হেডলাইন দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে, আজ কোন টপিকের উপর আলোচনা কর‍তে চলেছি! আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি ম্যাচ নিয়ে যে ম্যাচটি হতে পারে WrestleMania 35 'এর মেইন ইভেন্ট! 😍 অনেকেই হয়তো ভাবছেন যে, আজই কেবল শেষ হলো WrestleMania 34 'আর এই ব্যক্তি আজই WrestleMania 35 'এর ম্যাচ প্রেডিক্ট করা শুরু করে দিয়েছে 😕। আসলে এই ম্যাচটা নিয়ে অনেক আগে থেকেই ভেবেছিলাম কিন্তু এই ম্যাচ নিয়ে লেখার সুযোগ যে এতো তাড়াতাড়ি আসবে তা ভাবি নি! যাইহোক, চলুন আগে আলোচনা করা যাক WrestleMania 34 'এর মেইন ইভেন্ট টি 😇।

আজ শেষ হয়ে গেলো WrestleMania 'র 34th Annual Show 'টি! যেখানে আমরা অনেক শকিং + মজাদার + সেরা কিছু মুহূর্ত পেয়েছি, এক কথায় এবারের WrestleMania 'টি ছিলো Unpredictable। যার মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলো The Big Dog vs The Beast 👌। ম্যাচের আগেই প্রায় ৯৯.৯% WWE Universe 'শিওর ছিলো যে ম্যাচটি জিতে নতুন Universal Champion 'হবে Roman Reigns। কিন্তু না, সেটাকে Unpredictable 'করে দিলো Vincent Kennedy McMahon। কিন্তু ম্যাচটি এক কথায় অসাধারণ ছিলো! ☺

চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আজকের ম্যাচটি হারার মাধ্যমে Again Momentum 'ফিরে পাবে The Big Dog?

আসলে Observer 'এর ভাষ্যমতে, ম্যাচে Roman 'কে হারানোর মূল উদ্দেশ্য হলো Crowd Power। যেহেতু আগেই বলেছি প্রায় ৯৯.৯% লোক শিওর ছিলো ম্যাচটি জিতবে Reigns, যার কারণে প্রথমে যখন Roman Reigns 'এন্ট্রি নেয় তখন সে অনেক Boo 'এর শিকার হয়! ম্যাচ চলাকালীন সময়েও তা বরাদ্দ ছিলো কিন্তু যখন ম্যাচ শেষ হলো তখন চিত্র পুরো ভিন্ন! 😱, প্রচুর চিয়ার্সের দ্বারা শেষে রিং ত্যাগ করেছিলো Reigns।

এ থেকেই বোঝা যায়, Reigns 'কে হারানোর মূল কারণটি ছিলো তাকে আবার তার মোমেন্টামে ফিরিয়ে দেয়া, যেটার শুরু তারা করে দিয়েছে! আগামীতে হয়তো Roman Reigns 'আবারও তার আগের মোমেন্টামে ফিরে যাবে এবং তারপরেই সে যাবে New York, New Jersey 'তে!(উল্লেখ্য যে, আগামী WrestleMania 'অনুষ্ঠিত হবে Metlife Stadium 'এ, যেটি New York, New Jersey 'তে অবস্থিত) 😉

Reigns 'এর পরবর্তী লক্ষ্য নিয়ে পরে আলোচনা করা যাবে, চলুন এবার মূল টপিকে যাওয়া যাক! সেই মেইন ইভেন্ট ম্যাচের আলোচনা যেটি হতে পারে WrestleMania XXXV 'তে 😎।

হেডলাইনে তো দেয়াই আছে কাদের ভিতরে হতে পারে ম্যাচটি, তাও আরেকবার বলি ম্যাচটি হতে পারে Roman Reigns & GOLDBERG 'এর ভিতরে! যার টাইটেল হতে পারে SPEAR vs SPEAR 😉।
সম্প্রতি শেষ হয়ে গেলো Hall Of Fame Class 2018 'এর Ceremony। যেখানে HOF 'এ Induct হয় Goldberg 'সহ অনেকে! এবারের Ceremony 'র সবার শেষে বক্তব্য রাখে Bill Goldberg। সে তার বক্তব্যে তার Whole Career 'সম্বন্ধে কথা বলে, সে তাদের কথা বলে যারা তাকে অনেক সাহায্য করেছে এবং পাশে থেকেছে! তাছাড়াও বিভিন্ন রেসলারের নাম মেনশন করেও কথা বলেছে সে এবং তার মধ্যে সবথেকে ইন্টেরেস্টিং কথাটা যাকে নিয়ে বলেছে সে হলো The Big Dog। 

Roman Reigns 'এর উদ্দেশ্যে সে বলে, কোথায় রোমান? সে দেখি স্পেয়ার দেয় 😆, আমার স্পেয়ার সে কপি করেছে! এই কথা শুনে এরিনার সবাই চমকে যায় এবং এই কথা বলেই সে তার বক্তব্য End 'করছিলো! যাইহোক এবার মূল কথায় যাই, আসলে Goldberg 'নিজের ছেলেকে অনেক ভালোবাসে, আর সে যাই বলে তাই সে পূরণ করার চেষ্টা করে! আপনি জানলে অবাক হবেন যে, তার ছেলের প্রিয় প্রো রেসলার হলো Roman Reigns 'এবং সে চায় তার বাবা যেন Roman 'এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে 😱। 

তাহলে ভাই কি বুঝলেন? Goldberg 'শত চেষ্টা করে হলেও তার ছেলের ইচ্ছা পূরণ করবে! আর এর আগেও সে এক ইন্টার্ভিউ তে বলেছিলো যে, WWE 'আমাকে HOF 'এ Induct 'করেছে ঠিকই, কিন্তু আমি এখনই বিদায় নেব না! আমি আমার সময় মতোই বিদায় নিব এবং আমার সময় মতোই ফিরে আসবো! এর থেক বোঝা যায় Goldberg 'কে হয়তো আমরা আরেকবার WWE 'তে দেখতে চলেছি!

অন্যদিকে, Reigns 'এর কথা বললে বলব, সে নিজেও কাউকে ছাড়ার পাত্র নয়! তাকে কেউ অপমান করে, Roast করে ছেড়ে দিবে আর সে তা মুখ বুঝে কখনই সহ্য করবে না। আর এতো বড় কথার জবাব সে যে, দিবে তা ১০০ তে ৯৯ শিওর থাকেন! আর যেহেতু #Spear 'নিয়েই ম্যাচ বিল্ড আপ শুরু হতে পারে, তাই এর নামও দেয়া হতে পারে SPEAR vs SPEAR 😍।


এটাই ছিলো আমার প্রেডিকশন! উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না ☺, কমেন্ট বক্সে জানিয়ে দিন এই Spear vs Spear 'ম্যাচ কি আপনি Grandest Stage 'এ দেখতে চান কি না? 😉

ALWAYS STAY CONNECTED :-)

• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo

স্পিয়ার Vs স্পিয়ার, রোমান Vs গোল্ডবার্গ, WM 35?


হেডলাইন দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে, আজ কোন টপিকের উপর আলোচনা কর‍তে চলেছি! আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি ম্যাচ নিয়ে যে ম্যাচটি হতে পারে WrestleMania 35 'এর মেইন ইভেন্ট! 😍 অনেকেই হয়তো ভাবছেন যে, আজই কেবল শেষ হলো WrestleMania 34 'আর এই ব্যক্তি আজই WrestleMania 35 'এর ম্যাচ প্রেডিক্ট করা শুরু করে দিয়েছে 😕। আসলে এই ম্যাচটা নিয়ে অনেক আগে থেকেই ভেবেছিলাম কিন্তু এই ম্যাচ নিয়ে লেখার সুযোগ যে এতো তাড়াতাড়ি আসবে তা ভাবি নি! যাইহোক, চলুন আগে আলোচনা করা যাক WrestleMania 34 'এর মেইন ইভেন্ট টি 😇।

আজ শেষ হয়ে গেলো WrestleMania 'র 34th Annual Show 'টি! যেখানে আমরা অনেক শকিং + মজাদার + সেরা কিছু মুহূর্ত পেয়েছি, এক কথায় এবারের WrestleMania 'টি ছিলো Unpredictable। যার মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলো The Big Dog vs The Beast 👌। ম্যাচের আগেই প্রায় ৯৯.৯% WWE Universe 'শিওর ছিলো যে ম্যাচটি জিতে নতুন Universal Champion 'হবে Roman Reigns। কিন্তু না, সেটাকে Unpredictable 'করে দিলো Vincent Kennedy McMahon। কিন্তু ম্যাচটি এক কথায় অসাধারণ ছিলো! ☺

চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আজকের ম্যাচটি হারার মাধ্যমে Again Momentum 'ফিরে পাবে The Big Dog?

আসলে Observer 'এর ভাষ্যমতে, ম্যাচে Roman 'কে হারানোর মূল উদ্দেশ্য হলো Crowd Power। যেহেতু আগেই বলেছি প্রায় ৯৯.৯% লোক শিওর ছিলো ম্যাচটি জিতবে Reigns, যার কারণে প্রথমে যখন Roman Reigns 'এন্ট্রি নেয় তখন সে অনেক Boo 'এর শিকার হয়! ম্যাচ চলাকালীন সময়েও তা বরাদ্দ ছিলো কিন্তু যখন ম্যাচ শেষ হলো তখন চিত্র পুরো ভিন্ন! 😱, প্রচুর চিয়ার্সের দ্বারা শেষে রিং ত্যাগ করেছিলো Reigns।

এ থেকেই বোঝা যায়, Reigns 'কে হারানোর মূল কারণটি ছিলো তাকে আবার তার মোমেন্টামে ফিরিয়ে দেয়া, যেটার শুরু তারা করে দিয়েছে! আগামীতে হয়তো Roman Reigns 'আবারও তার আগের মোমেন্টামে ফিরে যাবে এবং তারপরেই সে যাবে New York, New Jersey 'তে!(উল্লেখ্য যে, আগামী WrestleMania 'অনুষ্ঠিত হবে Metlife Stadium 'এ, যেটি New York, New Jersey 'তে অবস্থিত) 😉

Reigns 'এর পরবর্তী লক্ষ্য নিয়ে পরে আলোচনা করা যাবে, চলুন এবার মূল টপিকে যাওয়া যাক! সেই মেইন ইভেন্ট ম্যাচের আলোচনা যেটি হতে পারে WrestleMania XXXV 'তে 😎।

হেডলাইনে তো দেয়াই আছে কাদের ভিতরে হতে পারে ম্যাচটি, তাও আরেকবার বলি ম্যাচটি হতে পারে Roman Reigns & GOLDBERG 'এর ভিতরে! যার টাইটেল হতে পারে SPEAR vs SPEAR 😉।
সম্প্রতি শেষ হয়ে গেলো Hall Of Fame Class 2018 'এর Ceremony। যেখানে HOF 'এ Induct হয় Goldberg 'সহ অনেকে! এবারের Ceremony 'র সবার শেষে বক্তব্য রাখে Bill Goldberg। সে তার বক্তব্যে তার Whole Career 'সম্বন্ধে কথা বলে, সে তাদের কথা বলে যারা তাকে অনেক সাহায্য করেছে এবং পাশে থেকেছে! তাছাড়াও বিভিন্ন রেসলারের নাম মেনশন করেও কথা বলেছে সে এবং তার মধ্যে সবথেকে ইন্টেরেস্টিং কথাটা যাকে নিয়ে বলেছে সে হলো The Big Dog। 

Roman Reigns 'এর উদ্দেশ্যে সে বলে, কোথায় রোমান? সে দেখি স্পেয়ার দেয় 😆, আমার স্পেয়ার সে কপি করেছে! এই কথা শুনে এরিনার সবাই চমকে যায় এবং এই কথা বলেই সে তার বক্তব্য End 'করছিলো! যাইহোক এবার মূল কথায় যাই, আসলে Goldberg 'নিজের ছেলেকে অনেক ভালোবাসে, আর সে যাই বলে তাই সে পূরণ করার চেষ্টা করে! আপনি জানলে অবাক হবেন যে, তার ছেলের প্রিয় প্রো রেসলার হলো Roman Reigns 'এবং সে চায় তার বাবা যেন Roman 'এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে 😱। 

তাহলে ভাই কি বুঝলেন? Goldberg 'শত চেষ্টা করে হলেও তার ছেলের ইচ্ছা পূরণ করবে! আর এর আগেও সে এক ইন্টার্ভিউ তে বলেছিলো যে, WWE 'আমাকে HOF 'এ Induct 'করেছে ঠিকই, কিন্তু আমি এখনই বিদায় নেব না! আমি আমার সময় মতোই বিদায় নিব এবং আমার সময় মতোই ফিরে আসবো! এর থেক বোঝা যায় Goldberg 'কে হয়তো আমরা আরেকবার WWE 'তে দেখতে চলেছি!

অন্যদিকে, Reigns 'এর কথা বললে বলব, সে নিজেও কাউকে ছাড়ার পাত্র নয়! তাকে কেউ অপমান করে, Roast করে ছেড়ে দিবে আর সে তা মুখ বুঝে কখনই সহ্য করবে না। আর এতো বড় কথার জবাব সে যে, দিবে তা ১০০ তে ৯৯ শিওর থাকেন! আর যেহেতু #Spear 'নিয়েই ম্যাচ বিল্ড আপ শুরু হতে পারে, তাই এর নামও দেয়া হতে পারে SPEAR vs SPEAR 😍।


এটাই ছিলো আমার প্রেডিকশন! উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না ☺, কমেন্ট বক্সে জানিয়ে দিন এই Spear vs Spear 'ম্যাচ কি আপনি Grandest Stage 'এ দেখতে চান কি না? 😉

ALWAYS STAY CONNECTED :-)

• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo