২০১৭ সালের এই No Mercy অনুষ্ঠিত হয় Staple Center, Los Angeles, California তে। 

Pre-Show তে Elias Samson হারায় Apollo Crews কে। 

Main Show : 


♦ The Miz (C) vs Jason Jordan

Main Show শুরু হয় Jason Jordan বনাম The Miz এর Intercontinental Championship Match এর দ্বারা। Miz এর Hometown বিধায় এখানে সে ভালোই পপ পায়। Match এর শুরুর দিকে Jason Jordan তার Charisma দেখায় এবং বেশ কয়েকটা German Suplex, Nothern Light Suplex, Belly to Back Suplex ইত্যাদি ব্যবহার করে। Match এর মাঝখান হতে Miz Momentum নিজের দিকে নিতে থাকে, Jason কে Ring এর বাইরে কিছুক্ষণ মারতে থাকে এবং Barricade এ Throw করে। Ring এ ঢুকার পর Jason আবারো Control নিতে থাকে বিভিন্ন ধরণের Suplex এর দ্বারা। আজকে যেন Suplex City সে-ই শুরু করে! Match এর শেষ দিকে BO Dallas interrupt করতে গেলে Jason Jordan তার দিকে ধাবিত হয়ে তাকে ফেলিয়ে দেয় ring এর ভিতরে। Referee বো ডালাস এর দিকে distracted হলে Curtis Axel একটা Cheap Shot দেয় এবং এই সুযোগে The Miz Skull Crushing Finale Hit করে Match টি জিতে নেয় এবং IC Title Retain করে। 

• Winner : The Miz

Match শেষে Jason Jordan এর interview নেয় Renee Young। তখন Jason Jordan বলে যে সে Rematch চাবে এবং Miz সম্পর্কে বলে, "He Does Suck"


♦ Bray Wyatt vs Finn Balor

Match টি শুরুর আগেই Bray Wyatt Finn Balor কে পিছন থেকে Assault করে এবং রিং এর বাইরে বেশ কিছু মেরে Commentary Table এর উপরে Yuranagi হিট করে, যার ফলে দেখে মনে হয় যে Finn injured হয়েছে । তাকে backstage এ নিয়ে যাওয়ার সময় Bray Wyatt Mic নিয়ে তাকে Provoke করে match টি খেলার জন্য। সব শেষে বলে, "You're not a demon, you're not even a man, you are just a coward"। যার ফলে Finn Provoked হয় এবং Match এ ফিরে আসে এবং কিছু Fast Paced Action দেখা যায়। সেটি সহজেই থেমে যায় এবং Bray ম্যাচ এর কন্ট্রোল নিতে থাকে। ম্যাচ এর মধ্যখানে Finn Balor Bray Wyatt কে Ring Apron এর Carpet/Matt এর মাঝে আটকিয়ে মারতে থাকে। এর কিছুক্ষন পর ব্রে রিং এর মধ্যে Sister Abigail দিতে গেলে Finn কাউন্টার করে Standing Double Foot Stomp হিট করে। ব্রে কিক আউট করার পর ম্যাচ এর কন্ট্রোল নেয়, হঠাত Finn Balor Comeback করে এবং Top Rope হতে Double Foot Stomp হিট করে ব্রে এর নেক এর পিছনে এবং ব্রে কিক আউট করে।
এরপর ব্রে Finn কে শুধু Throw করতে থাকে রিং এর এপার থেকে ওপারে :3 হঠাত ফিন আবারো Comeback করে এবং Low Dropkick মেরে Top Rope এ যায় এবং Coup De Grace হিট করে! এবার আর ব্রে কিক আউট করতে পারে নি। 

• Winner : Finn Balor

একটি Backstage interview নেয়া হয় Sheamus & Cesaro এর। 


♦ Seth Rollins & Dean Ambrose (C) vs Sheamus & Cesaro

ম্যাচটি শুরু হয় Dean Ambrose এবং Cesaro এর দ্বারা এবং বেশ কিছু Fast Paced Action দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরেই S&C(Sheamus & Cesaro) Match এর কন্ট্রোল নিতে থাকে। এক পর্যায়ে Cesaro কে Steel Post এ হিট করলে Cesaro এর অন্তত দুটো দাত ভেঙে যায়, সে তাও Match Continue করতে থাকে। এর মাঝে Dean Tag করে এবং Seth এর দ্বারা আবারো Fast Paced Action দেখা যায়। ম্যাচ এর শেষের পার্টে Seth Rollins কে Sheamus Brogue Kick মেরে রিঙের বাইরে ফেলে দেয় এবং S&C একটি Double Team Maneuver দেয় Dean কে কিন্তু সে কিক আউট করে। এরপরে S&C Dean কে তাদের Tag Team Finisher দেয়ার জন্য Sheamus White Noise Position এ যায় এবং Cesaro Top Rope এ যায়। এ মুহুর্তে সেথ ফিরে এসে সিজারোকে Hurricanranna দিতে গেলে Cesaro তাকে ধরে ফেলে এবং এ সময়ে Sheamus White Noise মারে Dean কে এবং সিজারো Top Rope হতে Seth Rollins কে ডিন এর উপর Powerbomb Hit করে! এবং কভার করে কিন্তু তাও ডিন কিকআউট করে!! ম্যাচের একদম শেষ মুহুর্তে Sheamus Dean Ambrose কে Brogue Kick দিতে নিলে Dean Ambrose Collapse করার এ্যাক্টিং করে এবং Dean Brogue Kick টা Counter করে রোল আপ পিন করলে Sheamus Kick out করে। এরপর সেথ রিঙে আসতে নিলে সিজারো তার দিকে যায় এবং Sheamus সেথকে Brogue Kick হিট করতে নিলো ভুলে Cesaro কে Brogue Kick হিট করে! এ সুযোগে Dean & Seth তাদের Tag team Finisher হিট করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Dean Ambrose & Seth Rollins

পরবর্তী ম্যাচ হলো Fatal 5 Way Match For The Raw Women's Championship



♦ Nia Jax vs Emma vs Sasha Banks vs Bayley vs Alexa Bliss (C)

ম্যাচের শুরুর দিকে Sasha & Bayley Team up করে রিং ক্লিয়ার করে এবং এর কিছুক্ষণ পরেই Nia Jax তার Dominance দেখাতে থাকে এবং, Alexa & Sasha কে একই সাথে তুলে নিয়ে Double Samoan Drop হিট করে! পরবর্তীতে ৪জন Women মিলিয়ে Nia Jax কে রিং এর বাইরে ফেলে! কিছু action চলে রিং এর বাইরে এবং কিছু ভিতরে। Nia Jax আবার রিং এপ্রনে উঠতে নিলে এমা রিং এ ঢুকতে বাধা দেয় এবং Emma & Bayley মিলে Nia কে এপ্রোন হতে ম্যাটে Powerbomb দিতে নিলেও পারে না তবে Sasha & Alexa Nia কে ড্রপকিক দেয়ার দ্বারা Powerbomb টা সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পর Sasha, Alexa কে Bank Statement এ লক করলে Bayley তা ব্রেক করে এবং Bayley, Alexa কে Belly to Bayley হিট করে পিন করলে Sasha তা ব্রেক করে! Nia Jax আবার রিঙে রিটার্ন করে Sasha কে Leg drop hit করে পিন করতে নিলে Emma তা ব্রেক করে এবং তখন Emma কে Corner Splash দেয় Nia। এরপর Nia Alexa কে হিট করতে নিলে Alexa সরে যায় এবং Nia Shoulder First হয় Steel Post এ। এ সুযোগে Alexa Bayley এর দ্বারা এমাকে Cheap Shot মেরে Bayley কে তার ফিনিশার Snap DDT hit করে পিন করে এবং তার টাইটেল রিটেইন করে। 

• Winner : Alexa Bliss

পরবর্তী Match হলো one of the most hyped, WrestleMania worthy match! 



♦ John Cena vs Roman Reigns

ম্যাচের শুরুতে সিনা রিং ছেড়ে লিভ নিতে যায়, তখন রেইংস পিছন থেকে এ্যাটাক করে তাকে রিংসাইডে ফেরত আনে এবং Cena Roman কে Steel steps এ Whip করে, তারপর রোমানও স্টিল স্টেপস এ সিনাকে Whip করে। Roman ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিছুক্ষণ পর সিনা Five Knuckle Shuffle দিতে গেলে Roman Reigns Samoan Drop দিয়ে তা কাউন্টার করে। এরপর সিনা আবার Five Knuckle Shuffle দেয় কিন্তৃ AA দিতে গেলে রোমান তা কাউন্টার করে। এর কিছুক্ষণ পর রোমান Superman Punch দিতে গেলে Cena তা কাউন্টার করে STF লক করে কিন্তু রোমান তা ব্রেত করে। হঠাত একটা Fast Paced Action এর দ্বারা সিনা রোমানকে ক্যাচ করে এবং AA হিট করে পিন করে কিন্তু রোমান কিকআউট করে। এরপরে সিনা তার Top Rope Leg Drop দিতে গেলে রোমান তা Powerbomb এ কাউন্টার করে। এরপর পরেই Superman Punch দিয়ে পিন করে কিন্তু সিনা কিকআউট করে। এরপর রোমান স্পিয়ার দিতে গেলে সিনা সরে যায় এবং রোমান Steel Post এ হিট খায়। এরপর রোমানকে কাধে নিয়ে সিনা টপ রোপ থেকে সুপার AA মারে! পিন করে বাট কিকআউট! এর কিছুক্ষণ পর সিনা বাহিরে গিয়ে announce table ক্লিয়ার করে এবং রোমানকে তুলে নেয় কিন্তু রোমান সিনাকে ধাক্কা দেয় এবং announce table এর মধ্যে স্পিয়ার হিট করে! এ কিছুক্ষণ পর রিং এর ভিতরে action ফিরে এবং রোমান Spear দিতে নিলে তা সিনা কাউন্টার করে AA হিট করে, কিন্তু পিন না করে আবার আরেকটা AA মেরে পিন করে বাট রোমান তাও কিকআউট করে! সিনা অবাক হয়ে থাকে এবং রোমান আস্তে আস্তে দাড়িয়ে হঠাত Superman Punch মেরে Spear দিয়ে পিন করে এবং Three Count পেয়ে যায়।

• Winner : Roman Reigns

ম্যাচ শেষে সিনা রোমানের হাত উঠিয়ে দেয় এবং পরবর্তীতে সিনা ক্রাউড হতে Standing Ovation পায় এবং Thank You Cena চ্যান্ট চলতে থাকে।

Next is the Cruiserweight Championship!



♦ Enzo Amore vs Neville 9(C)

তেমন কোনো interesting match নয়। এক পর্যায়ে Neville top rope থেকে Red Arrow দিতে গিয়েও না দিয়ে Second Rope থেকে দিতে যায় এবং মিস করে এবং enzo top rope হতে জাম্প করে নেভিল কে ধরে DDT দেয় বাট নেভিল কিকআউট করে। এরপর Enzo কে বাহিরে ফেলা হলে Enzo Cruiserweight title টা নিয়ে রিং এ ঢুকে যার ফলে referee distract হয় এবং রেফারি title টা সরাতে যায় এই মুহূর্তে Enzo একটা Low Blow দিয়ে পিন করে নেভিল করে এবং Three Count পেতে সক্ষম হয়। 

• Winner : New Cruiserweight Champ Enzo Amore


Main Event :

এখন সময় হলো Main Event এর! Universal Championship match! 



♦ Brock Lesnar (C) vs Brown Strowman

ম্যাচের শুরুতে লেসনার তার Takedown গুলো দিতে যায় কিন্তু Strowman তা ব্লক করে। এরপর ব্রক একটা জারমান সুপ্লেক্স দিতেই ব্রাউন দাঁড়িয়ে যায় এবং Chokeslam Hit করে! সাথে সাথেই একটা Running Powerslam দিয়ে পিন করে কিন্তু ব্রক কিকআউট করে। কিছুক্ষণ ব্রাউন ডমিনেট করার পরে ব্রক F5 দেয়ার চেষ্টা করলেও পুরোপুরি তুলো রাখতে পারে না। এর কিছুক্ষণ পরেই হঠাত করে ব্রক কিমুরা লক ইউস করে এবং ব্রাউন bottom rope ধরে তা ব্রেক করলো। পরপরই ব্রককে একটা Spinebuster hit করে ব্রাউন। তারপরে ব্রক Comeback করে এবং Suplex City এর ভ্রমণে নিয়ে যায় ব্রাউনকে। টানা ৫টি German Suplex মেরে F5 দিতে যায় কিন্তু ব্রাউন তা কাউন্টার করে Running Powerslam হিট করে! কিন্তু সে পিন করতে পারে না। এর কিছুক্ষণ পরে আরো একটা Powerslam hit করে দেরি করে Cover এ যায় এবং ব্রক কিকআউট করে। শেষের দিকে ব্রক ডিরেক্ট F5 এর জন্য সময় নিয়ে কাঁধে উঠায় এবং F5 hit করার পরপরই পিন করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Brock Lesnar

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। এতো বড় পোস্ট ফলে ভুল থাকতেই পারে। সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন :)
• লেখক ঃ Taskeen Alam Towfiq

WWE No Mercy 2017 রেজাল্ট, ২৫/০৯/২০১৭


২০১৭ সালের এই No Mercy অনুষ্ঠিত হয় Staple Center, Los Angeles, California তে। 

Pre-Show তে Elias Samson হারায় Apollo Crews কে। 

Main Show : 


♦ The Miz (C) vs Jason Jordan

Main Show শুরু হয় Jason Jordan বনাম The Miz এর Intercontinental Championship Match এর দ্বারা। Miz এর Hometown বিধায় এখানে সে ভালোই পপ পায়। Match এর শুরুর দিকে Jason Jordan তার Charisma দেখায় এবং বেশ কয়েকটা German Suplex, Nothern Light Suplex, Belly to Back Suplex ইত্যাদি ব্যবহার করে। Match এর মাঝখান হতে Miz Momentum নিজের দিকে নিতে থাকে, Jason কে Ring এর বাইরে কিছুক্ষণ মারতে থাকে এবং Barricade এ Throw করে। Ring এ ঢুকার পর Jason আবারো Control নিতে থাকে বিভিন্ন ধরণের Suplex এর দ্বারা। আজকে যেন Suplex City সে-ই শুরু করে! Match এর শেষ দিকে BO Dallas interrupt করতে গেলে Jason Jordan তার দিকে ধাবিত হয়ে তাকে ফেলিয়ে দেয় ring এর ভিতরে। Referee বো ডালাস এর দিকে distracted হলে Curtis Axel একটা Cheap Shot দেয় এবং এই সুযোগে The Miz Skull Crushing Finale Hit করে Match টি জিতে নেয় এবং IC Title Retain করে। 

• Winner : The Miz

Match শেষে Jason Jordan এর interview নেয় Renee Young। তখন Jason Jordan বলে যে সে Rematch চাবে এবং Miz সম্পর্কে বলে, "He Does Suck"


♦ Bray Wyatt vs Finn Balor

Match টি শুরুর আগেই Bray Wyatt Finn Balor কে পিছন থেকে Assault করে এবং রিং এর বাইরে বেশ কিছু মেরে Commentary Table এর উপরে Yuranagi হিট করে, যার ফলে দেখে মনে হয় যে Finn injured হয়েছে । তাকে backstage এ নিয়ে যাওয়ার সময় Bray Wyatt Mic নিয়ে তাকে Provoke করে match টি খেলার জন্য। সব শেষে বলে, "You're not a demon, you're not even a man, you are just a coward"। যার ফলে Finn Provoked হয় এবং Match এ ফিরে আসে এবং কিছু Fast Paced Action দেখা যায়। সেটি সহজেই থেমে যায় এবং Bray ম্যাচ এর কন্ট্রোল নিতে থাকে। ম্যাচ এর মধ্যখানে Finn Balor Bray Wyatt কে Ring Apron এর Carpet/Matt এর মাঝে আটকিয়ে মারতে থাকে। এর কিছুক্ষন পর ব্রে রিং এর মধ্যে Sister Abigail দিতে গেলে Finn কাউন্টার করে Standing Double Foot Stomp হিট করে। ব্রে কিক আউট করার পর ম্যাচ এর কন্ট্রোল নেয়, হঠাত Finn Balor Comeback করে এবং Top Rope হতে Double Foot Stomp হিট করে ব্রে এর নেক এর পিছনে এবং ব্রে কিক আউট করে।
এরপর ব্রে Finn কে শুধু Throw করতে থাকে রিং এর এপার থেকে ওপারে :3 হঠাত ফিন আবারো Comeback করে এবং Low Dropkick মেরে Top Rope এ যায় এবং Coup De Grace হিট করে! এবার আর ব্রে কিক আউট করতে পারে নি। 

• Winner : Finn Balor

একটি Backstage interview নেয়া হয় Sheamus & Cesaro এর। 


♦ Seth Rollins & Dean Ambrose (C) vs Sheamus & Cesaro

ম্যাচটি শুরু হয় Dean Ambrose এবং Cesaro এর দ্বারা এবং বেশ কিছু Fast Paced Action দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরেই S&C(Sheamus & Cesaro) Match এর কন্ট্রোল নিতে থাকে। এক পর্যায়ে Cesaro কে Steel Post এ হিট করলে Cesaro এর অন্তত দুটো দাত ভেঙে যায়, সে তাও Match Continue করতে থাকে। এর মাঝে Dean Tag করে এবং Seth এর দ্বারা আবারো Fast Paced Action দেখা যায়। ম্যাচ এর শেষের পার্টে Seth Rollins কে Sheamus Brogue Kick মেরে রিঙের বাইরে ফেলে দেয় এবং S&C একটি Double Team Maneuver দেয় Dean কে কিন্তু সে কিক আউট করে। এরপরে S&C Dean কে তাদের Tag Team Finisher দেয়ার জন্য Sheamus White Noise Position এ যায় এবং Cesaro Top Rope এ যায়। এ মুহুর্তে সেথ ফিরে এসে সিজারোকে Hurricanranna দিতে গেলে Cesaro তাকে ধরে ফেলে এবং এ সময়ে Sheamus White Noise মারে Dean কে এবং সিজারো Top Rope হতে Seth Rollins কে ডিন এর উপর Powerbomb Hit করে! এবং কভার করে কিন্তু তাও ডিন কিকআউট করে!! ম্যাচের একদম শেষ মুহুর্তে Sheamus Dean Ambrose কে Brogue Kick দিতে নিলে Dean Ambrose Collapse করার এ্যাক্টিং করে এবং Dean Brogue Kick টা Counter করে রোল আপ পিন করলে Sheamus Kick out করে। এরপর সেথ রিঙে আসতে নিলে সিজারো তার দিকে যায় এবং Sheamus সেথকে Brogue Kick হিট করতে নিলো ভুলে Cesaro কে Brogue Kick হিট করে! এ সুযোগে Dean & Seth তাদের Tag team Finisher হিট করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Dean Ambrose & Seth Rollins

পরবর্তী ম্যাচ হলো Fatal 5 Way Match For The Raw Women's Championship



♦ Nia Jax vs Emma vs Sasha Banks vs Bayley vs Alexa Bliss (C)

ম্যাচের শুরুর দিকে Sasha & Bayley Team up করে রিং ক্লিয়ার করে এবং এর কিছুক্ষণ পরেই Nia Jax তার Dominance দেখাতে থাকে এবং, Alexa & Sasha কে একই সাথে তুলে নিয়ে Double Samoan Drop হিট করে! পরবর্তীতে ৪জন Women মিলিয়ে Nia Jax কে রিং এর বাইরে ফেলে! কিছু action চলে রিং এর বাইরে এবং কিছু ভিতরে। Nia Jax আবার রিং এপ্রনে উঠতে নিলে এমা রিং এ ঢুকতে বাধা দেয় এবং Emma & Bayley মিলে Nia কে এপ্রোন হতে ম্যাটে Powerbomb দিতে নিলেও পারে না তবে Sasha & Alexa Nia কে ড্রপকিক দেয়ার দ্বারা Powerbomb টা সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পর Sasha, Alexa কে Bank Statement এ লক করলে Bayley তা ব্রেক করে এবং Bayley, Alexa কে Belly to Bayley হিট করে পিন করলে Sasha তা ব্রেক করে! Nia Jax আবার রিঙে রিটার্ন করে Sasha কে Leg drop hit করে পিন করতে নিলে Emma তা ব্রেক করে এবং তখন Emma কে Corner Splash দেয় Nia। এরপর Nia Alexa কে হিট করতে নিলে Alexa সরে যায় এবং Nia Shoulder First হয় Steel Post এ। এ সুযোগে Alexa Bayley এর দ্বারা এমাকে Cheap Shot মেরে Bayley কে তার ফিনিশার Snap DDT hit করে পিন করে এবং তার টাইটেল রিটেইন করে। 

• Winner : Alexa Bliss

পরবর্তী Match হলো one of the most hyped, WrestleMania worthy match! 



♦ John Cena vs Roman Reigns

ম্যাচের শুরুতে সিনা রিং ছেড়ে লিভ নিতে যায়, তখন রেইংস পিছন থেকে এ্যাটাক করে তাকে রিংসাইডে ফেরত আনে এবং Cena Roman কে Steel steps এ Whip করে, তারপর রোমানও স্টিল স্টেপস এ সিনাকে Whip করে। Roman ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিছুক্ষণ পর সিনা Five Knuckle Shuffle দিতে গেলে Roman Reigns Samoan Drop দিয়ে তা কাউন্টার করে। এরপর সিনা আবার Five Knuckle Shuffle দেয় কিন্তৃ AA দিতে গেলে রোমান তা কাউন্টার করে। এর কিছুক্ষণ পর রোমান Superman Punch দিতে গেলে Cena তা কাউন্টার করে STF লক করে কিন্তু রোমান তা ব্রেত করে। হঠাত একটা Fast Paced Action এর দ্বারা সিনা রোমানকে ক্যাচ করে এবং AA হিট করে পিন করে কিন্তু রোমান কিকআউট করে। এরপরে সিনা তার Top Rope Leg Drop দিতে গেলে রোমান তা Powerbomb এ কাউন্টার করে। এরপর পরেই Superman Punch দিয়ে পিন করে কিন্তু সিনা কিকআউট করে। এরপর রোমান স্পিয়ার দিতে গেলে সিনা সরে যায় এবং রোমান Steel Post এ হিট খায়। এরপর রোমানকে কাধে নিয়ে সিনা টপ রোপ থেকে সুপার AA মারে! পিন করে বাট কিকআউট! এর কিছুক্ষণ পর সিনা বাহিরে গিয়ে announce table ক্লিয়ার করে এবং রোমানকে তুলে নেয় কিন্তু রোমান সিনাকে ধাক্কা দেয় এবং announce table এর মধ্যে স্পিয়ার হিট করে! এ কিছুক্ষণ পর রিং এর ভিতরে action ফিরে এবং রোমান Spear দিতে নিলে তা সিনা কাউন্টার করে AA হিট করে, কিন্তু পিন না করে আবার আরেকটা AA মেরে পিন করে বাট রোমান তাও কিকআউট করে! সিনা অবাক হয়ে থাকে এবং রোমান আস্তে আস্তে দাড়িয়ে হঠাত Superman Punch মেরে Spear দিয়ে পিন করে এবং Three Count পেয়ে যায়।

• Winner : Roman Reigns

ম্যাচ শেষে সিনা রোমানের হাত উঠিয়ে দেয় এবং পরবর্তীতে সিনা ক্রাউড হতে Standing Ovation পায় এবং Thank You Cena চ্যান্ট চলতে থাকে।

Next is the Cruiserweight Championship!



♦ Enzo Amore vs Neville 9(C)

তেমন কোনো interesting match নয়। এক পর্যায়ে Neville top rope থেকে Red Arrow দিতে গিয়েও না দিয়ে Second Rope থেকে দিতে যায় এবং মিস করে এবং enzo top rope হতে জাম্প করে নেভিল কে ধরে DDT দেয় বাট নেভিল কিকআউট করে। এরপর Enzo কে বাহিরে ফেলা হলে Enzo Cruiserweight title টা নিয়ে রিং এ ঢুকে যার ফলে referee distract হয় এবং রেফারি title টা সরাতে যায় এই মুহূর্তে Enzo একটা Low Blow দিয়ে পিন করে নেভিল করে এবং Three Count পেতে সক্ষম হয়। 

• Winner : New Cruiserweight Champ Enzo Amore


Main Event :

এখন সময় হলো Main Event এর! Universal Championship match! 



♦ Brock Lesnar (C) vs Brown Strowman

ম্যাচের শুরুতে লেসনার তার Takedown গুলো দিতে যায় কিন্তু Strowman তা ব্লক করে। এরপর ব্রক একটা জারমান সুপ্লেক্স দিতেই ব্রাউন দাঁড়িয়ে যায় এবং Chokeslam Hit করে! সাথে সাথেই একটা Running Powerslam দিয়ে পিন করে কিন্তু ব্রক কিকআউট করে। কিছুক্ষণ ব্রাউন ডমিনেট করার পরে ব্রক F5 দেয়ার চেষ্টা করলেও পুরোপুরি তুলো রাখতে পারে না। এর কিছুক্ষণ পরেই হঠাত করে ব্রক কিমুরা লক ইউস করে এবং ব্রাউন bottom rope ধরে তা ব্রেক করলো। পরপরই ব্রককে একটা Spinebuster hit করে ব্রাউন। তারপরে ব্রক Comeback করে এবং Suplex City এর ভ্রমণে নিয়ে যায় ব্রাউনকে। টানা ৫টি German Suplex মেরে F5 দিতে যায় কিন্তু ব্রাউন তা কাউন্টার করে Running Powerslam হিট করে! কিন্তু সে পিন করতে পারে না। এর কিছুক্ষণ পরে আরো একটা Powerslam hit করে দেরি করে Cover এ যায় এবং ব্রক কিকআউট করে। শেষের দিকে ব্রক ডিরেক্ট F5 এর জন্য সময় নিয়ে কাঁধে উঠায় এবং F5 hit করার পরপরই পিন করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Brock Lesnar

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। এতো বড় পোস্ট ফলে ভুল থাকতেই পারে। সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন :)
• লেখক ঃ Taskeen Alam Towfiq