◘ 'Royal Roumble' অবশ্যই 'WWE' এর একটি exciting PPV । এই PPV তে অনেক রেসলারই কিছু Unseen মোমেন্ট উপহার দিয়েছেন । তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রেসলার হলেন ' Kofi Kingston ' । আজ Kofi কে নিয়েই কিছু লিখার চেষ্টা করেছি । তো চলুন শুরু করি ! 

◘ বর্তমানে 'WWE' এর Most Popular Tag Team গুলোর মধ্যে 'The New Day' অন্যতম একটি tag team । আর এই New day এর অন্যতম টিম পার্টনার হলেন 'Kofi Kingston' । যাকে ছাড়া New Day অকল্পনীয় । এই Kofi টানা ৫ Royal Rumble PPV তে অসাধারণ মোমেন্ট উপহার দিয়েছেন যেমন :

• ২০১২ : সাল ২০১২, এবং এটি ছিল Royal Rumble এর ২৫ তম PPV ! সেই বছরের 'Royal Rumble' এ ঠিক প্রতিবছরের মতোই প্রত্যকে রেসলারই একে অপরকে ইলিমিনেট করতে ব্যাস্ত । কিন্তু একজন রেসলার সবার দৃষ্টি কাড়লেন , তিনি হলেন Kofi Kingston ! Miz Kofi কে টপ রোপ থেকে ক্লোজ লাইন দিলে Kofi টপ রোপ ধরে বসেন আর রিংয়ে ব্যাক করতে চান কিন্তু Miz Kofi এর হাত রোপ থেকে ছাড়িয়ে দেন ! তারপর-



OMG !!! Kofi নিজের হাতকে ফ্লোরে রেখে Handwalking এর মাধ্যমে Steel Step পর্যন্ত নিজের পা'কে পৌছে দেন এবং এলিমিনেশন এড়ান । ফ্যানসদের চিয়ার্স ও ছিল দেখার মতো ! এটি ছিল Royal Rumble ইতিহাসের অন্যতম সেরা Unseen Royal Rumble মোমেন্ট ! 

• ২০১৩ : এটি ছিল 'WWE' এর ২৬ তম 'Royal Rumble' । এবারও Kofi এমনকিছু করেছিল যা সবার নজর কেড়েছিল । Kofi টপ রোপ থেকে এলিমিনেট হতে গেলে Kofi এলিমিনেশন এড়াতে A-Train এর ঘাড়ে ঝুলে পড়ে । এতে করে A-Train ক্ষুব্ধ হয়ে Kofi Announce শুইয়ে মারতে থাকে ! Kofi Leg Strike দিলে রেফারিরা A-Train কে রিংসাইডের বাইরে পাঠিয়ে দেন ! Kofi তখনো এলিমিনেট হয়নি !

হঠ্যাৎ Kofi একটি চমৎকার বুদ্ধি ঠাওরায় । JBL এর চেয়ার ধার নেন এবং সেটাকে Pogo Stick এর মতো ব্যাবহার করে আবারো এলিমিনেশন এড়ান । যদিও রিংয়ে বেশিক্ষণ ঠাই হয়নি Kofi এর ! 

• ২০১৪ : এবারো Kofi তার এলিমিনেশন এড়ায় আর এটি ছিল দেখার মতো ! CM Punk , Kofi Kingston , Seth Rollins এবং Cody Rhodes মিলে Alexander Rusev কে এলিমিনেট করলে Rusev রেগে যায় । Kofi এলিমিনেট হতে গেলে Rusev Kofi কে ধরে ফেলেন এবং ব্যারিকেড উপর রেখে অনেকগুলো Knee Strike দিয়ে চলে যায় । Kofi Situp করে কোনোভাবে ব্যারিকেড উপর দাঁড়ান এবং ব্যারিকেড থেকে দৌড়ে এসে রিং এ একটি Long Jump দিয়ে আবারো এলিমিনেশন এড়ান !

◘ এইভাগে Kofi Kingston ভাগ্য , নিজ দলের সহায়তার বদৌলতে প্রথম এলিমিনেশন এড়ায় :

• ২০১৫ : এবারের এলিমিনেশন Kofi নিজের যোগ্যতায় এড়ায়নি । এবারের এলিমিনেশন এড়ায় অনেকটা "গাছে কাঁঠাল গোফে তেলের" মতো ! Adam Rose তার দলবল নিয়ে Royal Rumble এ Entry নেয় ! Rusev Kofi কে এলিমিনেট করতে গেলে ARose এর দল Kofi কে চ্যাংদোলা করে ধরে নিয়ে রিংয়ে ফিরিয়ে দেয় । অপরদিকে Rusev ARose এলিমিনেট করে যেটা Adam Rose আব্লামির বৈশিষ্ট্য বহন করে ।

• ২০১৬ : এবারের 'Royal Rumble' এ Kofi নিজের এলিমিনেশন এড়ায় নিজের টিম The New Day এর সহায়তায় । Kane Kofi কে এলিমিনেট করলে Big E Kofi কে নিজের ঘাড়ে নিয়ে রিংয়ের চারপাশে নাচতে থাকে । 

◘ Kofi Kingston এর মতো অনেক রেসলারই Royal Rumble এ কিছু Incridible মোমেন্ট উপহার দিয়েছেন । আর এরা অবশ্যই ট্যালেন্ট সমৃদ্ধ রেসলার । এদেরকে কখনোই ছোট চোখে দেখা উচিত না । উদাহরনস্বরূপ : একটা বাসের কথাই চিন্তা করেন । সেখানে , ড্রাইভার গাড়ি চালনা করলেও হেলপার আর সুপার ভাইজারের অবদানও কম নয় । ঠিক তেমনি Kofi এর মতো রেসলাররা কোম্পানির মূল দায়ভার না নিলেও একসময় এরাই কোম্পানির আশ্চর্যে পরিনত হবে ।

◘ আজ এই পর্যন্তই । পরবর্তী অংশে আবার নতুন কোনো বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হব ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন এবং আমার পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ! সবাইকে ধন্যবাদ। 😊
• লেখক ঃ WWE 360

Royal Rumble এবং Kofi Kingston!

◘ 'Royal Roumble' অবশ্যই 'WWE' এর একটি exciting PPV । এই PPV তে অনেক রেসলারই কিছু Unseen মোমেন্ট উপহার দিয়েছেন । তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রেসলার হলেন ' Kofi Kingston ' । আজ Kofi কে নিয়েই কিছু লিখার চেষ্টা করেছি । তো চলুন শুরু করি ! 

◘ বর্তমানে 'WWE' এর Most Popular Tag Team গুলোর মধ্যে 'The New Day' অন্যতম একটি tag team । আর এই New day এর অন্যতম টিম পার্টনার হলেন 'Kofi Kingston' । যাকে ছাড়া New Day অকল্পনীয় । এই Kofi টানা ৫ Royal Rumble PPV তে অসাধারণ মোমেন্ট উপহার দিয়েছেন যেমন :

• ২০১২ : সাল ২০১২, এবং এটি ছিল Royal Rumble এর ২৫ তম PPV ! সেই বছরের 'Royal Rumble' এ ঠিক প্রতিবছরের মতোই প্রত্যকে রেসলারই একে অপরকে ইলিমিনেট করতে ব্যাস্ত । কিন্তু একজন রেসলার সবার দৃষ্টি কাড়লেন , তিনি হলেন Kofi Kingston ! Miz Kofi কে টপ রোপ থেকে ক্লোজ লাইন দিলে Kofi টপ রোপ ধরে বসেন আর রিংয়ে ব্যাক করতে চান কিন্তু Miz Kofi এর হাত রোপ থেকে ছাড়িয়ে দেন ! তারপর-



OMG !!! Kofi নিজের হাতকে ফ্লোরে রেখে Handwalking এর মাধ্যমে Steel Step পর্যন্ত নিজের পা'কে পৌছে দেন এবং এলিমিনেশন এড়ান । ফ্যানসদের চিয়ার্স ও ছিল দেখার মতো ! এটি ছিল Royal Rumble ইতিহাসের অন্যতম সেরা Unseen Royal Rumble মোমেন্ট ! 

• ২০১৩ : এটি ছিল 'WWE' এর ২৬ তম 'Royal Rumble' । এবারও Kofi এমনকিছু করেছিল যা সবার নজর কেড়েছিল । Kofi টপ রোপ থেকে এলিমিনেট হতে গেলে Kofi এলিমিনেশন এড়াতে A-Train এর ঘাড়ে ঝুলে পড়ে । এতে করে A-Train ক্ষুব্ধ হয়ে Kofi Announce শুইয়ে মারতে থাকে ! Kofi Leg Strike দিলে রেফারিরা A-Train কে রিংসাইডের বাইরে পাঠিয়ে দেন ! Kofi তখনো এলিমিনেট হয়নি !

হঠ্যাৎ Kofi একটি চমৎকার বুদ্ধি ঠাওরায় । JBL এর চেয়ার ধার নেন এবং সেটাকে Pogo Stick এর মতো ব্যাবহার করে আবারো এলিমিনেশন এড়ান । যদিও রিংয়ে বেশিক্ষণ ঠাই হয়নি Kofi এর ! 

• ২০১৪ : এবারো Kofi তার এলিমিনেশন এড়ায় আর এটি ছিল দেখার মতো ! CM Punk , Kofi Kingston , Seth Rollins এবং Cody Rhodes মিলে Alexander Rusev কে এলিমিনেট করলে Rusev রেগে যায় । Kofi এলিমিনেট হতে গেলে Rusev Kofi কে ধরে ফেলেন এবং ব্যারিকেড উপর রেখে অনেকগুলো Knee Strike দিয়ে চলে যায় । Kofi Situp করে কোনোভাবে ব্যারিকেড উপর দাঁড়ান এবং ব্যারিকেড থেকে দৌড়ে এসে রিং এ একটি Long Jump দিয়ে আবারো এলিমিনেশন এড়ান !

◘ এইভাগে Kofi Kingston ভাগ্য , নিজ দলের সহায়তার বদৌলতে প্রথম এলিমিনেশন এড়ায় :

• ২০১৫ : এবারের এলিমিনেশন Kofi নিজের যোগ্যতায় এড়ায়নি । এবারের এলিমিনেশন এড়ায় অনেকটা "গাছে কাঁঠাল গোফে তেলের" মতো ! Adam Rose তার দলবল নিয়ে Royal Rumble এ Entry নেয় ! Rusev Kofi কে এলিমিনেট করতে গেলে ARose এর দল Kofi কে চ্যাংদোলা করে ধরে নিয়ে রিংয়ে ফিরিয়ে দেয় । অপরদিকে Rusev ARose এলিমিনেট করে যেটা Adam Rose আব্লামির বৈশিষ্ট্য বহন করে ।

• ২০১৬ : এবারের 'Royal Rumble' এ Kofi নিজের এলিমিনেশন এড়ায় নিজের টিম The New Day এর সহায়তায় । Kane Kofi কে এলিমিনেট করলে Big E Kofi কে নিজের ঘাড়ে নিয়ে রিংয়ের চারপাশে নাচতে থাকে । 

◘ Kofi Kingston এর মতো অনেক রেসলারই Royal Rumble এ কিছু Incridible মোমেন্ট উপহার দিয়েছেন । আর এরা অবশ্যই ট্যালেন্ট সমৃদ্ধ রেসলার । এদেরকে কখনোই ছোট চোখে দেখা উচিত না । উদাহরনস্বরূপ : একটা বাসের কথাই চিন্তা করেন । সেখানে , ড্রাইভার গাড়ি চালনা করলেও হেলপার আর সুপার ভাইজারের অবদানও কম নয় । ঠিক তেমনি Kofi এর মতো রেসলাররা কোম্পানির মূল দায়ভার না নিলেও একসময় এরাই কোম্পানির আশ্চর্যে পরিনত হবে ।

◘ আজ এই পর্যন্তই । পরবর্তী অংশে আবার নতুন কোনো বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হব ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন এবং আমার পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ! সবাইকে ধন্যবাদ। 😊
• লেখক ঃ WWE 360