Survivor Series WWE এর অন্যতম একটি পিপিভি। Big Four পিপিভি গুলোর মধ্যে Suvivor Series অন্যতম! এই Survivor Series এর মাধ্যমেই WWE তে পা রেখেছিল The Undertaker, The Rock রা! এই Survivor Series এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে 'Traditional 5 on 5 Elimination Match'। বছরে এই একটিবার Raw এবং Smackdown এর সুপারস্টাররা একে অপরের মুখোমুখি হয়ে থাকে। আর ১০ দিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে Survivor Series এর ৩১ম আসর! 

আর এই বছরের Survivor Series এর মূল আকর্ষণ Kurt Angle! Kurt Angle Raw এর হয়ে 5 on 5 Traditional Elimination এ অংশগ্রহণ করবে এবং Raw এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। তাছাড়া অপর পাশে Smackdown Live এর হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন Shane McMahon! আজকে আপনাদের মাঝে এই বছরের Survivor Series এর '5 on 5 Traditional Man Vs Man' ম্যাচটি নিয়ে আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে এই আকর্ষণীয় ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক।


• New Participations - Bobby Roode, Shinsuke Nakamura, Finn Balor,Samoa Joe, Jason Jordan এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটি, কেননা তারা প্রথমবারের মত Survivor Series পিপিভিতে অংশগ্রহণ করতে চলেছে এবং প্রথমবারই Traditional Elimination ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে! Bobby,Nakamura,Finn,Joe এই ৪জন ব্যক্তির খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না নিজেদের এত বড় একটা ফরম্যাটে মানিয়ে নিতে।

কারণ তারা খুবই টেলেন্টেড এবং অভিজ্ঞ ইন্ডি রেসলার এবং কাকতালীয় ব্যাপার ৪জনই সাবেক NXT সুপারস্টার এবং সাবেক NXT চ্যাম্পিয়ন! তো বলাই যায় যে তারা এত বড় ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে পারবে। বাকি রইল Jason Jordan তাকে নিয়ে একটু পরে আলোচনা করছি 😂

• Big Draw - Randy Orton এবং Braun Strowman হতে চলেছে এই ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেদের ব্র‍্যান্ডের জন্য। গতকাল Sabbir Rahman Leon তার পোস্টে বলেছিল Randy Orton কে আমরা Mr। Survivor Series বলতে পারি। কারণটা উনার পোস্ট পড়লেই বুঝবেন তাই বিস্তারিত কিছু বলছি নাহ। Randy অনন্য রেকর্ড রয়েছে এই Survivor Series এ! সে সবচেয়ে বেশিবার Soul Survivor হয়েছেন Survivor Series এ। গতবছরও তিনি SmackDown Live এর হয়ে Traditional 5 on 5 ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং Soul Survivor হয়েছিলেন। সেক্ষত্রে Smackdown Live এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করবে বলাই যায়!

অন্যদিকে Braun Strowman উল্লেখ্য ম্যাচের বাকি ৯ জনের চেয়ে সবচেয়ে শক্তিশালী তা নিঃসন্দেহে বলা যায়। তাকে ধরাশাই করার জন্য প্রয়োজন ছিল কিছুটা বড় দেহি রেসলারের যা Smackdown Live এ নেই। তাকে কনট্রল করা খুবই মুশকিল আর Smackdown Live সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে এই Braun Strowman। Braun কে কাবু করার জন্য Smackdown Live এ Rusev কে রাখলে অনেক উপকার হত। কিন্তু ক্রিয়েটিভ প্যানেল এবং Vince নিশ্চই অন্যরকম কিছু প্ল্যান করেছেন বলেই John Cena কে এড করেছেন! দেখা যাক কিভাবে Smackdown Live এর রেসলাররা Raw এর বিগ ড্র Braun Strowman কে থামায়!

•Twist Fact! - উভয়ই ব্র‍্যান্ডই এমন দুইজন রেসলারকে নিজেদের দলে ভেড়িয়েছে যা কেউ ভাবতেই পারে নি। হ্যা, আমি John Cena এবং Jason Jordan এর কথাই বলছি। John Cena এই ফরম্যাটে পুরানো পাপী সেক্ষেত্রে তার বেশি একটা সমস্যা হবে নাহ! কিন্তু Jason এর মত তরুণ টেলেন্টের জন্য সমস্যা হতে পারে। কিন্তু বলা যায় না Raw টিমের হারের কারণও যদি হয়ে যায় Jason Jordan!!!!

• Unexpected Leaders - কাদের কথা বলবো নিশ্চই বুঝতে পেরেছেন? আমি Kurt Angle এবং Shane McMahon এর কথাই বলছি। একটি ম্যাচকে আকর্ষণীয় করার জন্য Kurt এবং Shane এর তুলনা হয় নাহ। অন্যদিকে এরা উভয়ই নিজেদের ব্র‍্যান্ডের বড় পদে রয়েছে। Shane Smackdown Live এর কমিশনার এবং Kurt Raw এর জিএম। তাই তাদের ক্যাপ্টেনও বানানো হয়েছে এবং উভয়েরই দায়িত্ব অনেক!

Kurt Angle দীর্ঘ ১১ বছর পর WWE এর রিং এ ফিরেছেন কিছুদিন আগে Survivor Series এ এবং Shane O'Mac গতবছর রিটার্ন করেছিল এবং এই পর্যন্ত Shane ৪ টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৩টি সিংগেল ম্যাচ ছিল এবং ৩টিতেই সে হেরেছে। একমাত্র যেই ম্যাচটি জিতেছে তা হল গতবছরের Survivor Series এর 5 on Traditional ম্যাচটি। উভয় ব্র‍্যান্ডের হয়ে দুইজনই মুখ্যম ভূমিকা পালন করবেন এবং জয়ের কারণও হতে পারে। 

•• আমার প্রেডিকশন - Winnner। Team Smackdown Live! Team Raw হেরে যাবে কারণ Jason Jordan তার বাবা Kurt Angle এর উপর হিল টার্ন করবে। 
• লেখক ঃ Sadman Ahmed

প্রিভিউঃ Traditional Survivor Series Elimination Match


Survivor Series WWE এর অন্যতম একটি পিপিভি। Big Four পিপিভি গুলোর মধ্যে Suvivor Series অন্যতম! এই Survivor Series এর মাধ্যমেই WWE তে পা রেখেছিল The Undertaker, The Rock রা! এই Survivor Series এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে 'Traditional 5 on 5 Elimination Match'। বছরে এই একটিবার Raw এবং Smackdown এর সুপারস্টাররা একে অপরের মুখোমুখি হয়ে থাকে। আর ১০ দিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে Survivor Series এর ৩১ম আসর! 

আর এই বছরের Survivor Series এর মূল আকর্ষণ Kurt Angle! Kurt Angle Raw এর হয়ে 5 on 5 Traditional Elimination এ অংশগ্রহণ করবে এবং Raw এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। তাছাড়া অপর পাশে Smackdown Live এর হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন Shane McMahon! আজকে আপনাদের মাঝে এই বছরের Survivor Series এর '5 on 5 Traditional Man Vs Man' ম্যাচটি নিয়ে আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে এই আকর্ষণীয় ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক।


• New Participations - Bobby Roode, Shinsuke Nakamura, Finn Balor,Samoa Joe, Jason Jordan এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটি, কেননা তারা প্রথমবারের মত Survivor Series পিপিভিতে অংশগ্রহণ করতে চলেছে এবং প্রথমবারই Traditional Elimination ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে! Bobby,Nakamura,Finn,Joe এই ৪জন ব্যক্তির খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না নিজেদের এত বড় একটা ফরম্যাটে মানিয়ে নিতে।

কারণ তারা খুবই টেলেন্টেড এবং অভিজ্ঞ ইন্ডি রেসলার এবং কাকতালীয় ব্যাপার ৪জনই সাবেক NXT সুপারস্টার এবং সাবেক NXT চ্যাম্পিয়ন! তো বলাই যায় যে তারা এত বড় ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে পারবে। বাকি রইল Jason Jordan তাকে নিয়ে একটু পরে আলোচনা করছি 😂

• Big Draw - Randy Orton এবং Braun Strowman হতে চলেছে এই ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজেদের ব্র‍্যান্ডের জন্য। গতকাল Sabbir Rahman Leon তার পোস্টে বলেছিল Randy Orton কে আমরা Mr। Survivor Series বলতে পারি। কারণটা উনার পোস্ট পড়লেই বুঝবেন তাই বিস্তারিত কিছু বলছি নাহ। Randy অনন্য রেকর্ড রয়েছে এই Survivor Series এ! সে সবচেয়ে বেশিবার Soul Survivor হয়েছেন Survivor Series এ। গতবছরও তিনি SmackDown Live এর হয়ে Traditional 5 on 5 ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং Soul Survivor হয়েছিলেন। সেক্ষত্রে Smackdown Live এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করবে বলাই যায়!

অন্যদিকে Braun Strowman উল্লেখ্য ম্যাচের বাকি ৯ জনের চেয়ে সবচেয়ে শক্তিশালী তা নিঃসন্দেহে বলা যায়। তাকে ধরাশাই করার জন্য প্রয়োজন ছিল কিছুটা বড় দেহি রেসলারের যা Smackdown Live এ নেই। তাকে কনট্রল করা খুবই মুশকিল আর Smackdown Live সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে এই Braun Strowman। Braun কে কাবু করার জন্য Smackdown Live এ Rusev কে রাখলে অনেক উপকার হত। কিন্তু ক্রিয়েটিভ প্যানেল এবং Vince নিশ্চই অন্যরকম কিছু প্ল্যান করেছেন বলেই John Cena কে এড করেছেন! দেখা যাক কিভাবে Smackdown Live এর রেসলাররা Raw এর বিগ ড্র Braun Strowman কে থামায়!

•Twist Fact! - উভয়ই ব্র‍্যান্ডই এমন দুইজন রেসলারকে নিজেদের দলে ভেড়িয়েছে যা কেউ ভাবতেই পারে নি। হ্যা, আমি John Cena এবং Jason Jordan এর কথাই বলছি। John Cena এই ফরম্যাটে পুরানো পাপী সেক্ষেত্রে তার বেশি একটা সমস্যা হবে নাহ! কিন্তু Jason এর মত তরুণ টেলেন্টের জন্য সমস্যা হতে পারে। কিন্তু বলা যায় না Raw টিমের হারের কারণও যদি হয়ে যায় Jason Jordan!!!!

• Unexpected Leaders - কাদের কথা বলবো নিশ্চই বুঝতে পেরেছেন? আমি Kurt Angle এবং Shane McMahon এর কথাই বলছি। একটি ম্যাচকে আকর্ষণীয় করার জন্য Kurt এবং Shane এর তুলনা হয় নাহ। অন্যদিকে এরা উভয়ই নিজেদের ব্র‍্যান্ডের বড় পদে রয়েছে। Shane Smackdown Live এর কমিশনার এবং Kurt Raw এর জিএম। তাই তাদের ক্যাপ্টেনও বানানো হয়েছে এবং উভয়েরই দায়িত্ব অনেক!

Kurt Angle দীর্ঘ ১১ বছর পর WWE এর রিং এ ফিরেছেন কিছুদিন আগে Survivor Series এ এবং Shane O'Mac গতবছর রিটার্ন করেছিল এবং এই পর্যন্ত Shane ৪ টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৩টি সিংগেল ম্যাচ ছিল এবং ৩টিতেই সে হেরেছে। একমাত্র যেই ম্যাচটি জিতেছে তা হল গতবছরের Survivor Series এর 5 on Traditional ম্যাচটি। উভয় ব্র‍্যান্ডের হয়ে দুইজনই মুখ্যম ভূমিকা পালন করবেন এবং জয়ের কারণও হতে পারে। 

•• আমার প্রেডিকশন - Winnner। Team Smackdown Live! Team Raw হেরে যাবে কারণ Jason Jordan তার বাবা Kurt Angle এর উপর হিল টার্ন করবে। 
• লেখক ঃ Sadman Ahmed