• The Shield Reunite Update :


The Shield এই নামের সঙ্গে সব রেসলিং ফ্যানই পরিচিত। ২০১২ সালে Survivor Series এ Debut করে WWE এর ইতিহাসের সবচেয়ে ভয়ানক দলগুলোর একটি The Shield। Seth Rollins এর Heel Turn এর মাধ্যমে এই Team ভেঙ্গে যায়। তার পরবর্তীতে বিভিন্ন সময় Shield এর ছোটখাট Reunion হয়েছে যেমন Survivor Series 2016 এ। কিন্তু সব WWE Fan এর অাশা এই অালোচিত দল অাবার ব্যাক করবে। বিভিন্ন সময় বিভিন্ন রুমর ছড়িয়েছিল Shield এর Reunion করবে কিন্তু তা হয়ে উঠে নি। কিন্তু এবার WWE সত্যিই চাইছে Shield এর Reunion। এই সপ্তাহের Raw তে Miz, Sheamus ও Cesaro মিলে Roman কে চরম ধোলাই দেয়। Cesaro ও Sheamus কে এই ফিউডে যুক্ত করার কারন হল এই ফিউড যাতে প্রতিদ্বন্ধিতাপূর্ন হয়। তারা Roman কে অাক্রমনের পর Shield এর মত পোজ দেয়। যা থেকে বোঝা যায় WWE হয়ত খুব শীঘ্রই Shield vs Cesaro, Sheamus ও Miz ম্যাচটি করতে চাচ্ছে। অাবার এই সপ্তাহের Raw এর শেষ অংশে Roman Reign, Seth Rollins, Dean Ambrose কে একসাথে দেখা যায়। সবকিছু ঠিক থাকলে অাগামী Raw তেই অামরা বহু প্রতীহ্মিত Shield এর Reunion দেখতে পারব। 

• Plan Changed for The Shield :


WWE তাদের প্ল্যানে পরিবর্তন এনেছে। প্রথমে WWE TLC-তে The Miztourage এর সাথে The Shield এর মুখোমুখি হওয়ার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে The Miz এবং The Bar কে Shield এর প্রতিপক্ষ হিসেবে রাখছে WWE.

Shield কে একত্র করার মূল কারন হচ্ছে TLC এর টিকেট বিক্রি এবং Roman Reigns কে ব্যস্ত রাখা যতদিন না পর্যন্ত সে Universal চ্যাম্পিয়নশিপ ফিউডে যুক্ত হয়। এছাড়া WWE মনে করে Shield এর সাহায্য নিয়ে Reigns দর্শক থেকে বেবিফেস রি-অ্যাকশন পাবে। 

• Triple H landed in India :


India তে হতে যাওয়া লাইভ ইভেন্টের প্রমোশনের জন্য WWE এর পূর্ব Champion এবং Company এর COO Triple H India তে পা রেখে ফেলেছেন। Jinder Mahal এর জনপ্রিয়তার মধ্য দিয়ে WWE এখন তাদের Business India তে আরো উৎপত্তি করতে চায়। যার কারণে WWE প্রতি বছর একটি করে Live Event India তে করবার চেষ্টা করছে। আর এই জন্যেই Triple H গতকাল India তে পা রেখেছেন। Triple H এখন Mumbai-এ অবস্থান করছেন এবং এসব বিষয় নিয়ে Triple H তার Twitter Account-এ Twitt-ও করেছেন। তিনি ভারতে নামার পরে প্রথম ট্যুইটে বলেছেন "ভারতে শেষবার আসা বেশ কিছু দিন হয়ে গেল... সঙ্গে সঙ্গে মনে পরে গেল কেন এটিকে আমি ভালোবাসি। উষ্ণ সংবর্ধনার জন্য WWEIndia কে ধন্যবাদ।" (বিস্তারিত খবর)

• Jinder Mahal's Entrance Music Was Composed & Sung By A Pakistani Rapper :


বর্তমান WWE Champion, Jinder Mahal এর এন্ট্রান্স মিউজিক বানিয়েছেন Ali Kaz নামক এক পাকিস্তানি গায়ক। সম্প্রতি The Express Tribune কে দেয়া সাক্ষাতকারে এই বিষয় টি প্রকাশ করেছেন Ali Kaz! ঐ সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছেন যে, WWE এর সুরকার Jim Johnston তাকে একটি মেইল পাঠিয়েছিলেন এবং Jinder Mahal এর জন্য একটি এন্ট্রান্স মিউজিক বানানোর প্রস্তাব দিয়েছিলেন এবং সময় দিয়েছিলেন মাত্র ৩ দিন! Kaz আরোও বলেন তিনি তখন Jinder Mahal বা Jim Johnston কে চিনতেন নাহ 😂 মেইল পাওয়ার পর তিনি এই দুজন কে নিয়ে সার্চ করেন এবং পরবর্তী তে তিনি উপলব্ধি করেন যে এটা তার জন্য অনেক বড় একটা প্রজেক্ট। 

তখন তিনি মাত্র ৩ ঘন্টায় গানটির কথা লিখেন এবং এর পরের দিনই গান গেয়ে তা রেকর্ড করে রাখেন ✌ WWE এর সাথে কাজ করার ব্যাপারে তিনি বলেন, "প্রথম পাকিস্তানি হিসেবে আমি WWE তে এন্ট্রান্স মিউজিক বানানোর সুযোগ পেয়েছি যা আমাকে প্রচুর আত্মবিশ্বাস ও মর্যাদা দিয়েছে। এছাড়াও, পাকিস্তানি হিপ-হপ মিউজিক কে অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার আশা রাখেন ৩১ বছর বয়সী Ali Kaz.... সেই সাক্ষাতকারে Jinder Mahal এর প্রচুর প্রশংসা ও করেছেন Ali Kaz.

বিষয় টা সত্যিই মজার! ভারত-পাকিস্তানের মধ্যে দা-কুমড়া সম্পর্ক হলেও WWE তে একজন ভারতীয় বংশোদ্ভূত রেসলারের এন্ট্রান্স মিউজিক তৈরি করেছেন একজন পাকিস্তানি গায়ক... 

• After SD & Raw went off air :


আজ #SmackDownLive off air এ যাবার পর একটি 6 man tag team (dark match) ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে Randy Orton, AJ Styles এবং Shinsuke Nakamura ফেস করেন Russev, Jinder Mahal আর Baron Corbin কে। ম্যাচে Russev কে একটি RKO হিট করে দলের হয়ে জয় তুলে নেন Randy Orton. 

অন্যদিকে, আগের Raw এর Off Air-এ Bray Wyatt Finn Balor কে ম্যাচের জন্য Challenge করেন। Finn Balor খুব সহজেই Challenge Accept করে নেয় এবং ম্যাচে জয় লাভ করেন।

• WWE Hell in a Cell ২০১৭ ম্যাচকার্ড :


-Falls Count Anywhere Hell in a Cell ম্যাচঃ Kevin Owens vs. Shane McMahon

-WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Jinder Mahal (c) vs. Shinsuke Nakamura

-SmackDown Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Natalya (c) vs. Charlotte Flair

-SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপ "Hell in a Cell" ম্যাচঃ The New Day (c) vs. The Usos

-United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ AJ Styles (c) vs. Baron Corbin

-Bobby Roode vs. Dolph Ziggler

-Randy Orton vs. Rusev

প্রিশোঃ Chad Gable ও Shelton Benjamin vs. The Hype Bros

(Hell in a Cell অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, ২০১৭ তারিখ)

• About Sister Abigail Character and Kevin Owens :


Pro Wrestling Sheet এর মতে, Sister Abigail চরিত্রের জন্য কোন মেয়েকে আনা হবে না। মূলত, Bray Wyatt এরই আরেকটি চরিত্র হবে "Sister Abigail" যেখানে Bray ওই চরিত্রে এবং নতুন পোশাকে রেসলিং করবে ঠিক যেমন Finn Balor ও তার "Demon King" চরিত্রটি। খুব সম্ভবত TLC-তেই অভিষেক হবে Bray এর "Sister Abigail" চরিত্রটির।


Cageside Seats এর মতে, Hell in a Cell এর পর RAW-তে চলে যেতে পারে Kevin Owens. ইতোমধ্যে RAW-এর বিভিন্ন হাউজ শো-এর জন্য তার নাম ঘোষণা করা হয়েছে।
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Khan‎, Aamir Hamza Salman, Anik Siddique‎, Taksinur Radi‎। 

WWE টুকরো খবর, ০৫/১০/২০১৭

• The Shield Reunite Update :


The Shield এই নামের সঙ্গে সব রেসলিং ফ্যানই পরিচিত। ২০১২ সালে Survivor Series এ Debut করে WWE এর ইতিহাসের সবচেয়ে ভয়ানক দলগুলোর একটি The Shield। Seth Rollins এর Heel Turn এর মাধ্যমে এই Team ভেঙ্গে যায়। তার পরবর্তীতে বিভিন্ন সময় Shield এর ছোটখাট Reunion হয়েছে যেমন Survivor Series 2016 এ। কিন্তু সব WWE Fan এর অাশা এই অালোচিত দল অাবার ব্যাক করবে। বিভিন্ন সময় বিভিন্ন রুমর ছড়িয়েছিল Shield এর Reunion করবে কিন্তু তা হয়ে উঠে নি। কিন্তু এবার WWE সত্যিই চাইছে Shield এর Reunion। এই সপ্তাহের Raw তে Miz, Sheamus ও Cesaro মিলে Roman কে চরম ধোলাই দেয়। Cesaro ও Sheamus কে এই ফিউডে যুক্ত করার কারন হল এই ফিউড যাতে প্রতিদ্বন্ধিতাপূর্ন হয়। তারা Roman কে অাক্রমনের পর Shield এর মত পোজ দেয়। যা থেকে বোঝা যায় WWE হয়ত খুব শীঘ্রই Shield vs Cesaro, Sheamus ও Miz ম্যাচটি করতে চাচ্ছে। অাবার এই সপ্তাহের Raw এর শেষ অংশে Roman Reign, Seth Rollins, Dean Ambrose কে একসাথে দেখা যায়। সবকিছু ঠিক থাকলে অাগামী Raw তেই অামরা বহু প্রতীহ্মিত Shield এর Reunion দেখতে পারব। 

• Plan Changed for The Shield :


WWE তাদের প্ল্যানে পরিবর্তন এনেছে। প্রথমে WWE TLC-তে The Miztourage এর সাথে The Shield এর মুখোমুখি হওয়ার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে The Miz এবং The Bar কে Shield এর প্রতিপক্ষ হিসেবে রাখছে WWE.

Shield কে একত্র করার মূল কারন হচ্ছে TLC এর টিকেট বিক্রি এবং Roman Reigns কে ব্যস্ত রাখা যতদিন না পর্যন্ত সে Universal চ্যাম্পিয়নশিপ ফিউডে যুক্ত হয়। এছাড়া WWE মনে করে Shield এর সাহায্য নিয়ে Reigns দর্শক থেকে বেবিফেস রি-অ্যাকশন পাবে। 

• Triple H landed in India :


India তে হতে যাওয়া লাইভ ইভেন্টের প্রমোশনের জন্য WWE এর পূর্ব Champion এবং Company এর COO Triple H India তে পা রেখে ফেলেছেন। Jinder Mahal এর জনপ্রিয়তার মধ্য দিয়ে WWE এখন তাদের Business India তে আরো উৎপত্তি করতে চায়। যার কারণে WWE প্রতি বছর একটি করে Live Event India তে করবার চেষ্টা করছে। আর এই জন্যেই Triple H গতকাল India তে পা রেখেছেন। Triple H এখন Mumbai-এ অবস্থান করছেন এবং এসব বিষয় নিয়ে Triple H তার Twitter Account-এ Twitt-ও করেছেন। তিনি ভারতে নামার পরে প্রথম ট্যুইটে বলেছেন "ভারতে শেষবার আসা বেশ কিছু দিন হয়ে গেল... সঙ্গে সঙ্গে মনে পরে গেল কেন এটিকে আমি ভালোবাসি। উষ্ণ সংবর্ধনার জন্য WWEIndia কে ধন্যবাদ।" (বিস্তারিত খবর)

• Jinder Mahal's Entrance Music Was Composed & Sung By A Pakistani Rapper :


বর্তমান WWE Champion, Jinder Mahal এর এন্ট্রান্স মিউজিক বানিয়েছেন Ali Kaz নামক এক পাকিস্তানি গায়ক। সম্প্রতি The Express Tribune কে দেয়া সাক্ষাতকারে এই বিষয় টি প্রকাশ করেছেন Ali Kaz! ঐ সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছেন যে, WWE এর সুরকার Jim Johnston তাকে একটি মেইল পাঠিয়েছিলেন এবং Jinder Mahal এর জন্য একটি এন্ট্রান্স মিউজিক বানানোর প্রস্তাব দিয়েছিলেন এবং সময় দিয়েছিলেন মাত্র ৩ দিন! Kaz আরোও বলেন তিনি তখন Jinder Mahal বা Jim Johnston কে চিনতেন নাহ 😂 মেইল পাওয়ার পর তিনি এই দুজন কে নিয়ে সার্চ করেন এবং পরবর্তী তে তিনি উপলব্ধি করেন যে এটা তার জন্য অনেক বড় একটা প্রজেক্ট। 

তখন তিনি মাত্র ৩ ঘন্টায় গানটির কথা লিখেন এবং এর পরের দিনই গান গেয়ে তা রেকর্ড করে রাখেন ✌ WWE এর সাথে কাজ করার ব্যাপারে তিনি বলেন, "প্রথম পাকিস্তানি হিসেবে আমি WWE তে এন্ট্রান্স মিউজিক বানানোর সুযোগ পেয়েছি যা আমাকে প্রচুর আত্মবিশ্বাস ও মর্যাদা দিয়েছে। এছাড়াও, পাকিস্তানি হিপ-হপ মিউজিক কে অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার আশা রাখেন ৩১ বছর বয়সী Ali Kaz.... সেই সাক্ষাতকারে Jinder Mahal এর প্রচুর প্রশংসা ও করেছেন Ali Kaz.

বিষয় টা সত্যিই মজার! ভারত-পাকিস্তানের মধ্যে দা-কুমড়া সম্পর্ক হলেও WWE তে একজন ভারতীয় বংশোদ্ভূত রেসলারের এন্ট্রান্স মিউজিক তৈরি করেছেন একজন পাকিস্তানি গায়ক... 

• After SD & Raw went off air :


আজ #SmackDownLive off air এ যাবার পর একটি 6 man tag team (dark match) ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে Randy Orton, AJ Styles এবং Shinsuke Nakamura ফেস করেন Russev, Jinder Mahal আর Baron Corbin কে। ম্যাচে Russev কে একটি RKO হিট করে দলের হয়ে জয় তুলে নেন Randy Orton. 

অন্যদিকে, আগের Raw এর Off Air-এ Bray Wyatt Finn Balor কে ম্যাচের জন্য Challenge করেন। Finn Balor খুব সহজেই Challenge Accept করে নেয় এবং ম্যাচে জয় লাভ করেন।

• WWE Hell in a Cell ২০১৭ ম্যাচকার্ড :


-Falls Count Anywhere Hell in a Cell ম্যাচঃ Kevin Owens vs. Shane McMahon

-WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Jinder Mahal (c) vs. Shinsuke Nakamura

-SmackDown Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Natalya (c) vs. Charlotte Flair

-SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপ "Hell in a Cell" ম্যাচঃ The New Day (c) vs. The Usos

-United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ AJ Styles (c) vs. Baron Corbin

-Bobby Roode vs. Dolph Ziggler

-Randy Orton vs. Rusev

প্রিশোঃ Chad Gable ও Shelton Benjamin vs. The Hype Bros

(Hell in a Cell অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, ২০১৭ তারিখ)

• About Sister Abigail Character and Kevin Owens :


Pro Wrestling Sheet এর মতে, Sister Abigail চরিত্রের জন্য কোন মেয়েকে আনা হবে না। মূলত, Bray Wyatt এরই আরেকটি চরিত্র হবে "Sister Abigail" যেখানে Bray ওই চরিত্রে এবং নতুন পোশাকে রেসলিং করবে ঠিক যেমন Finn Balor ও তার "Demon King" চরিত্রটি। খুব সম্ভবত TLC-তেই অভিষেক হবে Bray এর "Sister Abigail" চরিত্রটির।


Cageside Seats এর মতে, Hell in a Cell এর পর RAW-তে চলে যেতে পারে Kevin Owens. ইতোমধ্যে RAW-এর বিভিন্ন হাউজ শো-এর জন্য তার নাম ঘোষণা করা হয়েছে।
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Khan‎, Aamir Hamza Salman, Anik Siddique‎, Taksinur Radi‎।