TNA কোম্পানি টা সবার কাছেই পরিচিত, ভালো করেই চিনেন এই কোম্পানি কে এছাড়া এটাও হয়ত জানেন যে খুব অল্প দিনের মধ্যেই এই কোম্পানি ভালো একটি নাম অর্জন করেছিলো। Jeff Jarett ছিলো উদ্ভাবক এই কোম্পানির এখন আর কিছু বলার প্রয়োজন ই নেই কারণ Jarett কি জিনিষ সেটা সবাই ভালো করেই জানে। TNA এখন একটু খারাপ অবস্থানে আছে যার কারণ অনেক, তো TNA এর ছোট্ট ইতিহাস লেখার চেষ্টা করলাম।😊😊

TNA এর head courtier এখন Toronto, Onatrio Canada তে অবস্থিত ও এটি sports entertainment এর একটি অংশ। TNA কে USA network এ WWE এরপর ২য় বৃহৎ রেসলিং কোম্পানি ধরা হত। Jeff Jarett ছিলো WCW এর একটি অংশ আর যখন WWF WCW কে কিনে নেয় তখনও Jarertt হার মানে নি এবং Jerry Jarett এর সাথে চুক্তিবদ্ধ হয়ে দুজনে মিলে নতুন রেসলিং কোম্পানি খোলার চিন্তা করেন। ২০০২ সালে Nashville, Tennessee USA তে তারা Total Nonstop Action নামে নতুন রেসলিং কোম্পানি খুলে। এই কোম্পানি টি সর্বপ্রথম পপুলার হওয়ার জন্য NWA এর সাহায্য নেয় যা ছিলো Worldwide promotion আর তখন TNA+NWA একটি ভালো প্রোমোশন হয় আর এই প্রোমোশনের নাম ছিলো NWA : Total Nonstop Action। ২০০৪ সাল পর্যন্ত এই TNA NWA এর সাথে যুক্ত ছিলো। এই কয়েকদিন TNA কোনো ব্যক্তিগত championship বানায় নি, তারা NWA এর টাইটেল NWA WH Championship কেই প্রোমোশনের বড় championship হিসেবে ধরত, এছাড়া তাদের mid card ও under card টাইটেল ও NWA এর নামে রাখা হয়েছিলো। ২০০৭ সাল পর্যন্ত TNA তাদের টাইটেল NWA কে কেন্দ্র করেই রাখতো পরে ২০০৭ সালে TNA তাদের নিজস্ব টাইটেল বানায়।

প্রথমে বলেছি WCW এর পরই Jarett TNA ক্রিয়েট করে, তখনকার সময়ে সারা USA নেটওয়ার্কে শুধু একটি রেসলিং প্রোমোশন ই televised হতো আর সেটা ছিলো WWF। এরপর Vince Russo জয়েন করে TNA স্ক্রিপ্ট রাইটার হিসেবে আর বিভিন্ন ধরণে সে এটাকে পপুলার করা শুরু করে। TNA এর প্রথম ধাপেই বড় বাধা হয়ে দাড়ায় রিং। ১৯ জুন ২০০২ সালে TNA যখন তাদের শো শুরু করবে তখন ডার্ক ম্যাচে 450 lb এর একজন রেসলার Cheex রোপ ভেঙ্গে ফেলে আর কর্মকর্তা দের মতে এটা ঠিক করতে ৬০ মিনিট সময় প্রয়োজন অপরদিকে তাদের লাইভ শুরু হতে যাচ্ছে। এরপর Non wrestling segment দিয়ে কোনোভাবে ১ ঘন্টা কাটিয়ে TNA তার সর্বপ্রথম শো শুরু করে।TNA এর সাপ্তাহিক PPV ছিলো আয় করার মূল মাধ্যম এছাড়া মাসিক PPV গুলো অন্য প্রমোশনে ব্যবহৃত হত। এসব শো গুলো বেশি অনুষ্ঠিত হত Tennessee State Fairground Sports arena তে আর এটার nickname ছিলো TNA Asylum। ২৭ মাস পর ও ১১১ PPV এর পর TNA সাপ্তাহিক শো televised করার চিন্তা করে। ২৭ নভেম্বর, ২০০২ সালে TNA তাদের প্রথম শো televised করে cable TV তে। ৪ মে, ২০০৪ সালে TNA প্রকাশ করে তাদের Television program IMPACT যেটি produced হয়েছিলো soundstage 21 Universal Studios Florida তে আর broadcast করা হয়েছিলো Fox sports TV তে। এখানে four-sided রিং এর জায়গায় six-sided রিং ব্যবহার করত আর Fox Box শুধু timekeepers এরিয়া বাদে বাকি সব প্লে করত। ২০০৪ সালে নভেম্বর মাসে TNA WCW কে অনুকরণ করে সর্বপ্রথম PPV Victory Road অনুষ্ঠিত করে যেটি ২০১৩ সাল পর্যন্ত ছিলো TNA তে।

Dixie Carter কে TNA এর প্রেসিডেন্ট বলা হত অন স্ক্রিনে কিন্তু বর্তমানে সে TNA এর মালিক ৫% আর সে কোনদিন ও TNA এর সম্পূর্ণ মালিক ছিলো না। ২০০৫ সালে মে মাসে Fox sports এর সাথে TNA এর কন্ট্রাক্ট বাতিল হয় আর তারা এটাকে আর রিনিউ করে না, এখান থেকেই TNA TV তে টেলিকাস্ট হত না তারপর তারা নতুন চুক্তি করে Spike TV এর সাথে। ২০০৬ সালে এপ্রিল মাসে TNA Internet এর সাহায্যে তাদের ব্যবসা বিস্তার করে যেখানে তারা চুক্তি করে You Tube এর সাথে এছাড়া mobile-content এর সাথেও তারা ডিল করে। ২৩ অক্টোবর TNA তাদের সব ম্যাচ HD quality তে আপলোড করে ও এখানে HD set ও HD screen ব্যবহার করা হত। ২০১০ সালে TNA তাদের কোম্পানি তে আনে professional wrestling legend Hulk Hogan কে ও Eric Bischoff কে। দুজন কে অন স্ক্রিনে ও অফ স্ক্রিনে কাজ করানো হয় যেখানে Hogan ছিলো Creative এর একটি অংশ আর Eric ছিলো consultant এর ও তারা কোম্পানি তে বিভিন্ন ধরণের পরিবর্তন করে। এর মধ্যে তারা six-sided রিং কে পরিবর্তন করে four-sided রিং বানায়। ১৫ ফেব্রুয়ারি TNA নতুন ডিল করে Spike TV এর সাথে যার জন্য IMPACT কে পরিবর্তন করে Monday Nights অনুষ্ঠিত করা হয় যা একটি open challenge ছিলো WWE কে কারণ WWE এর RAW ও Monday তে অনুষ্ঠিত হত। এই Monday Nights এর প্রথম এপিসোড অনুষ্ঠিত হয় ৮ মার্চে।

৭ নভেম্বর TNA প্রকাশ করে OVW TNA এর সাথে যুক্ত হতে চায় এছাড়া তারা ইন্ডিয়ান প্রোমেশনের সাথেও যুক্ত হয় যার নাম ছিলো Ring Ka King। ৩১ মে ২০১২ সালে Impact লাইভ ব্রডকাস্ট করে মতুন সময়সূচী অনুযায়ী বৃহস্পতিবারে 8 p.m. EST এ। ১১ জুলাই Direc TV ব্লক করে TV subscribers spike TV থেকে। TNA পুনরায় ব্রডকাস্ট করে Universal studios থেকে। TNA একটি Japanese প্রমোশনের সাথে চুক্তি করে যেটি ছিলে Keiki Mutoh এর Wrestle-1। এই প্রমোশনে AJ Styles তার World title ডিফেন্ড করেছিলো।

২০১৩-২০১৪ এর মধ্যে অনেক ভালো রেসলার TNA ছেড়ে চলে যায়, এককথায় TNA যে সকল রেসলার দের দিয়ে তাদের কোম্পানি চালাত তারা সবাই ধীরে ধীরে TNA ছেড়ে চলে যায়। উদাহরণস্বরূপে দেখা যায় Hulk Hogan, AJ Styles, Christopher Daniels, Kazarian, Devon Dudley, Bully rae Dudley, Foley, Sting সহ আরো অনেকে। এরপরের কাহিনী তো সবার জানাই আছে, ধীরে ধীরে Impact wrestling এতই নিচে নেমে যায় যে এখন এই বৃহৎ প্রোমোশন কে অনেকে Indy circuit বলে।

TNA এর success এর কথা বললে এখানে ভূমিকা সবচেয়ে বেশি Jeff Jarett এর, Jeff Jarett ই TNA এর success এর মূল কারণ। কেননা Jarett এর মত businessman থাকলে সাফল্য আনা কোনো ব্যপার ই না। TNA তে সর্বপ্রথম NWA এর রেসলার রা রেসলিং করে তারপর কিছু নতুন রেসলার TNA তে যোগ দেয় যেমন AJ Styles, Christopher Daniels, Low Ki সহ আরো অনেকে। এসব রেসলার যখন তাদের ট্যালেন্ট প্রকাশ করা শুরু করে তখন থেকেই TNA পপুলার হয়ে ওঠে। এরপর যখন Kurt Angle TNA জয়েন করে তখন তো আর কিছু বলার ই নেই, পুরা কোম্পানি ই স্বর্গে উঠে যায়। এসব রেসলার দের কীভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করেই জানতো Vince Russo আর তার তুফানি স্টোরিলাইনে TNA Superhit হয়ে যায়। এছাড়া TNA যখন তাদের স্পেশাল স্টিপুলেশন বের করে যেমন Destination X তখন এসব ম্যাচ দিয়ে সর্শক দের মন জয় করতে পারে TNA। TNA বিভিন্ন প্রোমোশন থেকে রেসলার আনা শুরু করে আর তাদের সঠিক ভাবে ব্যবহার করা শুরু করে। WWE থেকে অনেক রেসলার তারা TNA তে আনে যেমন Mick Foley, Rob Van Dam, Devon, Bully Rae, Jeff Hardy, Matt Hardy, Hulk Hogan, Sting, Booker T, Kevin Nash etc। এসব রেসলার দের ভালো স্ক্রিপ্ট দিয়ে তাদের কে সঠিক ভাবে ব্যবহার করে যার ফলে TNA প্রচুর পরিমাণে পপুলার হয়ে ওঠে। ২০০৯ ও ২০১০ সাল কে TNA এর Golden Age বলা হয় কারণ এই সময় যেসব রেসলার roster এ উপস্থিত ছিলো তারা সবাই একেকজন ভালো মানের রেসলার ছিলো। এভাবেই TNA প্রচুর পপুলার হয়ে ওঠে বিশেষ করে যখন Kurt Angle, Sting TNA তে ডেবুট করে এছাড়া TNA এর প্রত্যেক ম্যাচ Hardcore হতো যা দর্শক দের দেখতেও ভালো লাগত আর তারা উপভোগ ও করত। এসব বাদে TNA অনেক রেসলার কে তাদের ক্যারিয়ার সেট করে দিয়েছে যেমন AJ Styles, Christopher Daniels, Frankie Kazarian, Abyss etc। TNA এর success পেছনে অবদান দিয়েছে AJ Styles, Samoa Joe, Christopher Daniels, Tommy Dreamer, Kurt Angle, Christian, James Storm, Bobby Roode, Abyss,Mr. Anderson, Mick Foley ইত্যাদি।

বর্তমানে TNA প্রায় বিলুপ্ত হয়ে গেছে, TV তে ঠিক সময় দেখায় না আর ভালো রেসলারের প্রয়োজন তাদের। আশা করি আবার তাদের আগের অবস্থানে দেখতে পাবো। 😊😊
• লেখক ঃ Sabbir Safin Siam

TNA Impact এর সংক্ষিপ্ত ইতিহাস।


TNA কোম্পানি টা সবার কাছেই পরিচিত, ভালো করেই চিনেন এই কোম্পানি কে এছাড়া এটাও হয়ত জানেন যে খুব অল্প দিনের মধ্যেই এই কোম্পানি ভালো একটি নাম অর্জন করেছিলো। Jeff Jarett ছিলো উদ্ভাবক এই কোম্পানির এখন আর কিছু বলার প্রয়োজন ই নেই কারণ Jarett কি জিনিষ সেটা সবাই ভালো করেই জানে। TNA এখন একটু খারাপ অবস্থানে আছে যার কারণ অনেক, তো TNA এর ছোট্ট ইতিহাস লেখার চেষ্টা করলাম।😊😊

TNA এর head courtier এখন Toronto, Onatrio Canada তে অবস্থিত ও এটি sports entertainment এর একটি অংশ। TNA কে USA network এ WWE এরপর ২য় বৃহৎ রেসলিং কোম্পানি ধরা হত। Jeff Jarett ছিলো WCW এর একটি অংশ আর যখন WWF WCW কে কিনে নেয় তখনও Jarertt হার মানে নি এবং Jerry Jarett এর সাথে চুক্তিবদ্ধ হয়ে দুজনে মিলে নতুন রেসলিং কোম্পানি খোলার চিন্তা করেন। ২০০২ সালে Nashville, Tennessee USA তে তারা Total Nonstop Action নামে নতুন রেসলিং কোম্পানি খুলে। এই কোম্পানি টি সর্বপ্রথম পপুলার হওয়ার জন্য NWA এর সাহায্য নেয় যা ছিলো Worldwide promotion আর তখন TNA+NWA একটি ভালো প্রোমোশন হয় আর এই প্রোমোশনের নাম ছিলো NWA : Total Nonstop Action। ২০০৪ সাল পর্যন্ত এই TNA NWA এর সাথে যুক্ত ছিলো। এই কয়েকদিন TNA কোনো ব্যক্তিগত championship বানায় নি, তারা NWA এর টাইটেল NWA WH Championship কেই প্রোমোশনের বড় championship হিসেবে ধরত, এছাড়া তাদের mid card ও under card টাইটেল ও NWA এর নামে রাখা হয়েছিলো। ২০০৭ সাল পর্যন্ত TNA তাদের টাইটেল NWA কে কেন্দ্র করেই রাখতো পরে ২০০৭ সালে TNA তাদের নিজস্ব টাইটেল বানায়।

প্রথমে বলেছি WCW এর পরই Jarett TNA ক্রিয়েট করে, তখনকার সময়ে সারা USA নেটওয়ার্কে শুধু একটি রেসলিং প্রোমোশন ই televised হতো আর সেটা ছিলো WWF। এরপর Vince Russo জয়েন করে TNA স্ক্রিপ্ট রাইটার হিসেবে আর বিভিন্ন ধরণে সে এটাকে পপুলার করা শুরু করে। TNA এর প্রথম ধাপেই বড় বাধা হয়ে দাড়ায় রিং। ১৯ জুন ২০০২ সালে TNA যখন তাদের শো শুরু করবে তখন ডার্ক ম্যাচে 450 lb এর একজন রেসলার Cheex রোপ ভেঙ্গে ফেলে আর কর্মকর্তা দের মতে এটা ঠিক করতে ৬০ মিনিট সময় প্রয়োজন অপরদিকে তাদের লাইভ শুরু হতে যাচ্ছে। এরপর Non wrestling segment দিয়ে কোনোভাবে ১ ঘন্টা কাটিয়ে TNA তার সর্বপ্রথম শো শুরু করে।TNA এর সাপ্তাহিক PPV ছিলো আয় করার মূল মাধ্যম এছাড়া মাসিক PPV গুলো অন্য প্রমোশনে ব্যবহৃত হত। এসব শো গুলো বেশি অনুষ্ঠিত হত Tennessee State Fairground Sports arena তে আর এটার nickname ছিলো TNA Asylum। ২৭ মাস পর ও ১১১ PPV এর পর TNA সাপ্তাহিক শো televised করার চিন্তা করে। ২৭ নভেম্বর, ২০০২ সালে TNA তাদের প্রথম শো televised করে cable TV তে। ৪ মে, ২০০৪ সালে TNA প্রকাশ করে তাদের Television program IMPACT যেটি produced হয়েছিলো soundstage 21 Universal Studios Florida তে আর broadcast করা হয়েছিলো Fox sports TV তে। এখানে four-sided রিং এর জায়গায় six-sided রিং ব্যবহার করত আর Fox Box শুধু timekeepers এরিয়া বাদে বাকি সব প্লে করত। ২০০৪ সালে নভেম্বর মাসে TNA WCW কে অনুকরণ করে সর্বপ্রথম PPV Victory Road অনুষ্ঠিত করে যেটি ২০১৩ সাল পর্যন্ত ছিলো TNA তে।

Dixie Carter কে TNA এর প্রেসিডেন্ট বলা হত অন স্ক্রিনে কিন্তু বর্তমানে সে TNA এর মালিক ৫% আর সে কোনদিন ও TNA এর সম্পূর্ণ মালিক ছিলো না। ২০০৫ সালে মে মাসে Fox sports এর সাথে TNA এর কন্ট্রাক্ট বাতিল হয় আর তারা এটাকে আর রিনিউ করে না, এখান থেকেই TNA TV তে টেলিকাস্ট হত না তারপর তারা নতুন চুক্তি করে Spike TV এর সাথে। ২০০৬ সালে এপ্রিল মাসে TNA Internet এর সাহায্যে তাদের ব্যবসা বিস্তার করে যেখানে তারা চুক্তি করে You Tube এর সাথে এছাড়া mobile-content এর সাথেও তারা ডিল করে। ২৩ অক্টোবর TNA তাদের সব ম্যাচ HD quality তে আপলোড করে ও এখানে HD set ও HD screen ব্যবহার করা হত। ২০১০ সালে TNA তাদের কোম্পানি তে আনে professional wrestling legend Hulk Hogan কে ও Eric Bischoff কে। দুজন কে অন স্ক্রিনে ও অফ স্ক্রিনে কাজ করানো হয় যেখানে Hogan ছিলো Creative এর একটি অংশ আর Eric ছিলো consultant এর ও তারা কোম্পানি তে বিভিন্ন ধরণের পরিবর্তন করে। এর মধ্যে তারা six-sided রিং কে পরিবর্তন করে four-sided রিং বানায়। ১৫ ফেব্রুয়ারি TNA নতুন ডিল করে Spike TV এর সাথে যার জন্য IMPACT কে পরিবর্তন করে Monday Nights অনুষ্ঠিত করা হয় যা একটি open challenge ছিলো WWE কে কারণ WWE এর RAW ও Monday তে অনুষ্ঠিত হত। এই Monday Nights এর প্রথম এপিসোড অনুষ্ঠিত হয় ৮ মার্চে।

৭ নভেম্বর TNA প্রকাশ করে OVW TNA এর সাথে যুক্ত হতে চায় এছাড়া তারা ইন্ডিয়ান প্রোমেশনের সাথেও যুক্ত হয় যার নাম ছিলো Ring Ka King। ৩১ মে ২০১২ সালে Impact লাইভ ব্রডকাস্ট করে মতুন সময়সূচী অনুযায়ী বৃহস্পতিবারে 8 p.m. EST এ। ১১ জুলাই Direc TV ব্লক করে TV subscribers spike TV থেকে। TNA পুনরায় ব্রডকাস্ট করে Universal studios থেকে। TNA একটি Japanese প্রমোশনের সাথে চুক্তি করে যেটি ছিলে Keiki Mutoh এর Wrestle-1। এই প্রমোশনে AJ Styles তার World title ডিফেন্ড করেছিলো।

২০১৩-২০১৪ এর মধ্যে অনেক ভালো রেসলার TNA ছেড়ে চলে যায়, এককথায় TNA যে সকল রেসলার দের দিয়ে তাদের কোম্পানি চালাত তারা সবাই ধীরে ধীরে TNA ছেড়ে চলে যায়। উদাহরণস্বরূপে দেখা যায় Hulk Hogan, AJ Styles, Christopher Daniels, Kazarian, Devon Dudley, Bully rae Dudley, Foley, Sting সহ আরো অনেকে। এরপরের কাহিনী তো সবার জানাই আছে, ধীরে ধীরে Impact wrestling এতই নিচে নেমে যায় যে এখন এই বৃহৎ প্রোমোশন কে অনেকে Indy circuit বলে।

TNA এর success এর কথা বললে এখানে ভূমিকা সবচেয়ে বেশি Jeff Jarett এর, Jeff Jarett ই TNA এর success এর মূল কারণ। কেননা Jarett এর মত businessman থাকলে সাফল্য আনা কোনো ব্যপার ই না। TNA তে সর্বপ্রথম NWA এর রেসলার রা রেসলিং করে তারপর কিছু নতুন রেসলার TNA তে যোগ দেয় যেমন AJ Styles, Christopher Daniels, Low Ki সহ আরো অনেকে। এসব রেসলার যখন তাদের ট্যালেন্ট প্রকাশ করা শুরু করে তখন থেকেই TNA পপুলার হয়ে ওঠে। এরপর যখন Kurt Angle TNA জয়েন করে তখন তো আর কিছু বলার ই নেই, পুরা কোম্পানি ই স্বর্গে উঠে যায়। এসব রেসলার দের কীভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করেই জানতো Vince Russo আর তার তুফানি স্টোরিলাইনে TNA Superhit হয়ে যায়। এছাড়া TNA যখন তাদের স্পেশাল স্টিপুলেশন বের করে যেমন Destination X তখন এসব ম্যাচ দিয়ে সর্শক দের মন জয় করতে পারে TNA। TNA বিভিন্ন প্রোমোশন থেকে রেসলার আনা শুরু করে আর তাদের সঠিক ভাবে ব্যবহার করা শুরু করে। WWE থেকে অনেক রেসলার তারা TNA তে আনে যেমন Mick Foley, Rob Van Dam, Devon, Bully Rae, Jeff Hardy, Matt Hardy, Hulk Hogan, Sting, Booker T, Kevin Nash etc। এসব রেসলার দের ভালো স্ক্রিপ্ট দিয়ে তাদের কে সঠিক ভাবে ব্যবহার করে যার ফলে TNA প্রচুর পরিমাণে পপুলার হয়ে ওঠে। ২০০৯ ও ২০১০ সাল কে TNA এর Golden Age বলা হয় কারণ এই সময় যেসব রেসলার roster এ উপস্থিত ছিলো তারা সবাই একেকজন ভালো মানের রেসলার ছিলো। এভাবেই TNA প্রচুর পপুলার হয়ে ওঠে বিশেষ করে যখন Kurt Angle, Sting TNA তে ডেবুট করে এছাড়া TNA এর প্রত্যেক ম্যাচ Hardcore হতো যা দর্শক দের দেখতেও ভালো লাগত আর তারা উপভোগ ও করত। এসব বাদে TNA অনেক রেসলার কে তাদের ক্যারিয়ার সেট করে দিয়েছে যেমন AJ Styles, Christopher Daniels, Frankie Kazarian, Abyss etc। TNA এর success পেছনে অবদান দিয়েছে AJ Styles, Samoa Joe, Christopher Daniels, Tommy Dreamer, Kurt Angle, Christian, James Storm, Bobby Roode, Abyss,Mr. Anderson, Mick Foley ইত্যাদি।

বর্তমানে TNA প্রায় বিলুপ্ত হয়ে গেছে, TV তে ঠিক সময় দেখায় না আর ভালো রেসলারের প্রয়োজন তাদের। আশা করি আবার তাদের আগের অবস্থানে দেখতে পাবো। 😊😊
• লেখক ঃ Sabbir Safin Siam

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!