্যান " ১৯৭০ সালের ১৫ ই জানুয়ারি তে শেন মিকম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের গেথবারগ, ম্যরিল্যান্ড এ জন্মগ্রহণ করেন।

♦ শেনের ব্যক্তিগত জীবন :

শেন WWE চেয়ারম্যান ভিন্স মিকম্যান এবং লিন্ডা মিকম্যান এর একমাত্র ছেলে। স্টেফিনী মিকম্যান তার ছোট বোন এবং ট্রিপল এইচ তার সম্বন্ধী। তিনি তার ছোট বোন "Stephanie Mcmahon "কে খুব ভালবাসেন। শেন ১৯৯৬ সালে মারিসা মাজোলাকে বিয়ে করেন। বর্তমানে তার তিনজন পুত্র রয়েছে। তার স্ত্রী একজন বেকস্টেজ/গোপন সাংবাদিক। তিনি সবার আড়াল এ এই কাজ করে থাকেন। অবসর সময়ে শেন বেসবল খেলেন এবং প্রায়শই তার পরিবারকে নিয়ে ছবি দেখতে যান।

১৯৯৯ সালে Beyond The Mat ডকুমেন্টারিতে এবং ২০০২ সালে RollerBall চলচিত্রে শেন একটা দৃশ্যপটে অভিনয় করেন, এছারাও NCIS: Los Angeles নামক টিভি শোতেও শেনের অভিনয় উল্লেখযোগ্য। ২০০৬ সালে Detail ম্যাগাজিন তাকে ৫০ জন ক্ষমতাধর ব্যাক্তির মধ্যে ৪২ তম ব্যাক্তি হিসেবে নির্বাচন করেন। 

তিনি রেসলার এর পাশাপাশি একজন সফল ব্যাবসায়ী হিসাবেও পরিচিত। একসময় WWE সবার কাছে প্রিয় হয়ে যায় এবং ইন্টারনেটে জনপ্রিয় হয়ে যায়, এই ইন্টারনেটে WWE প্রচার এর সবথেকে বেশি ভূমিকা রাখেন "Shane Mcmahon " এবং সবাইয়ের নজরের বাইরে WWE এর Executive Vice President Of Global Media পদেও তিনি বহাল হয়েছিলেন।

♦ শেনের রেসলিং ক্যারিয়ার :

শেন তার রেসলিং ক্যারিয়ার ১৯৮৯ সালে একজন রেফারির ভূমিকায় শুরু করেন। ১৯৯২ সালে তিনি প্রফেশনাল রেসলিং রেফারীর পদ থেকে অবসর নেন। 

• স্ক্রিপ্ট রাইটার হিসাবে শেন :

রেসলিং এ শুরুর দিকে শেন একজন রেফারীর পাশাপাশি WWE স্ক্রিপ্ট লেখক ও ব্যাকস্টেজ অফিসার হিসেবে কাজ করতেন। WWE এর সর্বকালের সর্বশেষ্ঠ স্টোরিলাইন "The Invasion" এর মূল স্ক্রিপ্ট লেখক ছিলেন শেন মিকম্যান।

অনেকেই হয়ত জানেননা শেন মিকম্যান স্টোরি রাইটিং দক্ষতার কারনে ৯০ দশক এর শেষের দিকে WWE পূনরায় WCW কে রেটিংস এ পরাজিত করতে সামর্থ্য হয়। এমনকি WCW কে কিভাবে ব্যবসায়ে অচল করা যায় তার আইডিয়া শেন "The Invasion" স্টোরিলাইনে WWE VS WCW ফিউডের মাধ্যমে বের করেন।

DX এর সাথে মিকম্যানদের মূল স্ক্রিপ্টটা শেন মিকম্যানই লেখেন। পরবর্তীতে এই ফিউডে ল্যাসলে জড়িয়ে পড়লে ভিন্স এবং শেন উমাগাকে তাদের দলে যোগ করেন। DX Vs McMahon ফিউড WWE তে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৮ সালের দিকে শেন WWE তে নিয়মিত উপস্থিত থাকা শুরু করেন। মূলত স্টিভ অস্টিন এর সাথে মিকম্যানদের ফিউড এর মাধ্যমে তিনি WWE তে পরিচয় লাভ করেন।

• WWE তে প্রথম টাইটেল জয় :

তিনি WWE তে তার প্রথম টাইটেল জিতেন ১৯৯৯ সালের ১৫ ফেব্রুয়ারি। সেই টাইটেল টি ছিল "ইউরোপিয়ান টাইটেল"তিনি প্রায় একবছর এটিকে ধরে রাখেন। তার প্রথম "রেসেলমেনিয়া"ম্যাচ হয় প্রায় ১৮ বছর আগেযেটি ছিল "ইউরোপিয়ান টাইটেল"ম্যাচতিনি X-Pac নামক রেসলার এর বিরুদ্ধে এই ম্যাচ খেলেন এবং তার টাইটেল রিটেইন করেন। এছাড়া ১৯৯৯ সালের "PWI"সেরা ৫০০ রেসলার এর মধ্য তিনি ২৪৫ নাম্বার এ ছিলেন।

WWE তে তার ২য় টাইটেল হল - হার্ডকোর টাইটেল যেটি তিনি ২০০০ সালে জিতেন। WWE তে ১১বছরের রেসলিং ক্যারিয়ার এ শেন একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন।

• ভিন্স মিকম্যানের সাথে ফিউড :

শেন এই ম্যাচটি লড়েছিল তার মায়ের জন্য। তখন শেনের পাশে ছিল তার মা অর্থাৎ ভিন্স মিকম্যানের স্ত্রী লিন্ডা মিকম্যান এবং তৎকালীন ডিভা Trish Stratus। অপরদিকে ভিন্সের পক্ষে ছিল তার মেয়ে অর্থাৎ শেন মিকম্যানের ছোট বোন Stephanie McMahon, ম্যাচের শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে শেন। কখনো পিতাকে স্টিক দিয়ে মারে, আবার কখনো বা টিভি মনিটর দিয়ে মারে। ম্যাচে হঠাত্‍ লিন্ডা মিকম্যানকে আনে Trish Straush, তার সাথে Stephanie McMahon এর তর্কাতর্কি হয়। এতে ডিস্ট্ৰাক্ট হয় রেফারি মিক ফোলি। তাই সে Stephanie এবং Linda উভয়কে সেখান থেকে চলে যেতে বলে।

অপরদিকে নিজের ছেলের উপর আধিপত্য বিস্তার করতে থাকে ভিন্স মিকম্যান। এরপরেই ঘটে আশ্চর্য্য এক ঘটনা। লিন্ডা মিকম্যান শকিংভাবে তার স্বামীকে Low Blow দেয়। সেই সুযোগে ভিন্স মিকম্যানকে Coast To Coast দিয়ে পিন করে জিতে যায় শেন মিকম্যান। এটি রেসলিং জগতের এক অবিস্মরণীয় ঘটনা। নিজেদের প্রতিষ্ঠানের পপুলারিটি বাড়াতে মিকম্যান ফ্যামিলির সদস্যরা এই কাজটি করে।

• শেনের মানসিক শক্তির পরিচয় :

২০০১ সালের ২৪ জুন কার্ট অ্যাঙ্গেল Vs শেন মিকম্যান কিং অব দি রিং ম্যাচের এক পর্যায়ে কার্ট, শেনকে গ্লাস (কাচ) এর উপর বেলি টু বেলি সুপ্লেক্স দেয়। শেন এতে মারাত্মক জখম হয়। এবার ব্যাপার হলো, যদিও স্বাভাবিকভাবেই ব্যাপারটা স্ক্রিপটেড ছিল। তবে শেনের আঘাত পাওয়ার পরিমাণটা স্ক্রিপ্টের বাইরে চলে গিয়েছিল। দর্শকদের মনোরন্জন করতে নিজেকে শরীর বলিদান করতেও পিছুপা হয়নি এই রেসলার! আর তার সুপ্লেক্স মেশিনের দেওয়া এই মারাত্মক সুপ্লেক্স টি রেসলিং ইতিহাসে বিশেষ স্থানও অর্জন করে ফেলে!

তিনি এমন একজন রেসলার যিনি "Big Show"কে লাস্ট ম্যান স্টাডিং ম্যাচে হারান ২০০১ সালে "ব্যাকল্যাশ"নামের পিপিভিতে তিনি Big Show কে ১০ কাউন্ট করে হারান। যা দেখে সবাই অবাক হয়ে যায়।

শেন "Kiss My Ass"টিম এর একজন সদস্য। "রেসেলমেনিয়া ২২" এ Shawn Michaels Vs Shane Mcmahon ম্যাচ ঠিক হয়সেখানে Shawn তাকে হারানতারপর রিং এ আসেন Vince Mcmahonতখন Shawn জোর করে Shane কে Vince এর Ass Kiss করান।

হিল হিসেবে মিকম্যানদের পরিচয় থাকলেও ২০০৮ সালে The Legacy এর ফক্স ফেস হিসেবেই ফিউড করেন মিকম্যান পরিবার। মূলত ট্রিপল এইচ কে অর্টন, টেড এবং কোডির বিপক্ষে সহায়তা করার জন্য মিকম্যানরেরা ট্রিপল এইচ এর সাথে যোগ দেন। এই ফিউডের বেশিরভাগ স্ক্রিপ্টই শেন এর তৈরি।

• WWE পরিত্যাগ :

২০১০ সালের ৪ মে এর RAW তে রেন্ডি অর্টন শেন এর পা ভেঙ্গে ফেলেন যার কারনে শেন বেশ কিছু দিনের জন্য WWE ত্যগ করেন। পরবর্তীতে WWE এর সাথে তার সম্পর্কের অবনতির কারনে তিনি WWE ছেড়ে চলে যান, শেন WWE তে ২০ বছর কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি WWE এর সাথে তার সম্পুর্ন সম্পর্ক বিচ্ছিন্ন করেন।

শেন বলেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন তার বাবা ভিন্স WWE এর পরিচালনা কোন দিকে হবে সেটা তার কন্যা স্টেফানি এবং জামাই ট্রিপল এইচের উপরেই ছেড়ে দিতে চেয়েছিল। বার বার বলা সত্বেও শেনের আইডিয়াগুলির উপর ভিন্স গুরুত্ব দেইনি যার কারণে তিনি বোর হয়ে গিয়েছিলেন এবং WWE ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০১০ সালের ৩রা আগস্ট শেন China Broadband Inc এর CEO এর স্থান গ্রহন করেন, সেই বছরেই তিনি You On Demand নামক কোম্পানির CEO পদ গ্রহন করেন, ২০১৩ সালে তিনি You On Demand এর CEO পদ পরিত্যাগ করেন। শেন এখনও সেই কোম্পানির Board Of Directors এর Executive Vice Chairman পদে বহাল আছেন। ২০১১ এর এপ্রিল মাস থেকে শেন International Sports Management এর Board Of Directors এ আছেন।

• WWE তে রিটার্ন :

২০১৬ সালের ২২শে ফেব্রুয়ারির Raw তে শেন ৭ বছরে প্রথমবারের মতো ফেস হিসাবে WWE তে রিটার্ন করে এবং তার বাবা ভিন্স মিকম্যানের নিকট "Vincent J. McMahon Legacy Of Excellence" অ্যাওয়ার্ড লাভ করে। সে জানাই তার WWE তে ফিরে আসার কারন হল Raw কে কন্ট্রোল করতে চাওয়া যেটি তার বোন স্টেফনি মিকম্যানের পছন্দ ছিল না, তাই রেসেলমেনিয়া ৩২ এ শেনের সঙ্গে দ্যা আন্ডারটেকারের " হেল ইন এ সেল" ম্যাচ ঘোষণা করা হয়, যেখানে জিতলে শেন Raw এর কন্ট্রোল পাবে এবং সেই সাথেই টেকার রেসেলমেনিয়াতে আর ম্যাচ খেলতে পাবে না। 

রেসেলমেনিয়ার সেই ম্যাচে শেন পরাজিত হয় কিন্তু তার পরেও কিছু মাস সে Raw কন্ট্রোল করে। পরবর্তীতে ব্রান্ড এক্সটেনশন হবার পরে শেনকে স্ম্যাকডাউন এর কমিশনার হিসাবে ঘোষণা করা হয় এবং স্টেফনিকে Raw এর কমিশনার করা হয়।

এরপর সারভাইভর সিরিজ এ শেন Baron Corbin এর পরিবর্তে ট্যাগ টীম এলিমিনেশন ম্যাচে অংশগ্রহন করে, সেখানে রোমান রেইন্সের দেওয়া স্পিয়ার খেয়ে শেন প্রায় জ্ঞান হারায়, কিন্তু টিম স্ম্যাকডাউন, টিম Raw কে হারাতে সক্ষম হয়। এরপরে ডিসেম্বরে শেন Talking Smack এর হোস্ট হিসাবে কাজ করে। এরপরে AJ Styles এর সঙ্গে তার ফিউড হয় এবং ২রা এপ্রিলে রেসেলমেনিয়া ৩৩ ইভেন্টে তাদের ম্যাচ আয়োজিত হয় যেখানে শেন পরাজিত হয়।

• কেভিন ওয়েন্সের সাথে ফিউড :

এরপরে কেভিন এবং এজে স্টাইলস এর ফিউডে শেন গেস্ট রেফারি হিসাবে যোগদান করলে শেনের সাথে কেভিন ওয়েন্সের ফিউড হয়। ভিন্স মিকম্যানের হস্তক্ষেপে হেল ইন এ সেল পিপিভিতে শেন ও কেভিনের মধ্যে হেল ইন এ সেল ম্যাচ আয়োজিত হয় যেখানে Sami Zayn এর সাহায্যে কেভিন জয় লাভ করে।

এরপরে Raw এবং স্ম্যাকডাউন এর রেসলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং সারভাইভর সিরিজ -এ টিম স্ম্যাকডাউন এবং টিম Raw এর মধ্যে এলিমিনেশন ম্যাচ হয় যেখানে ট্রিপল এইচের দ্বারা একমাত্র টিকে থাকা শেন এলিমিনেট হয় এবং টিম স্ম্যাকডাউন পরাজিত হয়। এরপরে শেনের সাথে কেভিন এবং সামির ফিউড জারি থাকে। শেন স্ম্যাকডাউন এর কমিশনার পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালে তাকে কেভিন ও সামি মিলে অ্যাটাক করে এবং সেখানে তার Kayfabe ইঞ্জুরি হয়। 

পরবর্তীতে তার পরিবারের সাথে ছুটি কাটানোর সময়ে আসলেই তিব্র পেটের যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, সেখানে তার হার্নিয়া ধরা পরে এবং সার্জারি করতে হয়। এরপরে শেন রিটার্ন করে এবং ঘোষণা করে যে সে এবং ড্যানিয়েল ব্রায়েন মিলে কেভিন ও সামির সাথে রেসেলমেনিয়া ৩৪ এ ম্যাচ খেলবে, সেই ম্যাচে শেন এবং ড্যানিয়েল জয়লাভ করে।

• মিকম্যান ফ্যামিলির সাথে মিলন ও শেনের হিল টার্ন :

ডিসেম্বর মাসে মিকম্যান ফ্যামিলি তথা Vince, Stephanie, Shane, ও Triple H, Raw তে উপস্থিত হয় এবং ঘোষণা করে তারা একসঙ্গে মিলে Raw ও স্ম্যাকডাউন চালাবে এবং কোন জেনারেল ম্যানেজার থাকবে না।

ক্রাউন জুয়েল পিপিভিতে শেন The Miz এর পরিবর্তে WWE ওয়ার্ল্ড কাপের ফাইনালে অংশগ্রহন করে এবং Dolph Ziggler কে ৩ মিনিটের মধ্যে পরাজিত করে সেটাতে জয়লাভ করে। এরপরে মিজ শেনের সাথে ট্যাগ টিম গঠন করে এবং তাদের টিম রয়্যাল রাম্বাল পিপিভিতে The Bar (Cesaro ও Sheamus)-দেরকে পরাজিত করে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 

কিন্তু পরবর্তী এলিমিনেশন চেম্বার পিপিভিতে তারা The Usos দের কাছে পরাজিত হয়। এরপরে ফাস্টলেন পিপিভিতেও তারা জিততে অক্ষম হলে শেন মিকম্যান হিল টার্ন করে এবং দ্যা মিজকে অ্যাটাক করে, ২০০৯ এর পরে যেটা শেনের প্রথম হিল টার্ন।

• দ্যা মিজ এবং রোমান ও টেকারের সাথে ফিউড :

এরপর শেন নিজেকে "Best In The World" নামে অভিহিত করে এবং মিজের সঙ্গে রেসেলমেনিয়া ৩৫ এ Falls Count Anywhere ম্যাচের আয়োজন করে, সেখানে শেন জয় লাভ করে। এরপরে Raw তে মিজের সাথে ফিউড চলার মধ্যেই শেন স্মাকডাউনে ড্রাফট হওয়া রোমানের সাথেও ফিউড চালায়। Elias, Daniel Bryan এবং Rowan এর সাথে মিলে শেন Seven-Man Handicap ম্যাচে রোমান ও দ্যা উসোস দের টিমকে পরাজিত করে।

এরপরে মানি ইন দ্যা ব্যাংক পিপিভিতে শেন মিজকে পরাজিত করে তাদের ফিউড শেষ করে। এরপরে Super ShowDown পিপিভিতে শেন রোমানকে পরাজিত করে (Drew McIntyre এর ইন্টারফেয়ারেন্সের সাহায্যে)। পরে এক্সট্রিম রুলস পিপিভিতে শেন এবং Drew McIntyre দের টিম রোমান রেইন্স এবং দ্যা আন্ডারটেকারের টীমের কাছে No Holds Barred ম্যাচে পরাজিত হয়।

• ওয়েন্সের সাথে পুনরায় ফিউড ও ফায়ার হওয়া :

এরপরে শেন আবার কেভিন ওয়েন্সের সাথে ফিউড কন্টীনিউ করে, ২০১৯ এ সামারস্ল্যাম পিপিভিতে তাদের ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে কেভিন পরাজিত হলে তাকে WWE ছেরে যেতে হত, সেখানে শেন পরাজিত হয়। পরে ২০১৯ King Of The Ring টুর্নামেন্টে Elias এর পরিবর্ত হিসাবে শেন অংশগ্রহন করে এবং Chad Gable এর সাথে ম্যাচ খেলে, সেই ম্যাচের গেস্ট রেফারি ছিল কেভিন ওয়েন্স।

দামি যন্ত্রপাতি ভাঙ্গার অপরাধে ওয়েন্সকে শাস্তির ভয় দেখিয়ে শেন তাকে পক্ষপাতিত্ব করতে চাপ দেই কিন্তু কেভিন সেটা করে না এবং শেন সেই ম্যাচে পরাজিত হয়, এরপরে শেন কেভিনকে ফায়ার করে দেই। ফলস্বরূপ কেভিন আইনি পদক্ষেপের ভয় দেখালে স্ম্যাকডাউন এর ২০ তম বার্ষিকীতে শেনের সঙ্গে ওয়েন্সের ল্যাডার ম্যাচ আয়োজিত হয় যেখানে শেন পরাজিত হয় এবং শর্ত হিসাবে কেভিনের হাতে তাকে ফায়ার হতে হয়। এরপরে শেন পুনরায় WWE এর ব্যাকস্টেজ প্রোডিউসার হিসাবে কাজ করা শুরু করেন।

• Raw Underground এর উদ্ভাবনা :

১০ মাস অনুপস্থিতির পরে ২০২০ সালের ৩ আগস্টে শেন Raw তে রিটার্ন করে এবং Raw Underground হোস্ট করে, যেটি ছিল ক্লাব ফাইটের থেকে অনুপ্রানিত বিশেষ এক রেসলিং সেগমেন্ট এবং যার উদ্ভাবক ছিল স্বয়ং শেন নিজেই। এটি WWE এর রেটিং বৃদ্ধি করতে কিছুটা সাহায্য করেছিল।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

The Baltimore Sun

WWE Non-ম্যাচ মোমেন্ট অফ দ্যা ইয়ার (২০১৬) McMahon Returns To RAW

Pro Wrestling Illustrated

ফিউড অফ দ্যা ইয়ার (২০০১) Vs. Vince McMahon

Rookie অফ দ্যা ইয়ার (১৯৯৯)

Ranked No. ২৪৫ Of The ৫০০ Top Singles Wrestlers In The PWI ৫০০ In ১৯৯৯

World Wrestling Federation / WWE

WWF ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ( বার)

WWF হার্ডকোর চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : The Miz

WWE World Cup (২০১৮)

Wrestling Observer Newsletter

Most Disgusting Promotional Tactic (২০০৩) McMahon Family All Over WWE Products

Worst ফিউড অফ দ্যা ইয়ার (২০০৬) সাথে : Vince McMahon Vs. D-Generation X (Shawn Michaels And Triple H)

SHANE MCMAHON : শেন মিকম্যান

আসল নাম

Shane Brandon McMahon

জন্মদিন

১৫ জানুয়ারি, ১৯৭০

জন্মস্থান

Gaithersburg, Maryland, US

বাসস্থান

New York City, New York, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

১০৪ কেজি ( ২৩০ পাউন্ড)

ট্রেনারস

Tom Prichard, Al Snow, Phil Nurse, Sgt. Slaughter, Randy Savage

অভিষেক

১৯৮৮ সাল


শেন মিকম্যানকে জানেনা এমন ব্যক্তি খুব কমই আছে। তিনি একাধারে ব্যবসার সাথে সাথে রেসলিং জগতেও নাম কামিয়েছেন। খুব ছোট থাকতেই নিজের রেসলিং ক্যারিয়ার আরম্ভ করেন তিনি। শেনের ম্যাচ মানে এক্সট্রা কিছু। তার জীবনের প্রায় সব ম্যাচে কোনো কোনো অসাধারণ মোমেন্ট থাকে।

আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও বিখ্যাত মিকম্যান ফ্যামিলির ৩য় প্রজন্মের হার্ড কোর রেসলার "শেন মিকম্যান " ১৯৭০ সালের ১৫ ই জানুয়ারি তে শেন মিকম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের গেথবারগ, ম্যরিল্যান্ড এ জন্মগ্রহণ করেন।

♦ শেনের ব্যক্তিগত জীবন :

শেন WWE চেয়ারম্যান ভিন্স মিকম্যান এবং লিন্ডা মিকম্যান এর একমাত্র ছেলে। স্টেফিনী মিকম্যান তার ছোট বোন এবং ট্রিপল এইচ তার সম্বন্ধী। তিনি তার ছোট বোন "Stephanie Mcmahon "কে খুব ভালবাসেন। শেন ১৯৯৬ সালে মারিসা মাজোলাকে বিয়ে করেন। বর্তমানে তার তিনজন পুত্র রয়েছে। তার স্ত্রী একজন বেকস্টেজ/গোপন সাংবাদিক। তিনি সবার আড়াল এ এই কাজ করে থাকেন। অবসর সময়ে শেন বেসবল খেলেন এবং প্রায়শই তার পরিবারকে নিয়ে ছবি দেখতে যান।

১৯৯৯ সালে Beyond The Mat ডকুমেন্টারিতে এবং ২০০২ সালে RollerBall চলচিত্রে শেন একটা দৃশ্যপটে অভিনয় করেন, এছারাও NCIS: Los Angeles নামক টিভি শোতেও শেনের অভিনয় উল্লেখযোগ্য। ২০০৬ সালে Detail ম্যাগাজিন তাকে ৫০ জন ক্ষমতাধর ব্যাক্তির মধ্যে ৪২ তম ব্যাক্তি হিসেবে নির্বাচন করেন। 

তিনি রেসলার এর পাশাপাশি একজন সফল ব্যাবসায়ী হিসাবেও পরিচিত। একসময় WWE সবার কাছে প্রিয় হয়ে যায় এবং ইন্টারনেটে জনপ্রিয় হয়ে যায়, এই ইন্টারনেটে WWE প্রচার এর সবথেকে বেশি ভূমিকা রাখেন "Shane Mcmahon " এবং সবাইয়ের নজরের বাইরে WWE এর Executive Vice President Of Global Media পদেও তিনি বহাল হয়েছিলেন।

♦ শেনের রেসলিং ক্যারিয়ার :

শেন তার রেসলিং ক্যারিয়ার ১৯৮৯ সালে একজন রেফারির ভূমিকায় শুরু করেন। ১৯৯২ সালে তিনি প্রফেশনাল রেসলিং রেফারীর পদ থেকে অবসর নেন। 

• স্ক্রিপ্ট রাইটার হিসাবে শেন :

রেসলিং এ শুরুর দিকে শেন একজন রেফারীর পাশাপাশি WWE স্ক্রিপ্ট লেখক ও ব্যাকস্টেজ অফিসার হিসেবে কাজ করতেন। WWE এর সর্বকালের সর্বশেষ্ঠ স্টোরিলাইন "The Invasion" এর মূল স্ক্রিপ্ট লেখক ছিলেন শেন মিকম্যান।

অনেকেই হয়ত জানেননা শেন মিকম্যান স্টোরি রাইটিং দক্ষতার কারনে ৯০ দশক এর শেষের দিকে WWE পূনরায় WCW কে রেটিংস এ পরাজিত করতে সামর্থ্য হয়। এমনকি WCW কে কিভাবে ব্যবসায়ে অচল করা যায় তার আইডিয়া শেন "The Invasion" স্টোরিলাইনে WWE VS WCW ফিউডের মাধ্যমে বের করেন।

DX এর সাথে মিকম্যানদের মূল স্ক্রিপ্টটা শেন মিকম্যানই লেখেন। পরবর্তীতে এই ফিউডে ল্যাসলে জড়িয়ে পড়লে ভিন্স এবং শেন উমাগাকে তাদের দলে যোগ করেন। DX Vs McMahon ফিউড WWE তে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৮ সালের দিকে শেন WWE তে নিয়মিত উপস্থিত থাকা শুরু করেন। মূলত স্টিভ অস্টিন এর সাথে মিকম্যানদের ফিউড এর মাধ্যমে তিনি WWE তে পরিচয় লাভ করেন।

• WWE তে প্রথম টাইটেল জয় :

তিনি WWE তে তার প্রথম টাইটেল জিতেন ১৯৯৯ সালের ১৫ ফেব্রুয়ারি। সেই টাইটেল টি ছিল "ইউরোপিয়ান টাইটেল"তিনি প্রায় একবছর এটিকে ধরে রাখেন। তার প্রথম "রেসেলমেনিয়া"ম্যাচ হয় প্রায় ১৮ বছর আগেযেটি ছিল "ইউরোপিয়ান টাইটেল"ম্যাচতিনি X-Pac নামক রেসলার এর বিরুদ্ধে এই ম্যাচ খেলেন এবং তার টাইটেল রিটেইন করেন। এছাড়া ১৯৯৯ সালের "PWI"সেরা ৫০০ রেসলার এর মধ্য তিনি ২৪৫ নাম্বার এ ছিলেন।

WWE তে তার ২য় টাইটেল হল - হার্ডকোর টাইটেল যেটি তিনি ২০০০ সালে জিতেন। WWE তে ১১বছরের রেসলিং ক্যারিয়ার এ শেন একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন।

• ভিন্স মিকম্যানের সাথে ফিউড :

শেন এই ম্যাচটি লড়েছিল তার মায়ের জন্য। তখন শেনের পাশে ছিল তার মা অর্থাৎ ভিন্স মিকম্যানের স্ত্রী লিন্ডা মিকম্যান এবং তৎকালীন ডিভা Trish Stratus। অপরদিকে ভিন্সের পক্ষে ছিল তার মেয়ে অর্থাৎ শেন মিকম্যানের ছোট বোন Stephanie McMahon, ম্যাচের শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে শেন। কখনো পিতাকে স্টিক দিয়ে মারে, আবার কখনো বা টিভি মনিটর দিয়ে মারে। ম্যাচে হঠাত্‍ লিন্ডা মিকম্যানকে আনে Trish Straush, তার সাথে Stephanie McMahon এর তর্কাতর্কি হয়। এতে ডিস্ট্ৰাক্ট হয় রেফারি মিক ফোলি। তাই সে Stephanie এবং Linda উভয়কে সেখান থেকে চলে যেতে বলে।

অপরদিকে নিজের ছেলের উপর আধিপত্য বিস্তার করতে থাকে ভিন্স মিকম্যান। এরপরেই ঘটে আশ্চর্য্য এক ঘটনা। লিন্ডা মিকম্যান শকিংভাবে তার স্বামীকে Low Blow দেয়। সেই সুযোগে ভিন্স মিকম্যানকে Coast To Coast দিয়ে পিন করে জিতে যায় শেন মিকম্যান। এটি রেসলিং জগতের এক অবিস্মরণীয় ঘটনা। নিজেদের প্রতিষ্ঠানের পপুলারিটি বাড়াতে মিকম্যান ফ্যামিলির সদস্যরা এই কাজটি করে।

• শেনের মানসিক শক্তির পরিচয় :

২০০১ সালের ২৪ জুন কার্ট অ্যাঙ্গেল Vs শেন মিকম্যান কিং অব দি রিং ম্যাচের এক পর্যায়ে কার্ট, শেনকে গ্লাস (কাচ) এর উপর বেলি টু বেলি সুপ্লেক্স দেয়। শেন এতে মারাত্মক জখম হয়। এবার ব্যাপার হলো, যদিও স্বাভাবিকভাবেই ব্যাপারটা স্ক্রিপটেড ছিল। তবে শেনের আঘাত পাওয়ার পরিমাণটা স্ক্রিপ্টের বাইরে চলে গিয়েছিল। দর্শকদের মনোরন্জন করতে নিজেকে শরীর বলিদান করতেও পিছুপা হয়নি এই রেসলার! আর তার সুপ্লেক্স মেশিনের দেওয়া এই মারাত্মক সুপ্লেক্স টি রেসলিং ইতিহাসে বিশেষ স্থানও অর্জন করে ফেলে!

তিনি এমন একজন রেসলার যিনি "Big Show"কে লাস্ট ম্যান স্টাডিং ম্যাচে হারান ২০০১ সালে "ব্যাকল্যাশ"নামের পিপিভিতে তিনি Big Show কে ১০ কাউন্ট করে হারান। যা দেখে সবাই অবাক হয়ে যায়।

শেন "Kiss My Ass"টিম এর একজন সদস্য। "রেসেলমেনিয়া ২২" এ Shawn Michaels Vs Shane Mcmahon ম্যাচ ঠিক হয়সেখানে Shawn তাকে হারানতারপর রিং এ আসেন Vince Mcmahonতখন Shawn জোর করে Shane কে Vince এর Ass Kiss করান।

হিল হিসেবে মিকম্যানদের পরিচয় থাকলেও ২০০৮ সালে The Legacy এর ফক্স ফেস হিসেবেই ফিউড করেন মিকম্যান পরিবার। মূলত ট্রিপল এইচ কে অর্টন, টেড এবং কোডির বিপক্ষে সহায়তা করার জন্য মিকম্যানরেরা ট্রিপল এইচ এর সাথে যোগ দেন। এই ফিউডের বেশিরভাগ স্ক্রিপ্টই শেন এর তৈরি।

• WWE পরিত্যাগ :

২০১০ সালের ৪ মে এর RAW তে রেন্ডি অর্টন শেন এর পা ভেঙ্গে ফেলেন যার কারনে শেন বেশ কিছু দিনের জন্য WWE ত্যগ করেন। পরবর্তীতে WWE এর সাথে তার সম্পর্কের অবনতির কারনে তিনি WWE ছেড়ে চলে যান, শেন WWE তে ২০ বছর কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি WWE এর সাথে তার সম্পুর্ন সম্পর্ক বিচ্ছিন্ন করেন।

শেন বলেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন তার বাবা ভিন্স WWE এর পরিচালনা কোন দিকে হবে সেটা তার কন্যা স্টেফানি এবং জামাই ট্রিপল এইচের উপরেই ছেড়ে দিতে চেয়েছিল। বার বার বলা সত্বেও শেনের আইডিয়াগুলির উপর ভিন্স গুরুত্ব দেইনি যার কারণে তিনি বোর হয়ে গিয়েছিলেন এবং WWE ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০১০ সালের ৩রা আগস্ট শেন China Broadband Inc এর CEO এর স্থান গ্রহন করেন, সেই বছরেই তিনি You On Demand নামক কোম্পানির CEO পদ গ্রহন করেন, ২০১৩ সালে তিনি You On Demand এর CEO পদ পরিত্যাগ করেন। শেন এখনও সেই কোম্পানির Board Of Directors এর Executive Vice Chairman পদে বহাল আছেন। ২০১১ এর এপ্রিল মাস থেকে শেন International Sports Management এর Board Of Directors এ আছেন।

• WWE তে রিটার্ন :

২০১৬ সালের ২২শে ফেব্রুয়ারির Raw তে শেন ৭ বছরে প্রথমবারের মতো ফেস হিসাবে WWE তে রিটার্ন করে এবং তার বাবা ভিন্স মিকম্যানের নিকট "Vincent J. McMahon Legacy Of Excellence" অ্যাওয়ার্ড লাভ করে। সে জানাই তার WWE তে ফিরে আসার কারন হল Raw কে কন্ট্রোল করতে চাওয়া যেটি তার বোন স্টেফনি মিকম্যানের পছন্দ ছিল না, তাই রেসেলমেনিয়া ৩২ এ শেনের সঙ্গে দ্যা আন্ডারটেকারের " হেল ইন এ সেল" ম্যাচ ঘোষণা করা হয়, যেখানে জিতলে শেন Raw এর কন্ট্রোল পাবে এবং সেই সাথেই টেকার রেসেলমেনিয়াতে আর ম্যাচ খেলতে পাবে না। 

রেসেলমেনিয়ার সেই ম্যাচে শেন পরাজিত হয় কিন্তু তার পরেও কিছু মাস সে Raw কন্ট্রোল করে। পরবর্তীতে ব্রান্ড এক্সটেনশন হবার পরে শেনকে স্ম্যাকডাউন এর কমিশনার হিসাবে ঘোষণা করা হয় এবং স্টেফনিকে Raw এর কমিশনার করা হয়।

এরপর সারভাইভর সিরিজ এ শেন Baron Corbin এর পরিবর্তে ট্যাগ টীম এলিমিনেশন ম্যাচে অংশগ্রহন করে, সেখানে রোমান রেইন্সের দেওয়া স্পিয়ার খেয়ে শেন প্রায় জ্ঞান হারায়, কিন্তু টিম স্ম্যাকডাউন, টিম Raw কে হারাতে সক্ষম হয়। এরপরে ডিসেম্বরে শেন Talking Smack এর হোস্ট হিসাবে কাজ করে। এরপরে AJ Styles এর সঙ্গে তার ফিউড হয় এবং ২রা এপ্রিলে রেসেলমেনিয়া ৩৩ ইভেন্টে তাদের ম্যাচ আয়োজিত হয় যেখানে শেন পরাজিত হয়।

• কেভিন ওয়েন্সের সাথে ফিউড :

এরপরে কেভিন এবং এজে স্টাইলস এর ফিউডে শেন গেস্ট রেফারি হিসাবে যোগদান করলে শেনের সাথে কেভিন ওয়েন্সের ফিউড হয়। ভিন্স মিকম্যানের হস্তক্ষেপে হেল ইন এ সেল পিপিভিতে শেন ও কেভিনের মধ্যে হেল ইন এ সেল ম্যাচ আয়োজিত হয় যেখানে Sami Zayn এর সাহায্যে কেভিন জয় লাভ করে।

এরপরে Raw এবং স্ম্যাকডাউন এর রেসলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং সারভাইভর সিরিজ -এ টিম স্ম্যাকডাউন এবং টিম Raw এর মধ্যে এলিমিনেশন ম্যাচ হয় যেখানে ট্রিপল এইচের দ্বারা একমাত্র টিকে থাকা শেন এলিমিনেট হয় এবং টিম স্ম্যাকডাউন পরাজিত হয়। এরপরে শেনের সাথে কেভিন এবং সামির ফিউড জারি থাকে। শেন স্ম্যাকডাউন এর কমিশনার পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালে তাকে কেভিন ও সামি মিলে অ্যাটাক করে এবং সেখানে তার Kayfabe ইঞ্জুরি হয়। 

পরবর্তীতে তার পরিবারের সাথে ছুটি কাটানোর সময়ে আসলেই তিব্র পেটের যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, সেখানে তার হার্নিয়া ধরা পরে এবং সার্জারি করতে হয়। এরপরে শেন রিটার্ন করে এবং ঘোষণা করে যে সে এবং ড্যানিয়েল ব্রায়েন মিলে কেভিন ও সামির সাথে রেসেলমেনিয়া ৩৪ এ ম্যাচ খেলবে, সেই ম্যাচে শেন এবং ড্যানিয়েল জয়লাভ করে।

• মিকম্যান ফ্যামিলির সাথে মিলন ও শেনের হিল টার্ন :

ডিসেম্বর মাসে মিকম্যান ফ্যামিলি তথা Vince, Stephanie, Shane, ও Triple H, Raw তে উপস্থিত হয় এবং ঘোষণা করে তারা একসঙ্গে মিলে Raw ও স্ম্যাকডাউন চালাবে এবং কোন জেনারেল ম্যানেজার থাকবে না।

ক্রাউন জুয়েল পিপিভিতে শেন The Miz এর পরিবর্তে WWE ওয়ার্ল্ড কাপের ফাইনালে অংশগ্রহন করে এবং Dolph Ziggler কে ৩ মিনিটের মধ্যে পরাজিত করে সেটাতে জয়লাভ করে। এরপরে মিজ শেনের সাথে ট্যাগ টিম গঠন করে এবং তাদের টিম রয়্যাল রাম্বাল পিপিভিতে The Bar (Cesaro ও Sheamus)-দেরকে পরাজিত করে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 

কিন্তু পরবর্তী এলিমিনেশন চেম্বার পিপিভিতে তারা The Usos দের কাছে পরাজিত হয়। এরপরে ফাস্টলেন পিপিভিতেও তারা জিততে অক্ষম হলে শেন মিকম্যান হিল টার্ন করে এবং দ্যা মিজকে অ্যাটাক করে, ২০০৯ এর পরে যেটা শেনের প্রথম হিল টার্ন।

• দ্যা মিজ এবং রোমান ও টেকারের সাথে ফিউড :

এরপর শেন নিজেকে "Best In The World" নামে অভিহিত করে এবং মিজের সঙ্গে রেসেলমেনিয়া ৩৫ এ Falls Count Anywhere ম্যাচের আয়োজন করে, সেখানে শেন জয় লাভ করে। এরপরে Raw তে মিজের সাথে ফিউড চলার মধ্যেই শেন স্মাকডাউনে ড্রাফট হওয়া রোমানের সাথেও ফিউড চালায়। Elias, Daniel Bryan এবং Rowan এর সাথে মিলে শেন Seven-Man Handicap ম্যাচে রোমান ও দ্যা উসোস দের টিমকে পরাজিত করে।

এরপরে মানি ইন দ্যা ব্যাংক পিপিভিতে শেন মিজকে পরাজিত করে তাদের ফিউড শেষ করে। এরপরে Super ShowDown পিপিভিতে শেন রোমানকে পরাজিত করে (Drew McIntyre এর ইন্টারফেয়ারেন্সের সাহায্যে)। পরে এক্সট্রিম রুলস পিপিভিতে শেন এবং Drew McIntyre দের টিম রোমান রেইন্স এবং দ্যা আন্ডারটেকারের টীমের কাছে No Holds Barred ম্যাচে পরাজিত হয়।

• ওয়েন্সের সাথে পুনরায় ফিউড ও ফায়ার হওয়া :

এরপরে শেন আবার কেভিন ওয়েন্সের সাথে ফিউড কন্টীনিউ করে, ২০১৯ এ সামারস্ল্যাম পিপিভিতে তাদের ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে কেভিন পরাজিত হলে তাকে WWE ছেরে যেতে হত, সেখানে শেন পরাজিত হয়। পরে ২০১৯ King Of The Ring টুর্নামেন্টে Elias এর পরিবর্ত হিসাবে শেন অংশগ্রহন করে এবং Chad Gable এর সাথে ম্যাচ খেলে, সেই ম্যাচের গেস্ট রেফারি ছিল কেভিন ওয়েন্স।

দামি যন্ত্রপাতি ভাঙ্গার অপরাধে ওয়েন্সকে শাস্তির ভয় দেখিয়ে শেন তাকে পক্ষপাতিত্ব করতে চাপ দেই কিন্তু কেভিন সেটা করে না এবং শেন সেই ম্যাচে পরাজিত হয়, এরপরে শেন কেভিনকে ফায়ার করে দেই। ফলস্বরূপ কেভিন আইনি পদক্ষেপের ভয় দেখালে স্ম্যাকডাউন এর ২০ তম বার্ষিকীতে শেনের সঙ্গে ওয়েন্সের ল্যাডার ম্যাচ আয়োজিত হয় যেখানে শেন পরাজিত হয় এবং শর্ত হিসাবে কেভিনের হাতে তাকে ফায়ার হতে হয়। এরপরে শেন পুনরায় WWE এর ব্যাকস্টেজ প্রোডিউসার হিসাবে কাজ করা শুরু করেন।

• Raw Underground এর উদ্ভাবনা :

১০ মাস অনুপস্থিতির পরে ২০২০ সালের ৩ আগস্টে শেন Raw তে রিটার্ন করে এবং Raw Underground হোস্ট করে, যেটি ছিল ক্লাব ফাইটের থেকে অনুপ্রানিত বিশেষ এক রেসলিং সেগমেন্ট এবং যার উদ্ভাবক ছিল স্বয়ং শেন নিজেই। এটি WWE এর রেটিং বৃদ্ধি করতে কিছুটা সাহায্য করেছিল।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

The Baltimore Sun

WWE Non-ম্যাচ মোমেন্ট অফ দ্যা ইয়ার (২০১৬) McMahon Returns To RAW

Pro Wrestling Illustrated

ফিউড অফ দ্যা ইয়ার (২০০১) Vs. Vince McMahon

Rookie অফ দ্যা ইয়ার (১৯৯৯)

Ranked No. ২৪৫ Of The ৫০০ Top Singles Wrestlers In The PWI ৫০০ In ১৯৯৯

World Wrestling Federation / WWE

WWF ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ( বার)

WWF হার্ডকোর চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : The Miz

WWE World Cup (২০১৮)

Wrestling Observer Newsletter

Most Disgusting Promotional Tactic (২০০৩) McMahon Family All Over WWE Products

Worst ফিউড অফ দ্যা ইয়ার (২০০৬) সাথে : Vince McMahon Vs. D-Generation X (Shawn Michaels And Triple H)

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!