আসুন এক নজরে এ সপ্তাহের আকর্ষণীয় সব নিউজ & রিউমার্স জেনে নেয়া যাক! -


• আগামী NXT Takeover San Antonio তে অনুষ্টিত হওয়া Adam Cole Vs Drew Mcintyre এর মধ্যকার NXT Championship ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি থাকবেন The Heartbreak Kid খ্যাত Shawn Michaels 😱👌👌 Excitement Overloaded... 😊😊


• Cageside Seats এর মতে WWE'র ক্রিয়েটিভ টিমের উপর নাখোশ Nia Jax এবং সে ইতিমধ্যে WWE ত্যাগ করার কথাও নাকি ভাবছে। Nia TLC-তে Asuka'র মুখোমুখি হত চেয়েছিল কিন্তু ক্রিয়েটিভ টিম তাকে গুরত্ব না দিয়ে Emma কে Asuka'র প্রতিপক্ষ বানায়। আসলে বর্তমানে এলিশিয়া ফক্স যেমন বুকিং পাচ্ছে সেটা নায়া জ্যাক্সের জন্য বরাদ্দ ছিল।

• এ সপ্তাহের RAW এর ভিউয়ার্স ছিল ২৬৮ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৯ মিলিয়ন কম। গত সপ্তাহে RAW এর ভিউয়ার্স ছিল ২৮৭ মিলিয়ন। 

• এ সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৩২ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৫ মিলিয়ন। গত সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৪৭ মিলিয়ন। (Poor number of Viewers for Both Brands)।

• গত দুই সপ্তাহ ধরে ব্রে ওয়ায়েট, বো ডালাস & রিং এনাউন্সার জোজো RAW মিস করছে। এর কারণ হিসেবে জানা গেছে, তারা ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। RAW এর পিপিভি টিএলসিতে ব্রে ওয়ায়েট ফিন ব্যালরের বিপক্ষে পারফর্ম করতে পারবে কিনা এর কোনো শিওরিটি নেই।

• আর্থিক এবং ক্রিয়েটিভ ইস্যুকে কেন্দ্র করে আমাদের সাবেক WWE ক্রুজারওয়েট চ্যাম্পিয়ন নেভিল WWE থেকে লিভ নিয়েছে। তবে WWE এই বিষয়টা সর্বসম্মুখে স্বীকার করছে না। 

• জিন্দার মহল শোল্ডার ইঞ্জুরিতে ভুগতেছে এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে জিন্দার মহল ESPN কে দেয়া এক সাক্ষাতকারে নিশ্চিত করেছে যে, গুঞ্জনটি জাস্ট গুঞ্জনই। সে পুরোপুরিভাবে ফিট! এবং সারভাইভর সিরিজে ব্রক লেসনারের সুপ্লেক্স সিটিতে ভ্রমণের জন্য অপেক্ষমাণ আছেন। আশা করি, তিনি তার সুপ্লেক্স সিটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন :3

• নাকামুরা বনাম এজে স্টাইলস ম্যাচ রেসলম্যানিয়া ৩৪ এ অনুষ্ঠিত হতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে এজে স্টাইলস বলেন, "ম্যাচটি ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে সব ভক্তই ম্যাচটি দেখতে চাইবে। আর এর সাথে এজে স্টাইলস বনাম ববি রুড ম্যাচও ভক্তগণ দেখতে চাইবে বলে আমি মনে করি!"

এই দুটি ফিউডের জন্য WWE ইউনিভার্স অবশ্যই মুখিয়ে থাকবে। এবং ববি রুড বনাম এজে স্টাইলস ফিউড হলে ববি রুড বেশ ভাল একটি মোমেন্টাম অর্জন করতে পারবে :D


• টিএলসিতে দ্যা শিল্ড বনাম সিজারো, শেমাস, দ্যা মিজ, কেইন & ব্রন স্ট্রোম্যান ম্যাচ ঠিক করা হয়েছে। এবং তারা সেই আগের এন্ট্রান্স স্টাইলে ট্যাকটেক্যাল ভেস্ট পরিধান করেই এরিনায় প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে যেমনটা হয়েছে গত RAW তে। 

• শিল্ড রিইউনিয়ন বিষয়টা শর্ট টার্ম প্ল্যানিংয়ের বিষয়। অর্থাৎ খুব সম্ভবত বড়জোর সারভাইভর সিরিজ পর্যন্ত তারা একত্রে থাকবে। Bad News For Roman Empire's Supporters!

• আসন্ন সারভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট হিসেবে ব্রক লেসনার বনাম জিন্দার মহল ম্যাচটাকে ধরা হচ্ছে। বিশেষ করে, গত স্ম্যাকডাউনে জিন্দার মহলের লেসনারকে করা চ্যালেঞ্জের পর। তবে, এজে স্টাইলস কেন সেখানে ইন্টারাপ্ট করল বিষয়টা অজানাই রয়ে গেছে। ম্যাচটা কি কোনোভাবে ট্রিপল থ্রেট করার প্ল্যানিং করছে ক্রিয়েটিভ প্যানেল? নাকি নেহাতি টাইম পাস হচ্ছে? -_-

• কেইনকে খুব বেশি সময়ের জন্য রিটার্ন করানো হয়নি। সর্বোচ্চ এক-দুই পিপিভির জন্যে তাকে রিটার্ন করানো হয়েছে। আর সারভাইভর সিরিজ পিপিভির তো বেশি দেরি নেই। তাই সারভাইভর সিরিজে তাকে কেন্দ্র করে ম্যাসিভ কোনো প্ল্যান থাকতে পারে ক্রিয়েটিভ প্যানেলের। 

•• Rumor of The WEEK ••


• সবচেয়ে বড় যে রিউমারটা সম্প্রতি শোনা যাচ্ছে সেটি হল দ্যি আন্ডারটেকারের রিটার্ন। বিশেষ করে গত RAW তে কেইনের রিটার্নের পর এই রিউমারটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। 

গুঞ্জন আছে, আসন্ন সারভাইভর সিরিজে দ্যা শিল্ডের বিপক্ষে টেকার & কেইন টিম আপ করতে পারে। আর এমনটি হলে তো সোনায় সোহাগা...।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। আর রিউমারগুলো বিভিন্ন সাইট থেকে সংগৃহীত, এমনটা হবেই এর কোনো শিওরিটি নেই। 
• লেখক ঃ Ratul Islam Antor (** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **),  Aamir Hamza Salman (1) , প্রো-রেসলিং ইউনিভার্স - PWU (2)

WWE নিউজ আপডেট, ২০/১০/২০১৭

আসুন এক নজরে এ সপ্তাহের আকর্ষণীয় সব নিউজ & রিউমার্স জেনে নেয়া যাক! -


• আগামী NXT Takeover San Antonio তে অনুষ্টিত হওয়া Adam Cole Vs Drew Mcintyre এর মধ্যকার NXT Championship ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি থাকবেন The Heartbreak Kid খ্যাত Shawn Michaels 😱👌👌 Excitement Overloaded... 😊😊


• Cageside Seats এর মতে WWE'র ক্রিয়েটিভ টিমের উপর নাখোশ Nia Jax এবং সে ইতিমধ্যে WWE ত্যাগ করার কথাও নাকি ভাবছে। Nia TLC-তে Asuka'র মুখোমুখি হত চেয়েছিল কিন্তু ক্রিয়েটিভ টিম তাকে গুরত্ব না দিয়ে Emma কে Asuka'র প্রতিপক্ষ বানায়। আসলে বর্তমানে এলিশিয়া ফক্স যেমন বুকিং পাচ্ছে সেটা নায়া জ্যাক্সের জন্য বরাদ্দ ছিল।

• এ সপ্তাহের RAW এর ভিউয়ার্স ছিল ২৬৮ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৯ মিলিয়ন কম। গত সপ্তাহে RAW এর ভিউয়ার্স ছিল ২৮৭ মিলিয়ন। 

• এ সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৩২ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৫ মিলিয়ন। গত সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৪৭ মিলিয়ন। (Poor number of Viewers for Both Brands)।

• গত দুই সপ্তাহ ধরে ব্রে ওয়ায়েট, বো ডালাস & রিং এনাউন্সার জোজো RAW মিস করছে। এর কারণ হিসেবে জানা গেছে, তারা ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। RAW এর পিপিভি টিএলসিতে ব্রে ওয়ায়েট ফিন ব্যালরের বিপক্ষে পারফর্ম করতে পারবে কিনা এর কোনো শিওরিটি নেই।

• আর্থিক এবং ক্রিয়েটিভ ইস্যুকে কেন্দ্র করে আমাদের সাবেক WWE ক্রুজারওয়েট চ্যাম্পিয়ন নেভিল WWE থেকে লিভ নিয়েছে। তবে WWE এই বিষয়টা সর্বসম্মুখে স্বীকার করছে না। 

• জিন্দার মহল শোল্ডার ইঞ্জুরিতে ভুগতেছে এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে জিন্দার মহল ESPN কে দেয়া এক সাক্ষাতকারে নিশ্চিত করেছে যে, গুঞ্জনটি জাস্ট গুঞ্জনই। সে পুরোপুরিভাবে ফিট! এবং সারভাইভর সিরিজে ব্রক লেসনারের সুপ্লেক্স সিটিতে ভ্রমণের জন্য অপেক্ষমাণ আছেন। আশা করি, তিনি তার সুপ্লেক্স সিটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন :3

• নাকামুরা বনাম এজে স্টাইলস ম্যাচ রেসলম্যানিয়া ৩৪ এ অনুষ্ঠিত হতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে এজে স্টাইলস বলেন, "ম্যাচটি ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে সব ভক্তই ম্যাচটি দেখতে চাইবে। আর এর সাথে এজে স্টাইলস বনাম ববি রুড ম্যাচও ভক্তগণ দেখতে চাইবে বলে আমি মনে করি!"

এই দুটি ফিউডের জন্য WWE ইউনিভার্স অবশ্যই মুখিয়ে থাকবে। এবং ববি রুড বনাম এজে স্টাইলস ফিউড হলে ববি রুড বেশ ভাল একটি মোমেন্টাম অর্জন করতে পারবে :D


• টিএলসিতে দ্যা শিল্ড বনাম সিজারো, শেমাস, দ্যা মিজ, কেইন & ব্রন স্ট্রোম্যান ম্যাচ ঠিক করা হয়েছে। এবং তারা সেই আগের এন্ট্রান্স স্টাইলে ট্যাকটেক্যাল ভেস্ট পরিধান করেই এরিনায় প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে যেমনটা হয়েছে গত RAW তে। 

• শিল্ড রিইউনিয়ন বিষয়টা শর্ট টার্ম প্ল্যানিংয়ের বিষয়। অর্থাৎ খুব সম্ভবত বড়জোর সারভাইভর সিরিজ পর্যন্ত তারা একত্রে থাকবে। Bad News For Roman Empire's Supporters!

• আসন্ন সারভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট হিসেবে ব্রক লেসনার বনাম জিন্দার মহল ম্যাচটাকে ধরা হচ্ছে। বিশেষ করে, গত স্ম্যাকডাউনে জিন্দার মহলের লেসনারকে করা চ্যালেঞ্জের পর। তবে, এজে স্টাইলস কেন সেখানে ইন্টারাপ্ট করল বিষয়টা অজানাই রয়ে গেছে। ম্যাচটা কি কোনোভাবে ট্রিপল থ্রেট করার প্ল্যানিং করছে ক্রিয়েটিভ প্যানেল? নাকি নেহাতি টাইম পাস হচ্ছে? -_-

• কেইনকে খুব বেশি সময়ের জন্য রিটার্ন করানো হয়নি। সর্বোচ্চ এক-দুই পিপিভির জন্যে তাকে রিটার্ন করানো হয়েছে। আর সারভাইভর সিরিজ পিপিভির তো বেশি দেরি নেই। তাই সারভাইভর সিরিজে তাকে কেন্দ্র করে ম্যাসিভ কোনো প্ল্যান থাকতে পারে ক্রিয়েটিভ প্যানেলের। 

•• Rumor of The WEEK ••


• সবচেয়ে বড় যে রিউমারটা সম্প্রতি শোনা যাচ্ছে সেটি হল দ্যি আন্ডারটেকারের রিটার্ন। বিশেষ করে গত RAW তে কেইনের রিটার্নের পর এই রিউমারটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। 

গুঞ্জন আছে, আসন্ন সারভাইভর সিরিজে দ্যা শিল্ডের বিপক্ষে টেকার & কেইন টিম আপ করতে পারে। আর এমনটি হলে তো সোনায় সোহাগা...।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। আর রিউমারগুলো বিভিন্ন সাইট থেকে সংগৃহীত, এমনটা হবেই এর কোনো শিওরিটি নেই। 
• লেখক ঃ Ratul Islam Antor (** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **),  Aamir Hamza Salman (1) , প্রো-রেসলিং ইউনিভার্স - PWU (2)