WWE এর আসন্ন Pay Per View 'টি হচ্ছে Elimination Chamber। বিগত কয়েকবছর ধরে নিয়মিত WWE তে এই Pay Per View টি হয়ে আসছে। গত বছর Pay Per View টি SmackDown Live Brand এর হলেও এবার এটি অনুষ্ঠিত হবে RAW এর হয়ে। এই ম্যাচের প্রধান আকর্ষণ হচ্ছে 6 Man Elimination Chamber Match। তবে এবার এই ম্যাচের সাথে আরো একটি EC Cage Match অ্যাড করা হয়েছে! সেটি হলো First Ever Women's Elimination Chamber Match। যাইহোক, চলুন এবার মূল টপিকে চলে যাই!

আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কেনো Seth Rollins কে বাদ দেয়া হলো Elimination Chamber Match হতে + কেনোই বা The Miz কে অ্যাড করা হয়েছে উক্ত ম্যাচটিতে! পাশাপাশি আলোচনা করব আগামী সপ্তাহে হতে চলা Fatal Four Way Match সম্বন্ধে! তার জন্য আপনাকে কি করতে হবে? পোস্টটি সম্পূর্ণ পড়া লাগবে! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

Elimination Chamber ম্যাচের জন্য সবার প্রথমে Qualify করে Braun Strowman, Elias & John Cena। পরে আরো তিনজন Superstars বাকি ছিলো! খুব জোর রুমোর ছিলো, Roman Reigns, Seth Rollins & Jason Jordan হবে পরবর্তী তিনজন! কিন্তু আজকের RAW তে একটা ঠিক হলেও ম্যাচ হতে ছিটকে পড়ে Rollins & Jordan। এবং অ্যাড হয় The Miz। এইসব যাবতীয় তথ্য আজ আপনাদের সাথে আলোচনা করব। মূলত, সর্বপ্রথম Seth Rollins & Jason Jordan কে ওই ম্যাচে অ্যাড দেয়ার উদ্দেশ্য ছিলো তাদের মধ্যে কেমিস্ট্রি তৈরি করা এবং ফিউড করানো! যেটি Jordan এর ইঞ্জুরির কারণে এখন প্রায় অনিশ্চিত! 

তবে আজকের RAW এর Tag Team Championship ম্যাচে Jordan 'র ইন্টারাপ্টের কারণেই হারে Rollins & Reigns। যার ফলে তাদের ফিউডের আবাস কিছুটা নিশ্চিত। তবে কি করে? যেহেতু Jason Jordan ইঞ্জুরি এবং আমরা মনে করেছিলাম কয়েকমাস সে বাহিরে থাকবে যার ফলশ্রুতিতে Rollins পুনরায় Single Run শুরু করবে! কিন্তু WWE তাকে আজ TV তে এনে এটার আশা নষ্ট করে দিল! সুতরাং Jason Jordan ইঞ্জুরি থাক কিন্তু তাদের দুজনের মাঝে প্রতি সপ্তাহেই কিছু কেমিস্ট্রি হবে যার ফলে Grandest Stage এ তাদের ম্যাচ হবে!

তাহলে চলুন এবার ক্লিয়ার করে দেই কেনো The Miz কে এই ম্যাচের অন্তর্ভুক্ত করা হলো (?)
যেহেতু এই ম্যাচের মাধ্যমে WWE চেয়েছিলো Seth Rollins & Jason Jordan এর ফিউড গড়তে কিন্তু এটা এখন অসম্ভব! তাই কোনো একটা ফিউড তো গড়া লাগবেই, যার কারণে WWE তাদের Plan এ বিশাল পরিবর্তন নিয়ে আসে এবং অ্যাড করে The Miz কে! তাহলে কার সাথে The Miz এর Next ফিউডটি হবে? চলুন পরিষ্কার করে দেই।

আগামী সপ্তাহের জন্য একটি ম্যাচ Already সেট করা হয়েছে! ম্যাচটি হবে একটি Four Way Match এবং Match Winner শেষ ব্যক্তি হিসেবে চলে যাবে Elimination Chamber এ। ম্যাচে একে অপরের মুখোমুখি হবে Bray Wyatt, Matt Hardy, Apollo Crews & Finn Balor। উল্লেখ্য, তারা সকলেই নিজেদের প্রথম Qualifying Match 'এ পরাজয় লাভ করে যার জন্য তাদের পুনরায় এককটি চান্স দিয়েছে কর্তৃপক্ষ! According To CGS → Elimination Chamber এ Matt Hardy vs Bray Wyatt Single Match হওয়ার প্রবল সম্ভাবনা আছে! সুতরাং বলা যায়, এই ম্যাচ জেতা হতে তারা দুজন সবার দূরে অবস্থান করবে! 

বাকি রইলো Apollo Crews & Finn Balor। Apollo Crews কে এই ম্যাচে অ্যাড দিয়ে নিজের Business এর পিছনে অবশ্যই বাঁশ দিবে না Vince McMahon। তাই একেবারে শিওরিটি দিয়ে বলা চলে, ম্যাচটি জিতবে Club Leader। এবং Miz vs Balor ফিউড Elimination Chamber থেকেই শুরু হবে 😊। একদিকে, Roman Reigns এর সাথে ফিউডের সমাপ্তি ঘটিয়ে বসে আছে Miz অপরদিকে Opponent 'হীন Finn 😖। তাই WWE নতুন এই প্লানটিই করছে, যেখানে The Miz কে Already Add করা হয়েছে + Balor কে দেয়া হয়েছে আরেকটি Opportunity

তাহলে সবশেষে বলা যায়, Seth Rollins & Jason Jordan কে এই ম্যাচের অন্তর্ভুক্ত না করে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে WWE। পাশাপাশি The Miz কে Add করার মূল উদ্দেশ্য হচ্ছে তার নতুন ফিউড গড়ানো, যার জন্য সবথেকে এগিয়ে Finn Balor। এবং অবিলম্বেই বলা যায়, আগামী সপ্তাহের ম্যাচটি জিতে Next Superstar হিসেবে Qualify করতে চলেছে Finn Balor। 


উক্ত পোস্ট সম্বন্ধে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না 👏। আমাকে জানিয়ে দিন এই সিদ্ধান্তে কি আপনি খুশি এবং আপনি কি চান Rollins vs Jordan ম্যাচ হোক? আপনার মতামত শেয়ার করুন কমেন্ট বারে এবং আমাদের সাথেই থাকুন! 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎ 

এলিমিনেশন চেম্বারে কেন Seth বাদ এবং Miz খেলবে?


WWE এর আসন্ন Pay Per View 'টি হচ্ছে Elimination Chamber। বিগত কয়েকবছর ধরে নিয়মিত WWE তে এই Pay Per View টি হয়ে আসছে। গত বছর Pay Per View টি SmackDown Live Brand এর হলেও এবার এটি অনুষ্ঠিত হবে RAW এর হয়ে। এই ম্যাচের প্রধান আকর্ষণ হচ্ছে 6 Man Elimination Chamber Match। তবে এবার এই ম্যাচের সাথে আরো একটি EC Cage Match অ্যাড করা হয়েছে! সেটি হলো First Ever Women's Elimination Chamber Match। যাইহোক, চলুন এবার মূল টপিকে চলে যাই!

আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কেনো Seth Rollins কে বাদ দেয়া হলো Elimination Chamber Match হতে + কেনোই বা The Miz কে অ্যাড করা হয়েছে উক্ত ম্যাচটিতে! পাশাপাশি আলোচনা করব আগামী সপ্তাহে হতে চলা Fatal Four Way Match সম্বন্ধে! তার জন্য আপনাকে কি করতে হবে? পোস্টটি সম্পূর্ণ পড়া লাগবে! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

Elimination Chamber ম্যাচের জন্য সবার প্রথমে Qualify করে Braun Strowman, Elias & John Cena। পরে আরো তিনজন Superstars বাকি ছিলো! খুব জোর রুমোর ছিলো, Roman Reigns, Seth Rollins & Jason Jordan হবে পরবর্তী তিনজন! কিন্তু আজকের RAW তে একটা ঠিক হলেও ম্যাচ হতে ছিটকে পড়ে Rollins & Jordan। এবং অ্যাড হয় The Miz। এইসব যাবতীয় তথ্য আজ আপনাদের সাথে আলোচনা করব। মূলত, সর্বপ্রথম Seth Rollins & Jason Jordan কে ওই ম্যাচে অ্যাড দেয়ার উদ্দেশ্য ছিলো তাদের মধ্যে কেমিস্ট্রি তৈরি করা এবং ফিউড করানো! যেটি Jordan এর ইঞ্জুরির কারণে এখন প্রায় অনিশ্চিত! 

তবে আজকের RAW এর Tag Team Championship ম্যাচে Jordan 'র ইন্টারাপ্টের কারণেই হারে Rollins & Reigns। যার ফলে তাদের ফিউডের আবাস কিছুটা নিশ্চিত। তবে কি করে? যেহেতু Jason Jordan ইঞ্জুরি এবং আমরা মনে করেছিলাম কয়েকমাস সে বাহিরে থাকবে যার ফলশ্রুতিতে Rollins পুনরায় Single Run শুরু করবে! কিন্তু WWE তাকে আজ TV তে এনে এটার আশা নষ্ট করে দিল! সুতরাং Jason Jordan ইঞ্জুরি থাক কিন্তু তাদের দুজনের মাঝে প্রতি সপ্তাহেই কিছু কেমিস্ট্রি হবে যার ফলে Grandest Stage এ তাদের ম্যাচ হবে!

তাহলে চলুন এবার ক্লিয়ার করে দেই কেনো The Miz কে এই ম্যাচের অন্তর্ভুক্ত করা হলো (?)
যেহেতু এই ম্যাচের মাধ্যমে WWE চেয়েছিলো Seth Rollins & Jason Jordan এর ফিউড গড়তে কিন্তু এটা এখন অসম্ভব! তাই কোনো একটা ফিউড তো গড়া লাগবেই, যার কারণে WWE তাদের Plan এ বিশাল পরিবর্তন নিয়ে আসে এবং অ্যাড করে The Miz কে! তাহলে কার সাথে The Miz এর Next ফিউডটি হবে? চলুন পরিষ্কার করে দেই।

আগামী সপ্তাহের জন্য একটি ম্যাচ Already সেট করা হয়েছে! ম্যাচটি হবে একটি Four Way Match এবং Match Winner শেষ ব্যক্তি হিসেবে চলে যাবে Elimination Chamber এ। ম্যাচে একে অপরের মুখোমুখি হবে Bray Wyatt, Matt Hardy, Apollo Crews & Finn Balor। উল্লেখ্য, তারা সকলেই নিজেদের প্রথম Qualifying Match 'এ পরাজয় লাভ করে যার জন্য তাদের পুনরায় এককটি চান্স দিয়েছে কর্তৃপক্ষ! According To CGS → Elimination Chamber এ Matt Hardy vs Bray Wyatt Single Match হওয়ার প্রবল সম্ভাবনা আছে! সুতরাং বলা যায়, এই ম্যাচ জেতা হতে তারা দুজন সবার দূরে অবস্থান করবে! 

বাকি রইলো Apollo Crews & Finn Balor। Apollo Crews কে এই ম্যাচে অ্যাড দিয়ে নিজের Business এর পিছনে অবশ্যই বাঁশ দিবে না Vince McMahon। তাই একেবারে শিওরিটি দিয়ে বলা চলে, ম্যাচটি জিতবে Club Leader। এবং Miz vs Balor ফিউড Elimination Chamber থেকেই শুরু হবে 😊। একদিকে, Roman Reigns এর সাথে ফিউডের সমাপ্তি ঘটিয়ে বসে আছে Miz অপরদিকে Opponent 'হীন Finn 😖। তাই WWE নতুন এই প্লানটিই করছে, যেখানে The Miz কে Already Add করা হয়েছে + Balor কে দেয়া হয়েছে আরেকটি Opportunity

তাহলে সবশেষে বলা যায়, Seth Rollins & Jason Jordan কে এই ম্যাচের অন্তর্ভুক্ত না করে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে WWE। পাশাপাশি The Miz কে Add করার মূল উদ্দেশ্য হচ্ছে তার নতুন ফিউড গড়ানো, যার জন্য সবথেকে এগিয়ে Finn Balor। এবং অবিলম্বেই বলা যায়, আগামী সপ্তাহের ম্যাচটি জিতে Next Superstar হিসেবে Qualify করতে চলেছে Finn Balor। 


উক্ত পোস্ট সম্বন্ধে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না 👏। আমাকে জানিয়ে দিন এই সিদ্ধান্তে কি আপনি খুশি এবং আপনি কি চান Rollins vs Jordan ম্যাচ হোক? আপনার মতামত শেয়ার করুন কমেন্ট বারে এবং আমাদের সাথেই থাকুন! 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo‎ 

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!